Dreamy Media BD

জেনে নিন গলা ব্যথার ঔষধের নাম

গলা ব্যথার ঔষধের নাম

গলা ব্যথার ঔষধের নাম 

হালকা ঠান্ডা লাগলে গলা ব্যথা প্রধান উপসর্গ হিসেবে দেখা দেয়। তবে ঠান্ডা লাগা ছাড়াও আরো বিভিন্ন কারণে গলা ব্যথার প্রকোপ বেড়ে যেতে পারে। 

ব্যাকটেরিয়া সংক্রমণ এবং ভাইরাস ইনফেকশনের কারণে গলা ব্যথা দেখা দিতে পারে। আবার এলার্জি অথবা গলায় আঘাত লাগার কারণেও গলা ব্যথা হয়। বিভিন্ন ঔষধের দোকানে গলা ব্যথার ঔষধ পাওয়া যায়। 

তবে ঔষধ নির্ভর করে গলা ব্যথা কতটুকু কম বা বেশি তার উপর। আজকের এই আর্টিকেলের মাধ্যমে আমরা গলা ব্যাথার ঔষধের নাম সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। চলুন তাহলে শুরু করা যাক:

গলা ব্যথার কারণ

গলা ব্যথা এক বা একাধিক কারণে হতে পারে। তার মধ্যে উল্লেখযোগ্য কারণগুলো হলো:

  • সর্দি ফ্লু বা ভাইরাল ইনফেকশন,
  • এলার্জি,
  • গরম ও শুষ্ক বাতাস,
  • ধোয়া ও কেমিকাল
  • আঘাত,
  • টিউমার,
  • ব্যাকটেরিয়াল ইনফেকশন ইত্যাদি।

সকালে ঘুম থেকে ওঠার পর গলা ব্যথা অনুভূত হতে পারে। এর প্রধান কারণ হলো সারারাত পানি পান না করার ফলে গলার শুষ্ক ও শুকনা হয়ে যায়। যার ফলে গলা ব্যথা হতে পারে। যাদের রাতে নাক ডাকার অভ্যাস আছে তাদের বেশিরভাগ ক্ষেত্রে সকালবেলায় গলা ব্যথা দেখা দিতে পারে।

আবার রাতে ঘুমানোর আগে ঠান্ডা কিছু খেলে টনসিল ইনফেকশন এর কারণে গলা ব্যথা হতে পারে। মূলত এসব সাধারণ কারণেই গলা ব্যথা সমস্যা দেখা দেয়। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সমস্যা গুরুতর হয়ে ওঠে। সেক্ষেত্রে ডাক্তারের সাথে আলোচনা করা উচিত।

ঢোক গিলতে গলা ব্যথার ঔষধ

ঢোক গেলার সময় গলা ব্যথা হলে এই ধরনের ঘরোয়া টোটকা ব্যবহার করে অনেক সময় ভালো ফল পাওয়া যায়। কিন্তু কিছু কিছু সময় ঔষধ সেবনের দরকার হয়। চলুন দেখে নেই ঢোক গিলতে গলা ব্যাথার ঔষধের নাম:

 

ক্রমিক নং ঔষধের নাম মূল্য মিলিগ্রাম
নাপা (Napa) ১০ টাকা
নাপা এক্সটেন্ড ( Napa Extend) ২৪ টাকা ৬৬৫ মিলিগ্রাম
রোলাক (Rolac) ১৬৮ টাকা ১০ মিলিগ্রাম
শোয়ালেক্স (Sualex) ১৭ টাকা ১০ টি ট্যাবলেট
ডক্সিক্যাপ (Doxicap) ২.২০ টাকা প্রতিটি ট্যাবলেটের মূল্য ১০০ মিলিগ্রাম
ই ফিক্স (E- Fix) ৫ টাকা প্রতিটি ট্যাবলেটের মূল্য ১০০ মিলিগ্রাম
জিরোডল -পি (zerodol) ১০ টাকা ১০০ মিলিগ্রাম
টিডোসিল (Tidosil) ১২৫ টাকা ৫০০ মিলিগ্রাম
মকশাশিল (Moxasasil) ১২৫ টাকা ৫০০ মিলিগ্রাম
১০ জিম্যাক্স (Zimax) ৩৫ টাকা প্রতিটি ট্যাবলেট এর মূল্য ৫০০ মিলিগ্রাম

কাশির সিরাপ এর নাম

গলা ব্যথার মতো কাশি হলেও প্রথমে ঘরোয়া উপাদান দিয়ে কাশি কমানোর চেষ্টা করা উচিত। কিন্তু কাজ না হলে অবশ্যই ঔষধ সেবন করতে হবে। অনেকে কাশির জন্য ট্যাবলেটের পরিবর্তে সিরাপ বেশি পছন্দ করে থাকেন। চলুন জেনে নেই কাশির সিরাপ এর নাম:

