birthday wishes | জন্মদিনের শুভেচ্ছা – স্ট্যাটাস
জন্মদিন আমাদের প্রত্যেকের জীবনেই খুব বিশেষ একটি দিন । তাই এই দিনটিকে আরো বেশি স্পেশাল এবং স্মৃতিময় করে তুলতে আমরা ব্যবহার করি wishing for birthday বা জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস কিংবা Happy birthday wishes। কারণ কিছু সুন্দর সুন্দর কথার মাধ্যমে জন্মদিন কে করে তোলা যায় আরো বেশি স্পেশাল।
আমরা সারাবছর অপেক্ষা করি কবে আমাদের প্রিয় মানুষটির জন্মদিন আসবে। আমরা বিভিন্নভাবে পরিকল্পনা করে রাখি যে কিভাবে এই দিনটি আমরা উদযাপন করবো এবং birthday wish করব। আমরা বিভিন্ন মেসেজ স্ট্যাটাস অথবা চিঠি বা কার্ডের মাধ্যমে জন্মদিনের শুভেচ্ছা প্রদান করে থাকি।
আপনি হয়তো আপনার প্রিয় জন, বন্ধু , ভাই বোন, শিক্ষক অথবা কোন বিশেষ ব্যক্তির জন্য birthday wish জানানোর জন্য স্ট্যাটাস খুঁজছেন । তাহলে আজকের আর্টিকেলটি আপনার জন্য। দেরি না করে চলুন জেনে নেওয়া যাক কিছু জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস / birthday wishes bangla যা আপনাদের জন্য সাজানো হয়েছ।
birthday wish | প্রিয় মানুষকে, জন্মদিনের শুভেচ্ছা
আমরা জন্মদিনে বিভিন্ন ধরনের গিফট, ফুল, সারপ্রাইজ ইত্যাদি দেওয়ার মাধ্যমে আমাদের প্রিয় মানুষগুলোকে খুশি করতে চাই। কিন্তু আপনি কি জানেন কিছু সুন্দর বা মিষ্টি কিছু কথার wishes birthday মাধ্যমেও প্রিয়জনকে খুশি করা সম্ভব তার জন্মদিনে। তাই Happy birthday wishes গুলো কেমন হয় চলুন তা জেনে নেই ।
•✠•❀তোমার ༻জন্মদিনের ༻আনন্দ,
🦋♡”─✺হয়তো 🦋 ভাষায় 🦋 প্রকাশ করা 🦋 যাবে 🦋 না।
༅༎༅༎ কোন ༅༎༅༎ শিল্পীর ༅༎༅༎ ক্যানভাসে ༅༎༅༎ একে ༅༎༅༎ বোঝানো ༅༎༅༎ যাবে না, ༅༎༅༎ লিখে ༅༎༅༎ শেষ
❖❖করে ❖❖ যাবে ❖❖ না ❖❖ কোন ❖❖
༅༎•─•কাব্য ༅༎•─•বা ༅༎•─•কবিতায়, ༅༎•─•হয়তো
ღـــ٨ﮩকোন ღـــ٨ﮩস্ট্যাটাসে ღـــ٨ﮩবোঝানো ღـــ٨ﮩ যাবে
❤️ না ভালোবাসা। ❤️ তারপরও তোমার ❤️ জন্মদিনের
❤️ অনেক অনেক, ❤️ শুভেচ্ছা ও ❤️ ভালোবাসা।
✮┼✮তুমি ༏༏🌺༏༏ কি ༏༏🌺༏༏ জানো ༏༏🌺༏༏ তুমি একটি ༏༏🌺༏༏ সূর্য। ✮┼✮ (✷‿✷)
কারণ 🎂🎂 আজকের এই দিনটিকে 🎂🎂 আলোকিত করে,
༅༎•─•তুমি ༅༎•─•এসেছিলে এই ༅༎•─•পৃথিবীর বুকে। ༅༎•─•তুমি ༅༎༅༎ থাকো এই ༅༎༅༎
পৃথিবীতে বহু 🐦🐦বছর ধরে, 🐦🐦ছড়িয়ে দাও তোমার আলো 🐦🐦দুহাত ভরে,
যেন কভু 🐦🐦হয়না শেষ।😍 ❣এই শুভ ❣কামনাই ❣শুধু তোমার জন্য,
শুভ জন্মদিন!❤️ আমার প্রিয় মানুষটি পেয়ে আমি ধন্য। 🥰
ლ✿✧─•🌹চাঁদের 🌀 মত 🐦🐦উজ্জ্বল 🌀 হোক তোমার ༅༎༅༎ জীবন,
༒︎ ভোরের ༒︎ রোদের মতো ༒︎ হও স্নিগ্ধ। সুবাস
♥´¨` ♥ হয়ে ♥´¨` ♥ ছড়িয়ে ♥´¨` ♥ দাও তোমার ঘ্রাণ,
নদীর🎉🎉ঢেউয়ের মত উচ্ছ্বাসিত হোক তোমার প্রাণ।
🎉🎉 🎈🎈শুভ জন্মদিন 🎈🎈আমার প্রিয়,
প্রাণঢালা ভালোবাসা 🎈🎈ও অভিনন্দন নিও।🎈🎈
😍😍প্রিয়, তোমার চোখের আলোতে আমার স্বপ্ন আলোকিত,
😍😍 🦋🦋তোমার হাসিতে 🦋🦋ডুবে যাই সুখের সাগরে।
🦋🦋 〇ლ__♥❤জন্মদিনে শুভেচ্ছা, আমার ভালোবাসা।〇ლ__♥❤
ــ٨ـﮩღআজ ლ__♥ এই দিনটি ლ__♥ আমার ლ__♥ কাছে অনেক
🦋 বিশেষ 🦋 একটি 🦋 দিন, 😊😊কারণ
﹏ღ আজ আমার ﹏ღ প্রিয় মানুষটির জন্মদিন।
😊😊 যাকে 🎈🎈 হয়তো পৃথিবীতে 🎈🎈 না পেলে আমি বুঝতাম না,🎈🎈 বন্ধুত্ব
🎉🎉 এবং 🎉🎉ভালোবাসা কি জিনিস।🎉🎉
🌺༏༏──তুমি আমার 🌺༏༏──জীবনের একটি আশীর্বাদ এর মত,🌺༏༏──
🐦🐦তাইতো আমি সব 😍😍সময় চাই তুমি সারাটি জীবন ভালো থাকো।😍😍
꧁━━✥❖✥━━꧂
এই পৃথিবীতে লাখ লাখ তারা জ্বলে, কিন্তু আমার চোখে শুধু তুমি একটাই সূর্য।
জন্মদিনের আনন্দে উড়িয়ে দাও সব দুঃখের মেঘ, ভালো থেকো, ভালো রেখো, ভালবাশি।
♥ ´¨`♥•.¸¸.• ♥ ´¨`♥•.¸¸.•♥´¨` ♥
✧✦ ✧ ✦ ✧✦ ✧ ✦✧
তোমার স্পর্শে কম্পিত আমার আত্মা, তোমার কথায় মুখরিত
আমার জীবন। জন্মদিনে শুভেচ্ছা, আমার প্রেম। সবসময় আমার সাথে থাকো।
┊┊┊┊⇣❥
┊┊┊⇣❥
┊┊⇣❥
┊⇣❥
⇣❥
🌻😞┊┊☆_ __|┊
মুক্তার চেয়েও উজ্জ্বল তোমার হাসি, ফুলের চেয়েও সুন্দর তোমার মুখশ্রী।
