আমাদের আজকের এই আধুনিক সভ্যতা হাজার বছরের বিজ্ঞান সাধনার ফসল , যুগে যুগে মহান বিজ্ঞানীরা তাদের আবিষ্কারের মাধ্যমে আমাদের ও বিজ্ঞানকে করেছেন সমৃদ্ধ। আজকের এই লেখায় আমরা তেমন কিছু বিজ্ঞানীদের নাম , আবিষ্কার , আবিষ্কারের সময় , বিজ্ঞানের বিভিন্ন শাখার জনক ও এই বিষয়ে চাকরির পরীক্ষায় আশা প্রশ্ন-উত্তর দেখব।
বিজ্ঞানের বিখ্যাত আবিষ্কার ও আবিষ্কারক
আবিষ্কার | আবিষ্কারক এর নাম | সাল | দেশ |
অণুবীক্ষণ যন্ত্র | জোহানেস জুপের | ১৫৯০ | জার্মান |
ইউরিয়া | ফ্রেডরিখ উহলার | ১৮২৮ | জার্মানি |
ইউরেনিয়াম | কেলারপ্লাস | ১৭৮৯ | জার্মানি |
উদ্ভিদের প্রাণের অস্তিত্ব | জগদীশচন্দ্র বসু | ১৯০০ | ভারত |
ইলেকট্রন | জে. জে. থমসন | ১৮৯৭ | ইংল্যান্ড |
এক্সরে | উইলহেম রন্টজেন | ১৮৯৫ | জার্মানি |
এন্টিসেপটিক চিকিত্সা | জোসেফ লিস্টার | ১৮৬৭ | ইংল্যান্ড |
এয়ার কন্ডিশনার | উইলিস ক্যারিয়ার | ১৯০২ | মার্কিন যুক্তরাষ্ট্র |
এরোপ্লেন | অরভিল ও উইলবার রাইট | ১৯০৩ | মার্কিন যুক্তরাষ্ট্র |
ওজোন | চার্লস থোমাসন | ১৮৬৭ | ইংল্যান্ড |
কলেরা বেসিলাস | রবার্ট কচ | ১৮৮৩ | জার্মান |
কৃত্রিম জিন | হরগোবিন্দ খোরানা | ১৯৬১ | ভারত |
কৃত্রিম তেজস্ক্রিয় মৌল | ইরেন কুরি | ১৯৩৪ | ফ্রান্স |
কোষ | রবার্ট হুক | ১৬৬৫ | ইংল্যান্ড |
কোষের নিউক্লিয়াস | রবার্ট ব্রাউন | ১৮৩১ | জার্মানি |
ক্যামেরা | জর্জ ইস্টম্যান | ১৮৮৮ | মার্কিন যুক্তরাষ্ট্র |
ক্রোমোজোম | স্টাসবুর্গার | ১৮৮৮ | জার্মানি |
ক্লোরিন | শীলে | ১৭৭৪ | ফ্রান্স |
ক্লোরোফরম | সিম্পসন ও হ্যারিসন | ১৮৩১ | যুক্তরাজ্য |
গতির সূত্র | আইজ্যাক নিউটন | ১৬৮৭ | ইংল্যান্ড |
গ্যালভানোমিটার | আন্দ্রে মেরি আম্পিয়ার | ১৮২১ | ফ্রান্স |
চলচ্চিত্র যন্ত্র | টমাস আলভা এডিসন | ১৮৯১ | মার্কিন যুক্তরাষ্ট্র |
জলাতঙ্ক রোগের চিকিৎসা | লুই পাস্তুর | ১৮৮৫ | ফ্রান্স |
জলাতঙ্ক রোগের প্রতিষেধক | লুই পাস্তুর | ১৮৮৫ | ফ্রান্স |
টাচস্ক্রিন মোবাইল ফোন | স্টিভ জবস | ১৯৯৭ | মার্কিন যুক্তরাষ্ট্র |