কাশির সিরাপ এর নাম মূল্য মিলিগ্রাম
পিউরিসাল সিরাপ ৩০ টাকা ৫০ মিলিগ্রাম
এডোভাস সিরাপঃ ৭০ টাকা ১০০ মিলিগ্রাম
টমিফেন সিরাপঃ ৪০ টাকা ১০০ মিলিগ্রাম
এডোলিফ সিরাপঃ ৬৫ টাকা ১০০ মিলিগ্রাম
অফকফ সিরাপঃ ৮০ টাকা ১০০ মিলিগ্রাম
ডেক্সপোটেন প্লাস সিরাপঃ ১০০ টাকা ১০০ মিলিগ্রাম
তুসকা প্লাস সিরাপঃ ৮০ টাকা ১০০ মিলিগ্রাম
টুসপেল সিরাপঃ ৮৫ টাকা ১০০ মিলিগ্রাম

 

সর্দি ও গলা ব্যথার ঔষধ

চলুন দেখে নেই সর্দি ও গলা ব্যথার ১০ টি ওষুধের নাম:

সর্দি ও গলা ব্যথার ঔষধ মূল্য মিলিগ্রাম
হিস্টাসিন ( Histacin) ০.২৯ টাকা ৪ মিলিগ্রাম
হিস্টা লেক (Histalec) ৫ টাকা ১০ মিলিগ্রাম
ফেক্সো (Fexo) ৮ টাকা ১২০ মিলিগ্রাম
ডেসলর (Deslor) ৮ টাকা ১০০ মিলিগ্রাম
এইচ প্লাস (Ache+) ২৫.১০ টাকা ৫০০ মিলিগ্রাম
নিওসিলর (NeoCilor) ২৫ টাকা ৫ মিলিগ্রাম
নাপা এক্সটেন্ড ( Napa Extend) ২৪ টাকা ৬৬৫ মিলিগ্রাম
ফিলা মেক্স (Fila Mex) ২০ টাকা ৫০০ মিলিগ্রাম
কার্ভা ৭৫ Carva 75 ৮ টাকা ৭৫ মিলিগ্রাম

আশা করি আপনারা ইতোমধ্যে জানতে পেরেছেন গলা ব্যথা হলে কি খাওয়া উচিত।

টনসিলের ঔষধ এর নাম

গলা ব্যথার মতো টনসিল এ ব্যথা হলেও প্রথমত ঘরোয়া উপাদানের মাধ্যমে কমানোর চেষ্টা করা উচিত। কিন্তু তাতে কাজ না হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী ঔষধ সেবন করা উচিত। চলুন জেনে নেই টনসিলের ঔষধ এর নাম:

টনসিলের ঔষধের নাম মূল্য মিলিগ্রাম
রফিউক্লাভ ( Roficlav) ৫৫ টাকা ২৫০ মিলিগ্রাম
এইচ এক্স আর (HXR) ২ টাকা ৫০ মিলিগ্রাম
ডেক্সিলেন্ড ( Dexilant) ৯ টাকা ১০০ মিলিগ্রাম
ভিফাস  (Vifas) ৮ টাকা ১০০ মিলিগ্রাম
ভায়োলিন মাউথ ওয়াশ   (violin mouthwash) ৪০ টাকা ১০০ মিলিগ্রাম
মকশা সিল ক্যাপসুল ( Moxasasil capsule) ৭.৫০ টাকা ৫০ মিলিগ্রাম
ট্রিডোসিল ক্যাপসুল (Tridosil capsule) ৩৫ টাকা ৫০০ মিলিগ্রাম

ঠান্ডায় গলা ব্যথা হলে  করণীয়

যে কোন ঋতুতে ঠান্ডা লেগে গলা ব্যথা হতে পারে। আবার টনসিলের কারণে ও গলা ব্যথা হয়ে থাকে। সাধারণত ব্যাকটেরিয়াজনিত কারণে এই ধরনের গলা ব্যথা হয়ে থাকে। তবে শীতকালে এই ধরনের সমস্যা বেশি তৈরি হয়। চলুন দেখে নেই ঠান্ডায় গলা ব্যথা হলে করণীয়:

  • তুলসী পাতা চিবিয়ে খেতে পারেন অথবা তুলসী পাতার রস এর সাথে মধু মিশ্রিত করে পান করতে পারেন।
  • ঠান্ডায় গলা ব্যথা হলে হলুদ চা পান করতে পারেন। এটি গলা ব্যথা কমানোর পাশাপাশি গলার ফোলা ভাব কমাতে কার্যকর ভূমিকা পালন করে।
  • যেকোনো ধরনের গলা ব্যথায় মধু খাওয়া যায়।
  • ঠান্ডায় গলা ব্যথা হলে এক চা চামচ করে অ্যাপেল সিডার ভিনেগার পান করতে পারেন।
  • প্রতিদিন ২-৩ বার লবঙ্গ চা পান করুন।

