৭৫ টি সেরা নীল আকাশ নিয়ে ক‍্যাপশন

নীল আকাশ নিয়ে ক‍্যাপশন

নীল আকাশ দেখতে যেমন ভালো লাগে তেমনি আকাশে থাকা লক্ষ লক্ষ তারার মেলায় হারিয়ে যেতে আমাদের সবারই ভালো লাগে। মনের অনুভূতির সাথে মিল রেখে কেমন হতো যদি আপনার ফেইসবুক ওয়ালেও আপনার মন মতো পোস্ট করতে পারতেন। আজকে তাই আমরা নীল আকাশ নিয়ে ক‍্যাপশন সোশ‍্যাল মিডিয়ার যে কোন সাইটে পোস্ট এর জন‍্যে শেয়ার করবো। আশা করি এই আশিটি পোস্ট থেকে আপনি আপনার মন মতো পোস্ট খুঁজে নিতে পারবেন। 

নিচের এই ক‍্যাপশনগুলো আপনার মন ছুঁয়ে যাবার জন‍্যে যথেষ্ট। চলুন তাহলে কিছু নীল আকাশ নিয়ে ক‍্যাপশন নিয়ে আলোচনা করা যাক। 

😘🤝💝ლ❛✿

আকাশ আর মেঘ যখন মিশে একাকার হয়ে যায়,,,,,,

তখন অনুভূতিরা আসলেই বড্ড একাকার হয়ে ওঠে,,,,,,,

আর ওমনি আকুলতা বাড়ায় আকাশকে ছোঁয়ার বাহানায়,,,,,,,,

😘🤝💝ლ❛✿

💖❖💖❖💖

তোমার হাত দুটো ধরে আমি আকাশকে ছুতে চেয়েছিলাম,,,,,,,,,,

তুমি কি হবে আমার আকাশ পথের সঙ্গী,,,,,,,

💖❖💖❖💖

💟💟─༅༎•🍀🌷

আকাশ হতে যখনি বৃষ্টি বর্ষণ হয় তা থেমে যায়,,,,,,

কিন্তু মানুষের চোখে একবার বৃষ্টি নামা শুরু হলে তা থামতে চায়না,,,,,,

💟💟─༅༎•🍀🌷

🌿|| (✷‿✷)||🌿

তুমি মানে দুরের আকাশে হাজারো মন খারাপের কারণ,,,,

তুমি মানে আজন্ম অসুখ,,,, তোমাকে ভালোবাসা বারণ,,,,,,

💗💗💗💗💗💗

💙••✠•💠❀💠•✠•💙

আকাশ নিয়ে তাকিয়ে আছি,,,, তোমার দিকে এক বিশাল শূন‍্য দৃষ্টি নিয়ে,,,,, সাদা মেঘের ভেলায়,,,,,,আমাকে রেখে ছুটে চলেছে ওই নীল দিগন্তের পানে,,,,,

💙••✠•💠❀💠•✠•💙

╔━━━━💠✦🍀✦💠━━━━╗

যতবারই দুঃখকে ছেড়ে দিয়েছি মুক্ত আকাশের ঠিকানায়,,,,

ততবারই সে মায়ার টানে এসেছে ফিরে আমার বদ্ধ ঘরের জানলায়,,,,,,,, 

╚━━━━💠✦🍀✦💠━━━━╝

নীল আকাশ নিয়ে ক‍্যাপশন
নীল আকাশ নিয়ে ক‍্যাপশন

নিচে কিছু Instagram নীল আকাশ নিয়ে ক‍্যাপশন হিসাবে দিতে পারেন যদি Instagram এ রিচ বাড়াতে চান: 

