Dreamy Media BD

অনলাইনে স্মার্ট কার্ড চেক । জেনে নিন আপনার স্মার্ট কার্ড কবে পাবেন

স্মার্ট কার্ড চেক

স্মার্ট কার্ড চেক  NID Smart Card Status Check

স্মার্ট কার্ড চেক (Smart Card Check) করার সহজ ও নতুন উপায় নিজে আজকের লেখাটি।  লেখাটি পড়া শেষে নিজেই নিজের স্মার্ট কার্ড আবেদন করতে পারবেন এবং স্ট্যাটাস চেক করে ডাউনলোড করতে পারবেন।  

এক নজরে সম্পূর্ণ আর্টিকেলটি – সূচিপত্র 

  • স্মার্ট কার্ড চেক অনলাইন | Smart Card Check Online 
  • অনলাইনে স্মার্ট কার্ড চেক 
    • প্রথম ধাপ: ওয়েব সাইটে প্রবেশ 
    • দ্বিতীয় ধাপ: স্মার্ট কার্ড স্ট্যাটাস ফর্ম পূরণ 
    • তৃতীয় ধাপ: ক্যাপচা পুরন 
  • SMS এর মাধ্যমে স্মার্ট কার্ড চেক 
    • ভোটার স্লিপ বা ফরম নম্বর দিয়ে
    • এনআইডি নাম্বার দিয়ে 
  • স্মার্ট কার্ড ডাউনলোড
    • একাউন্ট রেজিস্টার  
  • স্মার্ট কার্ড আবেদন ফরম
    • রেজিস্ট্রেশন প্রক্রিয়ার নির্দেশনাবলী
  • Smart Card ডাউনলোড 
  • স্মার্ট আইডি কার্ড চেক ধারাবাহিক প্রশ্ন-উত্তর | Smart Card Check FAQ’s 
    • স্মার্ট কার্ড কবে পাবো?
    • এনআইডি স্মার্ট কার্ড ডাউনলোড করবো কিভাবে?
    • স্ট্যাটাস “কমপ্লিট” দেখাচ্ছে কিন্তু কার্ড পাইনি 
    • স্মার্ট কার্ডে কি টাকা থাকে? 
    • স্মার্ট কার্ড স্ট্যাটাস কি? 
    • স্মার্ট আইডি কার্ড কি | What is Smart ID Card? 
    • স্মার্ট কার্ড বিতরণ কেন্দ্রের সময়সূচী
  • শেষ কথা 

স্মার্ট কার্ড চেক অনলাইন | Smart Card Check Online 

স্মার্ট আইডি কার্ড দুভাবে চেক করা যায়: 

১. অনলাইনে স্মার্ট কার্ড চেক 

২. SMS এর মাধ্যমে স্মার্ট কার্ড চেক 

অনলাইনে স্মার্ট কার্ড চেক 

অনলাইনে স্মার্ট কার্ড চেক খুব সহজে করা যায় , তা সচিত্র নিচে বর্ণনা করা হল: 

প্রথম ধাপ: ওয়েব সাইটে প্রবেশ 

আপনার ফোন বা পিসির যে কোন ব্রাউজার থেকে প্রথম এই (https://services.nidw.gov.bd/nid-pub/card-status ) লিংকে প্রবেশ করুন।  

স্মার্ট কার্ড চেক
স্মার্ট কার্ড চেক

তাহলে এই রকম একটি অনলাইন ফর্ম পাবেন।  এখানে প্রয়োজনীয় তথ্য দিয়ে আপনার স্মার্ট কার্ড চেক করতে পারবেন।  

দ্বিতীয় ধাপ: স্মার্ট কার্ড স্ট্যাটাস ফর্ম পূরণ 

ওয়েবসাইটে প্রবেশের পর নিচের মতো একটি স্মার্ট কার্ড স্ট্যাটাস চেকের ফর্ম পাবেন।  এখানে আপনার জাতীয় পরিচয় পত্র নম্বর / ফর্ম নম্বর লিখুন। 

