Dreamy Media BD

জন্ম নিবন্ধন অনলাইন যাচাই করার সহজ নিয়ম

জন্ম নিবন্ধন অনলাইন যাচাই

জন্ম নিবন্ধন অনলাইন যাচাই করার সহজ নিয়ম

জন্ম নিবন্ধন অনলাইন যাচাই , খুব সহজে ঘরে বসে করতে এই আর্টিকেলে সমস্ত প্রক্রিয়া স্বচিত্র দেখানো হয়েছে।  আপনার মোবাইল বা ল্যাপটপ / পিসি থেকে ঝামেলা ছাড়াই বিনামূল্যে , শুধুমাত্র আপনার জন্ম নিবন্ধন নম্বর এবং জন্ম তারিখ দিয়ে আপনার জন্ম নিবন্ধন যাচাই (jonmo nibondhon online jachai) করতে পারবেন।  

জন্ম নিবন্ধন অনলাইন যাচাই করার নিয়ম | Rules of Cheking Birth Certificate Online 

 

কিভাবে আপনার  জন্ম নিবন্ধন নম্বর এবং জন্ম তারিখ দিয়ে অনলাইনে জন্ম নিবন্ধন তথ্য যাচাই করবেন তার ধাপে ধাপে স্বচিত্র বর্ণনা:

প্রথম ধাপ: https://everify.bdris.gov.bd  ওয়েবসাইটে প্রবেশ

যেকোন ব্রাউযার থেকে এই everify.bdris.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করুন।  তাহলে নিচের চিত্রের মতো একটি অনলাইন ফর্ম দেখতে পারবেন।  

জন্ম নিবন্ধন অনলাইন যাচাই
জন্ম নিবন্ধন অনলাইন যাচাই

দ্বিতীয় ধাপঃ জন্ম নিবন্ধন অনলাইন যাচাই কপি

“Birth Registration Number” এই ঘরে আপনার ১৭ সংখ্যার জন্ম নিবন্ধন নম্বরটি লিখুন

তার পরের “Date of Birth” ঘরে আপনার জন্ম নিবন্ধন এ দেওয়া জন্ম তারিখটি লিখুন । এখানে অনলাইন ক্যালেন্ডার থেকে দিন>মাস>বছর সিলেক্ট করুন।

তারপর, নিরাপত্তার জন্য ক্যাপচা টি সঠিক ভাবে পুরন করুন ।

সর্বশেষ, সার্চ বাটনে ক্লিক করুন।  জন্ম নিবন্ধনের তথ্য সঠিক থাকলে,  আপনার জন্ম নিবন্ধের অনলাইন কপিটি দেখতে পারবেন।  যেখানে , নাম , পিতা মাতার নাম , জন্মস্থান ইত্যাদি তথ্য বাংলা ও ইংরেজিতে দেখতে পারবেন।  এবং , এখানে একটি QR কোড ও থাকবে। 

জন্ম নিবন্ধন যাচাই কপি ডাউনলোড | Download Birth Certificate

আপনার উপরের ধাপ পর্যন্ত সব প্রক্রিয়া ঠিক থাকলে এইরকম একটি অনলাইন জন্ম নিবন্ধন কপি দেখতে পারবেন।  এখানে সরাসরি ডাউনলোড এর কোন অপসন নাই।  তাই আপনি কোন ভালো স্ক্রিন শর্ট টুলস দিয়ে ছবি নিয়ে প্রিন্ট করতে পারেন বা ডিভাইসে সেইভ করতে পারেন।  

ওঠা , ল্যাপটপ বা কম্পিউটার থেকে (ctrl +P)  দিয়ে Print to PDF বাছাই করে , আপনার কপিটি প্রিন্ট করে নিতে পারেন। 

জন্ম নিবন্ধন যাচাই কপি

 

১৬ ডিজিটের জন্ম নিবন্ধন যাচাই | How to Search with 16 Digit Birth Registration Code

উপরে আমরা দেখলাম, কিভাবে ১৭ ডিজিটের নম্বর ও জন্মতারিখ দিয়ে , জন্ম নিবন্ধন যাচাই করা যায়।  কিভাবে আগের ১৬ ডিজিটের নম্বর দিয়ে জন্ম নিবন্ধন যাচাই করতে পারবেন:

