Dreamy Media BD

ত্রিকোণমিতির সকল সূত্রসমূহ

ত্রিকোণমিতির সকল সূত্রসমূহ

ত্রিকোণমিতির সকল সূত্রসমূহ

সাধারন গণিত এর গুরুত্ত্বপূর্ণ অধ্যায় হলো ত্রিকোণমিতি।

শুধু জানা বা শিখার জন্য নয় বরং জীবনের অনেক ক্ষেত্রেই এর প্রয়োজন রয়েছে। আর ত্রিকোণমিতি সমস্যার সমাধান করতে হলে ত্রিকোণমিতির সূত্রসূমহ জানতে হবে। আজ এই আর্টিকেলে আমরা আলোচনা করব ত্রিকোণমিতির সকল সূত্রসমূহ আশা করা যায় আপনাদের জন্য সহায়ক হবে।

ত্রিকোণমিতি কাকে বলে

ত্রি শব্দের অর্থ হলো তিন এবং কোনা শব্দের অর্থ হলো কোন ও মিতি শব্দের অর্থ হল পরিমাপ করা। সুতরাং ত্রিকোণমিতি বলতে আমরা বুঝি ত্রিভুজের কোণের সঙ্গে ত্রিভুজের বাহুগুলোর আনুপাতিক হারে পরিমাপের পদ্ধতি। সাধারণভাবে কোন স্থান বা বস্তুকে ত্রিভুজাকৃতির তুলনায় অন্য কোন বস্তুর কৌণিক দূরত্ব বা বাহুর পরিমাপ করার পদ্ধতি হলো ত্রিকোণমিতি। 

ত্রিকোণমিতির সকল সূত্রসমূহ

 

১। cosec θ = 1/sin θ

২। sec θ = 1/cos θ

৩। cot θ = 1/tan θ

৪। sin θ = 1/cosec θ

৫। cos θ = 1/sec θ

৬। tan θ = 1/cot θ

৭। sinθ=1/cosecθ 

৮। cosecθ=1/sinθ

৯। cosθ=1/secθ 

১০। secθ=1/cosθ

১১। tanθ=1/cotθ

১২। cotθ=1/tanθ

১৩। sin²θ + cos²θ= 1

১৪। sin²θ = 1 – cos²θ

১৫। cos²θ = 1- sin²θ

১৬। sec²θ – tan²θ = 1

১৭। sec²θ = 1+ tan²θ

১৮। tan²θ = sec²θ – 1

১৯। cosec²θ – cot²θ = 1

২০। cosec²θ = cot²θ + 1

২১। cot²θ = cosec²θ – 1

২২। sin (A + B) = sin A cos B + cos A sin B

২৩। sin (A − B) = sin A cos B – cos A sin B

২৪। cos (A + B) = cos A cos B – sin A sin B

২৫। cos (A – B) = cos A cos B + sin A sin B

২৬। tan(A+B) = [(tan A + tan B)/(1 – tan A tan B)]

২৭। tan(A-B) = [(tan A – tan B)/(1 + tan A tan B)]

২৮। sin2A = 2sinA . cosA 

               = [2tan A/(1+tan2 A)]

২৯। cos2A = cos2A–sin2A 

                = [(1-tan2 A) / (1+tan2 A)]

৩০। cos2A = 2cos2A−1 

                = 1–2sin2A

৩১। tan(2x) = [2tan(x)]/ [1−tan2(x)]

৩২। sec (2x) = sec2 x/(2-sec2 x)

৩৩। cos (2x) = (sec x. cos x)/2

৩৪। Sin 3x = 3sin x – 4sin3x

৩৫। Cos 3x = 4cos3x-3cos x

৩৬। Tan 3x = [3tanx-tan3x]/[1-3tan2x]

৩৭। sin x sin y = 1/2 [cos(x–y) − cos(x+y)]

৩৮। cos x cos y = 1/2[cos(x–y) + cos(x+y)]

৩৯। sin x cos y = 1/2[sin(x+y) + sin(x−y)]

৪০। cos x sin y = 1/2[sin(x+y) – sin(x−y)]

৪১। sin C + sin D = 2 sin [(C+D)/2] cos [(C-D)/2]

৪২। sin C – sin D = 2 cos [(C+D)/2] sin [(C-D)/2]

৪৩। cos C + cos D = 2 cos [(C+D)/2] cos [(C-D)/2]

৪৪। cos C – cos D = -2 sin [(C+D)/2] sin [(C-D)/2]

ত্রিকোণমিতির অনুপাত 

  • sinθ=লম্ব/অতিভুজ
  • cosθ=ভূমি/অতিভুজ
  • tanθ=লম্ব/ভূমি
  • cotθ=ভূমি/লম্ব
  • secθ=অতিভূজ/ভূমি
  • cosecθ=অতিভুজ/লম্ব