✺━♡︎🔸💠🔸♡︎━✺

আমি যদি যাই হারিয়ে নীল কোন আকাশের মাঝে,,,,,,,,,

আমায় তোমার করে রেখে দিও আজীবন,,,,,

✺━♡︎🔸💠🔸♡︎━✺

╔━💠✦🌷✦💠━╗

আমি যদি চলে যাই নীল আকাশের কাছে,,,,,,,

আমায় খুঁজে নিয়ো সন্ধ‍্যা তারার মাঝে //////

╚━💠✦🌷✦💠━╝

💖🍀💖❖💖🍀💖

যতবারই দুঃখকে ছেড়ে দিয়েছি মুক্ত আকাশের ঠিকানায়,,,,,,,,

ততবারই মায়ার টানেই সে ফিরে এসেছে আমার বন্ধ ঘরের জানলায়,,,,,,,,,,,

💖🍀💖❖💖🍀💖

━╬٨ـﮩﮩ🔸٨ـﮩﮩـ╬━❤️❥❥═🔸

আকাশের বিশালতার কাছে আমি নিজেকে খুঁজিনি,,,,,,,,

কেন জানি আকাশ আমার কাছে ভীষণ ই প্রিয়,,,,,,

━╬٨ـﮩﮩ🔸٨ـﮩﮩـ╬━❤️❥❥═🔸

😍❖😘❖😻

খোলা আকাশের নীচে যখন শান্ত মস্তিষ্ক নিয়ে ভাবি,,,,,

তখন দেখতে পাই আমার স্মৃতির শহরে একমাত্র তোমারই খেলা,,,,,,,,

😍❖😘❖😻

নিচে আরও কিছু Instagram নীল আকাশ নিয়ে ক‍্যাপশন দেওয়া হলো আপনাদের স্বার্থে: 

💟━♡︎🔸💠🔸♡︎━💟

দুর দিগন্তে চেয়ে আছি আজ বিশালতার পারে,,,,,,,

কেন জানি আকাশ আমার কাছে আজ বড্ড বেশি প্রিয়,,,,,,,,,,,

💟━♡︎🔸💠🔸♡︎━💟

“আরো পড়ুন”

Bengali Instagram Quotes নীল আকাশ নিয়ে ক‍্যাপশন 

উপরের ক‍্যাপশনগুলো ছাড়াও নিচের সুন্দর সুন্দর Bengali Instagram quotes নীল আকাশ নিয়ে ক‍্যাপশন হিসাবে দিতে পারেন। 

