Dreamy Media BD

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এর সকল তথ্য

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ), রাজধানী ঢাকার শাহবাগে অবস্থিত। বিশ্ববিদ্যালয়টি পিজি হাসপাতাল নামেই বেশি পরিচিত ।এটি বাংলাদেশের প্রথম চিকিৎসা বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় হওয়ার আগে এর নাম ছিল ইন্সটিটিউট অফ পোস্ট গ্রাজুয়েট মেডিসিন এন্ড রিসার্চ (IPGMR)।

বিশ্ববিদ্যালয়টিতে মোট ৫টি বহুতল ভবন আছে; ব্লক এ, বি, সি, ডি এবং কেবিন ব্লক। চিকিৎসা, শিক্ষা, গবেষণা  একই সাথে চলে এই মেডিকেল বিশ্ববিদ্যালয়টিতে। বাংলাদেশের মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পড়তে চাওয়া প্রতিটি শিক্ষার্থীর স্বপ্ন থাকে এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার। তাইতো প্রতিবছর হাজারো শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়টি তে ভর্তি পরীক্ষা দেয়। বিশ্ববিদ্যালয়টি ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী বাছাই করে নেয়। শুধুমাত্র ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাই বিশ্ববিদ্যালয়টি তে ভর্তি হতে পারে।

আজ আমরা এই আর্টিকেলের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় সম্পর্কে সকল তথ্য দেওয়ার চেষ্টা করব পাশাপাশি এর ইতিহাসে তুলে ধরব। তাই দেরি না করে আর্টিকেলটি পড়া শুরু করুন:

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইতিহাস

১৯৬৫ সালে ইনস্টিটিউট অব পোস্টগ্র্যাজুয়েটে মেডিসিন অ্যান্ড রিসার্চের জন্য শাহবাগে জায়গা অধিগ্রহণ করে সরকার। চিকিৎসা শিক্ষায় স্নাতকোত্তর কোর্স প্রদানের জন্য এই প্রতিষ্ঠানটি গড়ে তোলা হয়েছিল। পশ্চিম পাকিস্তানের শাসকগোষ্ঠীর ব্যাপক বিরোধিতা সত্ত্বেও ১৯৬৬ সালের ১৫ ফেব্রুয়ারি ৩ জন সার্বক্ষণিক বিশেষজ্ঞ ব্রিটিশ কাউন্সিলের উপদেষ্টা স্যার জেমস ডি এস কেমেরন, অধ্যাপক এ কে এস আহম্মদ,অধ্যাপক নুরুল ইসলামকে  নিয়ে এই ইনস্টিটিউট গড়ে ওঠে।

পরে পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের প্রতিষ্ঠিত স্কুল অব ট্রপিকাল মেডিসিনের সঙ্গে এটি যুক্ত হয়। বাংলাদেশ স্বাধীন হলে ১৯৭২ সালে অধ্যাপক নুরুল ইসলামের অনুরোধে তৎকালীন মন্ত্রী জহুর আহমেদ চৌধুরী মুসলিম লীগের পরিত্যক্ত ভবনটি (ব্লক এ) পোস্টগ্র্যাজুয়েট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের ব্যবস্থা করেন। এরপর থেকে এখানেই পিজি হাসপাতালের কার্যক্রম চলে। তবে ১৯৯৮ সালে জাতীয় সংসদে আইন পাসের মাধ্যমে এটিকে বিশ্ববিদ্যালয় করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় নাম দেওয়া হয়।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস পরিচিতি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামানুসারে নতুন বিশ্ববিদ্যালয়টির নামকরণ করা হয়। এই বিশ্ববিদ্যালয়ে একটি হাসপাতাল আছে যাতে উন্নতমানের চিকিৎসা প্রদানের আয়োজন আছে। প্রতিষ্ঠাতা উপাচার্য ছিলেন অধ্যাপক কাদরী। বিশ্ববিদ্যালয়টিতে মোট পাঁচটি বহুতল ভবন আছে; ব্লক এ, বি, সি, ডি এবং কেবিন ব্লক। শিক্ষা, গবেষণা এবং চিকিৎসা সমান্তরালভাবে চলে এই মেডিকেল বিশ্ববিদ্যালয়টিতে। শুক্রবার এবং সরকারী ছুটির দিন ছাড়া সকাল আটটা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত প্রশাসনিক দপ্তর খোলা থাকে।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অবস্থান

