Dreamy Media BD

অনলাইনে মামলা দেখার নিয়ম

অনলাইনে মামলা দেখার নিয়ম

অনলাইনে মামলা দেখার নিয়ম 

বিচারপ্রার্থীদের হয়রানি অবসানে আদালতে না গিয়ে, এখন ঘরে বসেই মামলার গতি-প্রকৃতি জানা যায়। ই-গভর্নেন্স আওতায় ডিজিটাল বাংলাদেশ রূপান্তর রূপকল্পে সরকার এই ব্যবস্থা চালু করেছে।

দুটি পদ্ধতিতে মামলার তথ্য পাওয়া যায়। নিম্ন ধাপে ধাপে সচিত্র পদ্ধতিতে দুটি বর্ণনা করা হয়েছে।

অনলাইনে মামলা দেখার নিয়ম:

১. মাই কোর্ট (MyCourt): অনলাইনে মামলা দেখার মোবাইল অ্যাপ দিয়ে।

২.ওয়েবসাইটঃ  ব্রাউজার মাধ্যমে ওয়েবসাইট (https://causelist.judiciary.org.bd) থেকে।

 

এছাড়াও শেষে আরও দুইটি পদ্ধতিতে মামলা দেখার নিয়ম দেওয়া হয়েছে।

অনলাইনে মামলা দেখার জন্য যা যা তথ্য লাগে

অনলাইনে মামলা দেখতে আপনার লাগবেঃ

১. ডিভাইসঃ মোবাইল অথবা কম্পিউটার 

২. আদালতের নাম, ( মামলা, যে আদালতে মামলা চলমান)। 

৩. মামলার নম্বর। 

৪. মামলার সাল। 

অনলাইনে, মামলা দেখার আগে প্রয়োজনীয় এই তথ্যগুলি সঙ্গে রাখবেন।

অ্যাপ ব্যবহার করে মামলা দেখার নিয়ম 

আমার আদালত (MyCourt) অ্যাপ দিয়ে মাধ্যমে মামলা দেখার ধাপগুলো

১. প্রথম ধাপ: গুগল প্লে স্টোর থেকে MyCourt  এপ টি বিনামূল্যে ডাউনলোড করে, ফোনে ইনস্টল করে নিন (এপ লিংক এখানে)।

২. দ্বিতীয় ধাপ: অ্যাপটি খুললে, উপরের ছবির মত একটি স্ক্রিন পাবেন। স্ক্রিনের নিচে, মামলা অনুসন্ধান এ ক্লিক করুন।

৩. তৃতীয় ধাপ: মামলা অনুসন্ধানের জন্য, ক্রমান্বয়ে আপনার বিভাগ, জেলা, ও আদালত নির্বাচন করে সর্বশেষ মামলার নম্বর ও সন দিন।

তারপর, অনুসন্ধান বাটনে ক্লিক করুন।

 

. চতুর্থ ধাপ: তৃতীয় ধাপে দেওয়া সব তথ্য সঠিক থাকলে, উপ্রের ছবির মত একটা স্ক্রিন পাবেন। এখানে আপনাকে মামলার একটা প্রাথমিক তথ্য দেবে, যেমন মামলা নম্বর ও পক্ষণগন। মামলার বিস্তারিত জানতে “দেখুন” বাটনে ক্লিক করুন।

ওয়েবসাইট ব্যবহার করে মামলা দেখার নিয়ম 

এই পদ্ধতিতে মামলা দেখতে হলে, 

প্রথমত, মোবাইল বা কম্পিউটার বা ল্যাপটপ হতে গুগল বা অন্য কোন ব্রাউজার ওপেন করে এই লিংকটিতে (https://causelist.judiciary.gov.bd/) প্রবেশ করতে হবে।

 

দ্বিতীয়ত, তাহলে এই পিকচারের মত একটি স্ক্রীন আসবে। এখানে থেকে, ক্রমান্বয়ে আপনার বিভাগ, জেলা, “অধস্তন আদালত নির্বাচন করুন” থেকে যে আদালতে মামলা চলমান তা নির্বাচন করুন।

তারপর, “মামলা নম্বর/সন” এই অংশে প্রথমে মামলা নম্বর দিন, তারপর ব্যাক স্ল্যাশ দিয়ে সন বা বছর দিন। যেমন: 12345/2023 এভাবে দিন।

তারপর, পাশে থাকা “অনুসন্ধান” বাটনে ক্লিক করুন।

তৃতীয়ত, আপনার দেওয়া সকল তথ্য ঠিক থাকলে আপনার মামলার বিস্তারিত তথ্য যেমন: মামলার তারিখ, আদেশ ও মামলার পরবর্তী তারিখ জানতে পারবেন। 