তারপর, দিন।- মাস – বছর ফরমেটে আপনার জন্ম তারিখ লিখুন।  

তৃতীয় ধাপ: ক্যাপচা পুরন 

এবার ফর্মের নিচে দেওয়া নিরাপত্তা ক্যাপচা নম্বর বা কোডটি “ছবিতে প্রদর্শিত কোডটি প্রবেশ করার” ঘরে লিখে “সাবমিট” বাটনে ক্লিক করুন।  

স্মার্ট কার্ড চেক
স্মার্ট কার্ড চেক

এখানে, আপনার স্মার্ট কার্ডের সর্বশেষ স্ট্যাটাস যাচাই করতে পারেন। এখানে জদি স্ট্যাটাস “Complate” তাহলে বুঝতে হবে আপনার স্মার্ট কার্ডটি তৈরি শেষ হয়েছে বিতারনের জন্য প্রস্তুত। বিতারনের আগে সাধারণত মাইকিং করা হয়, আপনি কোন কারনে সংগ্রহ না করতে পারলে। আপনার উপজেলা নির্বাচন অফিস থেকে সরাসরি সংগ্রহ করতে পারবেন । 

যদি, কোন কারনে 

SMS এর মাধ্যমে স্মার্ট কার্ড চেক 

মোবাইলে SMS  এর মাধ্যমে দুইভাবে আপনার স্মার্ট কার্ড চেক করতে পারবেন।  

১. ভোটার স্লিপ বা ফরম নাম্বার দিয়ে

২. এনআইডি নাম্বার দিয়ে 

দুইটি পদ্ধতির বিস্তারিত ভাবে: 

SMS  এ স্মার্ট কার্ড চেক  । ভোটার স্লিপ বা ফরম নাম্বার দিয়ে

এই পদ্ধতিতে খুব সহজে যে কেউ ৫ মিনিটে স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক করতে পারবে।  

প্রথমে, আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে নিচের পদ্ধতি অনুসরণ করে একটি এসএমএস লিখতে হবে।  

<space>F<space>From_Number<space>D<space>Date of Birth(YYY-MM-DD) 

এরপর এই মেসেজটি পাঠিয়ে দিন 105  নম্বরে। কিছুখন অপেক্ষা করলে একটি ফিরতি এসএমএস এ আপনার স্মার্ট আইডি এর বর্তমান স্ট্যাটাস জানতে পারবেন।   

SMS  এ স্মার্ট কার্ড চেক । এনআইডি নাম্বার দিয়ে 

এখানেও আগের মতোই, আপনার ফোন থেকে এসএমএস অপশনে যেতে হবে, তারপর SC<space>NID<space>17 অথবা 13 সংখ্যার NID নম্বরটি পাঠিয়ে দিতে হবে 105 নাম্বারে।  তাহলে নিচের ছবির মতো একটি ফিরতে এসএমএস এ আপনার স্মার্ট কার্ডের বর্তমান অবস্থা জানিয়ে দেওয়া হবে । 

স্মার্ট কার্ড চেক
স্মার্ট কার্ড চেক

স্মার্ট কার্ড ডাউনলোড

আপনার স্মার্ট কার্ড হার্ডকপি পেতে দেরি হলে , অনলাইন থেকে এর কপি ডাউনলোড করতে পারেন।  সম্পূর্ণ প্রক্তিয়া নিচে সচিত্র দেওয়া হলো। 

একাউন্ট রেজিস্টার  

আপনার মোবাইল বা পিসির যে কোন ব্রাউজার থেকে এই লিংকে https://services.nidw.gov.bd/nid-pub/claim-account   প্রবেশ করুন।  

আপনার আগের একাউন্ট করা থাকলে, এখানে আপনার “জাতীয় পরিচয়পত্র নম্বর / ফর্ম নম্বর” ও জন্মতারিখ দিন , দিন – মাস – বছর  অনুসারে।  তারপর ক্যাপচা পূরণ করে “samit ” এক ক্লিক করুন।  কিন্তু যদি আপনার আগের একাউন্ট না থাকে।  সেক্ষেত্রে নিচের পদ্ধতি অনুসরণ করুন।

স্মার্ট কার্ড আবেদন ফরম

রেজিস্ট্রেশন প্রক্রিয়ার নির্দেশনাবলী

আপনি ভোটার হয়ে থাকলে রেজিস্ট্রেশন করে এই ওয়েবসাইটের সুবিধা নিতে পারেন। রেজিস্ট্রেশন করতে নিন্মের ধাপসমূহ অনুসরণ করতে হবেঃ

