রাত নিয়ে ক‍্যাপশন

রাত নিয়ে ক‍্যাপশন

রাতের অন্ধকারাচ্ছন্ন মেঘলা আকাশ আমাদের কাব‍্যিক মনে দোলা দেয়। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় রাত আমাদের মনের ভেতরের আবেগ অনুভূতিগুলোকে জাগ্রত করে তোলে। কিন্তু সুন্দরভাবে সেগুলোকে উপস্থাপনের জন‍্যে আমাদের কাছে হয়তো সেই গোছানো ভাষা গুলো থাকেনা। আজকে তাই চেষ্টা করেছি রাত নিয়ে ক‍্যাপশন আপনাদের কাছে তুলে ধরার। চলুন তাহলে শুরু করা যাক। 

৬৫ টি রাত নিয়ে ক‍্যাপশন এর বিস্তারিত (Details Of 65 Night Related Captions)

নিচের কিছু স্ট‍্যাটাস আপনি রাত নিয়ে ক‍্যাপশন হিসাবে দিতে পারেন। 

😘🤝💝ლ❛✿

রাতের আধারই জীবনের শেষ কথা নয়,,,,,,,

প্রতিদিনই ওঠে নতুন নতুন সূর্য,,,,,,

প্রতিদিনই আসে ভোর,,,,

ভোরের আলোর ছটা তাই রাতের কালিমাকে মুছে দিয়ে তৈরি করে এক নব দিগন্তের।

😘🤝💝ლ❛✿

💙••✠•💠❀💠•✠•💙

রাতের অন্ধকারে তুমি মোর এক নব শুকতারা,,,,,

মনকে করিয়াছো তুমি চঞ্চল,,,

বহু ক্ষণে ক্ষণে করিয়াছো বিহবল আর দিশেহারা,,,,,

💙••✠•💠❀💠•✠•💙

💟━♡︎🔸💠🔸♡︎━💟

জীবনটাকে শুধু কেঁদে ভাসিও না,,,,

বরংচ তাকে হেঁসে উড়িয়ে দাও,,,,

রাতের শেষ বেদনাকে সঙ্গে নিয়ে চলো না,,,,

ভোরের আলোকে ফুটবে,,,,সব কালিমা যাবে মুছে,,,

💟━♡︎🔸💠🔸♡︎━💟

✥❛ლ🌞🔸💠🔸ლ❛💙

প্রত‍্যেকটা মানুষের জীবনেই কিছু নীরব রাত নেমে আসে,,,,,

যা সে নীরবে নীভৃতে পালন করে যায় চিরকাল।

✥❛ლ🌞🔸💠🔸ლ❛💙

••✠•❀•✠••

প্রত‍্যেকেরই জীবনে রাতের অন্ধকারাচ্ছন্ন এক বিভীষিকাময় অধ‍্যায় রয়েছে,,,,,

যা সবাই চাইলেও এড়াতে পারেনা,,,,,

••✠•❀•✠••

💔•━💔 💔•━💔

একাকী রাতের সবচাইতে নীরব সঙ্গীই হচ্ছে রাতের আকাশের ওই এক ফাঁলি চাঁদ,,,,,,,

💔•━💔 💔•━💔

রাত নিয়ে ক‍্যাপশন
রাত নিয়ে ক‍্যাপশন

😽💥🥀🍒🥰

তুমি যদি হতে চাঁদ,,,,,,,

আমি রাতের আকাশের জোৎস্নার রাত হয়ে,,,,

তোমার কাছে ছুটে চলে আসতাম,,,,,,

😽💥🥀🍒🥰

╔━━━❖❖☬❖❖━━━╗

তুমি আমার রাত হলে কতই না ভালো হতো,,,,,,

আমি তারা হয়ে তোমার নীল আকাশের মাঝে জেগে থাকতাম,,,,,,,,

╚━━━❖❖☬❖❖━━━╝

“আরো পড়ুন”

আরও কিছু রাত নিয়ে ক‍্যাপশন: 

💙💙💙💙⇣❥

তুমি তারা হলে বেশ ভালোই হতো,,,,,,,,

আমি তোমার রাতের আকাশে তারা হয়ে জেগে রইতাম,,,,,,,,

💙💙💙💙⇣❥

☆☆☆☆

তুমি ছিলে মোর সাথে নীরব সঙ্গী হয়ে,,,,,,যেদিন রজনীগন্ধ‍্যা ফোটেছিল মোর কুসুম কাননে,,,,,,

