Dreamy Media BD

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর সকল তথ্য

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

United International University ( সংক্ষেপে UIB বা ইউআইইউ) রাজধানী ঢাকাতে অবস্থিত। এটি বাংলাদেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয়। বর্তমানে সাত হাজারেরও বেশি স্টুডেন্ট এখানে পড়াশোনা করেন স্নাতক ও স্নাতকোত্তরে। বর্তমান উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ আবুল কাসেম মিয়া। দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে ২০১৬ সালে ১ কোটি টাকার গবেষণা অনুদান পেয়েছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্যাম্পাস

United International University  ক্যাম্পাসটি ঢাকার বাড্ডার সাতারকুলে অবস্থিত। এটি মার্কিন দূতাবাস হতে দুই কিলোমিটার পূর্বের ইউনাইটেড সিটিতে অবস্থিত। এই বিশ্ববিদ্যালয়ের পরিবেশ অনেক সহানুভূতিপূর্ণ এবং সুকরে কাঠামোই তৈরি। প্রায় ২৫ বিঘা জমিতে ক্যাম্পাস্তি প্রতিষ্ঠিত হয়েছে এবং এখানে ফুটবল মাঠ রয়েছে খেলার জন্য। ১,০০,০০০বর্গ ফিট বারো তলা বিশিষ্ট ভবনে সকল শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়। এছাড়াও এখানে রয়েছে কম্পিউটার ল্যাব, আইটি ল্যাব, ভাষা ল্যাব, ক্যাফেটেরিয়া,জিমনেসিয়াম,অডিটোরিয়াম, প্রার্থনাগার, লাইব্রেরী ও গবেষণাগার।

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ইতিহাস

২০০৩ সালে দেশের অন্যতম শিল্প গোষ্ঠী ইউনাইটেড গ্রুপ ইউ আই ইউ প্রতিষ্ঠা করে। এই বিশ্ববিদ্যালয় টি দক্ষিণ এশিয়ার সেরা শিক্ষা কেন্দ্র হিসেবে পরিণত করাই হলো উদ্যোক্তাদের লক্ষ্য। ইউনাইটেড গ্রুপ যে২২টি প্রকল্প নিয়েছে তার মধ্যে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অন্যতম।

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি চার্ট
প্রতিষ্ঠাতা ইউনাইটেড গ্রুপ ২০০৩ সালে UIU প্রতিষ্ঠা করে
নীতিবাক্য  শ্রেষ্ঠত্বের জন্য অনুসন্ধান
ধরন বেসরকারি
স্থাপিত ২০০৩
আয়তন ৮.২৫ একর
শিক্ষাঙ্গন  ইউমাইটেড সিটি, মাদানি এভিনিউ, বাড্ডা, ঢাকা-১২২২, বাংলাদেশ
আচার্য রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন 
উপাচার্য  প্রফেসর ড. এমডি আবুল কাসেম মিয়া
শিক্ষার্থী ৭,০০০+ স্নাতক ও স্নাতকোত্তর 
কর্মকর্তা/ কর্মচারী  মোট ৪২০ জন
সংক্ষিপ্ত নাম ইউআইবি (UIB) 
অধিভুক্তি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (UGC)
কন্ট্রাক্ট নম্বর 09604-848848
ঠিকানা ঢাকা, বাংলাদেশ ২৩ ডিগ্রি ৪৭’৫৩” উত্তর ৯০ ডিগ্রি ২৬’৫৯” পূর্ব
ইমেইল info@uiu.ac.bd
ওয়েবসাইট uiu.ac.bd

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি উপাচার্যগন

নিম্নে উল্লেখিত  ব্যক্তিবর্গ ইউনাইটেড ইউনিভার্সিটি, বাংলাদেশের প্রফেসর ড. এমডি আবুল কাসেম মিঞা উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছেন বর্তমানে এবং চৌধুরী মফিজুর রহমান (২০১৮-২০২২) দায়িত্ব পালন করেছেন।

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অনুষদ ও বিভাগসমূহ

ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের ৩টি অনুষদে ৯টি স্নাতক বিভাগ ও স্নাতকোত্তর ৬টি বিভাগ রয়েছে।

 

