100+ জীবন নিয়ে শতাধিক উক্তি, ক্যাপশন, বাণী

জীবন নিয়ে শতাধিক উক্তি

এই জীবনে ঘটে যাওয়া কত না ঘটনা আমাদের শিখিয়ে দেয় বিভিন্ন অভিজ্ঞতার সমাহার। ঘাত- প্রতিঘাত, আনন্দ-বেদনা, সুখ-দুঃখ, উত্থান পতন সবই যেনো একই সুতোয় বাঁধা জীবনের প্রতিটা পাতায় পাতায় অঙ্গাঙ্গীণভাবে জড়িত। জীবন নিয়ে শতাধিক উক্তি আজকের আলোচ্য বিষয়। জীবন থেকে পাওয়া এসব অভিজ্ঞতা আমাদের শিখিয়ে দেয় কিভাবে সামনের দিকে এগিয়ে যাওয়া যায়।  

সুপ্রিয় পাঠক, আজকের আর্টিকেলটি জীবন মুখী শত শত বার্তা দিয়ে সাজানো হয়েছে। এসকল জীবনধর্মী উক্তি আমাদের অবস্থান সম্পর্কে বিস্তারিত জ্ঞান অর্জন করতে সাহায্য করে। আসুন শুরু করা যাক আজকের পোস্টটি জীবন নিয়ে শতাধিক উক্তি। আশাকরি পুরো পোস্টটি পড়বেন।

জীবন নিয়ে শতাধিক উক্তি:-

জীবন নিয়ে শতাধিক উক্তি’র সমাহার আপনি আমাদের এই পোস্টটি থেকে পেয়ে যাবেন, আসুন পুরোটা পড়ি এবং আত্মীয়-স্বজন বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেই-

১.জীবন ফুরিয়ে যাবে,মন বহুবার বদলাবে , 

গন্তব্য নির্দিষ্ট হবে! আদৌও কি 

আপনাকে ভোলা যাবে। 
২.এ পৃথিবীতে কিছু মানুষ আছে যাদের 

ভালোবাসা শুধু স্বপ্নেই ধরা দেয়, 

বাস্তবে না পাওয়ার বেদনাই শুধু 

তাড়িয়ে বেড়ায়।

৩.একটা জিনিষ খেয়াল করে দেখলাম,

জীবনে প্রত্যেক কাজে কমসে

কম সাহস টুকু বুকে রাখতে হয়।

৪.ডিয়ার জীবন,

যত ইচ্ছা খেলতে থাকো আমার সাথে

আমিও হারতে শিখিনি।

৫.মেয়েরা জীবনে দুটি জিনিস চায়! প্রথমটি হলো সম্মান আর আরেকটি হলো মনের মতো একজন জীবন সঙ্গী!

৬.যে স্বপ্ন আপনি একা দেখেন তা কেবল একটি স্বপ্ন।আর যে স্বপ্ন আপনি সবাইকে নিয়ে দেখেন তা হলো বাস্তবতা।

৭. মানুষের জীবন তিনটি ধাপে বিভক্ত:প্রথম জীবনে ২০ বছর পর্যন্ত ইচ্ছার রাজত্ব চলে,৩০ বছর পর্যন্ত চলে বুদ্ধির বাজত্ব এবং ৪০ বছর বয়স হলে বিচার-বিবেচনার রাজত্বে বসবাস করতে হয়।

৮.রান না করলে মরবি না,ব্যাটিং কর। এটা জীবন না,এটা খেলা।

৯. ছলনাভরা ভালোবাসা কাউকে দিবেন না,যে ভালোবাসা সব সময় তাকে কাঁদতে পারে।

১০.জীবন কাঁটাময় এক যাত্রা

সাহস দিয়ে যাকে করতে হয় জয়…

বানানো রাস্তায় তো সবাই চলতে পারে

কিন্তু নিজের রাস্তা নিজেই বানিয়ে নেয় মানুষ বলে তার পরিচয়।

১১.এই জীবনে সুখী তারাই থাকে যারা অন্যের বুকে ছুরি মেরে নিজে ভালো থাকতে পারে।

১২.অন্যের জীবনে নিজের স্থান খোঁজা বন্ধ করো।

নিজের জীবনে নিজেকে আরো উঁচুতে নিয়ে যাও।

১৩.জীবন একটি গাছের মতো ধীরে 

ধীরে বড় হয়,কিন্তু জীবনে হটাৎ

কেউ এসে ঝড়ের মতো গাছটা ভেঙ্গে দেয়।

১৪.জীবনের সবচেয়ে বড়ো জয় হলো,

এমন কিছু করে দেখানো যা

সবার কাছে কল্পনার অতীত হয়

সময় হচ্ছে ধারালো ছুরির মতো

আপনি যদি সময়কে না কাটেন।

১৫.তাহলে সময় একদিন ধারালো ছুরির মতো আপনাকে কেটে ফেলবে।

১৬.নিজেকে উন্নত করার জন্য এত ব্যস্ত থাকো যে,

অন্যের সমালোচনা করার সময় না পাও।

১৭.জীবন কারো জন্য থেমে থাকেনা,

যেমন সময় আর স্রোত কারো 

জন্য অপেক্ষা করেন।

১৮.স্বপ্ন পূরণই জীবনের প্রধান লক্ষ্য নয়। 

তাই বলে, স্বপ্নকে ত্যাগ করে নয়, 

বরং তাকে সঙ্গে নিয়ে চলো।

৯.স্বপ্ন ছাড়া জীবন অর্থহীন

বিলাসী জীবন যাপন করো না

কষ্ট সহিষ্ণু হও

কারণ বিলাসিতা বেশি দিন স্থায়ী হয় না।

২০.জীবনে আঘাত আসাটা

Part Of Life,

আর সেগুলো হাসিমুখে পার করাটা

Art Of Life।

“আরো পড়ুন”