জন্মদিনে শুভেচ্ছা, আমার প্রিয়, তুমি ছাড়া জীবন অচিন্তনীয়।
♠️🍀🌷༅༎•─
──”♡🦋♡”──
জন্মদিনের কেকের মিষ্টির চেয়ে তোমার হাসি,
জন্মদিনের আলোর চেয়ে তোমার চোখ বেশি উজ্জ্বল।
জন্মদিনের শুভেচ্ছা, আমার চাঁদ।
🌹▬▬๑💙๑▬▬🌹
╔══🌹════🌹════🌹══╗
আজ তোমার জন্মদিন, তাই আজ পৃথিবী একটু বেশি মনে হচ্ছে রঙিন।
╚══🌹════🌹════🌹══╝
━━╬٨ـﮩﮩ❤٨ـﮩﮩـ╬━❤️❥❥═
এসেছে জন্মদিন এক বছর পরে, দোয়া করি হৃদয় থেকে মন ভরে,
সারা জীবন থেকো যেন হাঁসি মুখে। জন্মদিনের শুভেচ্ছা জানাই এবারে,
হাঁসি মুখে গ্রহণ কর হৃদয়ের তরে।
━━╬٨ـﮩﮩ❤٨ـﮩﮩـ╬━❤️❥❥═
🦋 🦋🦋 🦋🦋🦋
~শুভ জন্মদিন~❦ সূর্যের মত উজ্জ্বল হও, সাগরের মত হও চঞ্চল।
আকাশের মত হও উদার, আর ঢেউ এর মত উচ্ছল।
🦋🦋🦋 🦋🦋 🦋
❤️
❤️🖤
❤️🖤❤️
❤️🖤❤️🖤
আসুক ফিরে দিনটি বারবার, ভালো কাটুক বছরটা তোমার, প্রিয়জনের সঙ্গে থাকো ভালো।
ভরে উঠুক জীবনে তোমার আলো, শুভ জন্মদিনের শুভেচ্ছা ও ভালোবাসা।
❤️🖤❤️🖤
❤️🖤❤️
❤️🖤
❤️
🔱━━✥❖✥━━🔱
ফুলের হাসিতে প্রাণের খুশিতে, সোনালী রোদ্দুর ঘাসের বুকেতে,
করেছে ভুবন রঙ্গীন। তোমাকে জানায় হৃদয় থেকে, ❦~শুভ জন্মদিন~❦
🔱━━✥❖✥━━🔱
╔━━━━━❖❖❤️❖❖━━━━━╗
আজ তোমার জন্মদিন, এলো খুশির শুভদিন।
সর্বদা থাকে যেনো তোমার মন, এমনি আনন্দে রঙিন।
❦~হ্যাপি বার্থডে~❦
🎂🎂🥰🎂🎂🥰
🌸•••༐༐প্রিয়༐༐•••🌸
আজকের এই দিনে, আশা রাখি জীবনের আনন্দ।
যাত্রায় কখনই সত্যের পথ থেকে যাবে না সরে, জন্মদিনের শুভেচ্ছা নিও, দুয়া করি মন ভরে।
❖❖❤️❖❖
─༅༎•🌺🌸༅༎•─
একটা বছর পেরিয়ে এলো, আজকে তোমার জন্মদিন।
আনন্দে কাটুক সারাটাদিন। রামধনুর সাতরঙ্গে সেজে উঠুক তোমার জীবন,
ভালোবাসায় ভরে যাক তোমার মন। শুভ জন্মদিনের শুভেচ্ছা!
─༅༎•🌺🌸༅༎•─
█✮┼✮♦️✮┼✮█
তোমার এই বিশেষ দিনে, কামনা করি তোমার জীবনে,
আনন্দে ভরে উঠুক, সুখে থাকো সারাজীবন।
শুভ জন্মদিনের শুভেচ্ছা ও ভালোবাসা রইলো।
█✮┼✮♦️✮┼✮█
✦▄══▄🌹▄══▄✦
আজকের এই বিশেষ দিনটাকে, আনন্দ ও মজা করে উপভোগ করো।
পৃথিবীর সমস্ত সুখ যেন তোমার কাছে আসে, প্রার্থনা করি তোমার সব
স্বপ্ন পূরণ হোক। শুভ জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।
─༅༎•🌺🌸༅༎•─
✺
✺━♡︎✺
✺━♡︎❤️♡︎━✺
✺━♡︎🔸💠🔸♡︎━✺
আজ তোমার জন্মদিন, জীবন হোক তোমার রঙিন।
সুখ যেন না হয় বিলীন, দুঃখ যেন না আসে কোন দিন।
তোমায় জানাই, শুভ জন্মদিন।
✺━♡︎🔸💠🔸♡︎━✺
✺━♡︎❤️♡︎━✺
✺━♡︎━✺
✺
─༅༎•🔸💠🔸༅༎•─
A ফর আমি, B ফর বলতে, C ফর চাই, D ফর দারুণ, E ফর একটা, F ফর ফাটাফাটি, G ফর গোপন কথা।
H ফর হ্যাপি বার্থডে!
─༅༎•🔸💠🔸༅༎•─
🌞🌞•••༐༐প্রিয়༐༐•••🌞🌞
সুখের ঘরে হোক তোমার বসবাস, স্বপ্নগুলো সত্যি হয়ে, কেটে যাক ১২ মাস।
শুভ জন্মদিন!
🌞🌞•••༐༐প্রিয়༐༐•••🌞🌞
💠═══█♦️█═══💠
তোমার কথা ভাবতে ভাবতে, হয়না যেন দিন শেষ।
জন্মদিনের শুভক্ষণে, তোমায়পাঠালাম এই SMS।
❦~শুভ জন্মদিন~
💠═══█♦️█═══💠
❖─❥💙❥─❖
জন্মদিনটা হল জীবনের সবচেয়ে, বিশেষ দিনগুলোর মধ্যে একটা।
তোমার এই বিশেষ দিনটাকে, প্রাণ ভরে উপভোগ করো।
❖─❥💙❥─❖
Happy birthday wishes মেসেজ
আপনি যদি কাছের মানুষকে জন্মদিনের শুভেচ্ছা মেসেজ দিবেন বলে ভাবছেন। তবে এই লেখাটি আপনার জন্য। এই লেখাটিতে আপনারা পাবেন ১০০+ Happy birthday wishes মেসেজ।
❥─❖══❥─❖
আধার ভেঙ্গে সূর্য হাঁসে, বিশ্বভুবন আলোয় ভাসে।
পাক-পাখালি ধরলো গান, নদীর বুকে ওই কলতান।
তর তরিয়ে চললো তরী, মহাসাগর দেবো পাড়ি।
তরু শাখায় লাগলো দোলচল, বন্ধু চল জলকে চল।
খুশিতে মন তা ধিন ধিন, আজ যে তোমার জন্মদিন।
❥─❖══❥─❖
〇ლ__♥❤💙💙
তুমি তোমার জীবনের একটি আজকে, নতুন বছর শুরু করতে চলেছো।
তোমার অতীত, ব্যর্থতা, ভুল, সব পিছনে ফেলে, নতুন ভাবে সাফল্যের,
আনন্দের জীবন শুরু করো। জন্মদিনের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইলো।
♥ ´¨`♥•.¸¸.• ♥ ´¨`♥•.¸¸.•♥´¨` ♥
💖✨💖✨
তোমার বিশেষ দিনে, কামনা করি তোমার জীবনে, আনন্দে ভরে উঠুক, সুখে থাকো সারাজীবন।
শুভ জন্মদিন!