আশা করি এই ঘরোয়া উপাদান গুলো ব্যবহার করে ঠান্ডায় গলা ব্যথা কমাতে পারবেন।

গলা ব্যথা হলে কি খাওয়া উচিত

সামান্য গলা ব্যথায় কোনভাবে ঔষধ বা এন্টিবায়োটিক খাওয়া উচিত নয়। সামান্য গলা ব্যথায় প্রথমত ঘরোয়া টোটকা ব্যবহার করতে হবে। সে ক্ষেত্রে ঘরে থাকা কিছু সাধারণ উপাদান ব্যবহার করে গলা ব্যথা নিরাময় করা সম্ভব। চলুন জেনে নিই গলা ব্যথা হলে কি খাওয়া উচিত:

  • হালকা গরম জল দিয়ে দিনে দুই থেকে তিনবার গারগেল করতে হবে।
  • ঠান্ডা দুধ গলার ব্যথা অথবা গলার ফোলা ভাব কমাতে সাহায্য করে।
  • পিপারমিন্ট গলার ব্যথা অথবা গলার প্রধাহ কমাতে সাহায্য করে।
  • হালকা খাবার অথবা তরল খাবার গলা ব্যথা হলে সেবন করা উচিত। এতে করে অন্ত্রের প্রদাহ কমাতে উপকার হয়।
  • আদা চা অথবা মসলা চা খাওয়া উচিত।
  • মধু এবং লেবু একসাথে মিশিয়ে পান করা।
  • গলা ব্যথা হলে কম কথা বলার চেষ্টা করতে হবে।

গলা ব্যাথার হোমিও ঔষধ

ঋতু পরিবর্তনের কারণে ঠান্ডা জনিত কারণে গলা ব্যথার প্রকোপ বেড়ে যায়। এক্ষেত্রে এলোপ্যাথিক ঔষধ ব্যবহার না করেও হোমিও ঔষধ ব্যবহার করা যেতে পারে। চলুন জেনে নেই গলা ব্যাথার হোমিও ঔষধ গুলোর নাম:

হোমিও ঔষধ এর নাম ডোজ
অ্যাকোনাইট চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য 
অ্যালিয়াম সেপা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য
আর্সেনিকাম অ্যালবাম চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য
ফেরাম ফসফোরিকাম চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য
ক্যালি বাইক্রোমিকিাম চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য

 

শেষ কথা

গলা ব্যথা খুব সাধারণ উপসর্গ নিয়ে শুরু হলেও দিনে দিনে তা অস্বস্তির কারণ হয়ে ওঠে। গলা ব্যথা হলে খাবার খেতে অথবা ঢোক গেলার সময় বিরক্তিকর পরিস্থিতি সৃষ্টি হয়। তাই গলা ব্যথা হলে অবহেলা করা উচিত নয়। সাধারণ গলা ব্যথায় ঘরোয়া টোটকা ব্যবহার করুন।

ঘরোয়া টোটকায় কাজ না হলে পরবর্তীতে বিশেষজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত। আজকের এই আর্টিকেলে আমরা বিভিন্ন গলা ব্যাথার ঔষধের নাম সম্পর্কে আলোচনা করেছি। সম্পূর্ণ আর্টিকেলটি করলে আশা করলে আপনারা উপকৃত হবেন।

also read: আইডি কার্ড বের করার নিয়ম

Related Post

মৃত্যু নিয়ে উক্তি

150+মৃত্যু নিয়ে উক্তি, বাণী, ক্যাপশন 2024

মৃত্যু নিয়ে উক্তি জন্মিলে মরিতে হবে আর এটাই সত্যি। মৃত্যু হচ্ছে সবচেয়ে চিরন্তন সত্যি। পৃথিবীতে প্রতিটি প্রাণীর মৃত্যুর স্বাদ অনুভব করতে হবে। সবসময় মৃত্যুর জন্য

Read More »
খুশির স্ট্যাটাস

200+ স্টাইলিশ খুশির স্ট্যাটাস | হাসি নিয়ে ক্যাপশন

খুশির স্ট্যাটাস | হাসি নিয়ে ক্যাপশন জীবনের সুন্দর খুশির মুহূর্ত আমরা সবাই বাঁধাই করে রাখতে চাই। আর এই খুশির মুহূর্তকে ধরে রাখার সবচেয়ে সহজ উপায়

Read More »

স্টাইলিশ ভালোবাসার ছন্দ | রোমান্টিক ছন্দ | Love Status Bangla

❤❤ভালোবাসার ছন্দ | ভালোবাসার ছন্দ রোমান্টিক | ভালোবাসার ছন্দ স্ট্যাটাস❤❤ ভালোবাসা হলো এক অন্যরকম অনুভূতির নাম, যা শুধুমাত্র কাউকে ভালবাসলেই অনুভব করা যায়। আমরা বিভিন্নভাবে

Read More »
মন খারাপের স্ট্যাটাস

মন খারাপের স্ট্যাটাস, উক্তি, ছন্দ, ক্যাপশন, কিছু কথা ও লেখা

মন খারাপের স্ট্যাটাস মন খারাপ – এই কষ্টের অনুভূতি কার না হয়? সবারই কখনো না কখনো সবারই মন খারাপ হয়। জীবনের ছোটোখাটো অঘটন থেকে শুরু

Read More »

Leave a Comment

Table of Contents