─༅༎•🌺⭐🌸༅༎•─

খুব তাড়াতাড়ি হারিয়ে যাব,,,,,, ওই নীল আকাশের তারা হয়ে,,,,,,,,,,

তখন কি খুঁজবে আমায় তুমি,,,,ওই নীল আকাশের তাঁরা হয়ে,,,,,,,,,,

─༅༎•🌺⭐🌸༅༎•─

〇ლ__♥❤🦋🦋

এক ফালি ওই আকাশ হারিয়ে গেছে ঝড়ের সাথে ভেসে ভেসে,,,,,,,,,

শুধু মেঘকে ভালোবাসার জন‍্যে,,,,,,,,

〇ლ__♥❤🦋🦋

নীল আকাশ নিয়ে ক‍্যাপশন
নীল আকাশ নিয়ে ক‍্যাপশন

╔━━✦✦🖤💖🖤✦✦━━━━━╗

স্বপ্ন শুধু বুনেছি আমি,,,,,, ওই আকাশ পানে মেঘের ছাঁয়ায়,,,,,,,,,,

জীবন জানে হিসেবের খাতায় আছে তার আজ কত পাওয়া,,,,,,,

╚━━✦✦🖤💖🖤✦✦━━━━━╝

💖✨🌹✨💖✨🌹

আকাশের ঐ নীল সীমানা যেমন দিগন্তে মাটির সাথে মেশে,,,,,,,,,

তেমনি তুমি মিশে আছো আমার অনুভূতিতে,,,,,,,

💖✨🌹✨💖✨🌹

🍀|| (✷‿✷)||🍀

আমার আকাশ জুড়ে ছিল তোমারই রঙের মেলা,,,,,,,,,,,,,

সাদার মাঝে কালো বসিয়ে তোমারই বিদায়ের পালা শুধু,,,,,,,,,

🍀|| (✷‿✷)||🍀

Bengali Instagram Quotes নীল আকাশ নিয়ে ক‍্যাপশন 

নিচের Bengali instagram quotes নীল আকাশ নিয়ে ক‍্যাপশন হিসাবে দিতে পারেন। 

🌿••✠•💠❀💠•✠•🌿

ঘরের ভেতরে যখন মন মানেনা,,,,,,,,,

তাই খোলা আকাশের নিচে সাময়িক স্বান্তনা,,,,,,,,,

🌿••✠•💠❀💠•✠•🌿

╔━💠✦🌸✦💠━╗

মায়া পরী বসেছিল নীল আকাশের দিগন্ত মাঝে,,,,,,

সুখ তারা আজ বাঁধ ভেঙ্গেছে,,,,,

মন রাঙিয়ে সুর বেঁধেছে,,,,,,,,,

╚━💠✦🌸✦💠━╝

╔━━❖❖⭐❖❖━━━╗

যদিওবা কখনও হারাই ওই নীল দিগন্তে,,,,,

খুঁজে নিস ওই নীল দিগন্তে,,,,,,,,,,

আমি মিশে যেতে চাই তারা হয়ে ওই নীল দিগন্তের প্রান্তে,,,,,,,,

╚━━❖❖⭐❖❖━━━╝

━╬٨ـﮩﮩ🔸٨ـﮩﮩـ╬━🌞❥❥═🔸

সবুজ শাখার দরাজতায় নীলচে আকাশের তলে,,,, 

আমরা বসে আছি,,,, ধূসর পায়ে চলছি আজও,,,, অচেনা এক পথের প্রান্তে,,,,,,,,,

━╬٨ـﮩﮩ🔸٨ـﮩﮩـ╬━🌞❥❥═🔸

✥❛ლ🌞🔸💠🔸ლ❛💙

প্রিয়তমা তুমি এভাবে আমার হয়ে থেকে গেলেও পারতে,,,,,,,,

যেমন থাকে আকাশ জুড়ে নীল নীল আকাশের বিন্দু,,,,,,,,,

✥❛ლ🌞🔸💠🔸ლ❛💙

💙 🔸🔸💖🔸🔸🖤

আমি ঠাঁয় আছি দাঁড়িয়ে আকাশ পানে চেয়ে,,,,,

জানিনা কখন এসেছে মনের মধ‍্যে স্বপ্ন বেঁয়ে,,,,,,

💙 🔸🔸💖🔸🔸🖤

💙••✠•💠❀💠•✠•💙

নীরব রাতের আকাশ পানে আজ এক বুক বিশালতা,,,,,,,,

আমার হাঁসির আড়ালে থাকে বিষন্নতা,,,,,,,,,,,

💙••✠•💠❀💠•✠•💙

━╬٨ـﮩﮩ🔸٨ـﮩﮩـ╬━🌞❥❥═🔸

নীরব রাতের শূন‍্য বুকে নীলচে সব আকাশ খামে,,,,,,,

উড়ো চিঠি আজ ডাক দিয়ে যায়,,,,,,, ভালোবাসার নাম নিয়ে,,,,,,,,

━╬٨ـﮩﮩ🔸٨ـﮩﮩـ╬━🌞❥❥═🔸

💙💙💙💙⇣❥

পরের জন্মে আমি সমুদ্র হলেও,,,,,,,,,,

কিনারা শেষে মিলবে আকাশ-প্রেম হবে মেঘের সাথে,,,,,,,,,,,,,

💙💙💙💙⇣❥

💙••✠•💠❀💠•✠•💙

নীল আকাশের দুর-দিগন্তে,,,,,,,

চলো,,,,হারিয়ে যাই দুজনে। 

ভালোবাসার গহীনে বনে,,,,,

রবো আমরা দুজনে,,,,

রবো আমরা নির্জনে,,,,,,,,,,

💙••✠•💠❀💠•✠•💙

নীল আকাশ নিয়ে ক‍্যাপশন Sky Quotes In Bengali 

নিচে নীল আকাশ নিয়ে ক‍্যাপশন sky quotes in Bengali উদাহরণ হিসাবে দেওয়া হলো: 

✥❛ლ🌞🔸💠🔸ლ❛💙

আকাশের দিকে তাকিয়ে মেঘের আস্তে আস্তে সরে যাওয়া দেখতে দেখতে আমাদের সকলের মধ‍্যে এক রকম ভালো লাগা কাজ করা শুরু করে,,,,,,,,,,,