টেলিগ্রাফ | স্যামুয়েল মোর্স | ১৮৩৭ | মার্কিন যুক্তরাষ্ট্র |
টেলিফোন | আলেকজান্ডার গ্রাহাম বেল | ১৮৭৬ | মার্কিন যুক্তরাষ্ট্র |
টেলিভিশন | জন লজি বেয়ার্ড | ১৯২৬ | যুক্তরাজ্য |
টেলিস্কোপ | গ্যালিলিও গ্যালিলি | ১৬০৯ | ইতালি |
ডাবল হেলিক্স DNA | জেমস ডি. ওয়াটসন ও ফ্রান্সিস ক্রিক | ১৯৫৩ | যুক্তরাজ্য |
ডায়নামো | মাইকেল ফ্যারাডে | ১৮৩১ | ইংল্যান্ড |
ডি ডি টি | ওটমার জিডলার | ১৯৩৯ | জার্মানি |
ডিজেল ইঞ্জিন | রুডলফ ডিজেল | ১৮৯২ | জার্মানি |
ডিনামাইট | আলফ্রেড নোবেল | ১৮৬৭ | সুই |
আবিষ্কার ও আবিষ্কারক সম্পর্কিত সাধারণ জ্ঞান
বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসা ‘বিজ্ঞানের বিখ্যাত আবিষ্কার ও আবিষ্কারক’ সম্বন্ধীয় কিছু জনপ্রিয় সংক্ষিপ্ত প্রস্নাত্তর –
প্রশ্ন: অক্সিজেন আবিষ্কার করেন কে?
উত্তর: অক্সিজেন আবিষ্কার করেন ইংরেজ বিজ্ঞানী জেমস প্রিস্টলি (১৭৩৩-১৮০৪), তিনি ১৭৭৪ সালে অক্সিজেন আবিষ্কার করেন।
প্রশ্ন: এক্স-রে আবিষ্কার করেন কে?
উত্তর: এক্স-রে আবিষ্কার করেন জার্মান পদার্থবিদ উইলহেম রন্টজেন (১৮৪৫-১৯২৩), তিনি ১৮৯৫ সালে এক্স-রে আবিষ্কার করেন।
প্রশ্ন: টেলিফোন আবিষ্কার করেন কে?
উত্তর: টেলিফোন আবিষ্কার করেন মার্কিন বিজ্ঞানী আলেকজান্ডার গ্রাহাম বেল (১৮৪৭-১৯২২)। তিনি ১৮৭৬ সালে টেলিফোন আবিষ্কার করেন।
প্রশ্ন: টেলিভিশন আবিষ্কার করেন কে?
উত্তর: টেলিভিশন আবিষ্কার করেন যুক্তরাজ্যের বিজ্ঞানী জন লজি বেয়ার্ড (১৮৮৮-১৯৪৬)। তিনি ১৯২৬ সালে টেলিভিশন আবিষ্কার করেন।
প্রশ্ন: কম্পিউটার আবিষ্কার করেন কে?
উত্তর: কম্পিউটার আবিষ্কার করেন যুক্তরাষ্ট্রের বিজ্ঞানী জন ভ্যান নিউম্যান (১৯০৩-১৯৫৭)। তিনি ১৯৪৬ সালে কম্পিউটার আবিষ্কার করেন।
প্রশ্ন: ইন্টারনেট আবিষ্কার করেন কে?
উত্তর: ইন্টারনেট আবিষ্কার করেন মার্কিন বিজ্ঞানী ভিন্টেন সের্ফ (জন্ম ১৯৪৩) ও টিম বার্ণস-লি (জন্ম ১৯৫৫)। তারা ১৯৬৯ সালে ইন্টারনেট আবিষ্কার করেন।
প্রশ্ন: ব্লাড গ্রুপ আবিষ্কার করেন কে?
