নর্থ সাউথ ইউনিভার্সিটি
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ঢাকা (North South university )বাংলাদেশের বেসরকারি পর্যায়ের একটি উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান।১৯৯২ সালে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় । দেশের প্রথম সরকার অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয় এটি । ২০১৫ সালে বিশ্ববিদ্যালয়টির ব্যবসায় প্রশাসন অনুষদ বাংলাদেশের সকল প্রাইভেট ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে সর্বপ্রথম এসিবিএসপি থেকে মার্কিন স্বীকৃতি লাভ করে।
নর্থ সাউথ ইউনিভার্সিটি এর ক্যাম্পাস
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় রাজধানী ঢাকার খিলক্ষেত থানার বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত।২০০৩ সালের ৩০ জানুয়ারী তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। শিক্ষার্থী সংখ্যার ভিত্তিতে এটি বাংলাদেশের অন্যতম বৃহত্তম বেসরকারি বিশ্ববিদ্যালয়। । ২০০৯ সালের ৯ জুন থেকে স্থায়ী ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসটিতে ১২,০০০ শিক্ষার্থীকে সকল সুযোগ সুবিধা প্রদানের পাশাপাশি শিক্ষাদান কার্যক্রম পরিচালনা করবার মতো ধারণক্ষমতা রয়েছে। ক্যাম্পাসটির রয়েছে ১,২৫০,০০ বর্গফুট ফ্লোরস্পেস যা সাত একর জমির উপর নির্মিত। এতে তিনটি বেসমেন্ট সহ মোট ৬টি ভবন রয়েছে।
নীতিবাক্য | Center of Excellence in Higher Education |
প্রতিষ্ঠাতা | জাভেদ মুনির |
ধরন | বেসরকারি, গবেষণাধর্মী বিশ্ববিদ্যালয় |
স্থাপিত | ১৯৯২ সাল |
আচার্য | রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন |
উপাচার্য | আতিক ইসলাম |
শিক্ষার্থী | ২৬,০০০ |
স্নাতক | ১৭,৫১৭ |
স্নাতকোত্তর | ২,৫০৮ |
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ | ১২৯১ |
প্রশাসনিক ব্যক্তিবর্গ | ৫৪৪ |
অবস্থান | বসুন্ধরা, ঢাকা, ১২২৯, বাংলাদেশ |
শিক্ষাঙ্গন | শহুরে, ৬,৬৫,০০০ ফু |
অধিভুক্তি | ইউজিসি,আইইবি |
ভাষা | ইংরেজি |
রঙ সমূহ | নীল, সাদা এবং ডজার নীল |
সংক্ষিপ্ত নাম | এনএসইউ |
ক্রীড়া | ফুটবল এবং ক্রিকেট |
ওয়েবসাইট | http://www.northsouth.edu/ |
নর্থ সাউথ ইউনিভার্সিটি অনুষদ ও বিভাগ সমূহ
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে বর্তমানে৪ টি অনুষদের অধিনে মোট ১০ টি বিভাগ রয়েছে।
অনুষদ | বিভাগ সমূহ |
ব্যবসা ও অর্থনীতি অনুষদ | – অর্থ ও হিসাববিজ্ঞান বিভাগ – অর্থনীতি বিভাগ – ব্যবস্থাপনা বিভাগ – মার্কেটিং এবং আন্তর্জাতিক ব্যবসা বিভাগ |
প্রকৌশল ও ভৌত বিজ্ঞান অনুষদ | – স্থাপত্য বিভাগ – পরিবেশ ও পুরকৌশল বিভাগ – তড়িৎ ও কম্পিউটার প্রকৌশল বিভাগ – কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল-এ স্নাতক (বিএসসিএসই) – তড়িৎ প্রকৌশল-এ স্নাতক (বিএসইইই) – তড়িৎ ও টেলিযোগাযোগ প্রকৌশল-এ স্নাতক (বিএসইটিই) – গনিত ও পদার্থবিজ্ঞান |
মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদ | – ইংরেজি ও ভাষাতত্ত্ব বিভাগ – রাষ্ট্রবিজ্ঞান ও সমাজবিজ্ঞান বিভাগ – আইন বিভাগ – ইতিহাস ও দর্শন বিভাগ |
স্বাস্থ্য ও জীব বিজ্ঞান অনুষদ | – বায়োকেমিস্ট্রি এবং মাইক্রোবায়োলজি বিভাগ – পরিবেশ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগ – ফার্মাসিউটিক্যাল সায়েন্স বিভাগ – জনস্বাস্থ্য বিভাগ |