💖✨💖✨
╔══🌹════🌹════🌹══╗
জানাই শুভ জন্মদিন, তোমার জন্য এই পৃথিবীটা আজি, হয়ে যাক রঙিন।
╚══╬٨ـﮩﮩ❤٨ـﮩﮩـ╬━❤️❥❥══╝
🌷ღـــــــــ🌺༏༏──
গ্রীষ্মের ফুলগুলি, বর্ষার অঞ্জলি। শরতের গীতালি, হেমন্তের মিতালী।
শিতের পিঠা-ফুলি, বসন্তের ফুল-কলি। এমনি করে ভরে থাক, তোমার জীবনের দিনগুলি।
🌷ღـــــــــ🌺༏༏──
┉┅━✿꧁💖꧂✿━┅┉
এই রাতটা অন্যরকম, বাতাসে কিসের জানি বার্তা।
মেঘের বিজ্ঞাপনে ভেসে এল, তোমার জন্মদিনের খবর।
┉┅━✿꧁💖꧂✿━┅┉
birthday wish | জন্মদিনের স্ট্যাটাস শুভেচ্ছা বন্ধু | wishes birthday
বন্ধু বা বান্ধবী আমাদের জীবনের বিশেষ একটি অংশ। তাদের জন্মদিনটাও আমাদের জন্য কম গুরুত্বপূর্ণ নয়। তাই বন্ধু বান্ধবীদেরকে নিয়ে friend birthday wish bangla জন্মদিনের Happy birthday wishes মূলক কিছু স্ট্যাটাস।
╔━━━━━━✦✦🖤✦🖤✦✦━━━━━━━━━━╗
জন্মদিনে কি আর দেবো, তোমায় উপহার। বাংলায় নাও ভালোবাসা, হিন্দিতে নাও পেয়ার।
╚━━━━━━✦✦🖤✦🖤✦✦━━━━━━━━━━╝
💙 ✦✦💖✦✦🖤
আজ আকাশ খুশি বাতাস, খুশি তোমার জন্মদিনে। ফুটল হাসি চাঁদের মুখে,
তারাদের সমাবর্তনে। চাঁদের বুড়ি ঝুরি ভরে, নিয়ে এলো কেচ্ছা।
সমুদ্র আজ জানান দিল, জন্মদিনের শুভেচ্ছা।
💙 ✦✦💖✦✦🖤
🔱━❤️🖤❤️━🔱
আজ আমার সবচেয়ে প্রিয় মানুষটির জন্মদিন।
যার সাথে বন্ধুত্ব করতে পেরে আসলেই আমি ধন্য।
তোমাকে কোন কিছু দিয়েই হয়তো, আমি তোমার জন্মদিনের প্রাপ্য
শুভেচ্ছাটুকু দিতে পারব না। তবে আমার হৃদয়ের সবকিছু ভালবাসা দিয়ে যেন,
‘শুভ জন্মদিন ’আমার প্রিয় বন্ধু।
🔱━❤️🖤❤️━🔱
🌿|| (✷‿✷)||🌿
আমার প্রিয় বন্ধু, এই সুন্দর পৃথিবী, তোমার জন্য হোক;
তোমার সাফল্যের সর্বোত্তম স্থান। জীবনের সকল স্বপ্ন হোক পূরণ।
তোমার প্রিয় মানুষের ঘিরে থাকুক তোমার সারা জীবন জুড়ে।
কষ্ট যেন তোমায় কখনো ছুঁতে না পারে এই প্রার্থনা আমার।
শুভ জন্মদিন! আমার কলিজার বন্ধু।
🌿🦋🍁┇┇┇
┇┇┇┇┇🖤
┇┇┇┇♥️
┇┇┇💚
┇┇💙
┇💛
💗💗💗💗💗💗
জন্মদিনের এই বিশেষ মুহূর্তটাকে, বন্ধু-বান্ধব ও পরিবারের সাথে,
বিশেষ আনন্দ ও উৎসাহের সাথে, সেলিব্রেট কর। শুভ জন্মদিন বন্ধু!
——••✧✿❛ლ︵❝།།😘🤝💝ლ❛✿✧••——•
█▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀█
কারও প্রিয়দিন Sunday, কারও প্রিয়দিন Monday, আমার প্রিয়দিন তোমার Birthday।
❦~শুভ জন্মদিন~❦”
█▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄█
❝
❝❝
❝❝❝
❝❝❝❝❝
আবার আসুক ফিরে এমন দিন, হয়ে উঠুক জীবন তোমার রঙিন। শুভ জন্মদিনের অনেক শুভেচ্ছা!
❝❝❝❝
❝❝❝
❝❝
❝
💞━━━✥◈✥━━━💞
ফুলে ফুলে ভরে যাক তোমার ভুবন, রংধনুর মত সাত রঙ্গে রাঙ্গুক তোমার জীবন।
দুঃখ কষ্ট গুলো হারিয়ে যাক, দূর অজানার দেশে।
তোমার জীবন যেনো, সুখের সাগরে ভাসে।
❦~শুভ জন্মদিন~❦
💞━━━✥◈✥━━━💞
❴♦️❵ ▬▬▬▬▬▬ ❴♦️❵
ইচ্ছে গুলো পূর্ণ্য হোক সুখের দোলায় দুলে, খুশি যত সঙ্গী হোক সর্বদা
হেসো প্রাণ খুলে, পৃথিবীর শত ভুল আর বেদনা থাকুক আমার,
শুভ হোক আনন্দের হোক জন্মদিন তোমার।
❴♦️❵ ▬▬▬▬▬▬ ❴♦️❵
❤️🖤⇣❥
💜🖤💜⇣❥
💙💙💙💙⇣❥
যতই ঝগড়া হোক, তবু তোমাকে ছাড়া একদিনও, চলে না আমার প্রানের বন্ধু।
শুভ জন্মদিন।
💙💙💙💙⇣❥
💜🖤💜⇣❥
❤️🖤⇣❥
birthday wishes | বাবা-মাকে Happy birthday wishes
বাবা মা আমাদের জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি, যারা না থাকলে হয়ত আমাদের এই পৃথিবীতে আসা হতো না। তাই আমাদের উচিত বাবা-মায়ের জন্মদিনে তাদের দিনটিকে স্পেশাল করতে তাদেরকে নিয়ে bangla birthday wish দেওয়া বা wishes birthday শুভেচ্ছা বার্তা জানানো। বাবা মাকে জন্মদিনের শুভেচ্ছা দেওয়া নিয়ে কিছু স্ট্যাটাস পড়ে নেওয়া যাক।
█💠┼✮💚✮┼💠█
প্রিয় বাবা! আমি জানিনা, আমি তোমার জীবনের কোন উপহার কিনা,
কিন্তু বাবা তুমি আমার জীবনের, বিশেষ একটি উপহার। তোমার ছায়া,
স্নেহ, প্রীতি, ভালবাসায়, যত্নে গড়ে ওঠা আমি এবং আমার অস্তিত্ব।
তুমি না থাকলে হয়তো এর কিছুই পেতাম না। বাবা তোমাকে অনেক বেশি শুভেচ্ছা জানাই,