২১.আপনি নিজে যতই ব্যাক্তিত্বসম্পন্ন

মানুষই হন না কেন, যতক্ষন না পর্যন্ত

আপনার মন ভালো না হয় নিজেকে ফুটিয়ে 

ভালোভাবে তুলতে পারবেন না কখনো।

২২.নিন্দা করতে গেলে 

বাইরে থেকে করা যায় কিন্তু 

বিচার করতে গেলে, 

বিষয়টার ভিতরে প্রবেশ করা বুদ্ধিমানের কাজ।

২৩.আপনি ইচ্ছা করলেই বিশ্বের সবচেয়ে সুন্দর জায়গাটি মনের মতো ডিজাইন করতে পারেন, চাইলেই তৈরি করতে পারেন এবং পরিপাটি ভাবে সাজাতে পারেন। তবে আপনার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে গেলে মানুষ লাগে।

২৪.জীবনে হার মেনে নেওয়া আমাদের জীবনে সবচেয়ে বড় দুর্বলতা, সফল হওয়ার সবচেয়ে ভালো উপায় হলো প্রতিবার হার মানার পূর্বে আরেকবার চেষ্টা করা।

২৫.জীবনকে যেমন মৃত্যুকেও তেমনি 

স্বাভবিক বলে মেনে নিতে হবে।

২৬.বইয়ের পাতা মানুষকে যা শিক্ষা দেয়,

জীবনের পাতা তার থেকে অনেক বেশি

কিছু শিখিয়ে দিয়ে যায়।

২৭.জীবনের চাহিদা যত কম,

জীবনে তোমার সুখী

হওয়ার সম্ভাবনা তত বেশি।

২৮.পৃথিবীতে কেউ কারো নয়, শুধু সুখে 

থাকার আশায় কাছে টানার ব্যার্থ প্রত্যয় 

আর দূরে চলে যাওয়ার এক বাস্তব অভিনয়।

২৯.আপনার বর্তমান সময়কে কাজে লাগান

একদিন সময় আপনাকে মূল্যায়ন করবে।

জীবন নিয়ে শতাধিক উক্তি আর্টিকেলটি জীবন মুখী শত শত বার্তা দিয়ে সাজানো হয়েছে। জীবন নিয়ে শতাধিক উক্তি আর্টিকেল টি পড়ে জীবন নিয়ে অনেক জ্ঞান অর্জন করা সম্ভব। জীবন নিয়ে শতাধিক উক্তি আর্টিকেল টি পড়ে জীবন মুখী শত শত বার্তা সোশ্যাল মিডিয়া তে শেয়ার করতে পারবেন।

৩০.যেখানে পরিশ্রম নেই সেখানে 

সাফল্যও নেই, পরিশ্রম আর সাফল্য 

যমজ ভাই।

৩১. আমরা অনেকেই ভুল মানুষকে নিয়ে স্বপ্ন দেখি,  তবে স্বপ্ন তাকে নিয়েই দেখা উচিত যে সত্যিকার অর্থে শুধু স্বপ্ন দেখাবে না স্বপ্নগুলো বাস্তবও করার জন্য চেষ্টা করবে!

৩২.বাস্তবতা কখনো আদর্শের সাথে মেসে না, তবে তা অবশ্যই নিশ্চিত করে।

৩৩.যে নিজেকে নিজের কন্ট্রোলে রাখতে পারে না সে নিজের ক্ষেত্রেও বিপদজনক তেমনি অন্যের ক্ষেত্রেও বিপদজনক।

৩৪.কি হবে জীবনে এতো পারফেক্ট 

মানুষ খুঁজে, যদি সেখানে ভালোবাসাই 

না থাকে।

৩৫.যে ব্যক্তি বিজ্ঞানকে অল্প জানবে সে ব্যক্তি নাস্তিক হবে,আর যে ব্যক্তি বিজ্ঞানকে ভালো ভাবে জানবে সে অবশ্যই ঈশ্বরে বিশ্বাসী হবে

৩৬.যোগ্য ব্যক্তিরা-ই সমালোচিত হয় 

আর সমালোচনা করে তো অযোগ্য ব্যক্তিরা।

৩৭. লোভ সামলাতে পারলেই জীবন সুন্দর। নিজের জীবনের প্রতিটা গল্পের জন্য নিজের কর্মকাণ্ডই দোষী, আনন্দিত না হলে-ও বরাবর-ই হাসি- খুশি থাকতে হয়।