নর্থ সাউথ ইউনিভার্সিটি ভর্তির জন্য নূন্যতম যোগ্যতা
১) মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার মোট জিপিএ ৮.০০ থাকতে হবে। এবং আলাদাভাবে প্রতিটিতে ন্যূনতম জিপিএ ৩.৫০ পেয়ে পাশ করতে হবে।
২)GCE O-লেভেল এবং A-লেভেল: ন্যূনতম গড় গ্রেড পয়েন্ট ২.৫ সাথে পাঁচটি বিষয়ে ও-লেভেল এবং দুটি বিষয়ে ন্যূনতম গড় গ্রেড পয়েন্ট 2.0 সহ A-লেভেল পাশ করলে আবেদন করতে পারবে।
O & A-স্তরে শুধুমাত্র একটিতে E গ্রেড গ্রহণযোগ্য।
নর্থ সাউথ ইউনিভার্সিটি বিষয়ভিত্তিক ভর্তির যোগ্যতা
প্রোগ্রাম | আবেদনের শর্তাদি |
বিএস-এ (CSE, EEE, ETE, এবং CEE) | – উচ্চমাধ্যমিক বা সমমান পরীক্ষায় ন্যূনতম বি গ্রেড সহ গণিত এবং পদার্থবিজ্ঞান থাকতে হবে। – এ-লেভেলে যথাক্রমে ন্যূনতম সি এবং ই গ্রেড সহ গণিত এবং পদার্থবিদ্যা বা O-লেভেলে ন্যূনতম সি গ্রেড সহ গণিত এবং পদার্থবিদ্যা থাকতে হবে। |
ব্যাচেলর অফ আর্কিটেকচার | – উচ্চমাধ্যমিকে ন্যূনতম বি গ্রেড বা এ-লেভেলে সি গ্রেড সহ গণিত বা পদার্থবিজ্ঞান থাকতে হবে। |
বায়োকেমিস্ট্রি এবং মাইক্রোবায়োলজি | – মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বা O/A-লেভেলে B গ্রেড পেয়ে পাশ করতে হবে অবশ্যই কেমিস্ট্রি ও বায়োলজি থাকতে হবে। |
B Pharma প্রফেশনাল | – উচ্চমাধ্যমিকে ন্যূনতম B গ্রেড পেয়ে পাশ করতে হবে গণিতে C গ্রেড এবং উচ্চমাধ্যমিক/A-লেভেলে পদার্থবিজ্ঞান থাকতে হবে। |
নর্থ সাউথ ইউনিভার্সিটি ভর্তির খরচ
মূল্য আইটেম | টাকা |
ভর্তি ফি | ২৫,০০০ |
এককালীন জামানত (ফেরতযোগ্য) | ১০,০০০ |
সেমিস্টার প্রতি ক্রেডিট ফি | ৬,০০০ |
ক্রেডিট প্রতি খরচ = ৬ হাজার টাকা (সাধারণত প্রতিটি তত্ত্বীয় (থিওরি) কোর্স ৩ ক্রেডিট এবং ল্যাব ১ ক্রেডিট হয়ে থাকে।
নর্থ সাউথ ইউনিভার্সিটি পড়ালেখা খরচ
এই টেবিলে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে পড়ালেখার খরচের বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে:
প্রোগ্রাম/ডিগ্রী | ভর্তি ফি | টিউশন ফি | প্রতি ক্রেডিট | স্টুডেন্ট অ্যাক্টিভিটি ফি | সেমিস্টার লাইব্রেরি ফি | সেমিস্টার কম্পিউটার ল্যাব ফি | সেমিস্টার সায়েন্স ল্যাব ফি | সেমিস্টার স্টুডিও ল্যাব ফি |
ব্যাচেলর অফ আর্কিটেকচার | ২৫,০০০ | ৬,৫০০ | ৩০০০ | ১৫০০ | ২৫০০ | ০ | ২৫০০ | ০ |
কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং | ২৫,০০০ | ৬,৫০০ | ৩০০০ | ১৫০০ | ২৫০০ | ২৫০০ | ০ | ২৫০০ |
ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং | ২৫,০০০ | ৬,৫০০ | ৩০০০ | ১৫০০ | ২৫০০ | ২৫০০ | ০ | ২৫০০ |
ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং | ২৫,০০০ | ৬,৫০০ | ৩০০০ | ১৫০০ | ২৫০০ | ২৫০০ | ০ | ২৫০০ |
বায়োকেমিস্ট্রি এবং বায়োটেকনোলজিতে | ২৫,০০০ | ৬,৫০০ | ৩০০০ | ১৫০০ | ২৫০০ | ২৫০০ | ০ | ২৫০০ |
মাইক্রোবায়োলজিতে | ২৫,০০০ | ৬,৫০০ | ৩০০০ | ১৫০০ | ২৫০০ | ২৫০০ | ০ | ২৫০০ |
BPharm | ২৫,০০০ | ৬,৫০০ | ৪৫০০ | ২২৫০ | ৩৭৫০ | ৫০০০ | ০ | ০ |
পরিবেশ বিজ্ঞান এবং পরিবেশ ব্যবস্থাপনায় | ২৫,০০০ | ৬,৫০০ | ৩০০০ | ১৫০০ | ২৫০০ | ২৫০০ | ০ | ২৫০০ |
BBA | ২৫,০০০ | ৬,৫০০ | ৩০০০ | ১৫০০ | ২৫০০ | ০ | ০ | ০ |
ইংরেজিতে BA | ২৫,০০০ | ৬,৫০০ | ৩০০০ | ১৫০০ | ২৫০০ | ০ | ০ | ০ |
