রবীন্দ্রনাথ ঠাকুরের প্রেমের উক্তি

রবীন্দ্রনাথ ঠাকুরের প্রেমের উক্তি
রবীন্দ্রনাথ ঠাকুরের প্রেমের উক্তি

রবীন্দ্রনাথ ঠাকুরকে বলা হয় বিশ্বকবি। তিনি ছিলেন একজন বিচক্ষণ ও গুনী লেখক। প্রেম চিরন্তন এবং সত্য। রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালীর মনে প্রেমের চেতনা জাগিয়ে তোলার এক জাদুকরের নাম। তাইতো রবীন্দ্রনাথ ঠাকুর রচিত যত প্রেমের উক্তি, কবিতা,গান, সাহিত্য, প্রবন্ধ বিনি সুতার মালার মতো গেঁথে আছে মানুষের অন্তরে ও সন্মানে। সাহিত্যের ইতিহাসে তিনিই ছিলেন প্রথম নোবেল পুরস্কার বিজয়ী। তার রচিত কথামালা প্রতিটি বাঙালির মনে জ্ঞানের আলো ছড়ায়।

সুপ্রিয় পাঠক, শুরু করছি আজকের আয়োজন। এই আর্টিকেলটি সাজানো হয়েছে রবীন্দ্রনাথের প্রেমের উক্তি দিয়ে। বেশিরভাগ পাঠক ফেসবুক, instagram এ ক্যাপশন কিংবা স্ট্যাটাস দেওয়ার ক্ষেত্রে কিংবা যেকোনো সোশ্যাল মিডিয়াতে ব্যবহার করতে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রেমের উক্তি দিয়ে গুগলে সার্চ করেন

তাদের জন্য আজকে থাকছে রবীন্দ্রনাথের প্রেমের উক্তির সম্ভার। তাহলে চলুন শুরু করা যাক।

রবীন্দ্রনাথ ঠাকুরের প্রেমের উক্তি:-

💚🥀🌺

“আজ হতে শতবর্ষ পরে কে তুমি পড়িছ বসি আমার কবিতাখানি কৌতুহল ভরে?”

💚🥀🌺

💚🥀🌺

“ক্ষমাই যদি করতে না পারো তবে তাকে ভালোবাসো কেন?”

💚🥀🌺

💚🥀🌺

“স্বামীরা প্রেমিক হতে অবশ্যই রাজি, তবে সেটা নিজের স্ত্রীর সঙ্গে নয়।

নিজের স্ত্রীর সাথে প্রেমিক হওয়ার বিষয়টা কেন জানিনা তারা ভাবতেই পারে না”!

💚🥀🌺

💚🥀🌺

“আনন্দকে ভাগ করলে দুটি জিনিস পাওয়া যায়, একটি হচ্ছে জ্ঞান অপরটি হচ্ছে প্রেম”!

💚🥀🌺

💚🥀🌺

“প্রেমে আনন্দ থাকে স্বল্পক্ষণ আর বেদনা থাকে সারাটি জীবন”!

💚🥀🌺

💚🥀🌺

“সোহাগের সঙ্গে রাগ না মেশালে ভালোবাসার স্বাদ থাকে না, তরকারিতে নুন-মরিচের মত”

💚🥀🌺

💚🥀🌺

“পৃথিবীর সবচেয়ে বড় দূরত্ব কোনটি জানো? জীবন থেকে মৃত্যু

পর্যন্ত উত্তরটি সঠিক নয়, সবচেয়ে বড় দূরত্ব হলো আমি তোমার

সামনে থাকি তবুও তুমি জানো না আমি তোমাকে কতটা ভালবাসি”!

