১-১০০ এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি?
১-১০০ এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? এটা অনেকের কাছেই অজানা। আমাদের অন্যান্য বিষয়ের পাশাপাশি গণিতের গুরুত্ব সম্পর্কে নিশ্চয়ই নতুন করে জানার কিছু নেই? অনেকের কাছে গণিত পানির মতো হলেও আবার অনেকের কাছে পাথরের থেকেও কঠিন হয়ে থাকে। তাই গণিতের মৌলিক সংখ্যার জটলা অনেকের মাথায় বাসা বেধে থাকে। অনেকেই নতুন করে শিখে আবার অনেকেই ভুলে যাওয়া জিনিস নতুন করে জানতে চাই।
আপনিও যদি তাদের মধ্যে একজন হন তাহলে আজকের আমার এই পোষ্টটি আপনাকে সর্বোত্তম সহায়তা করবে গণিতের মৌলিক সংখ্যার ব্যাপারে জানতে এবং শিখতে। চলুন তাহলে জেনে নেওয়া যাক-
মৌলিক সংখ্যা কি এবং এর বিশ্লেষণ:
গানিত্তিক পরিভাষায় যে সংখ্যাকে ভিন্ন কোনো সংখ্যা দ্বারা ভাগ করা সম্ভব নয় তাকেই মৌলিক সংখ্যা বলে। আরো বিশ্লেষণ করলে দেখা যাবে মৌলিক সংখ্যা হলো সেই সংখ্যা যার দুটি উৎপাদক আছে গাণিতিক সংখ্যা এক এবং সেই একক সংখ্যাটি। মৌলিক সংখ্যা ছাড়া আর যেসকল সংখ্যা আছে তাদেরকে যৌগিক সংখ্যা বলে।
মৌলিক সংখ্যা মূলত ১ সংখ্যাটি থেকে বড় আর ধন্যাত্মক হয়ে থাকে। যে সংখ্যার কোন গুনণীয়ক থাকে না অর্থাৎ ওই সংখ্যা ব্যতীত অন্য কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায় না সেগুলোই মৌলিক সংখ্যা।
১ থেকে ১০০ এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি ও কি কি?
মৌলিক সংখ্যার বিষয়ে বিস্তারিত জানার আগে চলুন আগে জেনে নেই ১ থেকে ১০০ এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি। এর উত্তর হচ্ছে ২৫ টি। আপনারা কি জানেন এই ২৫ টি সংখ্যা কি কি? না জানা থাকলেও সমস্যা নেই চলুন জেনে নেওয়া যাক তাহলে-
২৫ কি সংখ্যা হলো- ২, ৩, ৫, ৭, ১১, ১৩, ১৭, ১৯, ২৩, ২৯, ৩১, ৩৭, ৪১, ৪৩, ৪৭, ৫৩, ৫৯, ৬১, ৬৭, ৭১, ৭৩, ৭৯, ৮৩, ৮৯ ও ৯৭।
১ থেকে ১০০ এর মধ্যে মৌলিক সংখ্যা গুলো মনে রাখার সহজ উপায়/ ট্রিক্স চলুন জেনে নিই:
আমাদের মধ্যে অনেকেই আছে যাদের ভুলে যাওয়ার সমস্যা আছে। বিশেষ করে বাচ্চারা খুব তাড়াতাড়ি ভুলে যায় নতুন শেখা কোনো কিছু তাই তাদের মনে রাখানোর জন্য নতুন পন্থা অবলম্বন করা আবশ্যক হয়ে পড়ে। মৌলিক সংখ্যা মনে রাখার জন্যও রয়েছে একটি ভালো ট্রিক্স। আমরা ইতিমধ্যে জেনে নিয়েছি ১ থেকে ১০০ এর মধ্যে মোট ২৫ টি মৌলিক সংখ্যা আছে। আমরা যদি থরে থরে সাজিয়ে লিখি তাহলে মনে রাখতে আমাদের অধিক সহায়তা হবে। চলুন তাহলে দেখে নেই-
১ থেকে ১০ এর মধ্যে মোট ৪টি মৌলিক সংখ্যা রয়েছে যথা-
- ২, ৩, ৫, ৭
১১ থেকে ২০ এর মধ্যে মোট ৪ টি মৌলিক সংখ্যা রয়েছে যথা-
- ১১, ১৩, ১৭, ১৯
২১ থেকে ৩০ এর মধ্যে মোট ২ টি মৌলিক সংখ্যা রয়েছে যথা-
- ২৩, ২৯
৩১ থেকে ৪০ এর মধ্যে মোট ২ টি মৌলিক সংখ্যা রয়েছে যথা-
- ৩১, ৩৭
৪১ থেকে ৫০ এর মধ্যে মোট ৩ টি মৌলিক সংখ্যা রয়েছে যথা-
- ৪১, ৪৩, ৪৭
৫১ থেকে ৬০ এর মধ্যে মোট ২ টি মৌলিক সংখ্যা রয়েছে যথা-
- ৫৩, ৫৯
৬১ থেকে ৭০ এর মধ্যে মোট ২ টি মৌলিক সংখ্যা রয়েছে যথা-
- ৬১, ৬৭
৭১ থেকে ৮০ এর মধ্যে মোট ৩ টি মৌলিক সংখ্যা রয়েছে যথা-
- ৭১, ৭৩, ৭৯
৮১ থেকে ৯০ এর মধ্যে মোট ২ টি মৌলিক সংখ্যা রয়েছে যথা-
- ৮৩, ৮৯
৯১ থেকে ১০০ এর মধ্যে মোট ১ টি মৌলিক সংখ্যা রয়েছে যথা-
- ৯৭
প্রিয় পাঠক শিখিয়ে দিলাম মৌলিক সংখ্যা মনে রাখার টিপস এন্ড ট্রিক্স। এভাবেই আপনি ধারাবাহিকতা বজায় রেখে মন দিয়ে পড়লে সারা জীবন আপনার মনে থাকবে মৌলিক সংখ্যাগুলো কি কি।
“আরো পড়ুন”
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অনুচ্ছেদ | ২ টি ভিন্ন অনুচ্ছেদ | বাংলা ২য় পত্র অনুচ্ছেদ রচনা
1 থেকে 100 এর মধ্যে মৌলিক সংখ্যা কি কি?
1 থেকে 100 এর মধ্যে মৌলিক সংখ্যা গুলো হলো-
1, 3, 5, 7, 11, 13, 17, 19, 23, 29, 31, 37, 41, 47, 53, 59, 61, 67, 71, 73, 79, 83, 89 and 97.
১ কি মৌলিক সংখ্যা?
১ মৌলিক সংখ্যা কি না এটা অনেকেই প্রশ্ন করে। এর সঠিক উত্তরটি হবে হ্যাঁ। ১ একটি মৌলিক সংখ্যা। কারন, আমরা জানি কোনো সংখ্যা যদি সেই সংখ্যা ব্যতিত অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা না যায় তখন সেটা মৌলিক সংখ্যা হয়। ১ কে ১ ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাই ১ মৌলিক সংখ্যা প্রমাণিত।
সবশেষে,
প্রিয় দর্শক দেখতে দেখতে আজকের আয়োজনের শেষ প্রান্তে এসে পড়েছি। আপনারা যারা মৌলিক সংখ্যার ব্যাপারে একবার অজ্ঞ ছিলেন কিম্বা ভুলে গিয়েছিলেন তাদেরকে সর্বোত্তম চেষ্টা করেছি এ বিষয়ে বিস্তারিত জানাতে। আশা করি আপনাদের বোঝাতে সক্ষম হয়েছি ধন্যবাদ।