Dreamy Media BD

হেলেন

হেলেন

প্রিয় পাঠক গণ আজকে আমরা জানবো গ্রিক পুরাণের এক অন্যতম চরিত্র হেলেন সম্পর্কে। এই সুন্দরী রাজকন্যার জন্য কেন এবং কিভাবে ট্রয়নগরী ধ্বংস হয়েছে। কেনই বা তাকে কেন্দ্র করে ট্রোজান যুদ্ধের উৎপত্তি হয়। এই পাঠের মাধ্যমে আমরা জানতে পারবো রাজা মেনিলাউস এর স্ত্রী হওয়া সত্ত্বেও হেলেন কেন প্যারিসের প্রেমে হাবুডুবু খায়। কিভাবে সে রাজা মেনিলাউস এর প্রাসাদ থেকে প্যারিসের হাত ধরে পালিয়ে যায়। চলুন আমরা সকল কিছুর বিস্তারিত নিম্নে উল্লেখিত পাঠের মাধ্যমে জানতে পারবো।

হেলেনের সংক্ষিপ্ত পরিচয়

হেলেন হচ্ছে গ্রিক পুরাণের অন্যতম গুরুত্বপূর্ণ নারী চরিত্র। গ্রিক পুরাণের কেন্দ্রীয় নারী চরিত্র হচ্ছে হেলেন। গ্রিক পুরানে হেলেন হচ্ছে জিউস ও লেডার কন্যা এবং স্পার্টার রাজা মেনালাউসের স্ত্রী। হেলেন সাধারণত ট্রয়ের হেলেন নামে অধিক পরিচিত।তার ভাই-বোনদের নাম হচ্ছে: ক্যাস্টর, পলিডিউসিস এবং ক্লিটেমনেসট্রা।ট্রয়ের রাজপুত্র প্যারিস হেলেনকে নিয়ে স্পার্টা থেকে ট্রয়ে পালিয়ে এসেছিল। এর প্রতিশোধ নেয়ার জন্যই মেনেলাউস যুদ্ধযাত্রা করে এবং ট্রোজান যুদ্ধের সূত্রপাত হয়।সাধারণভাবে এই সুন্দরী হেলেন নামে পরিচিত হলেও তাকে হেলেন অফ ট্রয় নামে আখ্যায়িত করা থয়। অনেকেই আবার নাম দিয়েছেন ‘হেলেন অফ স্পার্টা’ । ছেলের নামের ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে “আলোকবর্তিকা”। পুরুষবাচক শব্দ হওয়া সত্বেও এ নামেই পরিচিত হতে থাকেন হেলেন । খ্রিস্টপূর্ব ১২১৪ সালে স্পার্টার রাজা টিনডারাস এবং তার স্ত্রী লিডার ঘর আলোকিত করে জন্ম নেয় ফুটফুটে এক কন্যাসন্তান। রাজ জ্যোতিষী সেই শিশুর নাম রাখেন হেলেন, নাম রাখার সাথে আশীর্বাদ করে বলেন যে এই নামের কারণেই জগত বিখ্যাত হবে এই কন্যা শিশু।মহাকবি হোমারের ‘ইলিয়ড ও অডেসি’, ইউরিপিডিসের ‘হেলেন’, আর গ্রিক মাইথোলজির বর্ণনা অনুযায়ী টিনডারাস বাহ্যত হেলেনের জনক হলেও প্রকৃতপক্ষে জনক হল দেবতাধিরাজ জিউস। পুরানে ব্যাখ্যা করা হয়েছে এই বলে যে, কোন একদিন জিউস রাঁজহংসের রূপ ধারণ করেছিলেন। তখন একটি ঈগল তাকে তাড়া করলে জিউস আশ্রয় প্রার্থনা করেন রানী লিডার কাছে। রানী লিডার রুপে মুগ্ধ রাজহংসরূপী জিউস লিডার উষ্ণ সান্নিধ্যে আসেন এবং শারীরিক সম্পর্ক স্থাপন করেন। ফলশ্রুতিতে লিডা প্রসব করেন একটি ডিম। সেখান থেকে খোলস ভেঙে বেরিয়ে আসে হেলেন।(কারো কারো মতে লিডা নয় বরং প্রতিশোধের দেবী নেমেসিসের কন্যা ছিলেন হেলেন । রাঁজহংসের সাথে মিলনে অখুশি নেমেসিসের ফেলে দেয়া ডিমটি কুড়িয়ে পেয়েছিলেন রানী লিডা। আর তা ফুঁটেই জন্ম হেলেনের) ভ্যাটিকানের পুরাণ বিশ্লেষকরা মনে করেন, রাঁজহংস ও লিডার সঙ্গমে দুটো ডিম প্রসূত হয়। একটি জন্ম দেয় দুই বোন ক্লাইটেমেনেস্ত্রা এবং হেলেন; অন্যটি দুই ভাই; ক্যাস্টর এবং পুলাক্স। অনেকে মনে করেন, এক ডিম থেকে বের হয়েছে তিনজন: দুই ভাই এবং বোন হেলেন। সময়ের পরিক্রমায় ধীরে ধীরে স্বর্গীয় রূপ-লাবন্য আর অসাধারণ