💚🥀🌺

💚🥀🌺

“প্রেমের দ্বারা চেতনা যে পূর্ণশক্তি লাভ করে সেই পূর্ণতার দ্বারাই

সে সীমার মধ্যে অসীমকে, রূপের মধ্যে অপরূপকে দেখতে পায়—

তাকে নূতন কোথাও যেতে হয় না। ”

💚🥀🌺

💚🥀🌺

”ভক্তের দাসত্বে স্বাধীনতা আছে, ভক্তের স্বাধীন দাসত্ব তেমনি প্রকৃত

— প্রণয় স্বাধীন প্রণয়।”

💚🥀🌺

💚🥀🌺

“ফুল যে কেবল বনের মধ্যেই কাজ করছে তা নয়—মানুষের মনের

মধ্যেও তার যেটুকু কাজ তা সে বরাবর করে আসছে ।

” 💚🥀🌺

💚🥀🌺

” আমি রূপে তোমায় ভোলাব না, ভালোবাসায় ভোলাব ।

আমি হাত দিয়ে দ্বার খুলব না গো ,গান দিয়ে দ্বার খোলাব।

ভরাব না ভূষণভারে, সাজাব না ফুলের হারে।

প্রেমকে আমার মালা করে গলায় তোমার দোলাব । ”

💚🥀🌺

💚🥀🌺

”মনুষ্যত্বের মূলে আর একটি প্রকাণ্ড দ্বন্দ্ব আছে ;

তাকে বলা যেতে পারে প্রকৃতি এবং আত্মার দ্বন্দ্ব। স্বার্থের দিক এবং

পরমার্থের দিক , বন্ধনের দিক এবং মুক্তির দিক , সীমার দিক এবং অনন্তের দিক–

এই দুইকে মিলিয়ে চলতে হবে মানুষকে ।”

💚🥀🌺

💚🥀🌺

”মানুষের বিশ্বজয়ের এই একটা পালা বস্তুজগতে;

ভাবের জগতে তার আছে আর-একটা পালা। ব্যাবহারিক

বিজ্ঞানে একদিকে তার জয়স্তম্ভ, আর-একদিকে শিল্পে সাহিত্যে । ”

💚🥀🌺

💚🥀🌺

”মানুষের বিশ্বজয়ের এই একটা পালা বস্তুজগতে;

ভাবের জগতে তার আছে আর-একটা পালা।

ব্যাবহারিক বিজ্ঞানে একদিকে তার জয়স্তম্ভ,

আর-একদিকে শিল্পে সাহিত্যে । ”

💚🥀🌺

💚🥀🌺

”প্রেম যাহা দান করে , সেই দান যতই কঠিন হয়,

ততই তাহার সার্থকতার আনন্দ নিবিড় হয় । ”

💚🥀🌺

💚🥀🌺

”স্বার্থ আমাদের যে-সব প্রয়াসের দিকে ঠেলে নিয়ে যায় তার মূল

প্রেরণা দেখি জীবপ্রকৃতিতে; যা আমাদের ত্যাগের দিকে ,

তপস্যার দিকে নিয়ে যায় তাকেই বলি মনুষ্যত্ব, মানুষের ধর্ম । ”

💚🥀🌺

💚🥀🌺

”স্বার্থ আমাদের যে-সব প্রয়াসের দিকে ঠেলে নিয়ে যায় তার

মূল প্রেরণা দেখি জীবপ্রকৃতিতে; যা আমাদের ত্যাগের দিকে ,

তপস্যার দিকে নিয়ে যায় তাকেই বলি মনুষ্যত্ব, মানুষের ধর্ম । ”

💚🥀🌺

💚🥀🌺

”আপনাকে বৃহতে উপলব্ধি করাই সত্য , অহংসীমায় অবরূদ্ধ জানাই অসত্য।

ব্যক্তিগত দুঃখ এই অসত্যে-।

💚🥀🌺

💚🥀🌺

” মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই।

এই সূর্যকরে এই পুষ্পিত কাননে জীবন্ত হৃদয় – মাঝে যদি স্থান পাই । ”

💚🥀🌺

💚🥀🌺

” যাহাকে তুমি ভালোবাস তাহাকে ফুল দাও, কাঁটা দিও না ;

তোমার হৃদয়-সরোবরের পদ্ম দাও,পঙ্ক দিও না। ”

💚🥀🌺

💚🥀🌺

”প্রেমের ধর্ম এই , সে ছোটোকেও বড়ো করিয়া লয়। আর ,আড়ম্বর- প্রিয়তা

বড়োকেও ছোটো করিয়া দেখে। এই নিমিত্ত প্রেমের হাতে কাজের আর অন্ত নাই ,

কিন্তু আড়ম্বরের হাতে কাজ থাকে না । প্রেম শিশুকেও অগ্রাহ্য করে না,

বার্ধক্যকে উপেক্ষা করে না, আয়তন মাপিয়া সমাদরের মাত্রা স্থির করে না ।”

