Dreamy Media BD

আবেদন পত্র লেখার নিয়ম বাংলা 

আবেদন পত্র লেখার নিয়ম বাংলা

আবেদন পত্র লেখার নিয়ম বাংলা 

স্কুলের গণ্ডি থেকে শুরু করে কর্মক্ষেত্রে প্রতিটি জায়গায় আবেদন পত্রের প্রয়োজন হয়। বিভিন্ন কাজে আমাদের দরখাস্ত লেখার প্রয়োজন পড়ে কর্তৃপক্ষকে। তবে প্রতিটি বিষয়ের জন্য আবেদনপত্রের নির্দিষ্ট নিয়ম রয়েছে। তাই আবেদন পত্র লেখার নিয়ম বাংলা জেনে থাকা খুবই গুরুত্বপূর্ণ কেননা ছুটির জন্য আবেদনপত্র হোক বা চাকরির দরখাস্ত লেখা আবেদনপত্র লেখার সময় আমরা কমবেশি অস্বস্তি অনুভব করি। এটি লেখার সময় আমরা সর্বদা সতর্ক থাকি  কারন আবেদনপত্র লিখতে হয় সঠিক নিয়মে। তাই আবেদন লেখার নিয়ম ইংরেজিতে হোক বা বাংলায় হোক এর নিয়মাবলী  সঠিকভাবে জানার কোন বিকল্প নেই।

বাংলায় আবেদনপত্র লেখার নিয়ম 

প্রয়োজন অনুযায়ী প্রতিটি আবেদন পত্র লেখার নিয়ম আলাদা হয়ে থাকে। আবেদনপত্র সঠিকভাবে লিখার নিয়ম না জানা থাকলে অন্যের কাছ থেকে সাহায্য নিতে আমাদের খুব অস্বস্তি বা দ্বিধা হয় কারণ অনেক সময় দেখা যায় শিক্ষাগত যোগ্যতা অনেক বেশি থাকার পরও একটি আবেদন সঠিকভাবে লিখতে পারা যায় না। তাদের জন্যই আজকে আমাদের এই আর্টিকেল। আমাদের সবার উচিত আবেদন পত্র কিভাবে লিখতে হয়, আবেদন পত্রের ফরমেট কেমন হবে, কি ধরনের তথ্য এখানে যুক্ত করা প্রয়োজন ইত্যাদি বিষয়গুলি সম্পর্কে সম্য জ্ঞান অর্জন করতে হবে। আবেদনপত্রের বিভিন্ন ফর্ম রয়েছে যেমন প্রত্যয়ন পত্র, অভিযোগ পত্র বা দরখাস্ত ইত্যাদি। বাংলায় আবেদন পত্র লেখার নিয়ম-কানুন রয়েছে সেগুলি ছাড়া একটি আবেদন পত্র পরিপূর্ণতা লাভ করে না। সঠিক নিয়মে আবেদন পত্র লিখার জন্য যে বিষয়গুলি আপনাকে অনুসরণ করতে হবে নিচে সেগুলো  উল্লেখ করা হলো:

একটি আবেদনপত্রে যেসব বিষয় অন্তর্ভুক্ত করতে হবে –

  • আবেদনের নির্দিষ্ট তারিখ 
  • প্রাপকের ঠিকানা অর্থাৎ যার কাছে আবেদন করবেন তার না  পদবিসহ ঠিকানা। 
  • আবেদনের বিষয়। 
  • যে বিষয় নিয়ে আবেদন করবেন সেটি সুন্দরভাবে ও গঠনমূলকভাবে  উপস্থাপন করা। 
  • একটি সুন্দর সম্ভাষণ (যেমন স্যার /ম্যাডাম /জনাব)। 
  • আবেদনকারীর নাম, পদবী ও ঠিকানা।

আবেদনপত্র লেখার নমুনা ও নিয়ম 

ইতোপূর্বে  আমরা আবেদনপত্র লেখার নিয়মাবলী সম্পর্কে জেনেছি। এখন প্র্যাকটিকাল ভাবে  আবেদন পত্র লেখার নিয়ম বাংলা নমুনা দরখাস্ত দেখাবো। এই দরখাস্তগুলি দেখলে আপনার সব রকম ভয় বা দ্বিধাবোধ দূর হয়ে যাবে আবেদনপত্র লেখা নিয়ে। এই আর্টিকেল এর মাধ্যমে আজ আমরা যে বিষয় নিয়ে আবেদন পত্র লেখার নমুনা আলোচনা করব সেগুলি হল-