শুভ জন্মদিন বাবা।
█💠┼✮💚✮┼💠█
╔══🌹════🌹════🌹═══╗
প্রিয় মা! তোমায় নিয়ে আর কি লিখবো বল, যতই লিখব কলমের
কালি শেষ হয়ে যাবে, কিন্তু আমার লেখা শেষ হবে না। তুমি ছিলে
আমার এই পৃথিবীর আলো দেখার একমাত্র অবলম্বন। এরপর আমাকে
মানুষ করলে, তোমার কোলে পিঠে করে শত কষ্ট সহ্য করে। তুমি না
থাকলে কে আমার মুখে তুলে দিত খাবার? তোমাকে জন্মদিনের
হাজার হাজার ফুলের শুভেচ্ছা।
শুভ জন্মদিন আমার লক্ষী মা।
╚══╬٨ـﮩﮩ❤٨ـﮩﮩـ╬━❤️❥❥══╝
┉┅━✿꧁💖꧂✿━┅┉
বাবা! তোমাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা।
আমি সত্যিই গর্বিত,তোমার মত আদর্শবান, সৎ, কর্তব্যপরায়ণ
এবং চরিত্রবান পিতা পেয়ে। বাবা তুমি আমার একমাত্র আদর্শ।
তোমার মত একজন পিতা পেয়ে, আমি সত্যিই নিজেকে ভাগ্যবান মনে করি।
শুভ জন্মদিন! প্রিয় বাবা।
┉┅━✿꧁💖꧂✿━┅┉
╔━━━❖❖☬❖❖━━━╗
আজ তোমার জন্মদিন, আমার লক্ষী সোনা মা।
তোমার জীবন হোক রঙিন, আমার চাওয়া পাওয়া।
╚━━━❖❖☬❖❖━━━╝
╔═════════❤️════════╗
বাবা তুমি আমার মাথার মুকুট, আমার সাত রাজার ধন।
তুমি আমার রিয়েল হিরো, তোমায় দেখলে খুশি হয় মন।
তুমি চাওয়া পাওয়ার একমাত্র পথ, নদীর জলে বয়ে চলা আনন্দের স্রোত।
জন্মদিনের অনেক শুভেচ্ছা! শুভ জন্মদিন বাবা।
╚═════════❤️════════╝
꧁━•❃🟠∆🟠❃•━꧂
বাবা মানে, আমার প্রিয় সকাল, বাবা মানে, আমার প্রিয় মানুষ।
বাবা মানে, আমার সকল সুখের সীমা। শুভ জন্মদিন বাবা।
🔵▦═══💜═══▦🔵
█▓▒░⡷⠂⠐⢾░▒▓█
সবার মায়েই নাকি সেরা! কিন্তু তুমি জানো মা?
তুমি একটু বেশি সেরা ভালবাসি মা! শুভ জন্মদিন!
হাজার বছর থাকো, আমাদের আশ্রয় দিতে।
█▓▒░⡷⠂⠐⢾░▒▓█
⸎⸎⸎⸎⸎⸎⸎⸎⸎⸎⸎⸎⸎
আমার মনে হয়, ডিকশনারি টা নতুন করে লেখা দরকার,
বাবা শব্দের অর্থটা বড্ড কম লেখা হয়েছে, ছোট বেলা থেকে
তোমায় দেখে শিখেছি, বাবা মানেঃ আস্থা, আশ্রয়, অহংকার,
শুখের চাবি, সুইচ ব্যাংক, সুপার হিরো। শুভ জন্মদিন! আমার প্রিয় বাবা।
╚╩══••✠•❀•✠••══╩╝
🖤 💜⭕💜 💙
আমি জানি না মা, তুমি তোমায় কিভাবে দেখ? আমি তোমায় দেখি দেবির রুপে,
কি অবাক চরিত্র তুমি, দুনিয়ার সকল ভালো তোমার আচলে।
শুভ জন্মদিন! মা।
🖤 💜⭕💜 💙
━━╬٨ـﮩﮩ❤٨ـﮩﮩـ╬━❤️❥❥═
বাবাদের বয়স বাড়ে কেন? আরেকটা জন্মদিন, আরেকটা বছর
তোমার আশ্রয়ে বাবা! তুমি সেরা, তুমি সম্পূর্ণ, তুমি তোমার তুলনা
আল্লার কাছে একটাই চাওয়া, জীবনের বাকি জন্মদিন গুলিও জেন,
তোমায় এমন সুস্থ রাখেন!
━━╬٨ـﮩﮩ❤٨ـﮩﮩـ╬━❤️❥❥═
birthday wish | জন্মদিনের শুভেচ্ছা (ভাই /বোনকে) | Birthday wish for sister/brother
ভাই বোন ছাড়া আমাদের জীবন কেমন যেন অসম্পূর্ণ। তাই আমাদের উচিত তাদের জন্মদিন গুলো স্পেশাল করে তোলা, জন্মদিনের শুভেচ্ছা দেওয়ার মাধ্যমে।
♦️❖♦️❖♦️❖♦️
আমার প্রিয় ভাইয়া, বাবার পরে তুমি আমার জীবনের ছায়া।
তোমার প্রতি আমার সারা জীবন ভালবাসা ও শ্রদ্ধা।
তুমি জীবনে অনেক বড় হও, এভাবেই সারা জীবন এগিয়ে চলো।
আমার দোয়া থাকবে তোমার জন্য সব সময়।
শুভ জন্মদিন আমার প্রিয় ভাই।
♦️❖♦️❖♦️❖♦️
💠═══█♦️█═══💠
তোর আর আমার সম্পর্ক দুষ্টামিও খুনসুটি, তারপরও আমি
তোকে অনেক ভালোবাসি। কারণ এই দুষ্টুমিও খুনসুটির মাঝেই
রয়েছে হাজার ভালোবাসা। যাই হোক দুষ্টামি করলেও, তুমি অনেক ভালো।
তোমাকে জানাই জন্মদিনের অনেক বেশি শুভেচ্ছা। জীবনে অনেক বড় হও এই আশা করি সব সময়।
💠═══█♦️█═══💠
❤️ ❤️🖤 ❤️🖤❤️
শুভ জন্মদিন, আমার প্রিয় বোন। তুই আমার বোন নয়,
তুই আমার সব থেকে বড় বান্ধবী। মায়ের পরে তুই আমার
সব থেকে বড় মনের কথা বলার সাথী। তোমাকে পেয়ে
আমার জীবন ধন্য, এমন দিন যেন বারবার আসে তোমার জীবনে,
এই আমার প্রার্থনা।
❤️🖤❤️ ❤️🖤 ❤️
💙✦✦💙✦✦💙✦✦💙
ভাই বোন পৃথিবীতে এমন একটি সম্পর্ক, যে সম্পর্ক
কখনো ছিন্ন হয় না, কখনো পুরনো হয় না অথবা কখনো
বিরক্তিকর হয় না। আজ তোমার এই জন্মদিনে তোমার
প্রতি আমার ভালবাসা, এবং দুয়ার সবসময়য়ের জন্য ।