☆☆☆☆

জোৎস্না রাত নিয়ে ক‍্যাপশন ( Caption For Moonlit Night) 

নিচের কিছু সুন্দর সুন্দর জোৎস্না রাত নিয়ে ক‍্যাপশন গুলো সবসময়ই আপনার মন মতো হবে বলে মনে করি। 

💙••✠•💠❀💠•✠•💙

“আঁধার রাতে তুমি এলে হায়,,,,রাতের তারা হয়ে 

বন্ধু হয়ে থেকো পাশে আমার,,,,তুমি আমাতে নির্ভর আর অন‍্যদিকে আমি নির্ভর তোমাতে”,,,,,,

💙••✠•💠❀💠•✠•💙

✥❛ლ🌞🔸💠🔸ლ❛💙

“জোৎস্নার কাছে চেয়েছিলাম কিছু বন্দনা,,,,,,

সে মোরে করেছে ঋণী,,,,কিন্ত দেয়নি কোন স্বান্তনা 

চোখ ভিজেছে নরম বালিশে তবুও কেউ আসেনি কো ফিরে এ মন মাঝারে”,,,,,,,,,

✥❛ლ🌞🔸💠🔸ლ❛💙

আরও কিছু জোৎস্না রাত নিয়ে ক‍্যাপশন: 

নিশীথ গভীর রাত মানুষের গভীর চিন্তাশক্তির রেখাপাত ঘটায়,,,,,,,

💚⇣❥

💛⇣❥

💙⇣❥

❤️🖤⇣❥

💜🖤💜⇣❥

💙💙💙💙⇣❥

“রাত দিনের থেকেও বহু স্পষ্ট,,,,,

চোখের তারারা যেভাবে চিকচিক করে,,,,রাত

ও সেরকমই এক গভীর সততার ধারক এবং বাহক”,,,,

“রাত মানুষের জীবনে আসে এক গভীর সত‍্যতা নিয়ে” ,,,,,,,

💙💙💙💙⇣❥

💜🖤💜⇣❥

❤️🖤⇣❥

💛⇣❥

💙⇣❥

রাত নিয়ে ক‍্যাপশন
রাত নিয়ে ক‍্যাপশন

আরও কিছু জোৎস্না রাত নিয়ে ক‍্যাপশন: 

নিচের কিছু বিশেষ বিশেষ জোৎস্না রাত নিয়ে ক‍্যাপশন গুলো দেওয়া হলো, এগুলো ব‍্যবহার করেও স্ট‍্যাটাস দিতে পারবেন। 

💟━♡︎🔸💠🔸♡︎━💟

নেই এমন কোন রাত্রি,,,,নেই এমন কোন অমীয় মহৎ বাণী যা জ‍োৎস্নার ঘনঘটা মেঘকে ছাড়িয়ে যেতে পারে।

💟━♡︎🔸💠🔸♡︎━💟

 ━╬٨ـﮩﮩ🔸٨ـﮩﮩـ╬━🌞❥❥═🔸

“একটি অন্ধকারাচ্ছন্ন রাতের নির্জনতার মাঝে থাকে শত সহস্র আঁখি”

 ━╬٨ـﮩﮩ🔸٨ـﮩﮩـ╬━🌞❥❥═🔸

💠❛ლ🌞🔸💠🔸

“ রাতের আবেগময় ঘটনাগুলোর কোন সুনির্দিষ্ট অস্তিত্ব থাকেনা,

কারণ বাস্তবে যে তার কোন অস্তিত্ব ই নেই।

💠❛ლ🌞🔸💠🔸

আরও কিছু জোৎস্না রাত নিয়ে ক‍্যাপশন এর বিস্তারিত দেওয়া হলো: 

━╬٨ـﮩﮩ🔸٨ـﮩﮩـ╬━❤️❥❥═🔸

“রাত্রি হয়েছিল চোখের নিমীষে ম্লান,,,,

কিন্তু তার বদৌলে তো পাইনি কোন পরিত্রান 

আঁখি ভিজেছে মোর বহুবার,,,বহু কারণে তবুও মোর জীবন তো থেমে থাকেনি,,,,” 