পূর্বে জন্ম নিবন্ধনের তথ্যগুলি হাতে লেখা ছিল যেখানে ১৩ অথবা ১৬ ডিজিট এর জন্ম নিবন্ধন নম্বর থাকে।  পরবর্তীতে , দেশের জনসংখ্যা বৃদ্ধির কথা মাথায় রেখে মেনুয়াল তথ্যগুলি অনলাইন ডেটাবেসে রাখার সময় ১৭ ডিজিটে রূপান্তর করা হয়।  যেহেতু https://everify.bdris.gov.bd/  ওয়েবসাইটে শুধুমাত্র ১৭ ডিজিট সাপোর্ট করে।  তাই , আপনি খুব সহজে একে ১৭ ডিজিটে রূপান্তর করতে পারেন।  

 জন্ম নিবন্ধন ১৬ ডিজিট থেকে ১৭ ডিজিট করার নিয়ম

আপনার ১৬ ডিজিটের জন্মনিবন্ধন নাম্বারের শেষের দিক থেকে ৫ম শাখাটির আগে একটা (0) দিতে হবে।  

এবার এই নতুন ১৭ ডিজিটের নম্বর দিয়ে , আপনার “জন্ম নিবন্ধন অনলাইন যাচাই” করতে পারেন। 

নাম দিয়ে জন্ম নিবন্ধন যাচাই 

নাম দিয়ে অনলাইনে জন্মনিবন্ধন যাচাই করার কোন উপায় নাই।  এক্ষেত্রে আপনার ইউনিয়ন পরিষদ বা পৌরসভা বা সিটি কর্পোরেশন কাউন্সিলর অফিসে সরাসরি যেতে হবে , সেখান থেকে প্রয়োজনীয় তথ্য দিতে হবে।  তারা  সরাসরি জন্ম নিবন্ধন সার্ভারে সংরক্ষিত ডাটাবেইজ থেকে আপনার নাম দিয়ে যাচাই করে দিতে পারবে। 

কোড দিয়ে জন্ম নিবন্ধন যাচাই | Search Birth Certificate with Code

 কোড দিয়ে জন্ম নিবন্ধন যাচাই বলতে , আপনার ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন কোড বুজানো হয়েছে।  যেখানে, আপনাকে  https://everify.bdris.gov.bd   এই ওয়েবসাইটে প্রবেশ করে , জন্মনিবন্ধনের কোড ও জন্মতারিখ নির্বাচন করতে হবে।  তারপর, নিরাপত্তার  ক্যাপচার সামনাধন করে “search” বাটনে ক্লিক করলে , আপনার জন্মনিবন্ধনের অনলাইন কপিটি দেখতে পারবেন।  যা প্রয়োজনে সংরক্ষণ বা প্রিন্ট করতে পারবেন।  

জন্ম নিবন্ধন যাচাই Apps

জন্ম নিবন্ধন যাচাই করার জন্য সরকারি কোন মোবাইল অ্যাপ নেই। যদিও গুগল প্লে স্টোরে কিছু জন্ম নিবন্ধন যাচাই অ্যাপ  পাওয়া যায় , সেগুলি মূলত https://bdris.gov.bd ওয়েবসাইট এর ওয়েব প্রিভিউ করে বানানো।  তাই , জামেলা মুক্ত ভাবে আপনার , জন্ম নিবন্ধন যাচাই করতে , সরাসরি ওয়েবসাইট থেকে সেবা নিন।  যার বিস্তারিত প্রক্রিয়া উপরে বর্ণনা করা হয়েছে।  

 জন্ম নিবন্ধন সংশোধন কিভাবে করবো ?

আপনার জন্ম নিবন্ধনে কোন ভুল থাকলে , অনলাইনে আবেদন করে মাত্র ৩ থেকে ৭ কর্মদিবনসের মধ্যে সংশোধন করতে পারবেন।  

প্রথম ধাপ,  https://bdris.gov.bd/br/correction   এই লিংকে যে কোন ব্রাউজার থেকে প্রবেশ করতে হবে।  