  • স্কুলে ভর্তির জন্য আবেদনপত্র 
  • ছাড়পত্রের জন্য আবেদনপত্র 
  • অনুপস্থিতির জন্য ছুটির আবেদন পত্র 
  • জরিমানা মওকুফের জন্য আবেদন পত্র 
  • অগ্রিম ছুটির জন্য আবেদন পত্র 
  • অফিসিয়াল ছুটির জন্য আবেদন পত্র 
  • সহকারী শিক্ষক পদে চাকরির জন্য আবেদন পত্র 
  • জাতীয় পরিচয়পত্র হারিয়ে গেলে জিডি লেখার নমুনা

স্কুলে ভর্তির জন্য আবেদন পত্র  লেখার নমুনা ফরম

তারিখ:১৯/১১২০২৩

বরাবর, 

অধ্যক্ষ 

জাহাঙ্গীরনগর সরকারি গার্লস স্কুল 

মহাদেবপুর , নওগাঁ। 

বিষয়: স্কুলে ভর্তির জন্য আবেদন।

জনাব, 

সবিনয় বিনীত নিবেদন এই যে, আবেদন পত্র আমি বামইন স্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেণীর একজন নিয়মিত ছাত্র। আমার রোল নম্বর ৩। আমার বাবা একজন সরকারি কর্মকর্তা। সাম্প্রতি আমার বাবার কর্মস্থল নিয়ামতপুর থেকে নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলায় স্থানান্তর হয়েছে। কারণ আমি আমার পরিবারের সঙ্গে থাকি এবং আমার পড়াশোনা চালিয়ে যেতে মহাদেবপুরের কোন স্কুলে ভর্তি হওয়া আবশ্যক। 

 

অতএব, জনাবের  নিকট আকুল নিবেদন এই যে, আমার পরিস্থিতির কথা বিবেচনা করে আপনার স্কুলে আমাকে ভর্তির অনুমতি দিয়ে বাধিত  করবেন। 

বিনীত নিবেদক 

আপনার একান্ত অনুগত 

আহমাদ সালাহ

বামইন স্কুল এন্ড কলেজ 

শ্রেণী: ৮ম

রোল নং : ৩

শাখা : খ

ছাড়পত্রের জন্য আবেদনপত্র লেখার নমুনা 

তারিখ:১৯/১১২০২৩

বরাবর, 

প্রধান শিক্ষক 

বামন স্কুল এন্ড কলেজ 

নিয়ামাতপুর, নওগাঁ। 

বিষয়: ছাড়পত্রের জন্য আবেদন। 

জনাব, 

যথাবিহিত সম্মান প্রদর্শন করিয়া  বিনীত নিবেদন করছি যে, আমি আপনার স্কুলের অষ্টম শ্রেণীর একজন নিয়মিত ছাত্র। আমার রোল নাম্বার ৩। আমার বাবা একজন সরকারি কর্মকর্তা। সম্প্রতি তিনি নওগাঁর নিয়ামাতপুর উপজেলা হতে মহাদেবপুর উপজেলায় বদলি হয়েছেন। এমতাবস্থায় আপনার স্কুলে আমার পক্ষে অধ্যয়ন করা সম্ভব নয়। তাই জরুরীভিত্তিতে আমার ছাড়পত্র আবশ্যক। 

অতএব, জনাবেন নিকট আকুল প্রার্থনা এই যে , আমার উপরোক্ত সমস্যার কথা বিবেচনায় রেখে সকল বকেয়া ফি ও বেতন পরিশোধ পূর্বক ছাড়পত্র প্রদানের জন্য আপনার সদয় কামনা করছি। 

বিনীত নিবেদক 

আপনার একান্ত অনুগত 

আহমাদ সালাহ

বামইন স্কুল এন্ড কলেজ 

শ্রেণী: ৮ম

রোল নং : ৩

শাখা : খ

 

অনুপস্থিতির জন্য ছুটির আবেদন পত্র লেখার নমুনা 

 