অনুষদ  বিভাগ (স্নাতক) বিভাগ (স্নাতকোত্তর) 
স্কুল অব বিজনেস আ্যন্ড ইকোনমিকস  ব্যাচেলর অব বিজনেস আ্যডমিনিস্ট্রেশান মাস্টার অব বিজনেস আ্যডমিনিস্ট্রেশান 
বিবিএ ইন একাউন্টিং আ্যন্ড ইনফরমেশন সিস্টেম  এক্সেকিউটিভ এমবিএ
ব্যাচেলর অব সায়েন্স ইন ইকোনোমিকস মাস্টার অব সায়েন্স ইন ইকোনমিকস 
মাস্টার ইন ইন্টারন্যাশনাল হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট 
স্কুল অব হিউম্যানিটিস আ্যন্ড সোশাল সায়েন্স  বিএসএস ইন ইনভায়রনমেন্ট আ্যন্ড ডেভেলপমেন্ট স্ট্যাডিজ  মাস্টার ইন ডেভেলপমেন্ট স্ট্যাডিজ 
বিএসএস ইন মিডিয়া স্ট্যাডিজ আ্যন্ড জার্নালিজম
স্কুল অব সায়েন্স আ্যন্ড ইঞ্জিনিয়ারিং  বিএসসি ইন ইলেক্ট্রিকাল আ্যন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং  এমএসসি ইন কম্পিউটার সায়েন্স আ্যন্ড ইঞ্জিনিয়ারিং  
বিএসসি ইন ককম্পিউটার সায়েন্স  আ্যন্ড ইঞ্জিনিয়ারিং 
বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং 
বিএসসি ইন ডাটা সায়েন্স 

 

প্রফেশনাল একাডেমী 

  • সিসকো নেটওয়ার্কিং একাডেমী
  • পাওয়ার আ্যন্ড এনার্জি ট্রেনিং একাডেমী 
  • ভিএলএসআই ট্রেনিং একাডেমী 

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ভর্তি যোগ্যতা

স্নাতক 

  • এসএসসি ও এস এস সি লেভেলে মিনিমাম জিপিএ নম্বর ২.৫ থাকতে হবে। 
  • ও-লেভেলের ছাত্রদের অবশ্যই ২.৫০ বা তার বেশি গ্রেড পয়েন্ট সহ মিনিমাম পাঁচটি বিষয়ে এবং এ-লেভেলের ছাত্রদের ২.০০ বা তার ওপরে গ্রেড পয়েন্ট সহ মিনিমাম দুটি বিষয় সম্পন্ন করতে হবে। 
  • BSEEE/ETE/CSE করছে ভর্তি হওয়ার জন্য 
  • এইচএসসি বা এ-লেভেল বা সমমান স্তরে পদার্থবিদ্যা এবং গণিত থাকতে হবে। 
  • জিপিএ ২.০০ এর নিচে কোন পরীক্ষায় থাকলে ভর্তির জন্য অযোগ্য বলে বিবেচিত হবে.।
  • মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য এসএসসি ও এইচএসসি পরীক্ষায় মোট জিপিএ ৫.০০ থাকতে হবে। 
  • জিইডি ফলাফল গ্রহণ করা হবে না। 

স্নাতকোত্তর 

  • যে বিষয়ে ব্যাচেলার ডিগ্রী নিয়েছেন সে ডিগ্রী সহ সব পরীক্ষায় ২য়বিভাগ থাকতে হবে। 
  • স্নাতক  সম্পন্ন করতে হবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে। 
  • স্নাতকে মিনিমাম জিপিএ ২.২৫ থাকতে হবে। 
  • এছাড়াও প্রতিটি বিভাগ ভেদে আরো কিছু যোগ্যতা প্রয়োজন হতে পারে।
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা

Admission Test হয়ে থাকে English Version Question এর উপর।

  1. BBA/BBA AIS/BSECO কোর্সের ভর্তি পরীক্ষার প্রশ্ন হয় যেমন-

সময়: ১ ঘন্টা ২০ মিনিট

Section A: Grammar & Vocabulary

Section B: Reading Comprehension

Section C: Quantitative Aptitude

Section D: Short Essay writing

  1. CSE/EEE/ETE কোর্সের ভর্তি পরীক্ষার প্রশ্ন হয় যেমন-

সময়: ১ ঘন্টা ২০ মিনিট

Consisting of essay or paragraph and multiple-choice questions in English( Grammar,Reading Comprehension).

H.S.C syllabus base Mathematics & Physics.