উত্তর: ব্লাড গ্রুপ আবিষ্কার করেন অস্ট্রিয়ান বংশোদ্ভূত জার্মান বিজ্ঞানী কার্ল ল্যান্ড স্টেইনার (১৮৬৮-১৯৪৩)। তিনি ১৯০০ সালে ব্লাড গ্রুপ আবিষ্কার করেন।
প্রশ্ন: টিকা আবিষ্কার করেন কে?
উত্তর: টিকা আবিষ্কার করেন ইংরেজ চিকিৎসক এডওয়ার্ড জেনার (১৭৪৯-১৮২৩)। তিনি ১৭৯৬ সালে টিকা আবিষ্কার করেন।
প্রশ্ন: পেনিসিলিন আবিষ্কার করেন কে?
উত্তর: পেনিসিলিন আবিষ্কার করেন স্কটিশ-অস্ট্রেলীয় চিকিৎসক আলেকজান্ডার ফ্লেমিং (১৮৮১-১৯৫৫)। তিনি ১৯২৮ সালে পেনিসিলিন আবিষ্কার করেন।
প্রশ্ন: ডিনামাইট আবিষ্কার করেন কে?
উত্তর: ডিনামাইট আবিষ্কার করেন সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেল (১৮৩৩-১৮৯৬)। তিনি ১৮৬৭ সালে ডিনামাইট আবিষ্কার করেন।
প্রশ্ন: রেডিও আবিষ্কার করেন কে?
উত্তর: রেডিও আবিষ্কার করেন ইতালীয় বিজ্ঞানী গুগলিয়েলমো মার্কোনি (১৮৭৪-১৯৩৭)। তিনি ১৮৯৫ সালে রেডিও আবিষ্কার করেন।
প্রশ্ন: টেলিস্কোপ আবিষ্কার করেন কে?
উত্তর: টেলিস্কোপ আবিষ্কার করেন ডাচ গণিতবিদ ও জ্যোতির্বিদ লিওনার্দো দ’ ভিঞ্চি (১৪৫২-১৫১৯)। তিনি ১৫০৯ সালে টেলিস্কোপ আবিষ্কার করেন।
প্রশ্ন: ডিএনএ-এর গঠন আবিষ্কার করেন কে?
উত্তর: ডিএনএ-এর গঠন আবিষ্কার করেন জেমস ডি. ওয়াটসন (জন্ম ১৯২৮) ও ফ্রান্সিস ক্রিক (জন্ম ১৯১৬)। তারা ১৯৫৩ সালে ডিএনএ-এর গঠন আবিষ্কার করেন।
প্রশ্ন : হামের টিকা কে আবিষ্কার করেন?
উত্তর: হামের টিকা আবিষ্কার করেন ব্রিটিশ চিকিৎসক এডওয়ার্ড জেনার (১৭৪৯-১৮২৩)। তিনি ১৭৯৬ সালে আবিষ্কার করেন যে, হাম আক্রান্ত গরু থেকে সংগ্রহ করা পাউডার হামের প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে পারে।
প্রশ্ন: হাইড্রোজেন আবিষ্কার করেন কে?
উত্তর: হাইড্রোজেন আবিষ্কার করেন ইংরেজ বিজ্ঞানী জোসেফ প্রিস্টলি (১৭৩৩-১৮০৪)। তিনি ১৭৬৬ সালে হাইড্রোজেন আবিষ্কার করেন।
প্রশ্ন: সৌরজগৎ আবিষ্কার করেন কে?
উত্তর: সৌরজগত আবিষ্কার করেন কোন ব্যক্তি নন। এটি প্রাচীনকাল থেকেই মানুষের জানা ছিল।
প্রশ্ন: সিডি আবিষ্কার করেন কে?