৩৮.তুমি যদি সর্বোচ্চ আসন পেতে চাও, 

তাহলে তুমি নিম্ন স্থান থেকে শুরু কর।

৩৯. বলতে শিখো, নাইলে সারা জীবন শুনেই যেতে হবে।

৪০.এমন জীবন তুমি

করিয় গঠন

মরিলে হাঁসিবে তুমি,

কাঁদিবে ভূবন।

৪১.মানুষ যখন সাফল্যের দ্বারপ্রান্তে এসে পৌছায়

আর তখনই তার প্রিয় মানুষটি হারিয়ে যায়।

৪২.তুমি যদি কাউকে কষ্টের সময়ও 

হাসাতে পার, তবে বিশ্বাস রাখো, 

সে তোমাকে পছন্দও করতে শুরু করবে।

৪৩.হৃদয়ের গভীরে যার বসবাস, তাকে

সবকিছু বলতে হয় না। অল্প বললেই সে

বুঝে নেয়।

৪৪.মানব-হৃদয় আয়নার মত। সে আয়নায়

ভালবাসার আলো পড়লে তা ফিরে আসবেই।

৪৫. কাগজে-কলমে কোন সৌন্দর্যের

যথার্থতা ব্যাখ্যা করা সম্ভব নয়।

সৌন্দর্যের মুখোমুখি গিয়ে দাঁড়াতে

হয়।

৪৬.সুখী হওয়ার একটা অদ্ভুত ক্ষমতা

আছে মানুষের। এ জগতে সবচেয়ে সুখী

হচ্ছে সে, যে কিছুই জানে না।

৪৭.সব শখ মিটে গেলে বেঁচে থাকার

প্রেরণা নষ্ট হয়ে যায়। যেসব মানুষের

শখ মিটে গেছে তারা অসুখী।

৪৮. যার কাছে ঘুম আনন্দময় সে-ই পৃথিবীর

সবচেয়ে সুখী মানুষ। অতি সামান্য

জিনিসও মানুষকে অভিভূত করে

ফেলতে পারে।

৪৯.খুব বেশি সুন্দর কোন কিছু

দীর্ঘস্থায়ী হয় না। খুব ভাল মানুষরাও

বেশি দিন বাঁচে না। স্বল্পায়ু নিয়ে

তারা পৃথিবীতে প্রবেশ করে।

৫০.যখন কেউ কারো প্রতি মমতা বোধ

করে, তখনই সে লজিক থেকে সরে

আসতে শুরু করে। মায়া-মমতা-ভালবা

সা এসব যুক্তির বাইরের ব্যাপার।

৫১.বেশি নৈকট্য দূরত্বের সৃষ্টি করে।

প্রিয়জনদের থেকে তাই দূরে থাকাই

ভাল। সম্পর্ক স্থির নয়, পরিবর্তনশীল।

৫২.মোহের কাছে পরাজিত হওয়া ঠিক

নয়। কিন্তু খুব কম মানুষই মোহযুদ্ধে

অপরাজিত থাকে।

৫৩.প্রতিজ্ঞা করার আগে তাই একটু

হলেও ভাবা উচিত। মিথ্যা দিয়ে

হাসানোর চেয়ে সত্য বলে কাঁদানোই

শ্রেয়।

৫৪.চোখের জলের মত পবিত্র কিছু নেই।

এই জলের স্পর্শে সব গ্লানি-মালিন্য

কেটে যায়।

৫৫.কখনোই সব ডিম এক ঝুড়িতে রাখবেন না।

৫৬.যার মধ্যে অন্ধকার থাকে সে কখনো 

আলো নিয়ে খেলতে পারে না।

৫৭.চূড়ান্ত বিজয় অর্জিত হওয়ার পূর্ব পর্যন্ত লড়াই, সবসময়।

৫৮. নিজেকে সফল করতে চাইলে নিজের 

জন্য নিজেকেই আস্তে আস্তে এগিয়ে 

আসতে হবে। এবং চিন্তা করতে হবে, 

ভাবনার সাথে প্রয়গিক বাস্তবতার 

সন্নিবেসন ঘটাতে হবে তবেই তুমি সফল হবে ।

৫৯. অন্যকে কখনো অনুকরণ বা অনুসরণ নয়, তার থেকে নিজেকে খুঁজুন, নিজেকে জানুন এবং নিজের পথে অ।

৬০.ঈশ্বর আমাদের সফলতা চায় না, তিনি চান আমরা যেন চেষ্টা করি।

৬১.প্রশিক্ষণের প্রতিটি মিনিটকেই আমি 

ঘৃণা করেছি, কিন্তু নিজেকে বলেছি, 

‘এখন কষ্ট করো’ সারাজীবন চ্যাম্পিয়ন 

হয়ে কাটাতে পারবে।

৬২.যদি সূর্যের মত আলো ছড়াতে চাও 

আগে এর মত জ্বলতে হবে।

৬৩.”যখন কেউ আমাকে “না” বলে, 

এর অর্থ এই নয় যে আমি এটি 

করতে পারি না, এর সহজ অর্থ 

আমি তাদের সাথে এটি করতে 

পারি না।”

৬৪.”আপনি যদি আপনার পছন্দের 

জীবন তৈরি করার জন্য কাজ করার

জন্য সময় না করেন তবে অবশেষে 

আপনি এমন একটি জীবন নিয়ে 

কাজ করতে অনেক সময় ব্যয় 

করতে বাধ্য হবেন যা আপনি চান না।”