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ভর্তি সময়কাল ও ভর্তি

  • সামার,স্প্রিং এবং ফল সেমিস্টারের জন্য ছাত্র-ছাত্রীদের ভর্তি করা হয়ে থাকে।
  • ভর্তি ফি ২০ হাজার টাকা যা অফারতযোগ্য।
  • আইডি কার্ডের জন্য ২০০০ টাকা দিতে হয় যা ফেরতযোগ্য। 
  • সমস্ত অ্যাকাডেমী সার্টিফিকেট জমা দিতে হবে। 
  • ভর্তি ফরম এর সাথে প্রদত্ত আইডি ফার্মটি ভর্তির ফরম জমা দেওয়ার সময় পূরণ করতে হবে এবং জমা দিতে হবে। 
  • ভর্তি ফার্মে অভিভাবকের স্বাক্ষর বাধ্যতামূলক। 
  • শিক্ষার্থীর নিজস্ব জাতীয় পরিচয় পত্র বা জন্ম সনদ বা পিতামাতার জাতীয় পরিচয় পত্র জমা দিতে হবে।

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ভর্তির আবেদন প্রক্রিয়া

  • ভর্তি বিজ্ঞাপন দৈনিক পত্রিকায় প্রচার করা হয় এবং এর মাধ্যমে ছাত্র-ছাত্রী ভর্তি হয়ে থাকে 
  • বিশ্ববিদ্যালয়ের এডমিশন শাখা থেকে ভর্তি ফরম সংগ্রহ করতে হয় বা অনলাইনে বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে গিয়ে এডমিশন ওয়েবসাইটে আবেদন করতে পারবেন। 
  • ভর্তি ফরমের মূল্য হয় ৫০০ থেকে ১০০০ টাকা।
  • ভর্তির আবেদন পত্র সঠিকভাবে পূরণ করে এর সাথে মূল সনদপত্র সহ ফটোকপি নম্বরপত্র, প্রশংসাপত্র, দুই কপি পাসপোর্ট সাইজ এবং এক কপি স্টাম্প সাইজ ছবি সংযুক্ত করে নির্দিষ্ট সময়ের মধ্যে জমা দিতে হবে। 
  • ভর্তির আবেদন ফরম জমা দেওয়ার সময় অথবা ইউনিভার্সিটির ওয়েবসাইটে ভর্তি পরীক্ষার সময় এবং তারিখ জানিয়ে দেওয়া হবে। 
  • ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীরা এই  বিশ্ববিদ্যালয় ভর্তি হতে পারবেন।
  • বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ভর্তি কোটা পূরণ না হলে ওয়েটিং লিস্ট থেকে ছাত্র-ছাত্রী ভর্তি না হবে।
  • এই বিশ্ববিদ্যালয় ক্রেডিট ট্রান্সফারের সুবিধা রয়েছে। এছাড়াও বিদেশী ছাত্র-ছাত্রীরা ভর্তি হতে পারে। 
  • মুক্তিযোদ্ধা কোটা শিক্ষার্থীরাও ভর্তি হতে পারে।

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি খরচ

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি তে কোন সাবজেক্ট এ পড়তে কেমন খরচ হয় তা বর্ণনা করা হলো: 

স্নাতক:

*Admission Fee Tk.- 20,000

*Trimester Fee Tk.- 6,500

*Semester Fee Tk.- 9,750

 

Program Total Credit Without any Tution Fee waiver
BBA 125 Tk. 7,88,625
BBA In AIS 125 Tk. 7,88,625
BSECO 122 Tk. 6,53,100
BSSEDS 123 Tk, 6,57,650
BSCSE 138 Tk. 8,60,450
BSDS 138 Tk. 8,60,450
BSEEE 140 Tk. 8,71,500
BSc Civil 151.5 Tk. 9,35,037.50
BSSMSJ 140 Tk. 7,35,000
B. Pharm 160 Tk. 9,82,000

স্নাতকোত্তর:

Admission Fee Tk.- 20,000/

*Trimester Fee Tk.- 6,500

 

Program Total Credit Without any Tution Fee waiver
MBA 60 Tk. 3,90,500
EMBA 45 Tk. 3,01,125
MSECO 30 Tk. 1,82,500
MDS 39 Tk. 2,23,450
MSCSE 36 Tk. 2,44,900

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শর্তাবলী 

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর  সম্পর্কে নীচে আলোচনা করা হলো: 