উত্তর: সিডি আবিষ্কার করেন জাপানি প্রকৌশলী টোশিও মাসুদা (জন্ম ১৯৩০)। তিনি ১৯৬৯ সালে সিডি আবিষ্কার করেন।
প্রশ্ন: সার্চ ইঞ্জিন আবিষ্কার করেন কে?
উত্তর: সার্চ ইঞ্জিন আবিষ্কার করেন কোন ব্যক্তি নন। এটি একটি ধারাবাহিক প্রক্রিয়ার মাধ্যমে বিকাশিত হয়েছে। তবে, আর্নে ল্যাংস্টে (জন্ম ১৯৪৮) এবং ওয়াল্টার ক্রেগ (জন্ম ১৯৫৫)কে সার্চ ইঞ্জিনের বিকাশে অগ্রণী ভূমিকার জন্য কৃতিত্ব দেওয়া হয়।
প্রশ্ন: লেজার আবিষ্কার করেন কে?
উত্তর: লেজার আবিষ্কার করেন মার্কিন বিজ্ঞানী চার্লস হার্ড টাউনস (১৯১৫-২০০৫), আর্নে অ্যান্টন অ্যালবার্ট লিওন হাল (১৯১৪-১৯৯৭) এবং জিন-পল গের (জন্ম ১৯২৯)। তারা ১৯৬০ সালে লেজার আবিষ্কার করেন।
প্রশ্ন: রেল ইঞ্জিন আবিষ্কার করেন কে?
উত্তর: রেল ইঞ্জিন আবিষ্কার করেন ইংরেজ প্রকৌশলী রবার্ট স্টিফেনসন (১৭৮১-১৮৪৮)। তিনি ১৮১৪ সালে রেল ইঞ্জিন আবিষ্কার করেন।
প্রশ্ন: রেডিয়াম আবিষ্কার করেন কে?
উত্তর: রেডিয়াম আবিষ্কার করেন পোলিশ বিজ্ঞানী পিয়েরে এবং মারিয়া কেইরি। তারা ১৮৯৮ সালে রেডিয়াম আবিষ্কার করেন।
প্রশ্ন: রেডিও আবিষ্কার করেন কে?
উত্তর: রেডিও আবিষ্কার করেন ইতালিয়ান বিজ্ঞানী গুগলিয়েলমো মার্কোনি। তিনি ১৮৯৫ সালে রেডিও আবিষ্কার করেন।
প্রশ্ন: রিভলভার আবিষ্কার করেন কে?
উত্তর: রিভলভার আবিষ্কার করেন ইংরেজ প্রকৌশলী টমাস সাভারি (১৮০৯-১৮৮৮)। তিনি ১৮৫০ সালে রিভলভার আবিষ্কার করেন।
প্রশ্ন: রাডার আবিষ্কার করেন কে?
উত্তর: রাডার আবিষ্কার করেন ইংরেজ বিজ্ঞানী রবার্ট ওয়াটসন-ওয়াট (১৮৯২-১৯৭৩) এবং পল কোল্টোপ (১৮৯৪-১৯৪০)। তারা ১৯৩৫ সালে রাডার
প্রশ্ন: রক্ত সঞ্চালন আবিষ্কার করেন কে?
উত্তর: রক্ত সঞ্চালন আবিষ্কার করেন ইংরেজ চিকিৎসক উইলিয়াম হার্ভি (১৫৭৮-১৬৫৭)। তিনি ১৬১৬ সালে রক্ত সঞ্চালন আবিষ্কার করেন।
প্রশ্নঃ যক্ষার জীবাণু আবিষ্কার করেন কে?
উত্তর: যক্ষার জীবাণু আবিষ্কার করেন জার্মান চিকিৎসক রবার্ট কখ (১৮৪৩-১৯১০)। তিনি ১৮৮২ সালে যক্ষার জীবাণু আবিষ্কার করেন।
প্রশ্ন: মাইক্রোফোন আবিষ্কার করেন কে?