৬৫.”নিরবে কঠোর পরিশ্রম করুন, 

আপনার সাফল্য আপনার জন্য চিৎকার করবে।”

৬৬.”আপনি যদি এমন কিছু চান যা 

আপনি কখনও করেননি, তবে 

আপনাকে অবশ্যই এমন কিছু করতে 

ইচ্ছুক হতে হবে যা আপনি কখনও করেননি।”

৬৭.”আমি বাতাসের দিক পরিবর্তন 

করতে পারি না, তবে আমি সর্বদা 

আমার গন্তব্যে পৌঁছানোর জন্য 

আমার পাল দিক পরিবর্তন করতে পারি।”

৬৮.”জীবনের সবচেয়ে বড় আনন্দ 

হল সেই কাজ করা যা মানুষ বলে 

আপনি করতে পারবেন না।”

জীবন নিয়ে শতাধিক উক্তি আর্টিকেলটি জীবন মুখী শত শত বার্তা দিয়ে সাজানো হয়েছে। জীবন নিয়ে শতাধিক উক্তি আর্টিকেল টি পড়ে জীবন নিয়ে অনেক জ্ঞান অর্জন করা সম্ভব। জীবন নিয়ে শতাধিক উক্তি আর্টিকেল টি পড়ে জীবন মুখী শত শত বার্তা সোশ্যাল মিডিয়া তে শেয়ার করতে পারবেন।

৬৯.”কখনও স্বপ্ন ছেড়ে দেবেন না 

শুধুমাত্র এই কারণে যে এটি পূরণ 

করতে সময় লাগবে। যেভাবেই হোক 

সময় কেটে যাবে।”

৭০.”শুরু করার জন্য আপনাকে দুর্দান্ত 

হতে হবে না, তবে আপনাকে শুরু 

করতে হবে দুর্দান্তভাবে।”

৭১.”যদি এটি আপনার কাছে গুরুত্বপূর্ণ 

হয় তবে আপনি একটি উপায় খুঁজে 

পাবেন। যদি না হয়, আপনি একটি 

অজুহাত খুঁজে পাবেন।”

৭২.”লোকেরা যদি আপনার লক্ষ্য 

নিয়ে হাসে না, তবে আপনার লক্ষ্যগুলি 

খুব ছোট।”

৭৩.”কঠোর পরিশ্রম প্রতিভাকে হারায় 

যখন প্রতিভা কঠোর পরিশ্রম করে না।”

৭৪.”আমার সাথে যা ঘটেছে তা আমি 

নই, আমি যা হতে চাই তা আমি।”

৭৫.”আপনি যদি সুখী জীবনযাপন 

করতে চান তবে এটিকে একটি লক্ষ্যের 

সাথে বেঁধে রাখুন, মানুষ বা জিনিসের 

সাথে নয়।”

৭৬.”জানা যথেষ্ট নয়, আমাদের আবেদন 

করতে হবে ইচ্ছাই যথেষ্ট নয়, আমাদের 

অবশ্যই করতে হবে।”

৭৭.”যেকোন জায়গায় যাওয়ার প্রথম 

ধাপ হল সিদ্ধান্ত নেওয়া যে আপনি 

আর যেখানে আছেন সেখানে থাকতে 

ইচ্ছুক নন।”

৭৮.”আপনি যদি হতাশ হন তবে 

আপনি অতীতে বাস করছেন। আপনি 

যদি উদ্বিগ্ন হন তবে আপনি ভবিষ্যতে 

বাস করছেন। আপনি যদি শান্তিতে 

থাকেন তবে আপনি বর্তমানের 

মধ্যে বসবাস করছেন।”

৭৯.”জীবনের প্রতিটিক্ষণই একটা যুদ্ধক্ষেত্র এটিকে মোকাবেলা করার জন্য সব সময় নিজেকে প্রস্তুত রাখতে হবে।”

৮০.”আজ আমি তা করব যা অন্যরা 

করবে না তাই আগামীকাল আমি তা 

করতে পারব যা অন্যরা পারে না।”

৮১.”যখন 99% লোক আপনার ধারণাকে 

সন্দেহ করে, আপনি হয় গুরুতরভাবে 

ভুল করছেন বা ইতিহাস তৈরি 

করতে চলেছেন।”

৮২.”সাহস সবসময় গর্জে ওঠে না। 

কখনও কখনও সাহস হল দিনের 

শেষে ছোট্ট কণ্ঠ যা বলে আমি 

আগামীকাল আবার চেষ্টা করব।”

৮৩.”হতাশাবাদী বাতাস সম্পর্কে 

অভিযোগ করে; আশাবাদী এটা 

পরিবর্তন আশা করে; বাস্তববাদী 

পাল সামঞ্জস্য করে।”

৮৪.”বছরে মাত্র দুটি দিন থাকে 

যে কিছুই করা যায় না। একটিকে 

গতকাল এবং অন্যটিকে আগামীকাল 

বলা হয়। ভালোবাসা, বিশ্বাস, 

কর এবং বেশিরভাগই বেঁচে থাকার 

সঠিক দিন আজ।”

৮৫.”শুরু করার উপায় হল কথা বলা 

ছেড়ে দেওয়া এবং করা শুরু করা।”