✥❛ლ🌞🔸💠🔸ლ❛💙

─༅༎•🌺⭐🌸༅༎•─

মন ছুঁয়ে যায় দুর দিগন্তে নীল আকাশের পানে,,,,,

পাহাড় দেশের সব আবেগ সুধা মেলে ডাকছে বারে বারেই,,,,,,,,,,,,

─༅༎•🌺⭐🌸༅༎•─

💟━♡︎🔸💠🔸♡︎━💟

ওই নীল আকাশের দিকে তাকাও,,,,, তবেই তুমি রংধনু খুঁজে পাবে,,,,,,

না হলে তুমি আজীবন রংধনুই দেখেই যাবে,,,,,, 

💟━♡︎🔸💠🔸♡︎━💟

😍❖😘❖😻

আমি যেখানে আকাশ দেখি,,,,,,,

তুমি দেখো ধূসর কালো মেঘ,,,,,,,

আমি যাকে ভালোবাসা বলি,,,,,

তাকে তুমি বলো মিথ‍্যা আবেগ,,,,,,,,,

😍❖😘❖😻

নীল আকাশ নিয়ে ক‍্যাপশন
নীল আকাশ নিয়ে ক‍্যাপশন

💙 🔸🔸💖🔸🔸🖤

দিগন্তে হেলেপড়া সাদা বকের পিছে ছুটে ছুটে আজ আমি খুব ক্লান্ত,,,,,,,

💙 🔸🔸💖🔸🔸🖤

━╬٨ـﮩﮩ🔸٨ـﮩﮩـ╬━🌞❥❥═🔸

আকাশের নীল দিগন্তে হেলে পড়া সাদা নীল আকাশের পিছে ছুটে ছুটে আমি বেশ ক্লান্ত,,,,

তাই আশ্রয় চেয়েছি তোমার কাছে,,,,তুমি যা দিয়েছো তাতেই লাভ। যা পাইনি তাতেই বা কি আসে যায়,,,,

━╬٨ـﮩﮩ🔸٨ـﮩﮩـ╬━🌞❥❥═🔸

💙💙💙💙⇣❥

বারবার আমি আকাশের দিকে তাকিয়েই ছিলাম,,,,,

যেন কিসের আশা যেন খুঁজছি,,,,,

আমি তোমায় দিয়েছি আমার পঙ্কক্তিমালা,,,,,

তুমি দিয়েছো আমার বিষের মালা,,,,,,

💙💙💙💙⇣❥

💟━♡︎🔸💠🔸♡︎━💟

হাত বাড়িয়ে আমি আকাশ কে ছুঁতে যাই ///////

কিন্তু আমার আর আকাশ ছোঁয়া হয়না ////

💟━♡︎🔸💠🔸♡︎━💟

✺━♡︎🔸💠🔸♡︎━✺

নীল আকাশের নীচে এই পৃথিবী,,,,,,,,,,,,,

আর পৃথিবীতে পরে,, ওই নীল আকাশ,,,,,,,,তুমি দেখেছো কি?