উত্তর: মাইক্রোফোন আবিষ্কার করেন ইতালিয়ান প্রকৌশলী এমিলিও টেসলা (১৮৫৬-১৯৪৩)। তিনি ১৮৭৭ সালে মাইক্রোফোন আবিষ্কার করেন।
প্রশ্ন: টেলিভিশন আবিষ্কার করেন কে?
উত্তর: টেলিভিশন আবিষ্কার করেন অনেক বিজ্ঞানীর অবদানের মাধ্যমে। তবে, স্কটিশ-অস্ট্রেলীয় প্রকৌশলী জন লজি বেয়ার্ডকে (১৮৮৮-১৯৪৬) টেলিভিশন আবিষ্কারের জন্য সবচেয়ে বেশি কৃতিত্ব দেওয়া হয়। তিনি ১৯২৬ সালে টেলিভিশন আবিষ্কার করেন।
প্রশ্ন: কম্পিউটার আবিষ্কার করেন কে?
উত্তর: কম্পিউটার আবিষ্কার করেন অনেক বিজ্ঞানীর অবদানের মাধ্যমে। তবে, ইংরেজ গণিতবিদ চার্লস ব্যাবেজকে (১৭৯১-১৮৭১) কম্পিউটার আবিষ্কারের জন্য সবচেয়ে বেশি কৃতিত্ব দেওয়া হয়। তিনি ১৮৩৩ সালে একটি মেশিন আবিষ্কার করেন যাকে তিনি “অ্যানালিটিক্যাল ইঞ্জিন” বলেছিলেন। এই মেশিনটিকে প্রথম প্রোগ্রামযোগ্য কম্পিউটার হিসেবে বিবেচনা করা হয়।
প্রশ্ন: কাগজ আবিষ্কার করেন কে?
উত্তর: কাগজ আবিষ্কার করেন চীনের তুসুর প্রদেশের কাই-লুই নামক ব্যক্তি। তিনি ১০৫ খ্রিস্টাব্দে কাগজ আবিষ্কার করেন।
প্রশ্ন: মুদ্রণ যন্ত্র আবিষ্কার করেন কে?
উত্তর: মুদ্রণযন্ত্র আবিষ্কার করেন জার্মান ভাস্কর এবং প্রকাশক জোহানেস গুটেনবার্গ (১৪০০-১৪৬৮)। তিনি ১৪৪০ সালে মুদ্রণযন্ত্র আবিষ্কার করেন।
প্রশ্ন: ব্যাটারি আবিষ্কার করেন কে?
উত্তর: ব্যাটারি আবিষ্কার করেন ইতালীয় বিজ্ঞানী আলেসান্দ্রো ভোল্টা (১৭৪৫-১৮২৭)। তিনি ১৮০০ সালে ব্যাটারি আবিষ্কার করেন।
প্রশ্ন: ইন্টারনেট আবিষ্কার করেন কে?
উত্তর: ইন্টারনেট আবিষ্কার করেন কোন ব্যক্তি নন। এটি একটি ধারাবাহিক প্রক্রিয়ার মাধ্যমে বিকাশিত হয়েছে। তবে, মার্কিন বিজ্ঞানী ভিন্টেন সের্ফ (জন্ম ১৯৪৩) ও টিম বার্ণস-লি (জন্ম ১৯৫৫)কে ইন্টারনেট আবিষ্কারে অগ্রণী ভূমিকার জন্য কৃতিত্ব দেওয়া হয়। তারা ১৯৬৯ সালে ইন্টারনেট আবিষ্কার করেন।
প্রশ্ন: পেনিসিলিন আবিষ্কার করেন কে?
উত্তর: পেনিসিলিন আবিষ্কার করেন স্কটিশ-অস্ট্রেলীয় চিকিৎসক আলেকজান্ডার ফ্লেমিং (১৮৮১-১৯৫৫)। তিনি ১৯২৮ সালে পেনিসিলিন আবিষ্কার করেন।
প্রশ্ন: কৃত্রিম বুদ্ধিমত্তা আবিষ্কার করেন কে?