তারিখ:১৯/১১২০২৩

বরাবর, 

অধ্যক্ষ 

জাহাঙ্গীরনগর সরকারি স্কুল 

মহাদেবপুর , নওগাঁ। 

বিষয়: অনুপস্থিতির জন্য ছুটির আবেদন। 

জনাব, 

যথাপূর্বক সম্মান প্রদর্শন করিয়া বিনীত নিবেদন করছি যে, আমি জাহাঙ্গীরনগর সরকারি স্কুলের একজন নিয়মিত ছাত্র। আমি গত ০৫/১১/২০২৩ হতে ০৮/১১/২০২৩ তারিখ পর্যন্ত শারীরিক অসুস্থতার কারণে  মোট চার দিন বিদ্যালয়ে উপস্থিত থাকতে পারিনি। 

অতএব, মহোদয়ের নিকট আকুল প্রার্থনা এই যে, আমার অসুস্থতার বিষয়টি বিবেচনায় রেখে আমাকে এই চার দিনের ছুটি দিয়ে বাধিত করবেন। 

 

বিনীত নিবেদক 

আপনার একান্ত অনুগত 

আহমাদ সালাহ

জাহাঙ্গীরনগর সরকারি স্কুল 

শ্রেণী: ৮ম

রোল নং : ৩

শাখা : খ

 

জরিমানা মওকুফের জন্য আবেদন পত্র লেখার নমুনা 

 

তারিখ:১৯/১১২০২৩

বরাবর, 

অধ্যক্ষ 

জাহাঙ্গীরনগর সরকারি স্কুল 

মহাদেবপুর , নওগাঁ। 

বিষয়: জরিমানা মওকুফের জন্য আবেদন। 

জনাব, 

সবিনয় বিনীত নিবেদন এই যে, আমি আহমেদ সালাহ, আপনার বিদ্যালয়ের নবম শ্রেণীর একজন নিয়মিত ছাত্র। আমার পারিবারিক অবস্থা অসচ্ছল। আমার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হলেন আমার বাবা। আমরা চার ভাই বোন। আমি ছাড়াও আমার ভাই বোনের পড়াশোনার জন্য আমার বাবাকে ব্যয় বহন করতে হয়। এই সমস্যাগুলির কারণে  আমি আমার বেতন এবং অন্যান্য ফি নির্ধারিত সময়ে পরিশোধ করতে সক্ষম হয়নি। 

অতএব, জনাবের নিকট আকুল নিবেদন এই যে,  আমার উপরোক্ত সমস্যাগুলির কথা বিবেচনা করে আমার সকল জরিমানা মওকুফ করে সকল বেতন ও ফি প্রদানে জনাবের সদয় প্রার্থনা  করছি। 

 

বিনীত নিবেদক 

আপনার একান্ত অনুগত 

আহমাদ সালাহ

জাহাঙ্গীরনগর সরকারি স্কুল 

শ্রেণী: ৯ম

রোল নং : ৩

শাখা : খ

 

অগ্রিম ছুটির জন্য আবেদন পত্র লেখার নিয়ম

তারিখ:১৯/১১২০২৩

বরাবর, 

অধ্যক্ষ 

জাহাঙ্গীরনগর সরকারি স্কুল 

মহাদেবপুর , নওগাঁ। 

বিষয়: অগ্রিম ছুটির জন্য আবেদন 

জনাব,

সবিনয় বিনীত নিবেদন এই যে, আমি মোহাম্মদ আকরাম হোসাইন, আপনার স্কুলের নবম শ্রেণীর একজন নিয়মিত ছাত্র। আমার রোল নম্বর এক। আগামী  ২০/১১/২০২৩ তারিখে আমার বড় ভাইয়ের শুভ বিবাহ অনুষ্ঠিত হবে এবং ২৪/১১/২০২৩ তারিখে বৌভাত অনুষ্ঠিত হবে।  তাই ২০/১১/২০২৩ হতে ২৫/১১/২০২৩ তারিখ পর্যন্ত মোট পাঁচ দিন স্কুলে উপস্থিত হতে পারবো না। 

অতএব, জানাবেন নিকট আকুল প্রার্থনা এই যে, আমার উক্ত বিষয়টি বিবেচনায় রেখে মোট পাঁচ দিনের ছুটি প্রদান করতে আপনার সদয় কামনা করছি। 

 

বিনীত নিবেদক 

আপনার একান্ত অনুগত 

আকরাম হোসাইন 

জাহাঙ্গীরনগর সরকারি স্কুল 

শ্রেণী: ৯ম

রোল নং : ১

শাখা : ক

 