💚🥀🌺

💚🥀🌺

” রমণীর প্রেমের মধ্যে পরিতৃপ্তি আছে,বিশ্বাস আছে,নিষ্ঠা আছে ,

কিন্তু পুরুষের প্রেমের মধ্যে যে একটি চির অতৃপ্তিপূর্ণ

অনির্বচনীয় সুখ আছে তাহা বোধ করি খুব অল্প রমণী উপভোগ করিয়াছে । ”

💚🥀🌺

💚🥀🌺

” স্ত্রী-পুরুষগত প্রেমের ন্যায় প্রবল শক্তি আর কিছু আছে কি না সন্দেহ।

এই শক্তি ষোলো আনা মাত্রায় সমাজের কাজে লাগাইলে মানবসভ্যতা

অনেকটা বল পায়। এই শক্তি হইতে বঞ্চিত করিলে সমাজের একটি

প্রধান বল অপহরণ করা হয় । ”

💚🥀🌺

আমাদের সম্পূর্ণ আর্টিকেলটি সাজানো হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রেমের উক্তি নিয়ে। খুব সহজে কপি করে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন।

💚🥀🌺

” ভালোবাসা অর্থে আত্মসমর্পণ করা নহে , ভালোবাসা অর্থে ভাল বাসা ,

অর্থাৎ অন্যকে ভালো বাসস্থান দেওয়া, অন্যকে মনের

সর্ব্বাপেক্ষা ভালো জায়গায় স্থাপন করা । ”

💚🥀🌺

💚🥀🌺

” মানুষের দেবতা মানুষের মনের মানুষ , জ্ঞানে কর্মে ভাবে

যে পরিমাণে সত্য হই সেই পরিমাণেই সেই মনের মানুষকে পাই –অন্তরে বিকার

ঘটলে সেই আমার আপন মনের মানুষকে মনের মধ্যে দেখতে পাই নে ।

মানুষের যত-কিছু দুর্গতি আছে সেই আপন মনের মানুষকে হারিয়ে,

তাকে বাইরের উপকরণে খুঁজতে গিয়ে , অর্থাৎ আপনাকেই পর করে দিয়েছে । ”

💚🥀🌺

💚🥀🌺

” মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ ,

সে বিশ্বাস শেষ পর্যন্ত রক্ষা করব।আশা করব, মহাপ্রলয়ের

পরে বৈরাগ্যের মেঘমুক্ত আকাশে ইতিহাসের একটি নির্মল

আত্মপ্রকাশ হয়তো আরম্ভ হবে এই পূর্বাচলের সূর্যোদয়ের

দিগন্ত থেকে।আর-একদিন অপরাজিত মানুষ নিজের জয়যাত্রার

অভিযানে সকল বাধা অতিক্রম করে অগ্রসর হবে তার মহৎ

মর্যাদা ফিরে পাবার পথে।মনুষ্যত্বের অন্তহীন প্রতিকারহীন

পরাভবকে চরম বলে বিশ্বাস করাকে আমি অপমান মনে করি । ”

💚🥀🌺

💚🥀🌺

” যে পাখির ডানা সুন্দর ও কণ্ঠস্বর মধুর তাকে

খাঁচায় বন্দী করে মানুষ গর্ব অনুভব করে; তার সৌন্দর্য সমস্ত অরণ্যভূমির,

এ কথা সম্পত্তিলোলুপরা ভুলে যায় । মেয়েদের হৃদয়মাধুর্য ও সেবানৈপুণ্যকে

পুরুষ সুদীর্ঘকাল আপন ব্যক্তিগত অধিকারের মধ্যে কড়া পাহারায় বেড়া দিয়ে রেখেছে।

মেয়েদের নিজের স্বভাবেই বাঁধন-মানা প্রবণতা আছে ,

সেইজন্যে এটা সর্বত্রই এত সহজ হয়েছে । ”