৮৬.”যদি জীবন ভবিষ্যৎবাণী করা হয় 

তবে এটি জীবন থেকে শেষ হয়ে 

যাবে এবং স্বাদহীন হবে।”

৮৭.”আপনার জীবনে যা আছে তা 

যদি আপনি দেখেন তবে আপনার 

কাছে সর্বদা আরও কিছু থাকবে। 

আপনার জীবনে যা নেই তা যদি 

আপনি দেখেন তবে আপনার কখনই 

যথেষ্ট হবে না।”

জীবন নিয়ে শতাধিক উক্তি আর্টিকেলটি জীবন মুখী শত শত বার্তা দিয়ে সাজানো হয়েছে। জীবন নিয়ে শতাধিক উক্তি আর্টিকেল টি পড়ে জীবন নিয়ে অনেক জ্ঞান অর্জন করা সম্ভব। জীবন নিয়ে শতাধিক উক্তি আর্টিকেল টি পড়ে জীবন মুখী শত শত বার্তা সোশ্যাল মিডিয়া তে শেয়ার করতে পারবেন।

৮৮.”আপনি যদি আপনার লক্ষ্যগুলি 

হাস্যকরভাবে উচ্চ সেট করেন এবং 

এটি একটি ব্যর্থতা হয় তবে আপনি 

অন্য সবার সাফল্যের চেয়ে ব্যর্থ হবেন।”

৮৯.”যখন আপনি আপনার দড়ির 

শেষ প্রান্তে পৌঁছাবেন, তখন এটিতে 

একটি গিঁট বেঁধে রাখুন এবং ঝুলে থাকুন।”

৯০.”আপনি যে ফসল কাটবেন তার 

দ্বারা প্রতিদিন বিচার করবেন না, 

কিন্তু আপনি যে বীজ রোপণ করেছেন 

তা দ্বারা বিচার করুন।”

৯২.”বিশ্বের সেরা এবং সবচেয়ে 

সুন্দর জিনিসগুলি দেখা বা 

স্পর্শ করা যায় না – সেগুলি হৃদয় 

দিয়ে অনুভব করতে হবে।”

৯৩.”ভালো বই পড়া মানে গত 

শতাব্দীর সেরা মানুষদের সাথে 

কথা বলা।”

জীবন নিয়ে বিশিষ্টজনদের কিছু বাণী/উক্তি 

জীবন একটি গতিশীল প্লাটফর্ম। জীবন নিয়ে ভাবে না এমন কোনো মানুষ আছে কিনা আমার জানা নেই। স্বল্প এই জীবন নিয়ে কত কবি,কত দার্শনিক,কত বুদ্ধিজীবী তাদের মূল্যবান বাণী রেখে গেছেন যা ইতিহাসের পাতায় রঙিন হয়ে আছে। দর্শক আসুন জেনে নিই এইসব বিশিষ্টজনদের উক্তি সমূহ—-

১. “এই মুহূর্তটির জন্য আনন্দিত হন, 

এই মুহূর্তটিই আপনার জীবন।”- ওমর খৈয়াম 

২. “তুমি একবারই বাঁচবে,

কিন্তু যদি সঠিকভাবে বাঁচো,

 একবারই যথেষ্ট।”- মে ওয়েস্ট 

৩.”মানুষকে ঠকাতে যাদের বুক কাঁপে,

 বিবেকে দংশন করে,

তাদের জীবনে কখনো সুখ হয় না। 

দুঃখ দিয়েই সারাটা জীবন আড়াল করে রাখে।”-রেদওয়ান মাসুদ

৪.”অন্যের জন্য বেঁচে থাকা জীবনই

 সার্থক জীবন।”- আলবার্ট আইনস্টাইন

৫. “আমি বৃষ্টিতে হাটতে ভালোবাসি,

 কারণ তাতে চোখের জল 

বোঝা যায় না।”- চার্লি চ্যাপলিন

৬.”যে নিজেকে দমন করতে পারে না,

 সে নিজের এবং অন্যের জন্য সমানভাবে বিপদজনক।”-থেলিস

৭.” জীবন চলার পথে বাধা আসতেই পারে,

 তাই বলে থেমে যাওয়ার কোন অবকাশ নেই। যেখান থেকে বাধা আসবে সেখান থেকেই শুরু করতে হবে।”- রেদোয়ান মাসুদ

৮.”আমি আমার জীবনে 

বারবার ব্যর্থ হয়েছি

 এবং সেকারণেই সফল হয়েছি।”- মাইকেল জর্ডন

জীবন নিয়ে শতাধিক উক্তি আর্টিকেলটি জীবন মুখী শত শত বার্তা দিয়ে সাজানো হয়েছে। জীবন নিয়ে শতাধিক উক্তি আর্টিকেল টি পড়ে জীবন নিয়ে অনেক জ্ঞান অর্জন করা সম্ভব। জীবন নিয়ে শতাধিক উক্তি আর্টিকেল টি পড়ে জীবন মুখী শত শত বার্তা সোশ্যাল মিডিয়া তে শেয়ার করতে পারবেন।

৯.” জীবন যা দেয় তার জন্য নিষ্পত্তি করবেন না,

জীবনকে আরও উন্নত করুন 

এবং কিছু তৈরি করুন।”