অর্থনীতিতে BS | ২৫,০০০ | ৬,৫০০ | ৩০০০ | ১৫০০ | ২৫০০ | ০ | ০ | ০ |
সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং | ২৫,০০০ | ৬,৫০০ | ৩০০০ | ১৫০০ | ২৫০০ | ২৫০০ | ০ | ২৫০০ |
এলএলবি অনার্স | ২৫,০০০ | ৬,৫০০ | ৩০০০ | ১৫০০ | ২৫০০ | ২৫০০ | ০ | ২৫০০ |
নন ডিগ্রী | ১০,০০০ | ৬,৫০০ | ৩০০০ | ১৫০০ | ২৫০০ | ০ | ০ | ০ |
ফার্মেসি (দ্বি-সেমিস্টার) | ১০,০০০ | ০ | ০ | ০ | ০ | ০ | ১০,০০০ | ০ |
দ্বি-সেমিস্টারে ফার্মেসি প্রোগ্রামে টাকা ১০,০০০ টিউশন ফি প্রয়োজন।
নর্থ সাউথ ইউনিভার্সিটির ওয়েবসাইট
নর্থ সাউথ ইউনিভার্সিটির লাইব্রেরী
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরীটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের দক্ষিণ-পূর্ব দিকে ৭০,০০০ বর্গফুট জায়গা জুড়ে অবস্থিত। লাইব্রেরী টি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পাঠাগার ব্যবস্থাপনা সফটওয়্যার দ্বারা পরিচালিত হয়। এটি বাংলাদেশের সর্বপ্রথম সম্পূর্ণ স্বয়ংক্রিয় লাইব্রেরী। লাইব্রেরীর সফটওয়্যারটির মধ্যে রয়েছে ফুল টেক্সট ই-বুক এবং অনলাইন জার্নাল সংগ্রহশালা,আরএফআইডি সিস্টেম, ইন্টারনেট ভিত্তিক সার্কুলেশন ব্যবস্থা ইত্যাদি। লাইব্রেরীটিতে একসাথে ১,২০০-র অধিক শিক্ষার্থীর ধারন ক্ষমতা রয়েছে। বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরী গড়ে প্রতিদিন ২,০০০ বেশি শিক্ষার্থী ব্যবহার করে থাকে।লাইব্রেরীটিতে ৪৯,৫০০ টি বই, ৫০,০০০ অনলাইন বই, ৬,০০০ টি জার্নাল ও পত্রিকা (দেশি এবং বিদেশি), ১,৮৯০ টি সিডি রম, দস্তাবেজ ও বই, ২২৬ টি ডিভিডি ও ভিডিও, ১৫৯ টি অডিও-ক্যাসেট এবং অন্যান্য সংগ্রহ রয়েছে।
নর্থ সাউথ ইউনিভার্সিটির ইনস্টিটিউট সমূহ
ইনস্টিটিউট নাম |
ইনস্টিটিউট অব মডার্ন ল্যাংগুয়েজ |
কনফুসিয়াস ইনস্টিটিউট |
এনএসইউ গ্লোবাল হেলথ ইনস্টিটিউট (এনজিএইচআই) |
এনএসইউ জিনোম রিসার্চ ইনস্টিটিউট (এনজিআরআই) |
ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল (আইকিউএসি) |
ক্যারিয়ার এবং প্লেসমেন্ট সেন্টার (সিপিসি) |
সাউথ এশিয়ান ইনস্টিটিউট অফ পলিসি অ্যান্ড গভর্নেন্স |
এনএসইউ সেন্টার ফর বিজনেস রিসার্চ |
সেন্টার ফর ইনফ্রাস্ট্রাকচার রিসার্চ অ্যান্ড সার্ভিসেস (CIRS) |
স্টুডেন্ট কাউন্সেলিং সেন্টার |
নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্যের তালিকা
উপাচার্যের নাম | কার্যকাল |
মুসলেউদ্দিন আহমেদ | |
হাফিজ জিএ সিদ্দিকী (৩ জানুয়ারী ২০০৩ থেকে ২০১০) | ৩ জানুয়ারী ২০০৩ – ২০১০ |
আমিন ইউ সরকার (জুন ২০১৩ থেকে আগস্ট ২০১৫) | জুন ২০১৩ – আগস্ট ২০১৫ |
আতিক ইসলাম (২০১৬ থেকে বর্তমান) | ২০১৬ – বর্তমান |
নর্থ সাউথ ইউনিভার্সিটির যোগাযোগ
North South University(NSU)
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়
ঠিকানা: Plot#15, Block-B, Bashundhara, Baridhara, Dhaka-1229
সবশেষে,
যারা উচ্চশিক্ষার জন্য ভালো একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সন্ধান করছেন তারা নির্দ্বিধায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় কে পছন্দের তালিকায় রাখতে পারেন। এখানে পড়ালেখার গুনগত মান যতটা ভালো ঠিক ততটাই ভালো বিনোদনের ব্যবস্থাও রয়েছে। আশা করি আর্টিকেলটি আপনাদের ভালো লেগেছে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।