জন্মদিনের এই দিনটি অনেক বেশি সুন্দর, তোমার
তোমার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা।
💙✦✦💙✦✦💙✦✦💙
💞━━━✥◈✥━━━💞
শুভ জন্মদিন আমার প্রিয় ভাই, তোমার জন্য অনেক ভালোবাসা দিতে চাই।
হাসি আর খুশিতে ভরে উঠুক আজ, তুমি হয়ে থেকো সবার মাথার তাজ।
💞━━━✥◈✥━━━💞
——••✧✿❛ლ︵❝།།😘🤝💝ლ❛✿✧••——•
চারিদিকে আজ সুবাসিত স্নিগ্ধতা, পাখিরা গাইছে গান,
ফিরেছে মুগ্ধতা। প্রকৃতি যেন হেলে দুলে হয়েছে রঙিন,
আজ আমার প্রিয় দাদার জন্মদিন।
❦~শুভ জন্মদিন দাদা~❦
💞💞💞💞💞💞💞💞
🔱━❤️🖤❤️━🔱
শুভ জন্মদিন! ভাইয়া,আশা করি আজকের এই বিশেষ দিনে,
তোমার প্রত্যেকটি মুহূর্ত যেন, আনন্দ এবং খুশি দিয়ে ভরে ওঠে।
❖─❥💙❥──❥💙❥─❖
✺
✺━♡︎✺
✺━♡︎❤️♡︎━✺
✺━♡︎🔸💠🔸♡︎━✺
সুন্দর এই পৃথিবীতে সুন্দরতম জীবন হোক তোমার,
পূরণ হোক প্রতিটি স্বপ্ন প্রতিটি আশা, বেঁচে থাকো হাজার বছর ধরে।
~শুভ জন্মদিন প্রিয় আপু/ভাই~
✺━♡︎🔸💠🔸♡︎━✺
✺━♡︎❤️♡︎━✺
✺━♡︎━✺
✺
🌹▬▬๑💙๑▬▬🌹
আল্লাহর আশীর্বাদে, তোমার প্রতিটি দিন কাটুক,
নতুন নতুন সুখের আতিশয্যে। আর তোমার চারিপাশে
ছড়িয়ে থাকুক, খুশির নানান আভাস।
~শুভজন্মদিন আপু/ভাইয়া~
🌹▬▬๑💙๑▬▬🌹
♥ ´¨`♥•.¸¸.• ♥ ´¨`♥•.¸¸.•♥´¨` ♥
আজকেরই এই জন্মদিনে, সবকিছু হউক নতুন করে,
সুখের স্মৃতিটুক থাক কাছে, দু:খ গুলো যাক দুরে।
জড়াজীর্ণ অতীতটাকে রেখোনা আর মনে, নবউদ্দামে কাজ করো নতুন এই দিনে।
〇ლ__♥❤💙💙
┇💛
┇┇💙
┇┇┇💚
আশা করি আজকের এই দিনে, তোমার জীবনে অনেক হাসি
এবং খুশিতে ভরে উঠুক, আমার প্রিয় বন্ধু। একটি অসাধারণ
দিনের জন্য তোমাকে, অনেক শুভেচ্ছা জানালাম।
শুভ জন্মদিন প্রিয় আপু।
┇┇┇💚
┇┇💙
┇💛
🌞🌞🌞•••༐༐༐༐༐༐•••🌞🌞🌞
আশা করি, তোমার এই শুভ দিনটি, কেকের মতো মিষ্টি হবে।
এই বছরে তোমার সমস্ত চাহিদা যেন, ভগবান পূরণ করে এবং
তোমার সব স্বপ্ন সত্যি হোক। হ্যাপি বার্থ ডে টু মাই সিস্টার!
🌞🌞🌞•••༐༐༐༐༐༐•••🌞🌞🌞
✿❛ლ︵❝།།😘🤝💝ლ❛✿
জীবনে বয়স গুরুত্বপূর্ণ নয়, জীবনে গুরুত্বপূর্ণ বেঁচে থাকা।
তাই যখন জন্মদিন আসে, তখন সেই বছরের জন্য কৃতজ্ঞ হন।
শুভ জন্মদিন ডিয়ার ব্রো!
✿❛ლ︵❝།།😘🤝💝ლ❛✿
💖✨💖✨💖✨💖✨
তোমার হাসি আমার জীবনে সবচেয়ে বড় আনন্দ।
আজকে এই দিনটা তোমার। তাই আজকের দিনটা আনন্দের সঙ্গে উপভোগ কর।
শুভ জন্মদিন ভাইয়া।
💖✨💖✨💖✨💖✨
💖❖💖❖💖❖💖
আপনার বিশেষ দিনে, আমি শুভ কামনা করি।
আমি আশা করি এই দুর্দান্ত দিনটি, তোমার হৃদয়কে আনন্দ এবং আশীর্বাদে পূর্ণ করবে।
💖❖💖❖💖❖💖
💙✦✨✦💙✦✨✦💙✦✨✦💙
আজকের তোমার জন্মদিন। আর এই বিশেষ দিনে আমার তরফ থেকে,
তোমাকে অনেক ভালোবাসা, প্রচুর শুভেচ্ছা জানাচ্ছি, ভাইয়া।
💙✦✨✦💙✦✨✦💙✦✨✦💙
💙✥◈✥💙✥◈✥💙
শুভ জন্মদিন আপু, আজকের এই দিনটা শুধুমাত্র তোমার দিন।
আজকের দিনে সব কেক, ভালোবাসা, হাগ! এবং পৃথিবীর সব
খুশির যোগ্য একমাত্র তুমি। তাই আজকের এই বিশেষ দিনটা
উপভোগ করে কাটাও।
💙✥◈✥💙✥◈✥💙
╔━━━━━━✦✦🖤✦🖤✦✦━━━━━━━━━━╗
আমি খুব ভাগ্যবান তোমার মতো একটা বোন পেয়ে।
তুমি আমার কাছে যেমন স্পেশাল, ঠিক তেমনি আজকের
দিনটি স্পেশালভাবে উপভোগ কর। তোমার সব স্বপ্ন পূরণ হোক।
শুভ জন্মদিন আপু।
╚━━━━━━✦✦🖤✦🖤✦✦━━━━━━━━━━╝
Birthday wish for friend – জন্মদিনের শুভেচ্ছা/স্ট্যাটাস
প্রিয় বন্ধুদের Happy birthday wishes করতে কথা খুজতেছেন? আপনার দের জন্য আমারা হাজির হয়েছি কথার ঝুরি নিয়েঃ
💠═══█❤️❤️█═══💠
এই দিনটা আসে যেন বারবার বারবার ফিরে, যেন অনেক স্বপ্ন দেখতে
পারি তোমায় আমি ঘিরে। হ্যাপি বার্থডে!বন্ধু।
💠═══█❤️❤️█═══💠
💠═══✨═══💠
আসুক ফিরে এমন দিন, হোক না তোমার সব রঙিন। জনম জনমের তরে,
তোমার এই শুভ জন্মদিন।
✦✦🖤✦🖤✦✦
┇✨
┇┇✨
┇┇┇✨
┇┇┇┇✨
┇┇┇┇┇✨
🌿🦋🍁┇┇┇
আজকের এই বিশেষ দিনে, হয়ে ওঠো আরও নবীন।
ভালোবেসে জানাই তোমায়, শুভ জন্মদিন!
🌿🦋🍁┇┇┇
┇┇┇┇┇✨
┇┇┇┇✨
┇┇┇✨
┇┇✨
┇✨
❤️🖤⇣❥
💜🖤💜⇣❥
💙💙💙💙⇣❥
আজকের এই দিনটির জন্য, একটা বছর ধরে ওয়েট করছি।
কারন এই স্পেশিয়াল দিনে, সৃষ্টিকর্তা তোমাকে পৃথিবীতে,
স্পেশিয়াল করে আমার জন্য পাঠিয়েছে।
শুভ জন্মদিন!