-অ্যাস্টন কুচার

১০.”মধ্যবিত্ত হলো একটি অভিশাপের নাম।

 জন্ম থেকে যাদের জীবন কাটে 

মানিয়ে নেওয়ার মাধ্যমে।”-রেদোয়ান মাসুদ 

১১. “প্রতিদিন আমাদের 

এমন ভাবে জীবন 

কাটানো উচিত, 

যেন আজই জীবনের

 শেষ দিন।”-সেনেকা

১২. যারা আমাকে সাহায্য করতে মানা করে দিয়েছিল,

 আমি তাদের প্রতি কৃতজ্ঞ, 

কারণ তাদের ’না’ এর জন্যই 

তাইতো আমি নিজের কাজ

 নিজে করতে শিখেছি।”- আইনস্টাইন 

১৩.”নেতা হওয়ার উদ্দেশ্য এই নয় যে,

 জনগণের জন্য কাজ করে যাও, 

একদিন জনগণই 

তোমাকে নেতা বানাবে।”- নেলসন ম্যান্ডেলা

১৪.”জীবন মজার না হলে,

 করুন হয়ে উঠতো।”- স্টিফেন হকিং

১৫.”জীবনে যে পরিমাণ ভালোবাসা পেয়েছি

 তা দিয়ে কয়েক হাজার বছর বেঁচে থাকা সম্ভব। কিন্তু, জীবনে গুটিকয়েক মানুষের কাছ থেকে যে অবহেলা পেয়েছি তা দিয়ে একদিনও বেঁচে থাকা সম্ভব নয়।”-রেদোয়ান মাসুদ 

১৬.”আপনি যদি ঝড়ের জন্য 

অপেক্ষা করে আপনার 

পুরো জীবন ব্যয় করে 

থাকেন তবে আপনি

 কখনোই রোদ উপভোগ

 করতে পারবেন না।” মরিস ওয়েস্ট

১৭.”আপনি যেখানে থাকুন,

 অন্যথায় আপনি আপনার জীবন

 হারিয়ে ফেলবেন।”- বুদ্ধ

১৮.”জীবন কঠিন,

 যখন আপনি বোকা হোন

 তখন তা আরও কঠিন।”- জন ওয়েইন

১৯.” সুন্দরী মেয়েরা পারিবারিক জীবনে

সবচেয়ে বেশি অসুখী হয়।

 কারণ, তাদের উপর বহু পুরুষের 

অভিশাপ লেগে থাকে।-রেদওয়ান মাসুদ 

২০.”পৃথিবীতে এমন কোন কাজ

 নেই যা করলে জীবন ব্যর্থ হয়। 

জীবন এতোই বড় ব্যাপার যে, 

একে ব্যর্থ করা খুবই কঠিন।”

– হুমায়ূন আহমেদ

২১.”জীবন হলো ফুলের মত,

 আর মধু হলো ভালোবাসা।”-ভিক্টর হুগো

২২.”স্বপ্নপূরণই জীবনের একমাত্র লক্ষ্য নয়, 

তাই বলে স্বপ্নকে ত্যাগ করে নয়,

তাকে সঙ্গে নিয়ে চলো, 

স্বপ্ন ছাড়া জীবন অর্থহীন।

-ব্রায়ান ডাইসন

জীবন নিয়ে শতাধিক উক্তি আর্টিকেলটি জীবন মুখী শত শত বার্তা দিয়ে সাজানো হয়েছে। জীবন নিয়ে শতাধিক উক্তি আর্টিকেল টি পড়ে জীবন নিয়ে অনেক জ্ঞান অর্জন করা সম্ভব। জীবন নিয়ে শতাধিক উক্তি আর্টিকেল টি পড়ে জীবন মুখী শত শত বার্তা সোশ্যাল মিডিয়া তে শেয়ার করতে পারবেন।

২৩.”মানুষের মন যেদিন ক্লান্ত হয়,

 সেদিনই তার মৃত্যু হয়।”- রেদোয়ান মাসুদ

২৪.”মানুষের জীবনে দুইটা সময় থাকে, 

একটা হচ্ছে মূল্যবান 

আরেকটা হচ্ছে মূল্যহীন।”-এইচ আর এস

২৫.”সুখ হল সেই অনুভূতি যা,

 শক্তি বৃদ্ধি পায়।

যে, প্রতিরোধকে পরাস্ত করা হচ্ছে।

– ফ্রেডরিখ নিটশে

২৬.”ভাল বন্ধু, ভাল বই আর

 একটি ঘুমন্ত বিবেক,

এটি আদর্শ জীবন।”-মার্ক টয়েন

২৭.”জীবনের ট্র্যাজেডি হল,

 আমরা খুব তাড়াতাড়ি 

বুড়ো হয়ে যাই এবং জ্ঞানী হই দেরিতে।

–বেঞ্জামিন ফ্রাঙ্কলিন

২৮.”যেখানে পথ যেতে পারে

সেখানে যাবেন না।

যেখানে পথ নেই, সেখানে যান 

এবং একটি লেজ ছেড়ে যান।”

-রালফ ওয়াল্ডো এমারসন

২৯.”জীবনে কোন অনুশোচনা নেই, 

কেবল পাঠ।”-জেনিফার অ্যানিস্টন

৩০.”আপনি যখন অন্য পরিকল্পনা 

করতে ব্যস্ত থাকেন,

 তখনই জীবন ঘটে।”