✺━♡︎🔸💠🔸♡︎━✺

✥❛ლ🌞🔸💠🔸ლ❛💙

নীল আকাশের মেঘে আমি,,,,,আকাশ তারার মেঘে মেঘে ভাসি,,,,,,,

রোদ্রৌ ছায়ার খেলায় আমরা মাঝে মাঝেই অদ্ভূত হাঁসি,,,,,,,,,

✥❛ლ🌞🔸💠🔸ლ❛💙

✥❛ლ🌞🔸💠🔸ლ❛💙

নীল আকাশের নীচে আমি,,,,,

রাস্তায় চলেছি একা,,,,,,

আর পৃথিবীর পরে ওই যে নীল আকাশ,,,,,

তুমি কি একবারও দেখেছো,,,,,,,

✥❛ლ🌞🔸💠🔸ლ❛💙

💖❖💖❖💖

প্রিয় মানুষটির পাশে থাকা মানেই এক আকাশ সমান ভালোবাসাকে পুঁজি করে বেঁচে থাকা। 

💖❖💖❖💖

😘🤝💝ლ❛✿

মেঘলা আকাশে আজ একলা আমি,,,,, একলা আমার মন,,,,,

ভাবছি কবে তুমি শুধু হবে আমার আপনজন,,,,,,

😘🤝💝ლ❛✿

💙••✠•💠❀💠•✠•💙

যদি কান্না পায় তবে কেঁদে নিও,,,,,,

কারণ অতি বৃষ্টির পরেই আকাশ মসৃণ হয়,,,,,,,,

💙••✠•💠❀💠•✠•💙

🌿|| (✷‿✷)||🌿

তোমার জন‍্যেই আকাশ মেঘলা আমার,,,,,,,,,

তোমার জন‍্যেই বৃষ্টি,,,,,,তোমার জন‍্যেই পাপী মনে আমার আবেগের সৃষ্টি,,,,,,,

🌿|| (✷‿✷)||🌿

╔━💠✦🌷✦💠━╗

উড়তে চাই আজ মন আনন্দে,,,,,, কিন্তু পায়ে যে নিয়মের শেকল বাঁধা,,,,,,,,

╚━💠✦🌷✦💠━╝

💖🍀💖❖💖🍀💖

হোক না দূরত্ব হাজার হাজার মাইলের,,,,,,,

এক আকাশের নিচেই তো আছি,,,,,,,,,

💖🍀💖❖💖🍀💖

✺━♡︎🔸💠🔸♡︎━✺

বিষাদ মানে চোখের মাপে আকাশ খোঁজা,,,,,,

বিষাদ মানেই একলা থাকার ভীষণ সাজা,,,,,,,,

✺━♡︎🔸💠🔸♡︎━✺

━╬٨ـﮩﮩ🔸٨ـﮩﮩـ╬━🌞❥❥═🔸

ওই নীল আকাশের রঙে আর ওই নীল আকাশের তীরে,,,,,

চলো গান ধরি,,,,, নতুন এক সুরে,,,,,,, 

চলো মিশে যাই,,,,,গোধূলীর দিগন্তে,,,,,,

━╬٨ـﮩﮩ🔸٨ـﮩﮩـ╬━🌞❥❥═🔸

💙••✠•💠❀💠•✠•💙

আমি রোজ নিয়ম করে খোলা মাঠের দিকে ছুটে যাই,,,,,,,,

কারণ ওই জায়গা থেকেই আমি নিজের মতো করে আকাশ দেখতে পারি,,,,,,,,,,,

💙••✠•💠❀💠•✠•💙

💙••✠•💠❀💠•✠•💙

আমার ভেতরে আমি থাকি,,,,,, আমি শূন‍্য,,,,,, তোমায় দেবো কি?

মুক্ত আকাশ দেবো তোমায়,,,,,হও তুমিও সুখী,,,,,,

💙••✠•💠❀💠•✠•💙

নীল আকাশ নিয়ে ক‍্যাপশন
নীল আকাশ নিয়ে ক‍্যাপশন

💙 🔸🔸💖🔸🔸🖤

নীল আকাশের তারা আমায় বলে উদার হতে,,,,,,,

আর সাদা মেঘ বলে ভেসে বেড়াও,,,,,

মনের কালিমা সব মুছে ফেল,,,,,,,,,,

💙 🔸🔸💖🔸🔸🖤

✥❛ლ🌞🔸💠🔸ლ❛💙

আকাশ আমায় ভরলো আলোয়,,,,,,,

আকাশ আমি ভরবো মেঘের ডালে,,,,,,,,

✥❛ლ🌞🔸💠🔸ლ❛💙

Quotes নীল আকাশ নিয়ে ক‍্যাপশন (Blue Sky Caption With Quotes)

নিচের কিছু ক‍্যাপশন আপনি চাইলে Instagram নীল আকাশ নিয়ে ক‍্যাপশন হিসাবে ও দিতে পারবেন। 

💙💙💙💙⇣❥

“মেঘলা আকাশ,,,,,মেঘলা মন,,,,,

আঁধারিতে ডুবে আছে আমার এই মন,,,,,

তুমি এসে জ্বেলে দাও এই আকাশ প্রদীপ,,,,

দুজন মিলে দেখবো আবার কোন এক সুখের স্বপন”