💙💙💙💙⇣❥
💜🖤💜⇣❥
❤️🖤⇣❥
━━╬٨ـﮩﮩ❤٨ـﮩﮩـ╬━❤️❥❥═
অতীতের সব দুঃখজনক ঘটনাকে ভুলে যাও, মন দাও বর্তমানের দিকে।
অনেক অনেক খুশির জোয়ার আসুক, তোমার জীবন জুড়ে।
শুভ জন্মদিন!
✨✨✨✨✨✨✨✨✨
😘🤝💝🌞🌞
আজ তোমার জন্মদিন, এলো খুশির শুভ দিন।
সর্বদা থাকে যেন তোমার মন, এমনি আনন্দে রঙ্গিন।
***হ্যাপি বারথডে***
😘🤝💝🌞🌞
💟💟─༅༎•🍀🌷
জন্মদিন প্রত্যেক বছর ফিরে আসে, কিন্তু তোমার মতো
বন্ধু আমার জীবনে একবারই এসেছে। তুমি আমার জীবনে
আসার, জন্য আমি খুব আনন্দিত। তোমার এই স্পেশাল দিনে,
তোমাকে অনেক শুভেচ্ছা জানালাম।
হ্যাপি বার্থডে!
💟💟─༅༎•🍀🌷
🔵━━━❖❖🔵❖❖━━━🔵
সারাজীবন যেন আমি তোর, বন্ধু হয়ে পাশে থাকতে পারি।
আজকের দিনটা আমার, খুশির ছড়াছড়ি।
শুভ জন্মদিন!
🔵━━━❖❖🔵❖❖━━━🔵
⸎⸎⸎⸎⸎⸎⸎⸎⸎⸎⸎⸎⸎
আশা করি তোমার এই শুভ দিনটি, কেকের মতো মিষ্টি হবে।
এই বছরের তোমার সমস্ত চাহিদা যেন, ভাগবান পূরণ করে।
হ্যাপি বার্থ ডে টু মাই ফ্রেন্ড।
╚╩══••✠•❀•✠••══╩╝
╔══🌹════🌹════🌹═══╗
অপেক্ষা করেছিলাম ১ টি বছর, আজকের দিনটার জন্য।
কারন আমি জানি, তোর জন্মদিনে তুই বিশাল বড় একটা পার্টি দিবি।
অবশেষে সেই দিন এসে পরেছে, শুভ জন্মদিন দোস্ত।
আচ্ছা দোস্ত, তোর জন্মদিনের পার্টি কোথায় হবে?
╚══╬٨ـﮩﮩ❤٨ـﮩﮩـ╬━❤️❥❥══╝
wishing for birthday | ভালবাসার মানুষকে জন্মদিনের শুভেচ্ছা – ইংরেজিতে
প্রিয় বন্ধু birthday wishes for friend, কিংবা প্রিয় মানুষকে ইংরেজিতে জন্মদিনের শুভেচ্ছা/স্ট্যাটাস জানানঃ birthday wish for love | প্রিয় মানুষকে জন্মদিনের শুভেচ্ছা (ইংলিশ)। Are you looking for Happy birthday wishes for your loved one? Here is a ton of collection, enjoy to with them:
🔱━━❤️❥❥━🔱
Woah, another year down. Thanks for making the party called
“life” so damn fun. Happy birthday, hotshot!
🔱━━❤️❥❥━🔱
——••✧✿❛ლ︵💠💠💠
Birthday cake + you = guaranteed sugar rush for my heart. Happy day, cupcake!
——••✧✿❛ლ︵💠💠💠
💙❤️🖤💙❤️🖤💙❤️🖤💙
Cheers to another year of stolen fries, inside jokes, and late-night adventures. Happy birthday, partner in crime!
💙❤️🖤💙❤️🖤💙❤️🖤💙
█💠┼✮💚✮┼💠█
You’re older, but still somehow manage to be cooler, than everyone else. Happy birthday, ageless wonder!
█💠┼✮💚✮┼💠█
╔━━━━💠✦🌷✦💠━━━━╗
May your birthday be as epic as your taste in music and your questionable dance moves. Love you anyway! Happy day, you crazy diamond.
╚━━━━💠✦🌷✦💠━━━━╝
❤️ ❤️💠 ❤️💠🌷
Another year wiser, but thankfully not boring. Happy birthday, to the person who keeps things interesting around here!
❤️💠🌷 ❤️💠 ❤️
┇💠
┇┇💠
┇┇┇💠
Officially one year closer to our 90th birthday disco party. Let’s get funky! Happy birthday, old-timer!
┇┇┇💠
┇┇💠
┇💠
🍀
🍀💝
⸎🍀💝
┇⸎🍀💝 Today, we celebrate you, the master of puns, the slayer of awkward silences, and the owner of the world’s most contagious laugh. Happy birthday, my comedian!
┇⸎🍀💝
⸎🍀💝
🍀💝
🍀
🌹━━━❖🍀💝❖━━━🌹
I wouldn’t trade our mismatched socks and shared Netflix passwords for anything. Happy birthday, to the one who makes home feel like anywhere with you.
🌹━━━❖🍀💝❖━━━🌹
✿━━━✥💙✥━━━✿
You’re new in my life, but already feel like an old sweater: comfy, familiar, and instantly warming my soul. Happy birthday, my unexpected surprise!
✿━━━✥💙✥━━━✿
💙••✠•❀•✠•💙
Today’s your day, so let’s eat cake, make bad jokes, and laugh until our sides hurt. Happy birthday, my partner in laughter!
💙••✠•❀•✠•💙
━━╬٨ـﮩﮩ❀ـﮩﮩـ╬━❤️❀═
Here’s to more birthdays, more shared secrets, and more reasons to call each other lucky. Happy day, my love!
━━╬٨ـﮩﮩ❀ـﮩﮩـ╬━❤️❀═
❥❥━━❤️━🍀
Happy birthday! Sending you hugs (unless you prefer air high-fives, those are cool too).
❥❥━━❤️━🍀
✨
✨━❀✨
✨━❀❤️❀━✨
✨━❀🔸💠🔸❀━✨
You light up my life, more than any birthday candle ever could. day, my love!
✨━❀🔸💠🔸❀━✨
✨━❀❤️❀━✨
✨━❀━✨
✨
✥
✥━♡︎✥
✥━♡︎❤️♡︎━✥
✥━♡︎🔸💠🔸♡︎━✥
Birthday wishes on the way, like a pizza with all the toppings. Happy day!
✥━♡︎🔸💠🔸♡︎━✥
✥━♡︎❤️♡︎━✥
✥━♡︎━✥
✥
✿❛ლ︵❝།།🌞🌹💝ლ❛✿
Wishing you a birthday as awesome as you are. Love you!
✿❛ლ︵❝།།🌞🌹💝ლ❛✿
✥❛ლ︵❝🔸💠🔸ლ❛✥
Happy birthday, you magnificent human! May your day be filled with good vibes, and even better food.