-জন লেনন

জীবন নিয়ে শতাধিক উক্তি আর্টিকেলটি জীবন মুখী শত শত বার্তা দিয়ে সাজানো হয়েছে। জীবন নিয়ে শতাধিক উক্তি আর্টিকেল টি পড়ে জীবন নিয়ে অনেক জ্ঞান অর্জন করা সম্ভব। জীবন নিয়ে শতাধিক উক্তি আর্টিকেল টি পড়ে জীবন মুখী শত শত বার্তা সোশ্যাল মিডিয়া তে শেয়ার করতে পারবেন।

৩১.”যদি জীবন নিয়ে ভবিষ্যদ্বাণী করা হয়,

 তবে এটি জীবন থেকে 

শেষ হয়ে যাবে 

এবং স্বাদহীন হবে।”-এলেনর রুজভেল্ট

৩২.”শুরু করার উপায় হল,

 কথা বলা ছেড়ে দেওয়া 

এবং করা শুরু করা।”-ওয়াল্ট ডিজনি

৩৩.”জীবন একটি পর্বত। 

আপনার লক্ষ্য আপনার পথটি সন্ধান করা, 

শীর্ষে পৌঁছানো নয়।

-ম্যক্সিম লাগসে

৩৪.”আপনার জীবনের সাথে 

তিনটি জিনিস করতে পারেন, 

‘আপনি এটি নষ্ট করতে পারেন, 

আপনি এটি ব্যয় করতে পারেন

 বা আপনি এটি বিনিয়োগ করতে পারেন।’ আপনার জীবনের সর্বোত্তম ব্যবহার হল

 এটিকে এমন কিছুতে বিনিয়োগ করা

পৃথিবীতে আপনার সময়ের 

চেয়ে বেশি দীর্ঘস্থায়ী হয়।”

-রিক ওয়ারেন

৩৫.”মানুষের পুরো জীবনটা হচ্ছে 

একটা সরল অংক, 

যতই দিন যাচ্ছে ততই আমরা তার 

সমাধানের দিকে যাচ্ছি।”-হুমায়ুন আহমেদ

৩৬.”জীবন হচ্ছে, মৃত্যুর ঘনিষ্ঠ সঙ্গী।”

-এস টি কোলরিজ

৩৭.”সুখে থাকতে সবাই চায় 

কিন্তু কিছু মানুষের জীবনে 

সুখে থাকতে চাওয়াটাই দুঃখের 

কারণ হয়ে দাঁড়ায়।”– রেদোয়ান মাসুদ

৩৮.”জীবনটি খুব আকর্ষণীয়,

শেষ অবধি।

আপনার সবচেয়ে 

বড় যন্ত্রণার মধ্যে 

কিছু আপনার সবচেয়ে

 বড় শক্তি হয়ে ওঠে।”

-ড্রু ব্যারিমোর

জীবন চেঞ্জ উক্তি

জীবনের প্রত্যেকটা বিষয় হোক ভিত্তি করে এক একটি উক্তি আমরা সাজিয়েছি। জীবন নিয়ে শতাধিক উক্তি / এই পোস্টটিতে আপনি অনেক ধরনের উক্তি পেয়ে যাবেন। পড়ুন-

৯৪.”যখন কেউ আমাকে “না” বলে, 

এর অর্থ এই নয় যে আমি এটি 

করতে পারি না, এর সহজ অর্থ 

আমি তাদের সাথে এটি করতে পারি না।”

৯৫.”আপনি যদি আপনার পছন্দের 

জীবন তৈরি করার জন্য কাজ করার 

জন্য সময় না করেন তবে অবশেষে 

আপনি এমন একটি জীবন নিয়ে 

কাজ করতে অনেক সময় ব্যয় 

করতে বাধ্য হবেন যা আপনি চান না।”

৯৬.”নিরবে কঠোর পরিশ্রম করুন, 

আপনার সাফল্য আপনার জন্য 

চিৎকার করবে।”

৯৭.”আপনি যদি এমন কিছু চান যা 

আপনি কখনও করেননি, তবে 

আপনাকে অবশ্যই এমন কিছু করতে 

ইচ্ছুক হতে হবে যা আপনি 

কখনও করেননি।”

জীবন নিয়ে শতাধিক উক্তি আর্টিকেলটি জীবন মুখী শত শত বার্তা দিয়ে সাজানো হয়েছে। জীবন নিয়ে শতাধিক উক্তি আর্টিকেল টি পড়ে জীবন নিয়ে অনেক জ্ঞান অর্জন করা সম্ভব। জীবন নিয়ে শতাধিক উক্তি আর্টিকেল টি পড়ে জীবন মুখী শত শত বার্তা সোশ্যাল মিডিয়া তে শেয়ার করতে পারবেন।

৯৮.”আমি বাতাসের দিক পরিবর্তন 

করতে পারি না, তবে আমি সর্বদা 

আমার গন্তব্যে পৌঁছানোর জন্য 

আমার পাল দিক পরিবর্তন করতে পারি।”

৯৯.”জীবনের সবচেয়ে বড় আনন্দ হল 

সেই কাজ করা যা মানুষ বলে আপনি 

করতে পারবেন না।”