💚🥀🌺

💚🥀🌺

” শুধু বিধাতার সৃষ্টি নহ তুমি নারী— পুরুষ গড়েছে

তোরে সৌন্দর্য সঞ্চারি আপন অন্তর হতে বসি কবিগণ

সোনার উপমাসূত্রে বুনিছে বসন। সঁপিয়া তোমার ’

পরে নূতন মহিমা অমর করিছে শিল্পী তোমার প্রতিমা।”

💚🥀🌺

রবীন্দ্রনাথ ঠাকুরের প্রেমের উক্তি বাংলা:-

💚🥀🌺

”প্রেম শান্তিরূপেও আসবে অশান্তিরূপেও আসবে,

সুখ হয়েও আসবে দুঃখ হয়েও আসবে–সে যে-কোনো বেশেই

আসুক তার মুখের দিকে চেয়ে যেন বলতে পারি তোমাকে চিনেছি ,

বন্ধু তোমাকে চিনেছি। ”

💚🥀🌺

💚🥀🌺

” সোনার চেয়ে আনন্দের দাম বেশি,প্রতাপের মধ্যে পূর্ণতা নেই ,

প্রেমের মধ্যেই পূর্ণতা। সেখানে মানুষকে দাস করে রাখবার প্রকাণ্ড

আয়োজনে মানুষ নিজেকেই নিজে বন্দী করেছে । ”

💚🥀🌺

💚🥀🌺

” সহজ মানুষের সত্যটি সামাজিক মানুষের কুয়াশায় ঢেকে রেখে দেয়।

অর্থাৎ আমরা নানা অবান্তর তথ্যের অস্বচ্ছতার মধ্যে বাস করি।

শিশুর জীবনের যে সত্য তার সঙ্গে অবান্তরের মিশেল নেই।

তাই, তার দিকে যখন চেয়ে দেখবার অবকাশ পাই তখন

প্রাণলীলার প্রত্যক্ষ স্বরূপটি দেখি; তাতে সংস্কারভারে পীড়িত চিন্তাক্লিষ্ট মন গভীর তৃপ্তি পায় ।”

💚🥀🌺

💚🥀🌺

”সুন্দর আপনি সুন্দর এবং অন্যকে সুন্দর করে।

কারণ, সৌন্দর্য্য হৃদয়ে প্রেম জাগ্রত করিয়া দেয়

এবং প্রেমই মানুষকে সুন্দর করিয়া তোলে । ”

💚🥀🌺

💚🥀🌺

” কবিদিগকে আর কিছুই করিতে হইবে না ,

তাঁহারা কেবল সৌন্দর্য্য ফুটাইতে থাকুন —জগতের সর্ব্ত্র যে সৌন্দর্য্য

আছে তাহা তাঁহাদের হৃদয়ের আলোকে পরিস্ফুট ও উজ্জ্বল হইয়া আমাদের চোখে পড়িতে থাকুক,

তবেই আমাদের প্রেম জাগিয়া উঠিবে, প্রেম বিশ্বব্যাপী হইয়া পড়িবে । ”

💚🥀🌺

“আরো পড়ুন”

১০০ টি শিক্ষণীয় স্ট্যাটাস ক্যাপশন সেরা উক্তি

💚🥀🌺

” জ্ঞানে প্রেমে অনেক প্রভেদ। জ্ঞানে আমাদের ক্ষমতা বাড়ে ,

প্রেমে আমাদের অধিকার বাড়ে । জ্ঞান শরীরের মত , প্রেম মনের মত।

জ্ঞান কুস্তি করিয়া জয়ী হয় , প্রেম সৌন্দর্য্যের দ্বারা জয়ী হয়।

জ্ঞানের দ্বারা জানা যায় মাত্র , প্রেমের দ্বারা পাওয়া যায়।

জ্ঞানেতেই বৃদ্ধ করিয়া দেয়, প্রেমেতেই যৌবন জিয়াইয়া রাখে ।

জ্ঞানের অধিকার যাহার উপরে তাহা চঞ্চল , প্রেমের অধিকার

যাহার উপরে তাহা ধ্রুব। জ্ঞানীর সুখ আত্মগৌরব-নামক ক্ষমতার সুখ ,

প্রেমিকের সুখ আত্মবিসর্জ্জন-নামক স্বাধীনতার সুখ।”