রাজধানী‌ ঢাকার শাহবাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়টি অবস্থিত। বিশ্ববিদ্যালয়টির ঠিক পাশেই অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড রিহ্যাবিলিটেশন ইন ডায়াবেটিস এন্ডোক্রাইন অ্যান্ড মেটাবোলিক ডিসঅর্ডারস (বারডেম)।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল  বিশ্ববিদ্যালয়ের অনুষদ ও বিভাগ

বিশ্ববিদ্যালয়টিতে মোট ৫ টি অনুষদ আছে ।

ফ্যাকাল্টি ডিপার্টমেন্ট
ফ্যাকাল্টি অব মেডিসিন মেডিসিন, নিওন্যাটোলজি, নেফ্রোলজি, নিউরোলজি, কার্ডিওলজি, ডার্মেটোলজি এন্ড ভেনিরিওলজি, হেমাটোলজি, হেপাটোলজি, অনকোলজি, পিডিয়াট্রিকস, পিডিয়াট্রিক গ্যাস্ট্রোএন্টারলজি, পিডিয়াট্রিক হেমাটোলজি এন্ড অনকোলজি, পিডিয়াট্রিক নেফ্রোলজি, ফিজিক্যাল মেডিসিন, সাইকিয়াট্রি, ট্রান্সফিউশন মেডিসিন
ফ্যাকাল্টি অব সার্জারি এনেসথিওলজি, অফথালমোলজি, অর্থোপেডিক সার্জারি, অটোলারিনগলজি, কার্ডিয়াক সার্জারি, নিউরো সার্জারি, অবস্টেট্রিকস এন্ড গাইনিকোলজি, পিডিয়াট্রিক সার্জারি, রেডিওলজি এন্ড ইমেজিং, সার্জারি, ইউরোলজি, ভাস্কুলার সার্জারি
ফ্যাকাল্টি অব বেসিক মেডিকেল সায়েন্স ক্লিনিক্যাল প্যাথলজি, মাইক্রোবায়োলজি, প্যাথলজি, এনাটমি, বায়োকেমিস্ট্রি, ভাইরোলজি, ফার্মাকোলজি, ফিজিওলজি, পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিকস
ফ্যাকাল্টি অব ডেন্টিস্ট্রি অর্থোডনটিকস, কনজারভেটিভ ডেন্টিস্ট্রি এন্ড এন্ডোডনটিকস, প্রস্থডনটিকস, ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি
ফ্যাকাল্টি অব নার্সিং মেডিকেল টেকনোলজি, গ্রাজুয়েট নার্সিং

কোর্সগুলো

বিশ্ববিদ্যালয়টিতে এমবিবিএস কোর্স না থাকলেও এমফিল,এমডি,ডিপ্লোমা,এমএস, এবং পিএইচডি ডিগ্রী নেয়ার সুযোগ আছে ।

 

কোর্স     ডিপার্টমেন্ট
এমডি  হেমাটোলজি, হোপাটোলজি, ইন্টারনাল মেডিসিন, মাইক্রোবায়োলজি, নিওন্যাটলজি, পিডিয়াট্রিক গ্যাস্ট্রোএন্টারলজি, পিডিয়াট্রিক হেমাটোলজি এন্ড অনকোলজি, পিডিয়াট্রিক নেফ্রোলজি, ফিজিক্যাল মেডিসিন, এনেসথিওলজি, কার্ডিওলজি, ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি, ডার্মেটোলজি এন্ড ভেনেরিওলজি, এন্ডোক্রিনলজি এন্ড মোটাবলিজম, গ্যাস্ট্রোএন্টেরলজি, নেফ্রোলজি, নিউরোমেডিসিন, ইন্টারনাল মেডিসিন, মাইক্রোবায়োলজি, নিওনেটোলজি, নেফ্রলজি, নিউরোমেডিসিন, প্যাথলজি, সাইকিয়াট্রি, রেডিওলজি, রিউম্যাটলজি, ট্রান্সফিউশন, ভাইরোলজি, পিডিয়াট্রিকস
এমএস  নিউরোসার্জারি, পিডিয়াট্রিকস সার্জারি, কোলোরেকটাল, কমিউনিটি অফথামোলজি, কনজাভেটিভ ডেন্টিস্ট্রি এন্ড এন্ডোডনটিকস, কার্ডিওভাস্কুলার এন্ড থোরাসিক সার্জারি, অবস্টেট্রিকট এন্ড গাইনিকোলজি, ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি, অর্থোপেডিক সার্জারি, ইউরোলজি, অটোল্যারিগলজি
এমফিল  ফার্মাকোলজি, রেডিওথেরাপি, ক্লিনিক্যাল প্যাথলজি, এনাটমি, ফিজিওলজি