১০০.”কখনও স্বপ্ন ছেড়ে দেবেন না 

শুধুমাত্র এই কারণে যে এটি পূরণ 

করতে সময় লাগবে। যেভাবেই 

হোক সময় কেটে যাবে।”

১০১.”শুরু করার জন্য আপনাকে 

দুর্দান্ত হতে হবে না, তবে আপনাকে 

শুরু করতে হবে দুর্দান্তভাবে।”

১০২.”যদি এটি আপনার কাছে গুরুত্বপূর্ণ 

হয় তবে আপনি একটি উপায় খুঁজে 

পাবেন। যদি না হয়, আপনি একটি 

অজুহাত খুঁজে পাবেন।”

১০৩.”লোকেরা যদি আপনার লক্ষ্য 

নিয়ে হাসে না, তবে আপনার লক্ষ্যগুলি 

খুব ছোট।”

১০৪.”আমার সাথে যা ঘটেছে তা আমি 

নয়, আমি যা হতে চাই তা আমি।”

১০৫.”আপনি যদি সুখী জীবনযাপন 

করতে চান তবে এটিকে একটি 

লক্ষ্যের সাথে বেঁধে রাখুন, মানুষ 

বা জিনিসের সাথে নয়।”

১০৬.”জানা যথেষ্ট নয়, আমাদের 

আবেদন করতে হবে.ইচ্ছাই যথেষ্ট 

নয়, আমাদের অবশ্যই করতে হবে।”

১০৭.”যেকোন জায়গায় যাওয়ার 

প্রথম ধাপ হল সিদ্ধান্ত নেওয়া যে 

আপনি আর যেখানে আছেন সেখানে 

থাকতে ইচ্ছুক নন।”

১০৮.”আপনি যদি হতাশ হন তবে 

আপনি অতীতে বাস করছেন। 

আপনি যদি উদ্বিগ্ন হন তবে 

আপনি ভবিষ্যতে বাস করছেন। 

আপনি যদি শান্তিতে থাকেন তবে 

আপনি বর্তমানের মধ্যে বসবাস করছেন।”

১০৯.”আজ আমি তা করব যা অন্যরা 

করবে না তাই আগামীকাল আমি তা 

করতে পারব যা অন্যরা পারে না।”

১১০.”যখন 99% লোক আপনার 

ধারণাকে সন্দেহ করে, আপনি হয় 

গুরুতরভাবে ভুল করছেন বা ইতিহাস 

তৈরি করতে চলেছেন।”

১১১.”সাহস সবসময় গর্জে ওঠে না। 

কখনও কখনও সাহস হল দিনের 

শেষে ছোট্ট কণ্ঠ যা বলে আমি 

আগামীকাল আবার চেষ্টা করব।”

১১২.”বছরে মাত্র দুটি দিন থাকে যে 

কিছুই করা যায় না। একটিকে 

গতকাল এবং অন্যটিকে আগামীকাল 

বলা হয়। ভালোবাসা, বিশ্বাস, কর 

এবং বেশিরভাগই বেঁচে থাকার 

সঠিক দিন আজ।”

১১৩.”শুরু করার উপায় হল কথা বলা 

ছেড়ে দেওয়া এবং করা শুরু করা।”

১১৪.”যদি জীবন ভবিষ্যৎবাণী করা 

হয় তবে এটি জীবন থেকে শেষ হয়ে 

যাবে এবং স্বাদহীন হবে।”

১১৫.”আপনার জীবনে যা আছে তা যদি 

আপনি দেখেন তবে আপনার কাছে 

সর্বদা আরও কিছু থাকবে। আপনার 

জীবনে যা নেই তা যদি আপনি দেখেন 

তবে আপনার কখনই যথেষ্ট হবে না।”

১১৬.”আপনি যদি আপনার লক্ষ্যগুলি 

হাস্যকরভাবে উচ্চ সেট করেন এবং 

এটি একটি ব্যর্থতা হয় তবে আপনি 

অন্য সবার সাফল্যের চেয়ে ব্যর্থ হবেন।”

১১৭.”যখন আপনি আপনার দড়ির 

শেষ প্রান্তে পৌঁছাবেন, তখন এটিতে 

একটি গিঁট বেঁধে রাখুন এবং ঝুলে থাকুন।”

১১৮.”আপনি যে ফসল কাটবেন তার 

দ্বারা প্রতিদিন বিচার করবেন না, কিন্তু 

আপনি যে বীজ রোপণ করেছেন তা 

দ্বারা বিচার করুন।”

সবশেষে,

জীবন মানে সংগ্রাম। এখানে প্রতিনিয়ত নতুন নতুন অধ্যায়ের সম্মুখীন হতে হয়। জীবনে চলার পথে থাকবে হাজারো সমস্যা এবং হাসি-দুঃখের কাহিনী। আজকের আর্টিকেলটি সাজিয়েছি মূলত যারা জীবন নিয়ে  কোনো পোস্ট বা স্যোশাল মিডিয়াতে কোনো তথ্য প্রকাশ করার জন্য ক্যাপশন খোঁজেন তাদের সুবিধার্থে । জীবন নিয়ে শতাধিক উক্তি / নিজেকে নিয়ে উক্তি নিয়ে সাজানো পোষ্টটি আপনার অনেক উপকারে আসবে আশা রাখি।

Scroll to Top