রানী হেলেন ও রাজা মেনিলাস

সে সময় হেলেনের রূপ-সৌন্দর্যে মুগ্ধ গ্রিসের হাজারো যুবক পাণিপ্রার্থী হতে থাকে হেলেনের। তাদের মাঝে মেনিলাস আবির্ভূত হন সৌভাগ্যবান হিসেবে। হেলেনের অমতেই বিয়ে দেয়া হয় মেনিলাসের সাথে। প্রাচীন গ্রিস সে সময় বিভিন্ন রাজ্যে বিভক্ত ছিল- স্পার্টা ও মাইসেনিয়া ছিল তন্মধ্যে অন্যতম। স্পার্টার রাজা ছিলেন মেনিলাস, আর মাইসেনিয়ার রাজা আগামেনন। মেনিলাস ও আগামেনন সম্পর্কে ছিলেন আপন ভাই। একাধিক স্ত্রী থাকা সত্বেও রাজা মেনিলাস হেলেনকে রানী হিসেবে পেতে পাগল হয়ে ওঠেন। প্রায় ৬০ জন প্রহরী নিয়ে হাজির হন দেবরাজ জিউসের রাজপ্রাসাদে (কোন কোন বর্ণনায়,ছোট ভাই মেনিলাসের হয়ে বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিলেন আগামেনন)।রাজার অনুরোধ আর বিনয়ের কারণে বিয়েতে সম্মতি দেন দেবতাদের রাজা জিউস। দেবরাজ রাজি হওয়ার কারণ, বিয়ের আগেই থেসিয়াস এর দ্বারা কুমারিত্ব হারিয়ে ছিলেন হেলেন! শুরু হয় নতুন অধ্যায়ের। মেনিলাস বয়সে ৪০ বছরের বড় হলেও নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসতেন হেলেনকে।হেলেনের সেবায় নিযুক্ত করা হয় প্রায় ৮০ জন দাসী। নানা উপায়ে হেলেনের মুখে হাসি ফোটাতে চাইলেও কালে ভদ্রে হাসি ফুটতো রানী হেলেনের মুখে। কখনো ফুল, কখনো বা দামি পোষাক নিয়ে হাজির হতেন হেলেনের সামনে। নানা আয়োজনে হেলেনকে ভালোবাসতে চাইলেও হেলেন মোটেই কাছে টানতেন না মেনিলাসকে! সব সময় ভিন্ন কিছু পাওয়ার আশায় উদাসীন থাকতেন হেলেন। নিজেকে সদা আড়ালে রাখতেই পছন্দ করতেন তিনি।