Quadrant I

  • sin(π/2−θ) = cos θ
  • cos(π/2−θ) = sin θ
  • tan(π/2−θ) = cot θ
  • cot(π/2−θ) = tan θ
  • sec(π/2−θ) = cosec θ
  • cosec(π/2−θ) = sec θ

Quardant II

  • sin(π−θ) = sin θ
  • cos(π−θ) = -cos θ
  • tan(π−θ) = -tan θ
  • cot(π−θ) = – cot θ
  • sec(π−θ) = -sec θ
  • cosec(π−θ) = cosec

Quardant III

  • sin(π+ θ) = – sin θ
  • cos(π+ θ) = – cos θ
  • tan(π+ θ) = tan θ
  • cot(π+ θ) = cot θ
  • sec(π+ θ) = -sec θ
  • cosec(π+ θ) = -cosec θ

Quardant IV

  • sin(2π− θ) = – sin θ
  • cos(2π− θ) = cos θ
  • tan(2π− θ) = – tan θ
  • cot(2π− θ) = – cot θ
  • sec(2π− θ) = sec θ
  • cosec(2π− θ) = -cosec θ

আবার,

  • sin(2nπ + θ ) = sin θ
  • cos(2nπ + θ ) = cos θ
  • tan(2nπ + θ ) = tan θ
  • cot(2nπ + θ ) = cot θ
  • sec(2nπ + θ ) = sec θ
  • cosec(2nπ + θ ) = cosec θ

চিহ্নের ক্রোমনিক ফাংশন 

  • sin (-θ) = − sin θ
  • cos (−θ) = cos θ
  • tan (−θ) = − tan θ
  • cosec (−θ) = − cosec θ
  • সেকেন্ড (−θ) = সেকেন্ড θ
  • cot (−θ) = − cot θ

উপসংহার

সাধারণত সমকোণী ত্রিভুজের মাধ্যমে ত্রিকোণমিতির সাহায্যে কোন বস্তু বা স্থানের পরিমাপ করা যায়। আশা করা যায় এই আর্টিকেল পড়ে ত্রিকোণমিতির সকল সূত্রসমূহ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। 

বহুল জিজ্ঞাসিত প্রশ্ন

১. ত্রিকোণমিতি কাকে বলে?

উত্তর: কোন স্থান বা বস্তুকে ত্রিভুজাকৃতির তুলনায় অন্য কোন বস্তুর কৌণিক দূরত্ব বা বাহুর পরিমাপ করার পদ্ধতি হলো ত্রিকোণমিতি। 

২. ত্রিকোণমিতির অনুপাতগুলি কি কি?

উত্তর: অনুপাতগুলি হলো-

  • sinθ=লম্ব/অতিভুজ
  • cosθ=ভূমি/অতিভুজ
  • tanθ=লম্ব/ভূমি
  • cotθ=ভূমি/লম্ব
  • secθ=অতিভূজ/ভূমি
  • cosecθ=অতিভুজ/লম্ব

Also Read: সমকোণ কাকে বলে?

 

Related Post

মৃত্যু নিয়ে উক্তি

150+মৃত্যু নিয়ে উক্তি, বাণী, ক্যাপশন 2024

মৃত্যু নিয়ে উক্তি জন্মিলে মরিতে হবে আর এটাই সত্যি। মৃত্যু হচ্ছে সবচেয়ে চিরন্তন সত্যি। পৃথিবীতে প্রতিটি প্রাণীর মৃত্যুর স্বাদ অনুভব করতে হবে। সবসময় মৃত্যুর জন্য

Read More »
খুশির স্ট্যাটাস

200+ স্টাইলিশ খুশির স্ট্যাটাস | হাসি নিয়ে ক্যাপশন

খুশির স্ট্যাটাস | হাসি নিয়ে ক্যাপশন জীবনের সুন্দর খুশির মুহূর্ত আমরা সবাই বাঁধাই করে রাখতে চাই। আর এই খুশির মুহূর্তকে ধরে রাখার সবচেয়ে সহজ উপায়

Read More »

স্টাইলিশ ভালোবাসার ছন্দ | রোমান্টিক ছন্দ | Love Status Bangla

❤❤ভালোবাসার ছন্দ | ভালোবাসার ছন্দ রোমান্টিক | ভালোবাসার ছন্দ স্ট্যাটাস❤❤ ভালোবাসা হলো এক অন্যরকম অনুভূতির নাম, যা শুধুমাত্র কাউকে ভালবাসলেই অনুভব করা যায়। আমরা বিভিন্নভাবে

Read More »
মন খারাপের স্ট্যাটাস

মন খারাপের স্ট্যাটাস, উক্তি, ছন্দ, ক্যাপশন, কিছু কথা ও লেখা

মন খারাপের স্ট্যাটাস মন খারাপ – এই কষ্টের অনুভূতি কার না হয়? সবারই কখনো না কখনো সবারই মন খারাপ হয়। জীবনের ছোটোখাটো অঘটন থেকে শুরু

Read More »

Leave a Comment

Table of Contents