উত্তর: এই প্রশ্নের সঠিক উত্তর এখনও জানা যায়নি, অনেকে এলান টিউরিং কে কৃত্রিম বুদ্ধিমত্তার জনক হিসাবে গণ্য করে। তবে, কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশে আরও অনেক বিজ্ঞানীর অবদান রয়েছে। এর মধ্যে অন্যতম হলেন যুক্তরাষ্ট্রের বিজ্ঞানী জর্জ মিলার , তিনি ১৯৫০ সালে কৃত্রিম বুদ্ধিমত্তার একটি প্রাথমিক মডেল তৈরি করেছিলেন। আরেক, মার্কিন বিজ্ঞানী জন ম্যাককার্থি (১৯২৭-২০১৬)কেও কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য কৃতিত্ব দেওয়া হয়। তিনি ১৯৫৫ সালে কৃত্রিম বুদ্ধিমত্তার ধারণা প্রবর্তন করেন।
প্রশ্ন: আধুনিক বিজ্ঞানের জনক কে?
উত্তর: আধুনিক বিজ্ঞানের জনক হিসেবে ইতালীয় বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলি (১৫৬৪-১৬৪২) বিবেচিত হন। তিনি ছিলেন একজন গণিতবিদ, জ্যোতির্বিদ, পদার্থবিদ এবং প্রকৌশলী। তিনি জ্যোতির্বিজ্ঞান, পদার্থবিজ্ঞান এবং গণিতের ক্ষেত্রে অসংখ্য গুরুত্বপূর্ণ আবিষ্কার ও অবদান রেখেছেন।
বিজ্ঞানের বিভিন্ন শাখার জনক
বিজ্ঞানের বিভিন্ন শাখার জনকের তালিকাঃ
শাখার নাম | জনক | অবদান |
গণিত | পিথাগোরাস (খ্রিস্টপূর্ব ৫৭০-৪৯৫) | বীজগণিত, জ্যামিতি, ত্রিকোণমিতি, সংখ্যাতত্ত্বের বিকাশে অবদান |
পদার্থবিজ্ঞান | আইজ্যাক নিউটন (১৬৪৩-১৭২৭) | মহাকর্ষের সূত্র, গতিবিদ্যার তিনটি সূত্র, আলোর তত্ত্বের বিকাশে অবদান |
রসায়ন | জোহান ভোলার (১৬৩০-১৭২৩) | পদার্থের মৌলিক পদার্থে বিভাজনের ধারণা প্রবর্তন, যৌগিক পদার্থের সংকেত প্রবর্তন |
জীববিজ্ঞান | চার্লস ডারউইন (১৮০৯-১৮৮২) | বিবর্তনবাদের তত্ত্ব প্রবর্তন |
জ্যোতির্বিজ্ঞান | গ্যালিলিও গ্যালিলি (১৫৬৪-১৬৪২) | দূরবীক্ষণ যন্ত্রের মাধ্যমে জ্যোতির্বৈজ্ঞানিক পর্যবেক্ষণ, সূর্যের চারপাশে পৃথিবীর ঘূর্ণনের প্রমাণ |
চিকিৎসাবিজ্ঞান | জোসেফ লিস্টার (১৮২৭-১৯১২) | অ্যান্টিসেপটিক্স ব্যবহারের মাধ্যমে অস্ত্রোপচারের নিরাপত্তা বৃদ্ধি |
ইঞ্জিনিয়ারিং | ইসাক নিউটন (১৬৪৩-১৭২৭) | গতিবিদ্যার সূত্রগুলির প্রয়োগ |