হেলেন ও প্যারিসের প্রেমের কাহিনী

পৃথিবীর ইতিহাসে খুব কম নারীই আছেন, যাদের নিয়ে আজকের আধুনিক যুগেও আলোচনা হয়। আর এমন প্রেমকাহিনীর সংখ্যাও খুব বেশি নয়, যেগুলো আজো মানুষকে আলোড়িত করে, আন্দোলিত করে। কিন্তু ট্রয়ের হেলেন আর তার সঙ্গে যুবরাজ প্যারিসের প্রেমকাহিনী সভ্যতার ইতিহাসে একেবারেই অন্যরকম স্থান দখল করে আছে। ভালোবাসা এবং জিঘাংসা, সৃষ্টি ও ধ্বংস, রাজকীয় বিশ্বাস আর শঠতা যে হেলেনকে হাজার বছরের রহস্যময়ী নারীর খেতাব দিয়েছে; যার প্রেমের জন্য ১২ বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চলে। এমন প্রেম পৃথিবী অস্বীকার করে কী করে?
খ্রিস্টপূর্ব ১২১৪ অব্দ। স্পার্টার রাজা টিনডারিউস এবং তার স্ত্রী লিডার ঘর আলোকিত করে জন্ম নেয় এক ফুটফুটে কন্যাসন্তান। রাজজ্যোতিষ সেই শিশুটির নাম রাখেন হেলেন। রাজজ্যোতিষ তখনই ভবিষ্যদ্বাণী করেছিলেন যে এই মেয়ে পৃথিবীতে একদিন দারুণ রকম বিখ্যাত হবে। বলা বাহুল্য, জ্যোতিষের সেই ভবিষ্যদ্বাণী অক্ষরে অক্ষরে সত্য হয়েছিল। আর সে কারণেই এত বছর পরও তাকে ঘিরে আলোচনা হচ্ছে, মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে আছেন হেলেন। মহাকবি হোমারের ‘ইলিয়ড ও অডেসি’ এবং ইউরিপিডিসের ‘হেলেন’-এর বর্ণনা অনুযায়ী টিনডারিউস বাহ্যত হেলেনের জনক হলেও হেলেনের প্রকৃত পিতা দেবতাধিরাজ জিউস।
দিন গড়াতে থাকে। আস্তে আস্তে স্বর্গীয় রূপ-লাবণ্য আর অসাধারণ মোহনীয় নারীত্বের পূর্ণতা নিয়ে বেড়ে উঠতে থাকেন ট্রয় অব হেলেন। দিন যত গড়াতে থাকল হেলেনের সৌন্দর্য আর মোহনীয়তার খবর চারদিকে ততই চাউর হতে থাকল। হেলেনের রূপ-সৌন্দর্যে বিমোহিত হয়ে গ্রিসের বহু রাজপুত্র তার পাণিপ্রার্থী হন। আর এত পাণিপ্রার্থীর মাঝখান থেকে সৌভাগ্যবান হিসেবে আবিভর্ূত হন স্পার্টার রাজা মেনেলাউস। কিন্তু মেনেলাউসকে স্বামী হিসেবে বরণ করে নিতে রাজি ছিলেন না হেলেন। তিনি আসলে তাকে বরণ করে নিতে বাধ্য হয়েছিলেন। এর পেছনেও রয়েছে অনেক নাটকীয়তা। হেলেনের পাণিপ্রার্থী অন্যান্য যুবকের মতো হেলেনের রূপের কাহিনী একসময় স্পার্টার রাজা মেনেলাউসের কানেও চলে আসে। হেলেনের জন্য পাগল হয়ে উঠলেন মেনেলাউস। প্রায় ৬০ জন প্রহরী নিয়ে হাজির হয় জিউসের বাড়িতে, রাজার অনুরোধ আর বিনয়ে মেয়েকে বিয়ে দিতে রাজি হয়ে যান জিউস! শুরু হয় নতুন অধ্যায়ের। মেনেলাউস বয়সে ৪০ বছরের বড় হলেও জীবনের চেয়ে বেশি ভালোবাসতেন হেলেনকে। মেনেলাউস হেলেনের জন্য প্রহরী নিযুক্ত করেন প্রায় ৮০ জন, তার গোসল, খাওয়া-দাওয়া, কাপড়-পরিধান এমনকি চুল অাঁচড়ানোর জন্যও সেবিকারা থাকত সদাব্যস্ত। হেলেনের মুখের হাসি দেখার জন্য মেনেলাউস নানা উপায় অবলম্বন করতেন, কখনো গোলাপ ফুল, কখনো দামি পোশাক নিয়ে হাজির হতেন হেলেনের সামনে। নানা আয়োজনে হেলেনকে ভালোবাসতে চাইলেও হেলেন মোটেই ভালোবাসতেন না মেনেলাউসকে! সব সময় ভিন্ন কিছু পাওয়ার আশায় উদাসীন থাকতেন হেলেন। কালেভদ্রে হাসি ফুটত হেলেনের মুখে। নিজেকে সব সময় আড়ালে রাখতেই পছন্দ করতেন তিনি। নিজের মনের কথা কখনো কাউকে খুলে বলতেন না।