দ্বিতীয় ধাপ, এখানে আপনার জন্ম নিবন্ধন নম্বর দিয়ে সার্চ করতে হবে।  

তৃতীয় ধাপ,   আপনি যে ইউনিয়ন পরিষদ বা পৌরসভার অধীনে জন্ম নিবন্ধন সনদ করেছেন সেই ঠিকানা নির্বাচন করতে হবে।  ধাপে ধাপে দেশ < বিভাগ < জেলা < সিটি কর্পোরেশন/ উপজেলা / ক্যান্টর্মেন্ট < পৌরসভা / ইউনিয়ন < অফিস নির্বাচন করবেন।  

চতুর্থ ধাপ, এখানে একটি অনলাইন সংশোধন ফর্ম পাবেন এখানে থেকে , সবুজ বাটনে ক্লিক করে , যে তথ্য নির্বাচন করতে চান সেটা নির্বাচন করবে।  তারপর , ” চাহিত শুদ্ধ তথ্যটি ” সঠিকভাবে দিবেন।  

মনে রাখবেন , সর্বোচ্চ চারবার সংশোধন করতে পারবেন।  

পঞ্চম ধাপ , এখানে কেন সংশোধন করছে তা  ”ভুলভাবে লিপিবদ্ধ হয়েছে” বলে নির্বাচন করবেন।  

ষষ্ঠ ধাপ, এখানে আপনার  জন্ম নিবন্ধন সনদের তথ্য অনুযায়ী জন্মস্থান, স্থায়ী ও বর্তমান ঠিকানার জেলা-উপজেলা সিলেক্ট করতে হবে।  

সপ্তম ধাপ, এখানে যে যে তথ্য সংশোধনের জন্য আবেদন করেছে সেগুলির প্রমাণক কাগপত্র উপলোড করতে হবে।  এবং নিজের জন্য করলে , “নিজ” সিলেক্ট করুন, অথবা ব্যক্তির পিতা-মাতা হলে পিতা-মাতা ইত্যাদি সিলেক্ট করুন।  অন্যথায় , আইনগত অভিভাবক হলে অভিভাবক সিলেক্ট করুন।তবে নিজ/ পিতা বা মাতা ছাড়া অন্য কেউ আবেদন করলে তাদের জন্ম নিবন্ধন নম্বর ও ভোটার আইডি নম্বর দিতে হবে। তারপর প্ৰয়োজনীয় ডকুমেন্টস গুলি উপলোড করে দিবেন।  

অষ্টম ধাপ,  পেমেন্ট অপশনে “ফি আদায়” সিলেক্ট করুন। পুনরায় তথ্যগুলো চেক করে সাবমিট বাটনে ক্লিক করে আপনার আবেদনটি জমা দিন।  এরপর আপনি একটি অ্যাপ্লিকেশন আইডি ও রেফারেন্স নম্বর পাবেন এগুলো সংগ্রহ করে রাখবেন। এবং আবেদন পত্রটি প্রিন্ট করে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ/ পৌরসভা/ সিটি কর্পোরেশন অফিসে জমা দিন।

https://bdris.gov.bd/br/application/status   থেকে আবেদনের সর্বশেষ অবস্থা জানতে পারবেন।  

জন্ম নিবন্ধন সম্পর্কে আরও তথ্য | Birth Certificate Frequently Asked Question – FAQ

 এখানে “জন্ম নিবন্ধন অনলাইন যাচাই” করার সম্পর্কিত অনলাইনে সর্বাধিক জিজ্ঞেসিত কিছু প্রশ্নের উত্তর দেওয়া হলো:

অনলাইন জন্ম নিবন্ধন যাচাই লিঙ্ক কি?

সরকারের ডিজিটাল সার্ভার থেকে জন্ম নিবন্ধন যাচাই সহ অন্নান্য সেবা bdris ওয়েবসাইট থেকে পাওয়া যায়।  

ওয়েবসাইট লিংক: https://everify.bdris.gov.bd 

জন্ম নিবন্ধন অনলাইন আছে কিনা চেক করব কিভাবে?

আপনার জন্মনিবন্ধনটি অনলাইনে আছে কিনা , সেটা যাচাই করতে আপনাকে , জন্ম নিবন্ধনের সরকারি ওয়েবসাইট এ যেতে হবে (লিংক উপরে দেওয়া আছে )।  সেখান থেকে আপনার প্রয়োজনীয় তথ্য যেমন , নিবন্ধন আইডি ও জন্ম তারিখ দিয়ে সার্চ দিতে হবে।  তাহলে আপনার তথ্য যাচাই করতে পারবেন।

 জন্ম নিবন্ধন মূল সনদ কিভাবে পাবো?