✥❛ლ︵❝🔸💠🔸ლ❛✥
wishes birthday for friend | বন্ধুর জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস (ইংলিশ)
Here is a big collection of birthday wishes for friend, feel free to share with them and spread your deepest massage by this:
💟💠─༅༎•🌿🦋🍁
Hey bestie, another year older? Don’t worry, the discount section at the grocery store loves us now! Happy birthday!
💟💠─༅༎•🌿🦋🍁
٨ـﮩﮩ❤٨ـﮩﮩـ💠🦋🍁🌿
Cheers to the person who laughs at my weird jokes, cries at my sob stories, and steals my fries but always apologizes. Happy birthday, soulmate!
٨ـﮩﮩ❤٨ـﮩﮩـ💠🦋🍁🌿
🍁|| (♡︎‿♡︎)||🍁
This day celebrates the birth of the world’s greatest listener, midnight adventure partner, and keeper of all my embarrassing secrets. Happy birthday, queen/king of loyalty!
ლ︵︵︵💚
ლ︵︵💙
Ლ︵💛
Ლ💛
💛
💌💌💌💌
We may be getting older, but our friendship is like fine wine: aged to perfection and getting better with every year. Happy birthday, vintage bestie!
🪔🪔🪔🪔🪔
🕌🕌🕌🕌🕌
Warning: Excessive amounts of laughter, inside jokes, and questionable decisions may occur, around the birthday person today. Proceed with caution. Happy birthday!
🔆🔆🔆🔆🔆
🌵🌴🌲☘️🌼
May your birthday be filled with cake, cocktails, and enough embarrassing childhood stories to make us both blush. Love you, weirdo! Happy day.
🌵🌴🌲☘️🌼
🪔︵︵︵💛💙💚
You’re the peanut butter to my jelly, the cheese to my macaroni, the Ross to my Rachel. Happy birthday, my perfect half!
🪔︵︵︵💛💙💚
┉┅━✿꧁💖꧂✿━┅┉
To the person who knows me better than, I know myself: Happy birthday, you magnificent human!
┉┅━✿꧁💖꧂✿━┅┉
❤️❥❥❖
❤️❥❥❖
❤️❥❥❖
We’ve been through thick and thin, and our friendship is stronger than ever. Happy birthday, partner in crime!
❤️❥❥❖
❤️❥❥❖
❤️❥❥❖
█▓▒░⡷⠂❤️❥❥⠐⢾░▒▓█
Here’s to another year of shared dreams, stolen sips from each other’s drinks, and endless gossip sessions. Happy birthday, my built-in therapist!
█▓▒░⡷⠂❤️❥❥⠐⢾░▒▓█
🪔ლ✿✧─•🌹❤️
Here’s to more adventures, more shared secrets, and more reasons to call each other “family.” Happy birthday, my chosen sibling!
🪔ლ✿✧─•🌹❤️
🌹•••༐༐༐༐༐༐•••❤️•••༐༐༐༐༐༐•••🌞
Happy birthday! Sending you hugs, high-fives, and hopefully, enough cake to share.
🌹•••༐༐༐༐༐༐•••❤️•••༐༐༐༐༐༐•••🌞
🏝️🏝️🏝️🏝️🏝️
To the person who’s seen me at my best, my worst, and still stuck around: Happy birthday, you crazy diamond! You’re stuck with me now, forever and always.
🧑🧑🧒🧒🧑
wishes birthday | জন্মদিনের শুভেচ্ছা ও দোয়া | birthday wishes for friend
✥ლ︵❝🌿🦋🍁ლ✥
জন্মদিনের শুভেচ্ছা! আল্লাহর অশেষ রহমতে তোমার জীবন আনন্দ, সাফল্য ও সুমধুর মুহূর্তে ভরে উঠুক।
✥ლ︵❝🌿🦋🍁ლ✥
💙✦✨✦💙✦✨✦💙✦✨✦💙
তোমার প্রতিটি ইচ্ছা যেন আল্লাহ পূর্ণ করেন। পথ চলায় আল্লাহর রহমত সবসময় তোমার সাথে থাকুক।
💙✦✨✦💙✦✨✦💙✦✨✦💙
💠═══✨═══💠
তোমার জন্মদিনে, এই শুভদিনে, আল্লাহ তোমাকে সফলতার শিখরে আর সুন্দর ভবিষ্যৎ দিন।
✦✦🖤✦🖤✦✦
〇ლ__♥❤💙💙
তোমার চোখে স্বপ্ন, হাতে দৃঢ়তা আর মনে ঈমান থাকলে জগতে অসাধ্য কিছু নেই। আল্লাহর রহমতে সফলতা লাভ করো।
♥ ´¨`♥•.¸¸.• ♥ ´¨`♥•.¸¸.•♥´¨` ♥
🖤 💜⭕💜 💙
আজ তোমার জন্মদিন, জীবন তোমার উৎসবময়। আল্লাহ যেন তোমাকে এমন জীবন দেন, যেখানে আনন্দ আর সাফল্যের সুর সবসময়ই ধ্বনিত হয়।
🖤 💜⭕💜 💙
╔══✨════✨════ ✨ ═══╗
তোমার প্রতিটি পদক্ষেপ যেন আল্লাহর নামে, তোমার প্রতিটি চিন্তা যেন মানবতার কল্যাণে উৎসর্গীকৃত থাকে। আল্লাহ তোমাকে সফল ও হাসিখুশি রাখুন। শুভ জন্মদিন!
╚══╬٨ـﮩﮩ✨٨ـﮩﮩـ╬━✨❥❥💙══╝
🍀
🍀💝
⸎🍀💝
শুভ জন্মদিন! জীবনের পথে যদি কখনো অন্ধকার নেমে আসে,
তবে মনে রেখো আল্লাহর আলো সবসময় তোমার পথ দেখাবে। এগিয়ে চলো ঈমানের সাথে।
⸎🍀💝
🍀💝
🍀
🌿🦋🍁
তোমার জন্মদিনে, এই দিনেই তোমার সব ইচ্ছা যেন পূর্ণ হয়।
পৃথিবী তোমাকে যা দিতে পারে, তার চেয়ে বেশি কিছু আল্লাহ তোমাকে দান করুন।
🌿🦋🍁
🌿❛ლ︵❝།།🌞🌹💝ლ❛🌿
অনেক শুভেচ্ছা জানাই তোমাকে। হাসিখুশি থাকো, সুস্থ থাকো,
আল্লাহর পথে চলো। তোমার জীবন হোক সফলতার, আনন্দ আর রঙিন স্বপ্নের এক মহাকাব্য।
🌿❛ლ︵❝།།🌞🌹💝ლ❛🌿
💟💠─༅༎•🌿🦋🍁
বাড়লো আরেকটা বছর তোমার জীবনের, এগিয়ে যাও সন্মানের সাথে,
আনন্দের সাথে আরো দূরে। ইচ্ছে হোক তোমার পুরন,
শান্তি থাকুক তোমার প্রানে। ভালোবাসুক সবাই তোমায় এই জন্মদিনে।
💟💠─༅༎•🌿🦋🍁
🍁━━━❖🍀💝❖━━━🍁
চাঁদের জন্য পূর্নিমা, পাহাড়ের জন্য ঝর্না, নদীর জন্য মোহনা,
আর তোমার জন্য রইলো, জন্মদিনের অনেক অনেক শুভ কামনা।
❦~Happy Birthday~❦
🍁━━━❖🍀💝❖━━━🍁
🌹▬▬๑💙๑▬▬🌹
আজ ভোরের জানালায়, সূর্যিমামা এসে বলে গেলো আমায়,
আজ সন্ধ্যা তারা গুলো জানিয়ে দিয়ে গেলো, শুভ জন্মদিন জানাতে তোমায়।
*** হ্যাপিবার্থডে ****
🌹▬▬๑💙๑▬▬🌹
✨════✨
বাইরে তাকিয়ে দেখো কি মনোরম পরিবেশ। তোমার জন্য সূর্য হাঁসছে,
গাছেরা নাচছে, পাখিরা গান গাইছে, কারন, আমি সবাইকে বলেছি শুভেচ্ছা জানাতে।
❦~শুভ জন্মদিন~❦
✨════✨
💠═══█❤️❤️█═══💠
ফুলের হাসিতে, প্রাণের খুশিতে, সোনালী রোদ্দুরে সবুজের বুকেতে,
লাগছে আজ অনেক রঙিন অলিরা। গানে গানে ফুলের কানে কানে,
বলছে আজ সেই শুভদিন!