অফিসিয়াল ছুটির জন্য আবেদন পত্র লেখার নিয়ম 

তারিখ:১৯/১১২০২৩

বরাবর, 

ব্যবস্থাপক 

ইসলামী ব্যাংক লিমিটেড 

ছাতড়া, নওগাঁ 

বিষয়: নৈমিত্তিক  ছুটির জন্য আবেদন। 

জনাব, 

যথাবিহিত  সম্মান প্রদর্শন পূর্বক বিনীত নিবেদন এই যে, আমি আপনার অধীনস্থ ইসলামী ব্যাংক লিমিটেড, ছাতড়া শাখা, ছাতড়া তে অফিসার হিসেবে  নিয়োজিত আছি। আগামী ২০/১১/২০২৩ তারিখে আমার ছোট  বোনের শুভ বিবাহ অনুষ্ঠিত হবে এবং ২৪/১১/২০২৩ তারিখে বৌভাত অনুষ্ঠিত হবে। তাই ২০/১১/২০২৩ হতে ২৫/১১/২০২৩ তারিখ পর্যন্ত মোট পাঁচ দিনের ছুটি একান্তই প্রয়োজন হয়ে পড়েছে। 

অতএব, আপনার নিকট আকুল প্রার্থনা এই যে, উপরোক্ত এই পাঁচ দিনের ছুটি বিবেচনায় রেখে আমার নৈমিত্তিক ছুটি মঞ্জুর করার জন্য আপনার সদয় কামনা করছি। 

 

বিনীত 

আপনার একান্ত বাধ্যগত 

মোঃ ইকবাল হোসেন 

অফিসার 

ইসলামী ব্যাংক লিমিটেড 

ছাতড়া শাখা, ছাতড়া

 

অফিসিয়াল  ছুটির জন্য আবেদনপত্র লেখার নমুনা

তারিখ: ২১/১১/২০২৩

বরাবর, 

ব্যবস্থাপক 

ইসলামি ব্যাংক লিমিটেড 

মহাদেবপুর, নওগাঁ 

বিষয়: অনুপস্থিতির জন্য ছুটির আবেদন। 

জনাব, 

যথাবিহিত  সম্মান প্রদর্শনকরিয়া বিনীত নিবেদন করছি যে, আমি আপনার অধীনস্থ ইসলামি ব্যাংক লিমিটেড, মহাদেবপুর শাখায়  সিনিয়র অফিসার হিসেবে নিয়োজিত রয়েছি। আমি ২১-১১-২০২৩ হতে ২৩-১১-২০২৩ শারীরিক অসুস্থতার জন্য অফিসে উপস্থিত ছিলাম না। 

 

অতএব, জনাবের নিকট আকুল প্রার্থনা এই যে, আমার অসুস্থতার বিষয়টি মানবিকভাবে বিবেচনা করে  উপরে উল্লেখিত তিন দিনের ছুটি মঞ্জুর করিয়া আপনার সদয় প্রার্থনা করছি। 

 

বিনীত 

আপনার একান্ত অনুগত 

মোঃ মামুনূর হোসেন 

সিনিয়র অফিসার 

ইসলামি ব্যাংক লিমিটেড 

মহাদেবপুর শাখা, নওগাঁ

 

সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য আবেদন পত্র লেখার নিয়ম 

জনাব, 

যথাবিহিত সম্মান প্রদর্শনপূর্বক বিনীত নিবেদন এই যে, গত ২০/১১/২০২৩ তারিখে “প্রথম আলো” পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তি মাধ্যমে জানতে পেরেছি যে, আপনার প্রতিষ্ঠানে সহকারী শিক্ষক পদে প্রয়োজনীয় সংখ্যক কিছু লোক নিয়োগ করা হবে। আমি উক্ত পদের একজন যোগ্য  প্রার্থী হিসেবে আমার শিক্ষাগত যোগ্যতা ও জীবন বৃত্তান্ত সহ আনুষঙ্গিক সকল তথ্য মহোদয়ের নিকট উপস্থাপন করছি। 

  1. নামঃ
  2. পিতার নামঃ
  3. মাতার নামঃ
  4. বর্তমান ঠিকানাঃ
  5. স্থায়ী ঠিকানাঃ
  6. জন্ম তারিখঃ
  7. জাতীয়তাঃ
  8. জাতীয় পরিচয় পত্র নম্বরঃ
  9. বৈবাহিক অবস্থাঃ
  10. ধর্মঃ
  11. মোবাইল নম্বরঃ
  12. রক্তের গ্রুপঃ
  13. শিক্ষাগত যোগ্যতাঃ