ডিপ্লোমা

ডিপ্লোমা ডিপ্লোমা শিরোনাম
চাইল্ড হেলথ (ডিইএইচ) ডিপ্লোমা ইন চাইল্ড হেলথ
ক্লনিক্যাল প্যাথলজি (ডিসিপি) ডিপ্লোমা ইন ক্লিনিক্যাল প্যাথলজি
এনেসথিওলজি (ডিএ) ডিপ্লোমা ইন এনেসথিওলজি
কার্ডিওলজি (ডি কার্ড) ডিপ্লোমা ইন কার্ডিওলজি
অর্থোপেডিকস এন্ড ট্রমাটোলজি (ডিঅর্থো) ডিপ্লোমা ইন অর্থোপেডিকস এন্ড ট্রমাটোলজি
ডার্মাটোলজি এন্ড ভেনিরিওলজি (ডিডিভি) ডিপ্লোমা ইন ডার্মাটোলজি এন্ড ভেনিরিওলজি
ডেন্টাল সার্জারি (ডিডিএস) ডিপ্লোমা ইন ডেন্টাল সার্জারি
অবস্টেট্রিকস এন্ড গাইনিকোলজি (ডিজিও) ডিপ্লোমা ইন অবস্টেট্রিকস এন্ড গাইনিকোলজি
অফথালমোলজি (ডিও) ডিপ্লোমা ইন অফথালমোলজি

পিএইচডি

পিএইচডি প্রদান করা শিরোনাম
ফ্যাকাল্টি অব মেডিসিন গ্যাস্ট্রোএন্টারলজি
হেমাটোলজি
ইন্টারনাল মেডিসিন
কার্ডিওলজি
ডার্মেটোলজি এন্ড ভেনিরিওলজি
এন্ডোক্রিনলজি এন্ড মেটাবলিজম
পিডিয়াট্রিক গ্যাস্ট্রোএন্টারলজি
ফিজিক্যাল মেডিসিন
নেফ্রোলজি
নিউরোলজি
নিউন্যাটলজি
পিডিয়াট্রিকস
পিডিয়াট্রিক হেমাটোলজি এন্ড অনকোলজি
পিডিয়াট্রিক নেফ্রোলজি
ট্রান্সফিউশন মেডিসিন
সাইকিয়াট্রি
রেডিও থেরাপি
ফ্যাকাল্টি অব সার্জারি কমিউনিটি অফথামোলজি
কলোরেক্টাল সার্জারি
জেনারেল সার্জারি
এনেসথিওলজি
কার্ডিওভাস্কুলার এন্ড থোরাসিক সার্জারি
অর্থোপেডিকস
পিডিয়াট্রিক সার্জারি
নিউরোসার্জারি
অবস্টেট্রিকস এন্ড গাইনিকোলজি
অফথালমোলজি
অটোল্যারিনগলজি
ইউরোলজি
রেডিওলজি এন্ড ইমেজিং
ফ্যাকাল্টি অব বেসিক মেডিকেল সায়েন্স মাইক্রোবায়োলজি
প্যাথলজি
ফার্মাকোলজি
ফিজিওলজি
এনাটমি
বায়োকেমিস্ট্রি
ক্লিনিক্যাল প্যাথলজি
কনজারভেটিভ ডেন্টিস্ট্রি এন্ড এন্ডোডনটিকস
ভাইরোলজি
ফ্যাকাল্টি অব ডেন্টিস্ট্রি প্রস্থডনটিকস
ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি

এই সমস্ত কোর্সে পিএইচডি ডিগ্রি প্রদান করা হতে পারে।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল  বিশ্ববিদ্যালয়ের ভর্তি যোগ্যতা

১) পরীক্ষার্থীকে অবশ্যই বিজ্ঞান বিভাগ থেকে মাধ্যমিক সমমান এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

২) মাধ্যমিক/ সমমান পরীক্ষায় ন্যুনতম জিপিএ  ৪.০০ থাকতে হবে ।এবং উচ্চ মাধ্যমিক / সমমান পরীক্ষায় ন্যুনতম জিপিএ (GPA) ৪.০০ থাকতে হবে। এবং মোট জিপিএ ৯.০০ থাকতে হবে হবে (চতুর্থ বিষয় ছাড়া)।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ভর্তির পদ্ধতি 

আবেদনকৃত শিক্ষার্থীদের মধ্যে থেকে ১৩০০ শিক্ষার্থী বাছাই করে শুধু মাত্র ১৩০০ শিক্ষার্থীর ভর্তি পরীক্ষা নেওয়া হবে। ১৩০০ শিক্ষার্থীদের মধ্য থেকে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীগন আসন সংখ্যা অনুযায়ী ভর্তি হতে পারবেন। ১৩০০ শিক্ষার্থী বাছাই প্রক্রিয়া হবে এসএসসি (SSC) এবং এইচএসসি (HSC) পরীক্ষায় প্রাপ্ত জিপিএ (GPA) এর উপর ভিত্তি করে।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল  বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার মানবন্টন

বঙ্গবন্ধু শেখ মুজিবের বিশ্ববিদ্যালয়ে মোট ১০০ নম্বরে পরীক্ষা হয়।

  • এমসিকিউ=৮০
  • মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার জিপিএ=২০
  • প্রতিটি ভুল উত্তরের জন্য  ০.২৫ মার্ক কর্তন করা হবে

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা 

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় মোট আসন সংখ্যা  ৩৩০টি 

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে  জন্য আবেদন পদ্ধতি

১)  প্রথমে  https://bsmmu.ac.bd/

 এই  লিঙ্কে প্রবেশ করতে হবে।

২) এডমিশন বাটনটি সিলেক্ট করুন।

৩) এরপর আপনার স্ক্রিনে একটি আবেদন ফরম আসবে ঐ আবেদন ফরম প্রয়োজনীয় তথ্য দিয়ে পূরন করুন।

৪) আবেদন ফরম পূরণের সময় সম্প্রতি তোলা শিক্ষার্থীর একটি  ফরমাল ছবির প্রয়োজন হবে। ছবির রেজুলেশন হতে হবে ৩০০ X ৩০০ পিক্সেল (Pixel) এবং ছবির ফাইল সাইজ সর্ব্বোচ্চ হতে পারবে ৭২ কেবি (KB) পর্যন্ত।

৫) আবেদন ফরমটি পূরন করা শেষ হলে  ফরমে দেওয়া  তথ্য গুলো আবার যাচাই করে নিন তারপর সাবমিট করুন।

৬) সাবমিট করা হয়ে গেলে একটা বিল নম্বর পাবেন। বিল নম্বর ব্যবহার করে আবেদন ফি জমা দিতে হবে।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে প্রবেশপত্র ডাউনলোড ও  রেজাল্ট

প্রবেশপত্র ডাউনলোড করতে ও রেজাল্ট জানতে এই ওয়েবসাইটে ভিজিট করুন

https://bsmmu.ac.bd/

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট

https://bsmmu.ac.bd/

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যবৃন্দের তালিকা

নীচে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যবৃন্দের তালিকা দেওয়া হল:

উপাচার্য পদকাল
এম. এ. কাদেরী ৩০ এপ্রিল ১৯৯৮ – ৯ জানুয়ারী ২০০১
মো. তাহির ১০ জানুয়ারী ২০০১ – ১৭ মে ২০০১
মাহমুদ হাসান ১৮ মে ২০০১ – ২৩ নভেম্বর ২০০১
এম এ হাদী ২৪ নভেম্বর ২০০১ – ২১ ডিসেম্বর ২০০৬
মো. তাহির ২১ ডিসেম্বর ২০০৬ – ৪ নভেম্বর ২০০৮
মো. নজরুল ইসলাম ৫ নভেম্বর ২০০৮ – ২৪ মার্চ ২০০৯
প্রাণ গোপাল দত্ত ২৫ মার্চ ২০০৯ – ২৪ মার্চ ২০১২
প্রাণ গোপাল দত্ত ২৫ মার্চ ২০১২ – ২৪ মার্চ ২০১৫
কামরুল হাসান খান ২৪ মার্চ ২০১৫ – ২৩ মার্চ ২০১৮
কনক কান্তি বড়ুয়া ২৪ মার্চ ২০১৮ – ২৩ মার্চ ২০২১
মো. শারফুদ্দিন আহমেদ ২৯ মার্চ ২০২১ – বর্তমান

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় যোগাযোগ

Bangabandhu Sheikh Mujib Medical University (BSMMU) Shahbag, Dhaka-1000.

Contact Person Telephone Number
Vice Chancellor +88 02 9661065, +88 02 55165600
Pro-Vice-Chancellor (Academic) +88 02 55165850, +88 02 55165602
Pro-Vice-Chancellor (Administration) +88 02 9673775, +88 02 55165603
Pro-Vice-Chancellor (Research & Development) +88 02 9634578, +88 02 55165607
Treasurer +88 02 9672066, +88 02 55165604
Registrar +88 02 9661064, +88 02 55165609
Main Access to Operator +88 02 55165760-94

সবশেষে,

বাংলাদেশের সেরা কিছু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তালিকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় অন্যতম। মাধ্যমিক শেষ হয়ে যারা মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছেন তাদের পছন্দের তালিকায় শীর্ষে এই বিশ্ববিদ্যালয়টি কে রাখতে পারেন। আশা করি আজকের এই আর্টিকেলটি থেকে আপনি কিছুটা হলেও উপকৃত হয়েছেন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।

also Read: ময়মনসিংহ  মেডিকেল কলেজ

Related Post

মৃত্যু নিয়ে উক্তি

150+মৃত্যু নিয়ে উক্তি, বাণী, ক্যাপশন 2024

মৃত্যু নিয়ে উক্তি জন্মিলে মরিতে হবে আর এটাই সত্যি। মৃত্যু হচ্ছে সবচেয়ে চিরন্তন সত্যি। পৃথিবীতে প্রতিটি প্রাণীর মৃত্যুর স্বাদ অনুভব করতে হবে। সবসময় মৃত্যুর জন্য

Read More »
খুশির স্ট্যাটাস

200+ স্টাইলিশ খুশির স্ট্যাটাস | হাসি নিয়ে ক্যাপশন

খুশির স্ট্যাটাস | হাসি নিয়ে ক্যাপশন জীবনের সুন্দর খুশির মুহূর্ত আমরা সবাই বাঁধাই করে রাখতে চাই। আর এই খুশির মুহূর্তকে ধরে রাখার সবচেয়ে সহজ উপায়

Read More »

স্টাইলিশ ভালোবাসার ছন্দ | রোমান্টিক ছন্দ | Love Status Bangla

❤❤ভালোবাসার ছন্দ | ভালোবাসার ছন্দ রোমান্টিক | ভালোবাসার ছন্দ স্ট্যাটাস❤❤ ভালোবাসা হলো এক অন্যরকম অনুভূতির নাম, যা শুধুমাত্র কাউকে ভালবাসলেই অনুভব করা যায়। আমরা বিভিন্নভাবে

Read More »
মন খারাপের স্ট্যাটাস

মন খারাপের স্ট্যাটাস, উক্তি, ছন্দ, ক্যাপশন, কিছু কথা ও লেখা

মন খারাপের স্ট্যাটাস মন খারাপ – এই কষ্টের অনুভূতি কার না হয়? সবারই কখনো না কখনো সবারই মন খারাপ হয়। জীবনের ছোটোখাটো অঘটন থেকে শুরু

Read More »

Leave a Comment

Table of Contents