এক্ষেত্রে আপনার ইউনিয়ন পরিষদ বা পৌরসভা বা সিটি কর্পোরেশন কাউন্সিলর অফিসে সরাসরি যেতে হবে।  তারপর , আপনার জন্মনিবন্ধনের প্রয়োজনীয় তথ্যগুলি দিতে হবে ,তাহলে সেখান থেকে অফিসিয়াল মূল সনদ টি পেয়ে যাবেন।

 অনলাইনে জন্ম নিবন্ধন না কি করবো?

আপনার জন্ম নিবন্ধনের কোনো তথ্য অনলাইন সার্ভারে খুঁজে না পাওয়া গেলে বুঝতে হবে আপনার জন্ম নিবন্ধন অনলাইনে নেই। সেক্ষেত্রে, আপনি খুব সহজ কিছু অনলাইনে জন্ম নিবন্ধন শংসাপত্রের জন্য আবেদন করতে পারেন। অথবা , আপনার নিজ এলাকার ইউনিয়ন পরিষদ বা পৌরসভা বা সিটি কর্পোরেশন কাউন্সিলর অফিসে সরাসরি গিয়ে ফর্ম সংগ্রহ করে জমা দিয়ে আবেদন করতে পারবেন।

জন্ম নিবন্ধন ইংরেজি কিভাবে করবেন?

বিদেশে ভ্রমণের ক্ষেত্রে অনেক সময় জন্ম নিবন্ধন সার্টিফিকেট এর ইংরেজি ভার্সন লাগে।  জন্ম নিবন্ধন ওয়েবসাইট এ যদি আপনার তথ্য ইংরেজিতে না থাকে , তাহলে উপরে দেওয়া সরকারি ওয়েবসাইট থেকে সংশোধনের জন্য আবেদন করতে পারবেন। 

 জন্ম নিবন্ধন কত দিনের মধ্যে করতে হয়?

একটি শিশু জন্মের ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন করে ফেলা উচিত। অনলাইনে জন্ম নিবন্ধনের পিডিএফ ফরমটি পাওয়া যায়।  

Also Read : টিন সার্টিফিকেট 

Related Post

মৃত্যু নিয়ে উক্তি

150+মৃত্যু নিয়ে উক্তি, বাণী, ক্যাপশন 2024

মৃত্যু নিয়ে উক্তি জন্মিলে মরিতে হবে আর এটাই সত্যি। মৃত্যু হচ্ছে সবচেয়ে চিরন্তন সত্যি। পৃথিবীতে প্রতিটি প্রাণীর মৃত্যুর স্বাদ অনুভব করতে হবে। সবসময় মৃত্যুর জন্য

Read More »
খুশির স্ট্যাটাস

200+ স্টাইলিশ খুশির স্ট্যাটাস | হাসি নিয়ে ক্যাপশন

খুশির স্ট্যাটাস | হাসি নিয়ে ক্যাপশন জীবনের সুন্দর খুশির মুহূর্ত আমরা সবাই বাঁধাই করে রাখতে চাই। আর এই খুশির মুহূর্তকে ধরে রাখার সবচেয়ে সহজ উপায়

Read More »

স্টাইলিশ ভালোবাসার ছন্দ | রোমান্টিক ছন্দ | Love Status Bangla

❤❤ভালোবাসার ছন্দ | ভালোবাসার ছন্দ রোমান্টিক | ভালোবাসার ছন্দ স্ট্যাটাস❤❤ ভালোবাসা হলো এক অন্যরকম অনুভূতির নাম, যা শুধুমাত্র কাউকে ভালবাসলেই অনুভব করা যায়। আমরা বিভিন্নভাবে

Read More »
মন খারাপের স্ট্যাটাস

মন খারাপের স্ট্যাটাস, উক্তি, ছন্দ, ক্যাপশন, কিছু কথা ও লেখা

মন খারাপের স্ট্যাটাস মন খারাপ – এই কষ্টের অনুভূতি কার না হয়? সবারই কখনো না কখনো সবারই মন খারাপ হয়। জীবনের ছোটোখাটো অঘটন থেকে শুরু

Read More »

Leave a Comment

Table of Contents