এর মধ্যেই গল্পের পটভূমিকায় আবিভর্ূত হন এই গল্পের আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্র ট্রয় যুবরাজ প্যারিস। আর এই প্যারিসের আবির্ভাবের পর থেকেই পাল্টে যেতে থাকে পুরো গল্পের গতিপথ। আর এই পাল্টানো এতটাই তীব্র ছিল যে শেষ পর্যন্ত গোটা ট্রয় নগরী ধ্বংসের পরই কেবল শেষ হয়েছিল এই গল্পের বিবর্তন। মাঝখানে ফেলে যায় ১২ বছরের রক্তক্ষয়ী যুদ্ধের এক বিরল ইতিহাস।
গ্রিক ও ট্রয় [বর্তমান তুরস্ক] ছিল পাশাপাশি দুটি রাষ্ট্র। তবে এর মধ্যে ছিল এজিয়ান নামক বিখ্যাত সাগর। খ্রিস্টপূর্ব ১২৩০ সালের দিকে ট্রয়ের রাজপুত্র প্যারিস ও হেক্টর ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত চুক্তি করার জন্য স্পার্টায় আসেন। স্পার্টার রাজা মেনেলাউস দুই রাজপুত্রকে সাদর সম্ভাষণ জানিয়ে বরণ করে নেন। তাদের আগমনে রাজ্যকে অন্যরকম সাজে সাজানো হয়। রাজ্যে উৎসবের রং লাগে। ট্রয়ের যুবরাজের সম্মানে নৈশভোজের আয়োজন করা হয়। আর এই নৈশভোজের সময়ই যুবরাজ প্যারিসের সঙ্গে পরিচয় ঘটে অনিন্দ্যসুন্দরী হেলেনের। মেনেলাউস নিজেই স্ত্রী হেলেনকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন। কিন্তু কে জানত এই পরিচয়টাই একসময় জীবনের সবচেয়ে বড় ভুলে পরিণত হবে মেনেলাউসের। ব্যবসায়িক আলোচনার জন্য স্পার্টায় ২০ দিন থাকার দরকার ছিল প্যারিস ও হেক্টরের। হেক্টর ও মেনেলাউস মূলত ব্যবসায়িক নানা দিক আলোচনায় ব্যস্ত ছিলেন। প্যারিসের বড় ভাই ছিলেন হেক্টর। ফলে বাণিজ্যসংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো তার ঘাড়েই ন্যস্ত থাকত। আর এই ফাঁকে প্যারিস গোপনে দেখা করতেন হেলেনের সঙ্গে। প্রথম দেখাতেই হেলেনের রূপ প্যারিসকে বিমোহিত করেছিল। হেলেনের প্রেমে পাগল হয়ে গিয়েছিলেন প্যারিস। অন্যদিকে ট্রয়ের রাজপুত্র প্যারিসও কম যান না। তিনিও ছিলেন সুপুরুষ। এর পরও প্যারিসের সঙ্গে একটা গোপন সম্পর্কে জড়ানোর বিষয়ে মোটেও আগ্রহী ছিলেন না হেলেন।
কিন্তু নিয়তির লিখন না যায় খণ্ডন। আস্তে আস্তে প্যারিসের দিকে ঝুঁকতে থাকেন হেলেন। প্যারিসের চেহারা, গায়ের গড়ন, শরীর কাঠামো সবকিছুই আকর্ষণ করতে শুরু করে হেলেনকে। আর তাই অল্প সময়ের মধ্যেই হেলেনও প্যারিসের প্রতি প্রচণ্ড দুর্বল হয়ে পড়েন। এর মধ্যেই হেক্টর ও প্যারিসের স্পার্টার কাজ প্রায় শেষ হয়ে এসেছে। বিদায়ের পালা চলছে। ভোর হলেই তারা রওনা দেবেন ট্রয়ের উদ্দেশে। রাজা মেনেলাউসের আপ্যায়নের কোনো কমতি নেই। বিশেষ আয়োজনের খাবার-দাবার আর সুন্দরী রমণীদের নাচের দৃশ্য দিয়ে অতিথিদের বিনোদিত করলেন রাজা মেনেলাউস। তখনো তিনি জানতেন না কত বড় ধাক্কা অপেক্ষা করছে তার জন্য। নর-নারী, প্রহরী ও হেক্টর, রাজা ও ট্রয়ের অতিথিরা যখন আমোদ-প্রমোদ আর নাচ-গান নিয়ে ব্যস্ত তখন প্যারিস গোপনে চুপিসারে যান হেলেনের ঘরে। হেলেনও যেন প্যারিসের অপেক্ষায়ই প্রহর গুনছিলেন। প্রিয় মানুষকে কাছে পেয়ে দুজনেই আবেগাপ্লুত হয়ে পড়লেন। এরপর হেলেনকে নিজের সঙ্গে নিয়ে যেতে চাইলেন প্যারিস। ভয়াবহ বিপদের আশঙ্কা থাকলেও প্রেমের টানে হেলেনও রাজি হলেন যেতে। হেক্টর এসবের কিছুই জানতেন না। যথারীতি সাধারণভাবেই অতিথিদের বিদায় জানাল স্পার্টাবাসী। তখনো কেউ জানত না তাদের প্রিয় রানীকে সঙ্গে করে নিয়ে যাচ্ছে ট্রয়ের রাজকুমার প্যারিস।