  • স্নাতক শিক্ষার্থীদের প্রতি ট্রাইমিস্টারে অবশ্যই ৯ সেমিস্টার তালিকাভুক্ত হতে হবে। তাহলে বৃত্তির জন্য ও টিউশন ফিতে ছাড় পাবে। 
  • টিউশন ফি ছাড় সুবিধা পাওয়ার জন্য প্রতি ট্রাইমিস্টারে নিম্নে সিজিপিএ ৩.৪০ (BSECO এর জন্য ৩.২৫) থাকতে হবে। তবে ২৫ পার্সেন্ট থেকে ১০০% ছাড় অব্যাহত থাকবে। 
  • টিউশন ফি ১৫,০০০ টাকা  কোর্স রেজিস্ট্রেশন এর পূর্বে আংশিক দিতে হয় এবং বাকি অংশ নির্ধারিত তারিখের মাঝে পরিশোধ করতে হয়। 
  • যে সকল শিক্ষার্থী এইচএসসিতে গোল্ডেন জিপিএ ৫.০০ পেয়েছে তারা ১০০% ছাড়ে ভর্তি হতে পারে। ভর্তির জন্য ১৫০০০ টাকা প্রদান করতে হবে না। 
  • ক্রেডিট ট্রান্সফার বা কোর্স ওয়েভার: প্রথম সেমিস্টার ক্লাসের জন্য রেজিস্ট্রেশন করার পূর্বেই নিজ বিভাগে জমা দিতে হবে।
  • পরিচয়পত্রের জন্য ভর্তি সময় যে ২০০০ টাকা জামানত দিতে হয় যা ফেরতযোগ্য। 
  • রিটেক এবং রিপিট কোর্সের জন্য টিউশন ফি ১০০%। 
  • টিউশন ফিতে ছাড় বা স্কলারশিপ থিসিস/প্রজেক্ট /ইন্টার্নশিপ এর জন্য অ্যাপ্লিকেবেল নয়। 
  • ডিপ্লোমার স্টুডেন্ট হলে টিউশন ফিতে ২৫ পার্সেন্ট ছাড় পাবে স্নাতক প্রোগ্রামে ভর্তি হওয়ার জন্য 
  • স্নাতকোত্তর শিক্ষার্থীদের জন্য প্রতি ট্রাইমিস্টার এ ছয় সেমিস্টার তালিকাভুক্ত থাকতে হবে তবে টিউশন ফি ছাড় পাবে ও বৃত্তির জন্য বিবেচিত হবে। 
  • স্নাতকোত্তর শিক্ষার্থীদের নুনতম সিজিপিএ ৩.০০থাকতে হবে প্রতি ট্রাইমিস্টার এ তবে থেকে ২৫% ছাড় পাবে। 

কিছু সুবিধা 

  • একই পরিবারের সদস্য হলে স্টুডেন্টরা ২০% টিউশন ফি ছাড় পাবে 
  • ৩% স্টুডেন্ট ১০০% টিউশন ফি ছাড় পাবে যারা মুক্তিযোদ্ধা কোটায় ভর্তি হবে 
  • শারীরিকভাবে প্রতিবন্ধী হলে ৫০ পার্সেন্ট টিউশন ফি ছাড় পাবে বিশ্ববিদ্যালয় ভর্তির জন্য। 
  • ইথনিক গ্রুপের বিশেষ করে রাঙামাটি বা বান্দরবান বা খাগড়াছড়ির স্টুডেন্ট হলে ২৫ পার্সেন্ট টিউশন ফ্রি ছাড় পাবে 
  • ইউআইইউ এর এমপ্লয়ি হলে ৪০% ছাড় পাবে 
  • দরিদ্র এবং মেধাবী স্টুডেন্ট হলে ১০০% টিউশন ফি এবং অন্যান্য ফি ছাড় পাবে
  • প্রতি ট্রাইমিস্টার শেষে  স্নাতকোত্তর ও স্নাতক শিক্ষার্থীদের জন্য মেধা তালিকা তৈরি করা হয়। প্রতিটি বিভাগের শীর্ষ শিক্ষার্থীর জন্য ২৫ পার্সেন্ট থেকে ১০০% বৃত্তি দেওয়া হয়ে থাকে এবং প্রতি ট্রাইমিস্টার এ নিম্নে জিপিএ ৩.৫০ পেতে হবে। 
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বৃত্তি প্রদানের পদ্ধতি 

শীর্ষ ৫% পাবে ১০০% বৃত্তি এবং পরবর্তী ১০% শিক্ষার্থী পাবে ৫০% এবং তারপরের পরবর্তী ১৫ পার্সেন্ট শিক্ষার্থী  ২৫ % বৃত্তি পাবে।