💚🥀🌺

💚🥀🌺

”পৃথিবীর চারি দিকে দেয়াল , সৌন্দর্য্য তাহার বাতায়ন।

পৃথিবীর আর সকলই তাহাদের নিজ নিজ দেহ লইয়া আমাদের

চোখের সম্মুখে আড়াল করিয়া দাঁড়ায় , সৌন্দর্য্য তাহা করে না —সৌন্দর্য্যের

ভিতর দিয়া আমরা অনন্ত রঙ্গভূমি দেখিতে পাই । ”

💚🥀🌺

আমাদের সম্পূর্ণ আর্টিকেলটি সাজানো হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রেমের উক্তি নিয়ে। খুব সহজে কপি করে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন।

💚🥀🌺

” ছেলে যদি মানুষ করিতে চাই, তবে ছেলেবেলা হইতেই তাহাকে

মানুষ করিতে আরম্ভ করিতে হইবে, নতুবা সে ছেলেই থাকিবে ,

মানুষ হইবে না। শিশুকাল হইতেই কেবল স্মরণশক্তির উপর সমস্ত

ভর না দিয়া সঙ্গে সঙ্গে যথা পরিমাণে চিন্তাশক্তি ও

কল্পনাশক্তির স্বাধীন পরিচালনার অবসর দিতে হইবে । ”

🥀🌺

💚🥀🌺

”তোর আপন জনে ছাড়বে তোরে , তা ব’লে ভাবনা করা চলবে না ।

ও তোর আশালতা পড়বে ছিঁড়ে , হয়তো রে ফল ফলবে না ।

আসবে পথে আঁধার নেমে , তাই ব’লেই কি রইবি থেমে– ও

তুই বারে বারে জ্বালবি বাতি , হয়তো বাতি জ্বলবে না । ”

💚🥀🌺

💚🥀🌺

” আগুনকে যে ভয় করে সে আগুনকে ব্যবহার করতে পারে না । ”

💚🥀🌺

💚🥀🌺

” পৃথিবীতে সকলের চেয়ে বড়ো জিনিস আমরা যাহা কিছু

পাই তাহা বিনামূল্যেই পাইয়া থাকি, তাহার জন্য দরদস্তুর করিতে হয় না।

মূল্য চুকাইতে হয় না বলিয়াই জিনিসটা যে কত বড়ো তাহা আমরা সম্পূর্ণ বুঝিতেই পারি না ।”

💚🥀🌺

“আরো পড়ুন”

১০০+ শিক্ষনীয় স্ট্যাটাস ক্যাপশন বাংলা

💚🥀🌺

”বিবেচনা করবার বয়েস ভালোবাসার বয়েসের উলটো পিঠে” ।

💚🥀🌺

💚🥀🌺

”বিবেচনা করবার বয়েস ভালোবাসার বয়েসের উলটো পিঠে” ।

💚🥀🌺

💚🥀🌺

”প্রেমের দুই বিরুদ্ধ পার আছে। এক পারে চোরাবালি,

আর-এক পারে ফসলের খেত। এক পারে ভালোলাগার দৌরাত্ম,

অন্য পারে ভালোবাসার আমন্ত্রণ”।

💚🥀🌺

ইতিকথা,

রবীন্দ্রনাথ ঠাকুরের প্রেমের উক্তি গুলো হাজারো মানুষের প্রেমিক মনে হিল্লোল তোলে। প্রেম হীনা জীবন আর বেসুরো সংগীত একই রকম। যুগ যুগ ধরে প্রেমের জন্য ঘটছে কতশত ঘটনা। রবীন্দ্রনাথের প্রেমের কবিতা গান প্রবন্ধ উপন্যাস এবং রবীন্দ্রনাথ ঠাকুর রচিত প্রেমের উক্তি অনুপ্রেরণা যোগায় আমাদের হৃদয়ে।

সুপ্রিয় পাঠক, আজকের পোস্টটি ছিল সম্পূর্ণ আপনাদের জন্য যারা রবীন্দ্র প্রেমিক। আশাকরি রবীন্দ্রনাথের প্রেমের উক্তি দিয়ে সাজানো এই আকর্ষণীয় পোস্টটি পড়লে আপনার অবশ্যই ভালো লাগবে।

Scroll to Top