━╬٨ـﮩﮩ🔸٨ـﮩﮩـ╬━❤️❥❥═🔸

💠❛ლ🌞🔸💠🔸

“জোৎস্নার কালো রাত্রি করেছে আমায় মুগ্ধ,,,,,

 আমি শতবার শতরূপে চেয়েছি তোমাকে আপন করে পেতে,,,,,” 

💠❛ლ🌞🔸💠🔸

✥❛ლ🌞🔸💠🔸ლ❛💙

“রাইতের বেলা আমরা সকলেই অসহায়,,,,বিশে  করে জোৎস্নার ম্লান রাতি করে আমায় নিঃসঙ্গ।” 

✥❛ლ🌞🔸💠🔸ლ❛💙

☆☆

☆☆☆

☆☆☆☆

“ পুরে পুরে দেহমন করিয়াছি কালা,,,,,,,

তবুও তাহারে পারি না ভুলিতে,,,,,,,

চোখের মধ‍্যে ছিল অস্পষ্ট কিছু কথা যা আর পারিনা তাহারে দিতে ভুলিত,,,,,” 

☆☆☆☆

☆☆☆

☆☆

রাত নিয়ে ক‍্যাপশন
রাত নিয়ে ক‍্যাপশন

✺━♡︎✺

✺━♡︎❤️♡︎━✺

✺━♡︎🔸💠🔸♡︎━✺

“মনের মাঝে লুকানো ছিল কিছু অস্পৃষ্ট কালো রাতি,,,,

তাও তাসের খেলার মতো নিশিত রাতে আমার মনের কটোরে বাঁধে স্নিগ্ধ স্বপন”। 

✺━♡︎🔸💠🔸♡︎━✺

✺━♡︎❤️♡︎━✺

✺━♡︎━✺

┇💛

┇┇💙

┇┇┇💚

“কিছু ছিল না বেঁচে অস্তিত্বে,,,,,,,,

আমি শুধু তাকে চেয়েছিনু আপনার করে পেতে,,,,,,”

┇┇┇💚

┇┇💙

┇💛

😘🤝💝ლ❛✿

“রাতের কালো অন্ধকারে সব গেছে ভেসে,,,,

আজও তারে আমার খুব ভালো লাগে,,,,,,,

যখনি মনে পরে তখনি ছুটে যাই তাহারে ছুতে,,,,,” 

😘🤝💝ლ❛✿

✨✨✨⭐⭐⭐

“বারবার আমি তারে কাছে চাই,,,,,,,কিন্ত সে আমারে দেয়না ভুলিতে তারে,,,,”

প্রতিবারই আমি তারে মনের মণিকোঠায় রাখিতে চাই,,,তবুও পারিনা ভুলিতে,,,,,”

✨✨✨⭐⭐⭐

নির্ঘুম রাত নিয়ে ক‍্যাপশন (Caption For Sleepless Night)

নিচের কিছু একা রাত নিয়ে ক‍্যাপশন এবং নির্ঘুম রাত নিয়ে ক‍্যাপশন গুলো ও আপনার মন মতো হবে বলে আমার মনে হয়। 

✥❛ლ🌞🔸💠🔸ლ❛💙

ঘুম পাড়ানি গান শুনিয়ে রাত যে আমার একলা পাখি,,,,,

কতবার কত বাহানায় খুঁজিছি তারে কিন্তু ভোরের নীলিমায় তারে আর পাওয়া হয়নি,,,,,,,

✥❛ლ🌞🔸💠🔸ლ❛💙

🌹▬▬๑💙๑▬▬🌹

“রাত আজ নির্ঘুম কাটে প্রিয় তুমিহীন,,,,

কতোবার কতো বাহানায় যে আমি তোমাকে কাছে চেয়েছি,,,,কি করে করবো তার সমাধান বলো একবার আমায়,,,,,”

🌹▬▬๑💙๑▬▬🌹

💟━♡︎🔸💠🔸♡︎━💟

“ঘুম ভাঙানি গান শুনিয়ে চোখের নিমিষে সব উধাও হলে,,,,,আজ চোখের পলকে শেষ হয়ে যাচ্ছে সব। না আমি পাচ্ছি তোমায় কাছে না পারছি তোমায় ভুলতে।,,,,,” 