****শুভজন্মদিন****
💠═══█❤️❤️█═══💠
╔━━━━💠✦✨✦💠━━━━╗
জন্মদিনের শুভেচ্ছা, প্রিতি আর ভালোবাসা, পৌছবে তোমার কাছে,
এই আমার আশা। এই কবিতা পড়ে তুমি হাসবে হয়তো, কে বা
জানে উদ্যেশ্য সফল হবে! যদি এই SMS একটা হাঁসি তোমার মুখে আনে।
❦~শুভ জন্মদিন দিদি~❦”
╚━━━━💠✦✨✦💠━━━━╝
✺
✺━♡︎✺
✺━♡︎❤️♡︎━✺
✺━♡︎🔸💠🔸♡︎━✺
জীবনের সব আকাঙ্খা পূর্ণ হোক তোমার, বড়দের আশীর্বাদ ও
ছোটদের ভালোবাসা, নিয়ে এগিয়ে চলো জীবনের পথে। শুভ জন্মদিন!
✺━♡︎🔸💠🔸♡︎━✺
✺━♡︎❤️♡︎━✺
✺━♡︎━✺
✺
╔━━━❖❖☬❖❖━━━╗
ফুলের হাসিতে প্রাণের খুশিতে, সোনালী রোদ্দুরে সবুজের বুকেতে।
নাচে আজ অনেক রঙিন অলিরা, গানে গানে বলে তারা,
****শুভজন্মদিন****
╚━━━❖❖☬❖❖━━━╝
╔══🌹════🌹════🌹══╗
আজকের এই সময়টা, শুধু তোমার জন্য আর কারো নয়।
❦~শুভ জন্মদিন মা~❦
ლ✿✧─•🌹ლ✿✧─•🌹
🌻😞┊┊☆_ __|┊
আজকের শুভ দিনে মায়ের কোল আলো করে, তুমি এসেছিলে এই ভুবনে।
এমনি করেই ভুবন ভরে থাকো তুমি চিরতরে। শুভ জন্মদিন বোন!
♠️🍀🌷༅༎•─
──”♡🦋♡”──
এই দারুন দিনটায় জানাই তোমাকে অভিনন্দন, জীবনে চলার
পথে সৌভাগ্যবান থেকো, আগামি জীবনটা আনন্দময় হোক,
এই আশা করি। আজ দিনটা ভালোভাবে উপভোগ করো।
❦~শুভ জন্মদিন~❦”
🌹▬▬๑💙๑▬▬🌹
━━╬٨ـﮩﮩ❤٨ـﮩﮩـ╬━❤️❥❥═
আল্লাহ করুন প্রতিটি বছর তোমার, জীবনে খুশি নিয়ে আসুক,
জীবনের প্রতিটি মুহূর্তে, নতুন আনন্দের উপহার নিয়ে আসুক।
পরীক্ষা যেন আসুক তোমার জীবনে, প্রতিটি পরীক্ষা শুধুই সাফল্য নিয়ে আসুক।
~শুভজন্মদিন~
━━╬٨ـﮩﮩ❤٨ـﮩﮩـ╬━❤️❥❥═
🦋
🦋🦋
🦋🦋🦋
জন্মদিনের উষ্ণ অভিনন্দন জানাই, আমার জানা সবচেয়ে সুন্দর
মানুষটিকে, তোমার একটা হাসিতে আলোকিতো হয় চারিদিকে,
অনেক ভালোবাসা রইলো তোমার জন্য! আজকের দিনটি সুন্দরভাবে উপভোগ করো।
শুভ জন্মদিন বাবা!
🦋🦋🦋
🦋🦋
🦋
❤️
❤️🖤
❤️🖤❤️
❤️🖤❤️🖤
তোমার জন্য আমার আন্তরিক প্রার্থনা রইলো,
সবসময় ঈশ্বরের ভালবাসা তোমার সাথে থাকুক,
তাঁর অন্তহীন, সীমাহীন অনুগ্রহের মধ্য দিয়ে, তিনি তোমাকে আশীর্বাদ করুক।
তোমার জীবনে অনেক সুখ এবং সাফল্য আসুক।
শুভ জন্মদিন প্রিয় দিদি!
❤️🖤❤️🖤
❤️🖤❤️
❤️🖤
❤️
🔱━━✥❖✥━━🔱
কামনা বাসনা স্বপ্ন সাধনা, তুমি প্রদীপের আলো,
তোমার হাসিতে তোমার খুশিতে ভুবন লাগে ভালো।
পৃথিবী যত দিন থাকবে ততো দিন থাকুক। তোমার ঐ হাসি,
অনেক বড় হও দেখুক তোমাকে এই বিশ্ববাসী।
***SubhoJonmodin***
🔱━━✥❖✥━━🔱
╔━━❖❖❤️❖❖━━━╗
তোমার জীবনের এই নতুন বছর যেন হাসিতে ভরে থাকে,
আজকের দিনটি মজা আর আনন্দ করে কাটুক। বড়দের
আশীর্বাদ এবং ছোটদের ভালোবাসা নিয়ে এগিয়ে চলো।
শুভ জন্মদিন প্রিয় বোন
╚━━❖❖❤️❖❖━━━╝
birthday wishes শেষ কথা | জন্মদিনের স্ট্যাটাস/শুভেচ্ছা
বছর ঘুরে প্রত্যেকের জীবনে একবার করে আসে জন্মদিন। তাই এই দিনটিকে স্মৃতিময় করে রাখতে আমরা অনেক কিছুরই ব্যবস্থা করি। কিন্তু তার মধ্যে সবথেকে সহজ ব্যবস্থাটি হলো wishing for birthday শুভেচ্ছা স্ট্যাটাস দেওয়ার মাধ্যমে কাউকে খুশি করা।
আশা করি আমাদের আর্টিকেলটি পড়ার মাধ্যমে Happy birthday wishes জন্য আপনি কিছু সুন্দর সুন্দর কথা খুঁজে পেয়েছেন যা আপনি ব্যবহার করতে পারেন আপনার বাবা মা ভাই বোন birthday wishes for friend বা প্রিয়জনকে তাদের birthday wish বা wishes birthday অভিনন্দন পাঠানোর জন্য।
আলাদা আলাদা ভাবে সকলের জন্য কিভাবে বার্তা পাঠানো যায় বাই স্ট্যাটাস দেওয়া যায় তা খুব সুন্দর ভাবে উপস্থাপন করা হয়েছে।