  • প্রয়োজনীয় তথ্যাবলী পূরণ করে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করুন
  • আপনার কার্ডের তথ্য ও মোবাইলে প্রাপ্ত এক্টিভেশন কোড প্রদান করুন
  • আপনার মোবাইলে এনআইডি ওয়ালেট অ্যাপটি ডাউনলোড করুন এবং মুখমণ্ডল যাচাই (Face Verification) করে আপনার প্রোফাইলে লগইন করুন

Smart Card ডাউনলোড 

এবার এই https://services.nidw.gov.bd/nid-pub/claim-account   লিংকে প্রবেশ করুন।  

আগের মতো, জাতীয় পরিচয়পত্র নম্বর / ফর্ম নম্বর ও জন্ম তারিখ দিয়ে ক্যাপচা পূরণ করে ” সাবমিট ” দিন।  

এখানে একটি “Smart Card ডাউনলোড” লিংক পাবেন , সেখান থেকে আপনার স্মার্ট কার্ডের একটি পিডিএফ ফাইল ডাউনলোড করতে পারবেন।  

 স্মার্ট আইডি কার্ড চেক ধারাবাহিক প্রশ্ন-উত্তর | Smart Card Check FAQ’s 

স্মার্ট কার্ড কবে পাবো?

২০০০ সাল বা পরবর্তী সময়ে জন্মগ্রহণকারী সবাইকে আগের লেমিনিটিং এনআইডির পরিবর্তে সরাসরি স্মার্ট কার্ড দেওয়া হয়েছে।  আর যাদের জন্ম ২০০০ সালের আগে এবং আগের লেমিনেটিং আইডি আছে, তারা উপরে দেখানো পদ্ধতি অনুসারে অনলাইনে আবেদন করে , স্মার্ট কার্ড পাবেন।  

কারও কারও ক্ষেত্রে সম্পূর্ণ প্রক্রিয়া শেষ হতে ১ থেকে ২ বৎসর লাগতে পারে । 

এনআইডি স্মার্ট কার্ড ডাউনলোড করবো কিভাবে?

স্মার্ট কার্ডে যেহেতু মাইক্রোচিপ থাকে তাই অনলাইন থেকে সরাসরি মূলকপি ডাউনলোড এর কোন উপায় নাই।  তবে , প্রয়োজনে পোস্ট এর উপরে দেওয়া পদ্ধতি অনুসরন করে অনলাইন কপি সংগ্রহ করতে পারেন।  

স্ট্যাটাস “কমপ্লিট” দেখাচ্ছে কিন্তু কার্ড পাইনি 

এক্ষেত্রে আপনার স্মার্ট কার্ড স্ট্যাটাস টেবিলের সর্বশেষ ঘরে দেওয়া, কন্টাক্ট এড্রেস এ যোগাযোগ করুন। যেটা সাধারণত আপনার উপজেলা নির্বাচন কমিশন অফিস হতে পারে।  

স্মার্ট কার্ডে কি টাকা থাকে? 

স্মার্ট কার্ডে ডেবিট বা ক্রেডিট কার্ডের মতো মাইক্রোচিপ থাকার কারণে অনেকের ধারণা এতে মনে হয় থাকা থাকে।  ইটা সম্পূর্ণ ভুল ধারণা , কেননা স্মার্ট কার্ড শুধুমাত্র নাগরিক জাতীয় পরিচয়পত্রের ডিজিটাল ভার্সন।  এটি নাগরিকের ব্যাক্তিগত পরিচয় ও ভোটারাধিকার প্রয়োকে বেবহার করা হয় । এখন পর্যন্ত সরকার এর কোন অর্থনৈতিক ব্যবহার শুরু করেন নি বা কোনো পরিকল্পনা নেই।  তাই , স্মার্ট কার্ডে থাকা থাকার বিষয়টা অযুক্তিক ধারণা।  

স্মার্ট কার্ড স্ট্যাটাস কি? 