💟━♡︎🔸💠🔸♡︎━💟

✺━♡︎🔸💠🔸♡︎━✺

“মেঘ কেটে গিয়ে যখন রোদ উঠে,,,,,,

নির্ঘুম রাত জানান দেয় সুখ নেই মন মাঝারে,,,

পলকে পলকে প্রায়ই দেখি দিন কেটে গেলেও স্মৃতি পেছন ছাড়েনা আর,,,,,

✺━♡︎🔸💠🔸♡︎━✺

রাত নিয়ে ক‍্যাপশন
রাত নিয়ে ক‍্যাপশন

নিস্তব্ধ রাত নিয়ে ক‍্যাপশন ( Peaceful Night Caption) 

নিচে কিছু নিস্তব্ধ রাত নিয়ে ক‍্যাপশন

❤️

❤️🖤

❤️🖤❤️

“দিন কেটে যায় নীরবে নিভৃতে,,,,,

তবুও স্মৃতিগুলো কখনোই ছাড়ে না পিছু,,,,,,”

❤️🖤❤️

❤️🖤

❤️

┇✨

┇┇✨

┇┇┇✨

┇┇┇┇✨

┇┇┇┇┇✨

🌿🦋🍁┇┇┇

“মেঘ কেটে গিয়েও যখন রোদ উঠেনা,,,,আঁধার রাতে মন বসেনা,,,,,

চোখে দেখে প্রায়ই মন আমার উতলা হয় তবুও তোমাকে ভালোবেসে জীবন আমার হয় উদাসীন।” 

🌿🦋🍁┇┇┇

┇┇┇┇┇✨

┇┇┇┇✨

┇┇┇✨

┇┇✨

┇✨

✺━♡︎🔸💠🔸♡︎━✺

“মন ভরে আর দেখিনা তোমায়,,,,চোখ ফিরালেই মনের বিপরীতে চলে যায়,,,,,

তোমাকে পাবার আমার বড্ড ইচ্ছে হয় তবুও পাইনা তোমাকে ছুতে,,,,,,” 

✺━♡︎🔸💠🔸♡︎━✺

💙••✠•💠❀💠•✠•💙

“প্রত‍্যেকটি রাতই নতুন আর নব দিগন্তের সূচনা করে,,,,,,,,,

চোখের পলকে সবকিছুই বদলে যেতে থাকে,,,,,,,। 

প্রায়শই মনের মাঝে যুঝতে থাকে কিছু নীরব প্রশ্ন,,,,।

কখনো ভাবিনি এভাবে নিঃসঙ্গ এবং নিস্তব্ধ রাত কাটাতে হবে একা তুমিহীন,,,,,,,।” 

💙••✠•💠❀💠•✠•💙

নিস্তব্ধ রাত নিয়ে ক‍্যাপশন: 

❖─❥💙❥─❖

“সবার ঘুম ভাঙানির গান শুনিয়ে, 

গাছের ডালে আজ ডাকছে পাখি,

হয়েছে ভোর উঠে পড়ো সবাই,

এবার তো খোল তব ঘুমন্ত আঁখি। 

❖─❥💙❥─❖

😍❖😘❖😻

“আঁধার রাতে তুমি এলে ওগো বন্ধু আমার 

নির্ভয়ে আঁখি মেলিয়া রাখি,,,,,,আর নির্ভয়ে ছুটে চলি হাতের স্পর্শ পেয়ে তোমার,,,,”। 

😍❖😘❖😻

━╬٨ـﮩﮩ🔸٨ـﮩﮩـ╬━❤️❥❥═🔸

“মন হয়েছে খুশি আজ তোমায় পেয়ে কাছে

সুর ছিলো কিন্তু গান ছিলো না এই মনে,,,,,,

যখন তোমার হাত দুটি ছিলো আমার এই হাতে,

আমি তো ছিলাম তোমাতেই মজে,

মায়াবী ওই চোখে প্রতিবারই উঠে বৃহন্নলার সুর,

মায়াবী রাতটা গেলো হারিয়ে,,,,সবকিছু হলো স্তব্ধ”,,,

━╬٨ـﮩﮩ🔸٨ـﮩﮩـ╬━❤️❥❥═🔸

◁━━━━◈🌸◈━━━━▷

“কখনো কি দেখেছো রাতের আকাশ ভরা তারা? 

কখনো কি পেয়েছো শুনতে তাহার নীরব কান্না?