এজিয়ান সাগরের মাঝপথে এসে প্যারিস হেক্টরকে বলেন, হেলেন তাদের সঙ্গে এসেছেন। প্যারিসের কথা শুনে অবাক হয়ে যান হেক্টর! রাগে, দুঃখে, ক্ষোভে চটে যান প্যারিসের ওপর। নাবিকদের বলেন জাহাজ স্পার্টার দিকে ঘোরাতে। কিন্তু প্যারিসের অনুরোধ আর কান্নায় হেক্টর নিজের মত পরিবর্তনে বাধ্য হন। এদিকে স্পার্টায় ছড়িয়ে পড়ে প্যারিস হেলেনকে অপহরণ করে ট্রয়ে নিয়ে গেছেন। মেনেলাউস পাগলের মতো হয়ে সাহায্যের আহ্বান জানান তার আপন ভাই আর্পসের রাজা আগামেননের। আগামেনন গ্রিসের সম্মান ফিরিয়ে আনার জন্য গ্রিসের সব রাজাকে অনুরোধ জানান। প্রায় এক হাজার জাহাজ নিয়ে ট্রয়ের উদ্দেশে রওনা দেয় গ্রিসবাসী।
অন্যদিকে হেলেন কিন্তু যুবরাজ প্যারিসের সঙ্গে সুখেই ছিলেন। ট্রয়ে গিয়ে হাসি-আনন্দ ভালোবাসার জীবন আর যৌবনের পূর্ণতা পায় সুন্দরী হেলেন। প্যারিসও নিজের জীবনের সার্থকতা খুঁজে পান হেলেনের মধ্যে। এর মধ্যেই হঠাৎ রাজ্যময় বিপদ ঘণ্টা বাজতে থাকে। রাজ্যের প্রজারা-বিপদ সংকেতে দিগ্বিদিক ছোটাছুটি করতে থাকে। রাজ্য থেকে হেক্টর ও তার বাবা দেখতে পান হাজার হাজার জাহাজ নিয়ে গ্রিকরা ধেয়ে আসছে ট্রয়ের দিকে। মুহূর্তের মধ্যেই কালো মেঘ নেমে আসে হেলেনের চোখে-মুখে। গোপনে রাতে ট্রয় থেকে পালিয়ে যেতে চান হেলেন। কিন্তু ধরা পড়েন হেক্টরের হাতে। হেক্টর তাকে সাহস দেন। এতে ট্রয়ে থেকে যান হেলেন। জাহাজ থেকে সর্বপ্রথম নামেন গ্রিক বীর একিলিস। নেমেই যুদ্ধ শুরু করেন একিলিস ও তার সঙ্গীরা। প্রথম যুদ্ধেই ট্রয় নগরীর বন্দর দখল করেন নেয় গ্রিকরা। এভাবে টানা ১২ বছর বন্দর ও রাজ্য অবরোধ করে রাখে গ্রিকরা। বিভিন্ন সময়ে যুদ্ধে নিহত হয় একিলিসের ভাই উইরোরাস, প্যারিসের বড় ভাই ট্রয় বীর হেক্টর ও নাম না জানা উভয় পক্ষের হাজারো যোদ্ধা। যুদ্ধে সহজে জয়লাভ না করতে পেরে গ্রিকরা প্রতারণার আশ্রয় নেয়। তৈরি করে বিশালাকৃতির ঘোড়া। যার নাম ট্রোজেন হর্স। ঘোড়ার মধ্যে লুকিয়ে রাখে শত শত সৈন্য। উপহার হিসেবে পাঠায় ট্রয় রাজার কাছে। রাজ্যের বাইরে লুকিয়ে থাকে গ্রিকরা, কিন্তু এসবই অজানা থাকে ট্রয়বাসীর কাছে। মহা-আনন্দে আর উৎসাহে ঘোড়াটিকে রাজ্যের ভেতরে নেয় ট্রয়বাসী। কিন্তু বিধিবাম! গভীর রাতে ঘোড়া থেকে বের হয়ে ট্রয়বাসীর ওপর অতর্কিত হামলা চালায় গ্রিকরা। গ্রিক সৈন্যরা ট্রয় রাজ্যে ধরিয়ে দেয় আগুন। মুহূর্তের মধ্যে দাউ দাউ করে জ্বলতে থাকে ট্রয় নগরী। আগুনে পুড়ে হাজার হাজার সৈন্য আর নিরীহ নাগরিক মারা যায়। একিলিস ছুটে যান হেলেনকে বাঁচানোর আশায়; কিন্তু প্যারিস তীর বিদ্ধ করে মেরে ফেলেন একিলিসকে। পালিয়ে যান হেলেন, জয়লাভ করে গ্রিকরা। কিন্তু যে হেলেনের জন্য এত কিছু তাকে মেনেলাউস কাছে পেয়েছিলেন কি না তা আজো অজানা। ইতিহাস আর মিথোলজি, উভয় মাধ্যমই ট্রয় নগরী ধ্বংসের জন্য হেলেনকেই দায়ী করে থাকে। হেলেন আসলে নিয়তির ক্রীড়নক বই আর কিছুই ছিলেন না।