💙💙💙💙⇣❥

💟━♡︎🔸💠🔸♡︎━💟

“আকাশের চাঁদ মাটির বুকেতে 

জোছনার রঙ ধরেছে,,,,,,

আমার জীবনে কেন যেন বারেবার তোমাকেই শুধু     মনে পড়ে,,,,,,,,,

💟━♡︎🔸💠🔸♡︎━💟

━╬٨ـﮩﮩ🔸٨ـﮩﮩـ╬━🌞❥❥═🔸

আকাশ কেন ডাকে,,,,,, মন কেন যে ছুটি চায়,,,,,

সাগরের মতই গভীর সমুদ্রে ///// হৃদয় তোমাকেই রাঙায়,,,,,,

━╬٨ـﮩﮩ🔸٨ـﮩﮩـ╬━🌞❥❥═🔸

💙••✠•💠❀💠•✠•💙

মোরা আকাশের মতো বাঁধাহীন,,,,,,,

মোরা মেরু সঞ্চার,,,,,,এর বেদুঈন,,,,,

বন্ধনহীন জন্ম স্বাধীন,,,,,

চিক্তমুক্ত শতদল,,,,,,

💙••✠•💠❀💠•✠•💙

🌿••✠•💠❀💠•✠•🌿

আকাশে তো সবসময়ই মেঘ থাকবে তাই বলে,,,

তো ঝড়ের ভয়ে দমে থাকা যাবেনা,,,,,,,,

🌿••✠•💠❀💠•✠•🌿

💖✨🌹✨💖✨🌹

“ আমায় আকাশ বলেছিল তোমার দু’চোখ মেঘ রঙ দিয়ে এঁকে দিতে,,,,,,

শুনে সাগর বলেছিল 

তা কি করে হয়,,,,,তার যে এতো নীল,,,,

আমি কাকে খুশি করবো বলো?

💖✨🌹✨💖✨🌹

আরও কিছু নীল আকাশ নিয়ে ক‍্যাপশন ( Sky Quotes In Bengali) 

💟━♡︎🔸💠🔸♡︎━💟

“ও আকাশ সোনা সোনা,,,,,,ও মাটি সবুজ সবুজ,,,,

নতুন রঙের ছোঁয়ায় হৃদয় রেঙেছে,,,,

আলোর জোয়ারে সুখের বাঁধ,,,,ও ভেঙ্গেছে

💟━♡︎🔸💠🔸♡︎━💟

💙 🔸🔸💖🔸🔸🖤

“আকাশে আজ রঙের খেলা,,,,,,,

মনে মনে মেঘের মেলা,,,,,,,,,,

হারালো সুর,,,,হারালো গান,,,

ফুরালো যে মেলা,,,,আমার মনে আজ মেঘের ভেলা

💙 🔸🔸💖🔸🔸🖤

✥❛ლ🌞🔸💠🔸ლ❛💙

নীল আকাশ বলে উদার হও,,,,,,,,

সাদা মেঘ বলেছিল ভেসে ভেসে বেড়াও,,,,

মনের কালিমা সব মুছে ফেলে,,,,,,,

নিঃস্বার্থ হয়ে সেবা করি,,,,,,,

✥❛ლ🌞🔸💠🔸ლ❛💙

━╬٨ـﮩﮩ🔸٨ـﮩﮩـ╬━🌞❥❥═🔸

আকাশে আজ ছড়িয়ে দিলাম ফুলের মালা,,,,,

 আমার কথার মালা,,,, আমার গানের মালা,,,,?

কুড়িয়ে তুমিও নিও,,,,,আমার সুরের সব ইন্দ্রধনু,,,,

রচে যেই আমার ক্ষণিক তনু,,,, জড়িয়ে রয়েছে    সেই রংয়ে মোর অনুরাগ অমিয়,,,,,

━╬٨ـﮩﮩ🔸٨ـﮩﮩـ╬━🌞❥❥═🔸

💖✨🌹✨💖✨🌹

“কে যেন আজ আবির ছড়িয়ে দিল,,,,ভোরের সেই নীলচে আকাশে,,,,

মেলে সেই আঁখি সূর্য তপ্ত শিখাতে,,,,,,

সঙ্গীত ওই বাজে,,,পাখির কাকলিতে,,,,

স্বরলিপি গেয়ে চলে ওই যোগিয়া বিভাসে,,,,

💖✨🌹✨💖✨🌹

💙💙💙💙⇣❥

আকাশ জুড়ে শুনিনু বাজে,,,,

তোমারি নাম সকলের তারার মাঝে,,,,,,,

💙💙💙💙⇣❥

✥❛ლ🌞🔸💠🔸ლ❛💙

“মন আকাশে বৃষ্টি আসে,,,, রৌদ্র মেঘের,,,জুটি

আজ নতুন আলোয় আঁধার কালোর হচ্ছে,,,, যে শুধু    খুনসুটি”