নিকশ কালো আঁধার হয়েছে আমার কাল,,,,,,

রাতের মতন আমি ও আজ একাকী,,,,কেউই পায়না শুনিতে তাহার নীরব আকুতি,,,,,”

◁━━━━◈🌸◈━━━━▷

একা রাত নিয়ে ক‍্যাপশন: 

😘🤝💝ლ❛✿

“রাতের আকাশে যখন জোছনার রং ধরে

আমার জীবন রঙ জুড়ে কেন বারেবারেই শুধু তোমাকেই মনে পড়ে,,,,,,।” 

😘🤝💝ლ❛✿

╔━━━❖❖☬❖❖━━━╗

“নিঝুম রাতের আকাশ ভেঙ্গে,,,জোনাকিরা আমায় দিচ্ছে ডাক

রাতের জোনাকিরা সব নিস্তব্ধ,,,,তারায় ভরা এক ফাঁলি চাঁদ

জানান দিচ্ছে তারা যাতে কেবল আমার সঙ্গী হয়েই থাকে।” 

╚━━━❖❖☬❖❖━━━╝

💟━♡︎🔸💠🔸♡︎━💟

“কখনো কি দেখেছো রাতের আকাশ?কখনো কি পেয়েছো শুনিতে নীরব কান্না?

নিকশ কালো রাত টি যে আমার জীবনের একমাত্র ভালোবাসা।

আকাশ ভরা তারারা যখন রাতকে দেয় গভীর সান্তনা, তাদের মতন আমি ও যে একাকী

বোঝে না কেহ মোর বিরহের এ যন্ত্রণা।”

💟━♡︎🔸💠🔸♡︎━💟

✺━♡︎🔸💠🔸♡︎━✺

“নিশীথ রাতে আছি বসে নেই কোন ক্লান্তি-অবসাদ 

জীবন আমায় দিয়েছে আঘাত,,,প্রতিবারই 

আমি উঠে দাঁড়িয়েছি,,,আবার পরে গিয়েছি 

রাত জাগার ক্লান্তি আমার নিমেষেই হবে শান্ত।” 

✺━♡︎🔸💠🔸♡︎━✺

🌞🌞🌞•••༐༐༐༐༐༐•••🌞🌞🌞

“জোৎস্না আমায় দিয়েছে আলো,,,,,রাত করেছে আরও ঋণী,,,,

মনের মধ‍্যে যাকে রেখেছি,,,,সে কি আমায় দিয়েছে সেই স্বাদ

খুব করে চাওয়া জীবন আমার,,,নিমেষেই হয়েছে ধুলিসাৎ,,,,” 

🌞🌞🌞•••༐༐༐༐༐༐•••🌞🌞🌞

🌞🌞🌞•••༐༐༐༐༐༐•••🌞🌞🌞

“মন খুশি,,,তোমায় কাছে পেয়ে 

সুর ছিলো,,,,,গান ছিলো,,,,,,

তোমার হাত দু’খানি ছিলো আমার দুই হাতে,,

কি কথা সে বলেছিল তা কেবল মন জানে,,,,

সব যে তাই লাগছিল আমার খুবই ভালো,,,,

মায়াবী রাতটা গেলো হারিয়ে তুমি যেদিন  গিয়েছিলে চলে,,,,,,

🌞🌞🌞•••༐༐༐༐༐༐•••🌞🌞🌞

শীতের রাত নিয়ে ক‍্যাপশন ( Caption For Winter) 

নিচে কিছু আর্কষণীয় শীতের রাত নিয়ে ক‍্যাপশন দেওয়া হলো। আশা করি যে, এই ক‍্যাপশনগুলো আপনাদের কাজে আসবে। 

╔━💚━❖❤️❖━💚━╗

“শীতের এই রাতে বারবার মনে করিয়ে দেয় অতীতের সেই স্মৃতি মাখা সোনালী দিনগুলোর কথা ”

╚━💚━❖❤️❖━💚━╝

✺━♡︎✺

✺━♡︎❤️♡︎━✺

✺━♡︎🔸💠🔸♡︎━✺

“ শীতের রাতের অতীতে পাওয়া কিছু কুয়াশাময় চিঠি,,,যা দেয় কিছু সুখ স্মৃতি,,,,,”