(কোন কারণে, তথ্য না আসলে, তথ্যগুলো পুনরায় দিন। তাও না হলে, আপনার ফোন বা কম্পিউটারে ইন্টারনেট কানেকশন যাচাই করুন, তারপর পেজ রিফ্রেশ দিন)

 

মামলার ই কার্যতালিকা দেখার নিয়ম

 

ওয়েবসাইট এর মাধ্যমে, মামলার ই কার্যতালিকা দেখতে নিচের ধাপগুলো অনুসরণ করুন:

প্রথম ধাপ: আপনার ডিভাইস (ফোন না কম্পিউটারের ব্রাউজার (গুগল) থেকে 

https://causelist.judiciary.gov.bd/ এই ওয়েবসাইট এ প্রবেশ করুন। 

দ্বিতীয় ধাপ: উপরে দেওয়া পিকচার এর মত একটি স্ক্রিন পাবেন, সেখানে প্রয়োজনীয় তথ্যগুলি দিন। ক্রমান্বয় বিভাগ, জেলা, ও যে আদালতে মামলা চলমান টা নির্বাচন করুন। 

এরপর যে কর্ম দিবস এর তালিকা দেখতে চান তা নির্বাচন করুন। এবার অনুসন্ধান বাটনে ক্লিক করুন (বাটনে ক্লিক এর আগে সব তথ্যগুলো আরেকবার চেক করুন)।

 

তৃতীয় ধাপ: দ্বিতীয় ধাপের দেওয়া সকল তথ্য ঠিক থাকলে, উপরের পিকচারের মত তথ্য দেখতে পারবেন।

এখানে, আপনি যে তারিখের জন্য অনুসন্ধান করেছেন, সেদিনের সেই আদালতে যে মামলাগুলো তোলা হবে, তার মামলা নম্বর, কার্যক্রম (বর্তমান অবস্থা, আপিল বা শুনানি বা অন্য কিছু হতে পারে) , ও ইত্যাদি তথ্য দেখতে পারবেন। এখান থেকে আপনি আপনার মামলা নম্বর মিলিয়ে নিয়ে দেখতে পারেন, সেদিন সংস্লিস্থ আদালতে আপনার মামলার কার্যতালিকায় আছে কিনা। 

 

সরাসরি সার্ভার থেকে মামলার কার্যতালিকা

মামলার সকল তথ্য এক ঠিকানায়।   http://114.130.55.91/ এই সার্ভারে বিশেষ কিছু আদালত ও ট্রাইব্যুনালের কার্য তালিকা পাওয়া যায়, যা অন্য ওয়েবসাইট বা এপে পাওয়া যায় না। 

এই জুডিশিয়াল পোর্টাল, বাংলাদেশ সুপ্রিম কোর্টের মামলার কার্যতালিকা (আপিল ও হাইকোর্ট বিভাগ),  অধস্তন আদালত গুলির মামলার কার্যকারিতা ও নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল সহ অন্যান্য ট্রাইব্যুনাল গুলির মামলার কার্যতালিকা পাওয়া যায়। 

সার্ভার থাকে কার্যতালিকা পাওয়ার উপায়:

প্রথম ধাপ: উপরের সার্ভার লিংকটিতে প্রবেশ করুন। তাহলে এই ছবির মত একটি হোমপেজ দেখতে পাবেন।

দ্বিতীয়ত: হোমপেজ থেকে আদালতের ধরন দেখে, প্রয়োজনীয় তথ্য দিয়ে, আপনার কাঙ্খিত আদালত নির্বাচন করুন। 

তৃতীয়ত: যাবতীয় তথ্য দিয়ে সেই দিনের কার্যতালিকা থেকে আপনার মামলার প্রয়োজনীয় যাবতীয় তথ্য সংগ্রহ করুন।

সার্ভার হতে অনলাইনে সরাসরি মামলা দেখা

 

সার্ভার থেকে সরাসরি দেখতে, আপনার ফোন বা কম্পিউটার  ব্রাউজার হতে উপরে দেওয়া সার্ভার লিংকে প্রবেশ করুন

তারপর, আপনার কাঙ্খিত আদালত বা ট্রাইব্যুনাল টি সিলেক্ট করুন। সেখানে হতে, মামলা অনুসন্ধান করুন বাটনে ক্লিক দিন।

বাটনে, ক্লিকের পর এই স্কিন টা আসবে। এখান হতে আপনার মামলার আদালত ও মামলা নম্বর দিয়ে “অনুসন্ধান করুন” বাটনে ক্লিক করুন। তাহলে আপনার মামলার সর্বশেষ অবস্থা জানতে পারবেন।