 

পরীক্ষার নাম  গ্রুপ /বিষয়  বোর্ড / বিশ্ববিজিপিএ ৪.৪৪ দ্যালয়  পাশের সাল  প্রাপ্ত গ্রেড 
এসএসসি  ব্যবসায় শিক্ষা  রাজশাহী  ২০১৩  জিপিএ ৪.৪৪ 
এইচএসসি  ব্যবসায় শিক্ষা  রাজশাহী  ২০১৫  জিপিএ ৪.৯২ 
বিএসএস  সমাজবিজ্ঞান  খুলনা বিশ্ববিদ্যালয়  ২০২৩ ফার্স্ট ক্লাস (৩.৫৩)
এমএসএস  সমাজ বিজ্ঞান  খুলনা বিশ্ববিদ্যালয়  ২০২৩  ফার্স্ট ক্লাস 

(৩.২৫)

 

  1. অভিজ্ঞতাঃ

 

অতএব, মহোদয়ের নিকট আকুল প্রার্থনা এই যে, ওপরের সবগুলি উল্লেখিত তথ্য বিবেচনায় রেখে একজন যোগ্য প্রার্থী হিসেবে আমাকে মনোনীত করার জন্য আপনার সদয় কামনা করছি। 

বিনীত 

আকরাম হোসাইন 

মোবাঃ +৮৮০১৭১০০-০৯০৯৯৯

সংযুক্তিঃ

  1. সকল শিক্ষাগত  সনদপত্রের সত্যায়িত অনুলিপি 
  2. পাসপোর্ট সাইজের সত্যায়িত করা দুই কপি ছবি 
  3. নাগরিকত্ব সনদপত্র 
  4. চারিত্রিক সনদপত্র 
  5. জন্ম নিবন্ধনের সত্যায়িত অনুলিপি অথবা জাতীয় পরিচয় পত্র 
  6. এক হাজার টাকার ব্যাংক ড্রাফট

 

জাতীয় পরিচয়পত্র হারিয়ে গেলে জিডি লেখার নমুনা

তারিখ: ( প্রথমে আবেদনের তারিখ লিখুন)

বরাবর,

অফিসার ইনচার্জ

থানার নাম: (আপনার থানা যেটি তার নাম লিখুন)

উপজেলা, জেলা। (আপনি যে উপজেলা ও জেলার সেগুলোর নাম লিখুন)

 

বিষয়ঃ সাধারণ ডায়েরির জন্য আবেদন।

 

সবিনয় বিনীত নিবেদন এই যে, আমি ( আপনার নাম ও বয়স), পিতা/স্বামীঃ (পিতা বা স্বামীর নাম লিখতে হবে) গ্রামঃ ( আপনার গ্রামের নাম লিখুন), ডাকঘরঃ (আপনার ডাকঘর এর নাম লিখুন), উপজেলাঃ (আপনার উপজেলাটির নাম লিখুন) জেলাঃ ( আপনার জেলার নাম লিখুন)। আমি থানায় উপস্থিত হয়ে এই মর্মে লিখিতভাবে অবগত করছি যে, গত (হারানোর তারিখ লিখতে হবে) তারিখে আমার নিজ এলাকা বা (যেকোন একটি জায়গার নাম লিখুন) অন্য কোন জায়গায় আমার জাতীয় পরিচয়পত্র কার্ড হারিয়ে ফেলেছি। জাতীয় পরিচয়পত্র নম্বর/স্মার্ট কার্ড নম্বর- (এখানে আপনার জাতীয় পরিচয়পত্র নম্বর লিখতে হবে) সম্ভাব্য সকল স্থানে খোঁজে দেখার পরও পাই নি।। এমতাবস্থায় এই বিষয়টি সাধারণ ডায়েরিভুক্ত করা একান্ত আবশ্যক।

 

অতএব, উপরোক্ত বিষয়টি সাধারণ ডায়েরিভুক্ত করার জন্য আপনার সদয় কামনা করছি।

 

নিবেদক

আপনার স্বাক্ষর

(আপনার নাম লিখবেম এখানে) 