✺━♡︎🔸💠🔸♡︎━✺

✺━♡︎❤️♡︎━✺

✺━♡︎━✺

💖🍀💖❖💖🍀💖

“শীত নেমেছে প্রদোষে,,,ভোট মানেনা সিগারেটের কালো ঠোঁট,,,,,

পেতে চায় সে শুধু তোমায় কাছে,,,,,সে সবই তোমার ঠোঁটের ছায়া,,,,,,” 

💖🍀💖❖💖🍀💖

💖✨🌹✨💖✨🌹

“সুখের জন‍্য স্বপ্ন,,,,দুঃখের জন‍্যেও স্বপ্ন,,,,,,

হাঁসির দিনের জন‍্যেও আলো,,,

ছাদের জন‍্য নিশি রাতের জন‍্যে আশা,,,,,,” 

💖✨🌹✨💖✨🌹

✺━♡︎🔸💠🔸♡︎━✺

“প্রিয় তোমার জন‍্যে রইল আমার,

মিষ্টি ভালোবাসার ও মিষ্টি ঘুম ভাঙ্গার হাঁসি” 

✺━♡︎🔸💠🔸♡︎━✺

💠❛ლ🌞🔸💠🔸

“আকাশের জন‍্যে ছিল নীলিমা,,,,,,

চাঁদের জন‍্যে পূর্ণিমা,,,,,,,পাহাড়ের জন‍্য ঝরণা,,,,,

নদীর জন‍্যে লাগে মোহনা আর তোমার জন‍্যে রইল আমার শীতের রাত্রির শুভকামনা।” 

💠❛ლ🌞🔸💠🔸

✺━♡︎🔸💠🔸♡︎━✺

“ একদিকে কোকিল ডাকিছে পৌষের এক মধ‍্যে রাতে,

 কোন একদিন বসন্ত আসিবে বলে আমি আছি বসে,

কোন একদিন বসন্ত রাও মজিবে পিপাসিত চাতক পাখির মতো,

তুমি তো স্থবির কোন কোকিল নও,,কত শত কোকিলকে দেখেছি স্থবির হয়ে যেতে।” 

✺━♡︎🔸💠🔸♡︎━✺

━╬٨ـﮩﮩ🔸٨ـﮩﮩـ╬━❤️❥❥═🔸

“কোকিলের গান গেছে স্থবির হয়ে,,,

সে তো আমাকে আর পাবেনা,,,,

গভীর শীত তবু এইসব রাত,,,,

বাঁচিয়া থাকিতে দেয় না এই ভূমিতে,,,,” 

━╬٨ـﮩﮩ🔸٨ـﮩﮩـ╬━❤️❥❥═🔸

💚⇣❥

💛⇣❥

💙⇣❥

❤️🖤⇣❥

💜🖤💜⇣❥

💙💙💙💙⇣❥

“সুরে সুরে চলে শিয়ালের হাঁক,,,,,

চারিদিকে কুয়াশার আতির তো হলো,,,,,

মিটিমিটি জ্বলা জোনাকিরা গেল নিমিষেই লুকিয়ে,,,,,,

রাতের আধারে লুকায়িত থাকা পাখিরা করে কলরব,,,”

💙💙💙💙⇣❥

💜🖤💜⇣❥

❤️🖤⇣❥

💛⇣❥

💙⇣❥

বৃষ্টিভেজা রাত নিয়ে ক‍্যাপশন ( Caption For Wet Rainy Night) 

নিচের কিছু ছোট ছোট বৃষ্টি ভেজা রাত নিয়ে ক‍্যাপশন দেওয়া হলো:

💖✨🌹✨💖✨🌹

কিছু মানুষ আছে যারা বৃষ্টিকে অনুভব করে, বাকিরা শুধু শরীরকে ভেজায় 

💖✨🌹✨💖✨🌹

╔━━❖❖⭐❖❖━━━╗

বৃষ্টিকে কেনা ভালোবাসে? কেননা, এই বৃষ্টিই মাঝে মাঝে আপনাকে দিবে প্রশান্তির ছোঁয়া। তবে আপনাকে বুঝে নিতে হবে পৃথিবীতে দুঃখের দিনও যে চিরকাল বিদ‍্যমান। 

╚━━❖❖⭐❖❖━━━╝

💟💟─༅༎•🍀🌷

এক পশলা বৃষ্টিতে ভেজার পর যেমন সূর্য উঠে তেমনিভাবে রোদের আলোর মতো তা সবসময়ই ভালো সময়ের সূচনা করে। 