যেখানে, মামলা নম্বর, পক্ষগণের নাম, ধার্যকরণ কারণ, ও ইত্যাদি তথ্য জানতে পারবেন।

 

এই সম্পর্কিত আরও কিছু প্রশ্নোত্তর (FAQ)

ইন্টারনেটে অনলাইন মামলা বিষয়ে সর্বাধিক জিজ্ঞেস করা কিছু প্রশ্নের উত্তর:

থানার মামলা দেখার নিয়ম 

থানার মামলা দেখার জন্য এখন অব্দি কোন অনলাইন মাধ্যম নেই। তাই থানার মামলা , জিডি ও যাবতীয় অভিযোগের অগ্রগতি সরাসরি গিয়ে দেখতে হবে। 

 

মামলা নম্বর/সাল দিয়ে মামলা দেখার উপায়

কেস লিস্ট এই ওয়েবসাইটের মাধ্যমে, উপরের বর্ণিত “ওয়েবসাইট ব্যবহার করে মামলা দেখার নিয়ম ” ধাপগুলি অনুসরণ করে , মামলা নম্বর ও সনের মাধ্যমে মামলার সর্বশেষ অবস্থা জানতে পারবেন। 

মোবাইল অ্যাপস এর মাধ্যমে, মামলা নম্বর ও সনের মাধ্যমে , মামলার বর্তমান অবস্থা সম্পর্কে জানা যায় (উপরে ধাপে ধাপে বিস্তারিত বর্ণনা আছে)। 

 

অনলাইনে মামলা দেখার জন্য কি কোন টাকা লাগে?

 

না, অনলাইনে মামলার সর্বশেষ অবস্থা জানতে কোন টাকা লাগে না। মামলার সর্বশেষ পরিস্থিতি দেখার মোবাইল এপ ও ওয়েবসাইট ব্যবহার সম্পূর্ণরূপে ফ্রী।

 

অনলাইনে সুপ্রিম কোর্টে মামলা করা যায়? 

হ্যা, নিদৃষ্ঠ ফি দিয়ে এই (http://www.sci.gov.in/efiling-registration) ওয়েবসাইট থেকে ই ফাইলিং পদ্ধতিতে অনলাইনে সুপ্রিম কোর্টে মামলা করা যায়। 

 

অনলাইনে, মামলা সম্পর্কিত আরও কিছু জানার থাকলে পোস্টের নিচে কমেন্ট করে জানিয়ে দিন। লেখাটি ভালো লাগলে, সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন।

 

Source: 

 

Also Read : অপারেশন সার্চলাইট

Related Post

মৃত্যু নিয়ে উক্তি

150+মৃত্যু নিয়ে উক্তি, বাণী, ক্যাপশন 2024

মৃত্যু নিয়ে উক্তি জন্মিলে মরিতে হবে আর এটাই সত্যি। মৃত্যু হচ্ছে সবচেয়ে চিরন্তন সত্যি। পৃথিবীতে প্রতিটি প্রাণীর মৃত্যুর স্বাদ অনুভব করতে হবে। সবসময় মৃত্যুর জন্য

Read More »
খুশির স্ট্যাটাস

200+ স্টাইলিশ খুশির স্ট্যাটাস | হাসি নিয়ে ক্যাপশন

খুশির স্ট্যাটাস | হাসি নিয়ে ক্যাপশন জীবনের সুন্দর খুশির মুহূর্ত আমরা সবাই বাঁধাই করে রাখতে চাই। আর এই খুশির মুহূর্তকে ধরে রাখার সবচেয়ে সহজ উপায়

Read More »

স্টাইলিশ ভালোবাসার ছন্দ | রোমান্টিক ছন্দ | Love Status Bangla

❤❤ভালোবাসার ছন্দ | ভালোবাসার ছন্দ রোমান্টিক | ভালোবাসার ছন্দ স্ট্যাটাস❤❤ ভালোবাসা হলো এক অন্যরকম অনুভূতির নাম, যা শুধুমাত্র কাউকে ভালবাসলেই অনুভব করা যায়। আমরা বিভিন্নভাবে

Read More »
মন খারাপের স্ট্যাটাস

মন খারাপের স্ট্যাটাস, উক্তি, ছন্দ, ক্যাপশন, কিছু কথা ও লেখা

মন খারাপের স্ট্যাটাস মন খারাপ – এই কষ্টের অনুভূতি কার না হয়? সবারই কখনো না কখনো সবারই মন খারাপ হয়। জীবনের ছোটোখাটো অঘটন থেকে শুরু

Read More »

Leave a Comment

Table of Contents