✥❛ლ🌞🔸💠🔸ლ❛💙 

╔━💚━❖❤️❖━💚━╗

“ বিষম পথ পাড়ি দেওয়া ভীষণই সহজ,,,,

কিন্ত ইচ্ছের ডানায় চেপে ভাসতে গিয়ে,,,,,

তোমার মধ‍্যে যে কল্পনার রং লেগেছে,,,,

সুদূর ওই নীল আকাশে,,, তার কি হবে,,,,,

╚━💚━❖❤️❖━💚━╝

💙••✠•💠❀💠•✠•💙

“আকাশের নীরবতার সাক্ষী আছে ওই চাঁদ,,,,

সূর্যটা সবসময়ই দেখে লড়াই,,, করে না কোন প্রতিবাদ,,,,,,,

💙••✠•💠❀💠•✠•💙

✥❛ლ🌞🔸💠🔸ლ❛💙

“যেথায় শুধুই যে ভোরের আলো,,,,

সেটাই তো আমার আধার আকাশ,,,,,,

সেই তো আঁধার,,,পাই না সেথায় ঠাঁই

শুধুই প্রেমের থাকে প্রকাশ,,,,,

✥❛ლ🌞🔸💠🔸ლ❛💙

💟💟─༅༎•🍀🌷

“জীবনের আকাশে এতো সুখের জোৎস্না আছে আমি জানতাম না,,,,,,,,

যদি তোমার হৃদয় আকাশে না হারিয়ে যেতাম,,,,,,

💟💟─༅༎•🍀🌷

💟💟─༅༎•🍀🌷

এতো বড়ো আকাশ,,,,ভরলে জোৎস্নায় 

ওগো চাঁদ,,,,,এ রাতে হায় ওগো,,,,তোমায় বোঝা বড় দায়,,,,,,

💟💟─༅༎•🍀🌷

💟━♡︎🔸💠🔸♡︎━💟

যদি আমার ঘুম ভেঙেও যায় মাঝ রাতে

মনে পড়ে আমার প্রিয় ///

চাঁদ হয়ে জাগব তোমার আকাশে ///

তোমার মনের আঁখিতে হলেও তুমি আমাকে দেখে     নিও/////

💟━♡︎🔸💠🔸♡︎━💟

      

শরৎ নীল আকাশ নিয়ে ক‍্যাপশন (Caption For Autumn Blue Sky) 

নিচের কিছু শরৎ নীল আকাশ নিয়ে ক‍্যাপশন হিসাবে দেওয়া হলো। এই ক‍্যাপশনগুলোও আপনি আপনার সোশ‍্যাল মিডিয়াতে স্ট‍্যাটাস হিসাবে দিতে পারবেন। 

💙••✠•💠❀💠•✠•💙

শরতের সব মেঘেই বৃষ্টি হয়না 

কিছু মেঘ উড়বে,,,,কেউ কেউ ঈশানি হয়,,,,,

বাকিরা শরৎ এর রোদ মাখবে,,,,,,,

💙••✠•💠❀💠•✠•💙

💙 🔸🔸💖🔸🔸🖤

“ নীল ওই গগনে ভেসে যায়,,,,,,

সাদা সাদা মেঘের ভেলা,,,,,,,,,

কখনো বা পেঁজা তুলো,,,,,,,,,

আকাশে করো মেলা,,,,,,,,,,,

শরতের ছোঁয়ায় লেগে হয়,,,মেঘেদের খেলা,,,,

💙 🔸🔸💖🔸🔸🖤

💙💙💙💙⇣❥

“তোমার ওই নীল আকাশে,,,,

ভেসে যাওয়া সাদা মঘের মতো আমি ভাসতে চাই,,,

💙💙💙💙⇣❥

✥❛ლ🌞🔸💠🔸ლ❛💙

“উচ্চ দোলা পাখির মতো কাশবনের,,,,,

এক শুভ্রতায় ভরিয়ে রেখো আমায়,,,,,,

আর কোনওদিন যাবোনা ছেড়ে,,,,,,,

✥❛ლ🌞🔸💠🔸ლ❛💙

━╬٨ـﮩﮩ🔸٨ـﮩﮩـ╬━🌞❥❥═🔸

কাঁশফুল আজ দিচ্ছে উঁকি,,,,,,শরৎ এলো নাকি,,,,,

বাতাসে আজ শুভ্র পরশ,,,,,,শিউলির ফুলে মাখি,,,,,

আগমনীর সুরে আজ আষাঢ়ের আশায়ই থাকি,,,,

━╬٨ـﮩﮩ🔸٨ـﮩﮩـ╬━🌞❥❥═🔸

উপসংহার

আশা করি, আজকের দেওয়া নীল আকাশ নিয়ে ক‍্যাপশনগুলো আপনাদের অনেক ভালো লেগেছে। এরকম নিত‍্য নতুন বিভিন্ন বিষয়ে ক‍্যাপশন পেতে আমাদের পেইজটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকুন।

Scroll to Top