কৃষিবিজ্ঞান | চার্লস ডারউইন (১৮০৯-১৮৮২) | নির্বাচনের মাধ্যমে উন্নত কৃষিজাতীয় উদ্ভিদ ও প্রাণী নির্বাচনের ধারণা প্রবর্তন |
শিক্ষাবিবজ্ঞা | ইমানুয়েল কান্ট (১৭২৪-১৮০৪) | শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্যের উপর মনোযোগ |
অর্থনীতি | অ্যাডাম স্মিথ (১৭২৩-১৭৯০) | মুক্ত বাজার অর্থনীতির তত্ত্ব প্রবর্তন |
মনোবিজ্ঞান | উইলহেম উন্ডট (১৮৩২-১৯২৪) | পরীক্ষামূলক মনোবিজ্ঞানের প্রতিষ্ঠাতা |
সমাজবিজ্ঞান | অগাস্ট কোৎ (১৭৯৮-১৮৫৭) | সমাজবিজ্ঞানের প্রতিষ্ঠাতা |
ইতিহাস | হেরডোটাস (খ্রিস্টপূর্ব ৪৮৪-৪২৫) | ইতিহাসের জনক |
দর্শন | সক্রেটিস (খ্রিস্টপূর্ব ৪৭০-৩৯৯) | সৃজনশীল চিন্তা ও যুক্তির উপর জোর |
কম্পিউটার বিজ্ঞান | অ্যালেন টুরিং (১৯১২-১৯৫৪) | কম্পিউটার বিজ্ঞানের বিকাশে অগ্রণী ভূমিকা |
ভূতত্ত্ব | আর্থার হোমস (১৮১৯-১৮৯৫) | ভূতাত্ত্বিক সময়ের ধারণা প্রবর্তন |
পরিবেশ বিজ্ঞান | র্যাচেল কারসন (১৯০৭-১৯৬৪) | দ্য সিলেন্স অব দ্য ডার্টস বইয়ের মাধ্যমে পরিবেশ দূষণের বিষয়ে সচেতনতা বৃদ্ধি |
জ্যোতির্পদার্থবিজ্ঞান | আলবার্ট আইনস্টাইন (১৮৭৯-১৯৫৫) | সাধারণ আপেক্ষিকতার তত্ত্ব প্রবর্তন |
নিউরোবিজ্ঞান | চার্লস শেরিংটন (১৮৫৭-১৯৫২) | স্নায়ুতন্ত্রের কার্যকলাপ সম্পর্কে গবেষণা |
বিবর্তনীয় জীববিজ্ঞান | জর্জেস এলিউয়ার (১৯১০-১৯৯৭) | বিবর্তনমূলক জীববিজ্ঞানের ক্ষেত্রে গবেষণা |
কোষ জীববিজ্ঞান | রবার্ট হুক (১৬৩৫-১৭০৩) | কোষ আবিষ্কার |
আণবিক জীববিজ্ঞান | জেমস ডি. ওয়াটসন (জন্ম ১৯২৮) এবং ফ্রান্সিস ক্রিক (১৯১৬-২০০৪) | ডিএনএ-এর গঠন আবিষ্কার |
পরিসংখ্যান | গ্যাব্রিয়েল ডেমারগ (১৭২২-১৭৮৩) | পরিসংখ্যানের বিকাশে অবদান |
শেষ কথা | বিজ্ঞানের বিখ্যাত আবিষ্কার ও আবিষ্কারক
আমাদের আজকের এই লেখায় আমারা বিজ্ঞানের বিখ্যাত বিজ্ঞানের বিখ্যাত আবিষ্কার ও আবিষ্কারক এর নাম, দেশ ও সাল দেখেছি, পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতা মুলক পরীক্ষার জন্য সংক্ষিপ্ত প্রস্নউত্তর এবং বিজ্ঞানের বিভিন্ন শাখার জনকের নাম দেখেছি। এই জাতীয় আরও লেখা পরতে আমাদের ব্লগে চোখ রাখুন ও পপ নোটিফিকেশন অন করে দিন। ধন্যবাদ।