💟💟─༅༎•🍀🌷

─༅༎•🌺⭐🌸༅༎•─

জীবনে সবারই কিছু মূল‍্যবান মুহুর্ত আসে যা তাকে বৃষ্টি ভেজা রাতের মতো স্নিগ্ধ সময়ের বার্তা দেয়। 

─༅༎•🌺⭐🌸༅༎•─

💙••✠•💠❀💠•✠•💙

বৃষ্টি ভেজা রাতের মতো তুমি আমার জীবনে নিয়ে আসো এক পশলা বৃষ্টির আভাস। 

💙••✠•💠❀💠•✠•💙

💗💗💗💗💗💗

বৃষ্টির রাতে আমি ভিজতে চাই তোমার সাথে। এ জীবনে তোমাকে পাবার স্বাদ আমার কখনোই মিটবেনা। 

💗💗💗💗💗💗

╔━💚━❖❤️❖━💚━╗

এক পশলা বৃষ্টি ভেজা পিচঢালা রোড

তুমি আমার জীবনে এক অপূরণীয় আর্শীবাদ স্বরূপ। 

╚━💚━❖❤️❖━💚━╝

নির্ঘুম রাত নিয়ে ক‍্যাপশন ( Caption For Sleepless Night ) 

❤️

❤️🖤

❤️🖤❤️

“ কত শত রাত নির্ঘুম গেছে কেটে

জীবন মাঝারে আমরা আজও আছি, একজন আরেকজনের সাথে,

আষ্টেপৃষ্টে জড়িয়ে।”

❤️🖤❤️

❤️🖤

❤️

┇✨

┇┇✨

┇┇┇✨

┇┇┇┇✨

┇┇┇┇┇✨

🌿🦋🍁┇┇┇

“তুমি চলে যাওয়ার পর থেকে আমার প্রতিটা রাত গেছে নির্ঘুম কেটে। তোমাকে ফিরে পাবার আশা আমি আর রাখিনা। তবে তবুও প্রতিরাতে তোমাকে পাবার বেদনা আমাকে তাড়িয়ে বেড়ায়।” 

🌿🦋🍁┇┇┇

┇┇┇┇┇✨

┇┇┇┇✨

┇┇┇✨

┇┇✨

┇✨

♡︎🔸💠🔸♡︎

“আমি নিজেকে সামলে নিয়েছি অনেকটাই। তোমাকে নিয়ে এখন আর নির্ঘুম রাত কাটাই না।” 

♡︎🔸💠🔸♡︎

 

কুয়াশা রাত নিয়ে কিছু ক‍্যাপশন: (Some Caption For Foggy Nights)

╔━💚━❖❤️❖━💚━╗

কুয়াশা রাত,,ঘন অন্ধকার 

চারিদিকে বইছে মলয় বাতাস,,,

আকাশের ঘনঘটা মেঘ আমায় করেছে ঋণী,,

নুপুরের রিমিঝিমি শব্দে আমি তোমায় করে দিবো পাগল। 

╚━💚━❖❤️❖━💚━╝

━╬٨ـﮩﮩ🔸٨ـﮩﮩـ╬━❤️❥❥═🔸

“কুয়াশায় ঘেরা ফসলের মাঠ 

আর খেঁজুর গুড়ের পিঠা 

দুটো মিলে হয়ে উঠেছে একাকার।

শীতের দিনে এই দুটোর সংমিশ্রণ না হলে শীতটা যেন জমেনা। ”

━╬٨ـﮩﮩ🔸٨ـﮩﮩـ╬━❤️❥❥═🔸

     

শেষ কথা

এই ছিল আমাদের রাত নিয়ে ক‍্যাপশনের কিছু বিশেষ বিশেষ কাব‍্যিক ছন্দ, লেখা ও ছড়া। আশা করি এই ক‍্যাপশন গুলো দিয়ে আপনি আপনার মন মতো স্ট‍্যাটাস দিতে পারবেন। এরকম আরও মজার মজার সব ক‍্যাপশন পেতে আমাদের ওয়েবসাইট এর অন‍্যান‍্য ক‍্যাপশন গুলো পড়ে লাইক, কমেন্ট ও শেয়ার দিয়ে পাশে থাকার জন‍্যে অনুরোধ করছি।

Scroll to Top