স্মার্ট কার্ড আবেদন করার পর আপনার আবেদনের বর্তমান কোন অবস্থায় আছে তা https://services.nidw.gov.bd/nid-pub/card-status  এই লিংকে বা মোবাইলের এসএমএস এর মাধ্যমে জানা যায়।  একেই স্মার্ট কার্ড স্ট্যাটাস বলে।   

 স্মার্ট আইডি কার্ড কি | What is Smart ID Card? 

বাংলাদেশের প্রত্যেক প্রাপ্তবয়স্ক নাগরিকের জন্য বাংলাদেশ সরকারের নির্বাচন কমিশনের মাধ্যমে বিতরণকৃত জাতীয় পরিচয় পত্র বা এনআইডির ডিজিটাল ভার্সন যার সাথে মাইক্রোচিপ থাকে।  এটিতে ডিজিটাল নিরাপত্তা বেবস্থা থাকার কারণে এটি জালিয়াতি করা অসম্ভব।  

স্মার্ট কার্ড বিতরণ কেন্দ্রের সময়সূচী

সাধারণত কোন এলাকার স্মার্ট কার্ডের কাজ সম্পূর্ণ হলে , নিম্নোক্তভাবে কার্ড সংগ্রহের সময়সূচি জানানো হয়: 

  • মসজিদে ঘোষণা করা হয় এলাকা ভিত্তিক
  • সংবাদপত্রের বিজ্ঞাপন
  • এবং সম্প্রদায়-ভিত্তিক প্রচারণার মাধ্যমে ঘোষণা করা হয়।  

 

শেষ কথা 

বাংলাদেশের বৈধ সকল নাগরিক যারা জাতীয় পরিচয় পত্র পেয়েছেন সবাই ক্রমন্বয়ে স্মার্ট কার্ড পাবেন।  কোন কারণে, না পেয়ে থাকলে আপনার আইডি কার্ড বা স্লিপ কার্ড নম্বর দিয়ে স্মার্ট কার্ড চেক করুন।  যদি স্ট্যাটাস কমপ্লিট দেখায় , তাহলে স্ট্যাটাস এ দেওয়া কন্টাক্ট অফিসে যোগযোগ করুন।  ভোটার আইডি সম্পর্কিত আরো তথ্য জানতে আমাদের ওয়েবসাইটে নিয়মিত চোখ রাখুন।  

Also Read :  Death Certificate 

Related Post

মৃত্যু নিয়ে উক্তি

150+মৃত্যু নিয়ে উক্তি, বাণী, ক্যাপশন 2024

মৃত্যু নিয়ে উক্তি জন্মিলে মরিতে হবে আর এটাই সত্যি। মৃত্যু হচ্ছে সবচেয়ে চিরন্তন সত্যি। পৃথিবীতে প্রতিটি প্রাণীর মৃত্যুর স্বাদ অনুভব করতে হবে। সবসময় মৃত্যুর জন্য

Read More »
খুশির স্ট্যাটাস

200+ স্টাইলিশ খুশির স্ট্যাটাস | হাসি নিয়ে ক্যাপশন

খুশির স্ট্যাটাস | হাসি নিয়ে ক্যাপশন জীবনের সুন্দর খুশির মুহূর্ত আমরা সবাই বাঁধাই করে রাখতে চাই। আর এই খুশির মুহূর্তকে ধরে রাখার সবচেয়ে সহজ উপায়

Read More »

স্টাইলিশ ভালোবাসার ছন্দ | রোমান্টিক ছন্দ | Love Status Bangla

❤❤ভালোবাসার ছন্দ | ভালোবাসার ছন্দ রোমান্টিক | ভালোবাসার ছন্দ স্ট্যাটাস❤❤ ভালোবাসা হলো এক অন্যরকম অনুভূতির নাম, যা শুধুমাত্র কাউকে ভালবাসলেই অনুভব করা যায়। আমরা বিভিন্নভাবে

Read More »
মন খারাপের স্ট্যাটাস

মন খারাপের স্ট্যাটাস, উক্তি, ছন্দ, ক্যাপশন, কিছু কথা ও লেখা

মন খারাপের স্ট্যাটাস মন খারাপ – এই কষ্টের অনুভূতি কার না হয়? সবারই কখনো না কখনো সবারই মন খারাপ হয়। জীবনের ছোটোখাটো অঘটন থেকে শুরু

Read More »

Leave a Comment

Table of Contents