Related Post

মৃত্যু নিয়ে উক্তি

150+মৃত্যু নিয়ে উক্তি, বাণী, ক্যাপশন 2024

মৃত্যু নিয়ে উক্তি জন্মিলে মরিতে হবে আর এটাই সত্যি। মৃত্যু হচ্ছে সবচেয়ে চিরন্তন সত্যি। পৃথিবীতে প্রতিটি প্রাণীর মৃত্যুর স্বাদ অনুভব করতে হবে। সবসময় মৃত্যুর জন্য

Read More »
খুশির স্ট্যাটাস

200+ স্টাইলিশ খুশির স্ট্যাটাস | হাসি নিয়ে ক্যাপশন

খুশির স্ট্যাটাস | হাসি নিয়ে ক্যাপশন জীবনের সুন্দর খুশির মুহূর্ত আমরা সবাই বাঁধাই করে রাখতে চাই। আর এই খুশির মুহূর্তকে ধরে রাখার সবচেয়ে সহজ উপায়

Read More »

স্টাইলিশ ভালোবাসার ছন্দ | রোমান্টিক ছন্দ | Love Status Bangla

❤❤ভালোবাসার ছন্দ | ভালোবাসার ছন্দ রোমান্টিক | ভালোবাসার ছন্দ স্ট্যাটাস❤❤ ভালোবাসা হলো এক অন্যরকম অনুভূতির নাম, যা শুধুমাত্র কাউকে ভালবাসলেই অনুভব করা যায়। আমরা বিভিন্নভাবে

Read More »
মন খারাপের স্ট্যাটাস

মন খারাপের স্ট্যাটাস, উক্তি, ছন্দ, ক্যাপশন, কিছু কথা ও লেখা

মন খারাপের স্ট্যাটাস মন খারাপ – এই কষ্টের অনুভূতি কার না হয়? সবারই কখনো না কখনো সবারই মন খারাপ হয়। জীবনের ছোটোখাটো অঘটন থেকে শুরু

Read More »

Leave a Comment

Table of Contents