মোবাইলঃ (আপনার মোবাইল নম্বর লিখবেন)

ঠিকানাঃ (আপনার ঠিকানা লিখবেন এখানে)

 

উপসংহার 

আবেদনপত্র লিখতে পারা অবশ্যই একটি ভালো দক্ষতা। কেননা অনেক সময় পড়াশোনা শেষ হয়ে যাওয়ার পরও আমরা ভালোভাবে একটি আবেদন পত্র লিখতে পারি না। চাকরির আবেদন পত্র বলুন বা কর্মজীবনে বিভিন্ন ছুটি বা অন্যান্য কাজে আবেদনপত্র লিখতেই হয়। তাই সবচেয়ে ভালো হয় স্কুল জীবন থেকেই সুন্দরভাবে আবেদন পত্র লিখতে পারার যোগ্যতা অর্জন করা। আজকের এই আর্টিকেলে আমরা আলোচনা করেছি আবেদন পত্র লেখার নিয়ম বাংলা এবং  নমুনা। আশা করছি এই আর্টিকেল পড়ার পর বাংলায় আবেদন পত্র কিভাবে লিখতে হয় এ ব্যাপারে আপনাদের আর কোন সমস্যা থাকবে না।

 

একটি সুন্দর  দরখাস্ত লিখা বিশেষ একটি গুণ সবাই দরখাস্ত সুন্দরভাবে লিখতে পারেনা। দরখাস্ত সুন্দর ও গুছিয়ে লিখতে পারার জন্য আপনাকে প্রথমে জানতে হবে সঠিকভাবে দরখাস্ত লিখার নিয়ম সম্পর্কে। কেননা অনেক সময় পড়াশোনা করবার পরও একটি দরখাস্ত লিখতে সক্ষম হয় না। কিন্তু স্কুল জীবন থেকেই দরখাস্ত লেখার নিয়ম জেনে রাখা উচিত। কেননা এটি আপনার কর্মজীবনে সহযোগিতা করবে নয়তো এটি আপনার লজ্জার কারণ হয়ে দাঁড়াবে। আজকের এই আর্টিকেল পড়লে আমরা আশা করব আর দরখাস্ত লেখা নিয়ে আপনার কোন ভ্রান্তি বা অস্বস্তি থাকবে না। 

Also read: ছুটির জন্য আবেদন পত্র 

Related Post

মৃত্যু নিয়ে উক্তি

150+মৃত্যু নিয়ে উক্তি, বাণী, ক্যাপশন 2024

মৃত্যু নিয়ে উক্তি জন্মিলে মরিতে হবে আর এটাই সত্যি। মৃত্যু হচ্ছে সবচেয়ে চিরন্তন সত্যি। পৃথিবীতে প্রতিটি প্রাণীর মৃত্যুর স্বাদ অনুভব করতে হবে। সবসময় মৃত্যুর জন্য

Read More »
খুশির স্ট্যাটাস

200+ স্টাইলিশ খুশির স্ট্যাটাস | হাসি নিয়ে ক্যাপশন

খুশির স্ট্যাটাস | হাসি নিয়ে ক্যাপশন জীবনের সুন্দর খুশির মুহূর্ত আমরা সবাই বাঁধাই করে রাখতে চাই। আর এই খুশির মুহূর্তকে ধরে রাখার সবচেয়ে সহজ উপায়

Read More »

স্টাইলিশ ভালোবাসার ছন্দ | রোমান্টিক ছন্দ | Love Status Bangla

❤❤ভালোবাসার ছন্দ | ভালোবাসার ছন্দ রোমান্টিক | ভালোবাসার ছন্দ স্ট্যাটাস❤❤ ভালোবাসা হলো এক অন্যরকম অনুভূতির নাম, যা শুধুমাত্র কাউকে ভালবাসলেই অনুভব করা যায়। আমরা বিভিন্নভাবে

Read More »
মন খারাপের স্ট্যাটাস

মন খারাপের স্ট্যাটাস, উক্তি, ছন্দ, ক্যাপশন, কিছু কথা ও লেখা

মন খারাপের স্ট্যাটাস মন খারাপ – এই কষ্টের অনুভূতি কার না হয়? সবারই কখনো না কখনো সবারই মন খারাপ হয়। জীবনের ছোটোখাটো অঘটন থেকে শুরু

Read More »

Leave a Comment

Table of Contents