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বিল পরিশোধ পদ্ধতি 

  • নির্ধারিত সময়ের মাঝে কোর্স ফি পরিশোধ করতে না পারলে জরিমানা সহ পরিশোধ করতে হবে নির্ধারিত সময়ের পরে। 
  • ভর্তি ফি ফেরত দেওয়া হয় কখনো কখনো 
  • কোর্স ড্রপ দিলে ১০০% টিউশন ফি ফেরত দেওয়া হয়।

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আর্থিক সহায়তার নিয়মাবলী 

রিপিট বা রিটেক কোর্সের জন্য টিউশন ফিতে ছাড় দেওয়া হয় না।

স্নাতকোত্তর ও স্নাতক ফুল টাইম শিক্ষার্থীদের জন্য ন্যূনতম ৬ ক্রেডিট  ও ৯ ক্রেডিটের জন্য রেজিস্টার হতে হয়। 

স্নাতক শিক্ষার্থীদের ৩.৫০ এর নিচে সিজিপিএ এবং স্নাতকোত্তর শিক্ষার্থীদের ৩.০০ এর নিচে সিজিপিএ থাকলে টিউশন ফি-তে ছাড় দেওয়া হয় না।

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্লাসের সময়সূচি ও শ্রেণিকক্ষ

শ্রেণিকক্ষে বসার জন্য ছাত্র-ছাত্রীদের প্রয়োজনীয় পরিমাণ চেয়ার রয়েছে। শ্রেণিকক্ষ গুলো অত্যাধুনিকভাবে সজ্জিত করা হয়েছে। উন্নত মাল্টিমিডিয়া রয়েছে শ্রেণীকক্ষে। সপ্তাহে একদিন শুক্রবার বন্ধ থাকে এবং ছয় দিন দুটি শিফটে ক্লাস হয়। এছাড়াও ১০০ শ্রেণীকক্ষে এয়ারকন্ডিশনের ব্যবস্থা রয়েছে ও অডিটোরিয়ামে ৫০০ জনের বসার ব্যবস্থা।

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি লাইব্রেরী 

বর্তমানে এ বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরীতে বই সংখ্যা ১৪,৭১৪ টি এছাড়াও জার্নাল ম্যাগাজিন রয়েছে ৬,৫৩১ টি। লাইব্রেরী ব্যবহারকারীদের সহায়ক সেবা হিসেবে রয়েছে গবেষণা প্রতিবেদন, হ্যান্ডবুক, বিশ্বকোষ,  এনজিও প্রকাশনা। লাইব্রেরির আয়তন ১৬ হাজার ৫৫০ বর্গফুট। একসঙ্গে ৪০০ জন শিক্ষার্থী লাইব্রেরীতে বসে পড়াশোনা করতে পারেন।ছাত্র-ছাত্রীদের চাহিদা অনুযায়ী সাত দিনই লাইব্রেরী খোলা থাকে।

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ল্যাবরেটরি 

এখানে কম্পিউটার ল্যাবরেটরি এবং বৈদ্যুতিক ও ইলেকট্রনিক ল্যাবরেটরি রয়েছে।

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্যান্টিন 

বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যান্টিন রয়েছে যেখানে ছাত্র-ছাত্রী এবং শিক্ষকরা হালকা নাস্তা যেমন সিঙ্গারা কফি বার্গার স্যান্ডউইচ ইত্যাদি খেয়ে থাকেন।  বিশ্ববিদ্যালয়ের  নিচতলার পশ্চিম দিকে অবস্থিত ক্যান্টিনটি।

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি গবেষণা 

২০১৬ সালে এই বিশ্ববিদ্যালয় গবেষণার জন্য এক কোটি টাকার তহবিলের ঘোষণা করা হয়েছিল। আধুনিক যোগাযোগ প্রযুক্তি, শিক্ষা গবেষণা জলবায়ু ও পরিবেশ টেলি কমিউনিকেশনসহ আরো বিভিন্ন খাতে ১৫ জনকে নির্বাচিত করে ইউ আই ইউ রিসার্চ অনুমোদন এবং ২২ জনকে জাতীয় ও আন্তর্জাতিক পরিসরে গবেষণায় স্বীকৃতি ও প্রশংসাপত্র দেওয়ার ব্যবস্থা করেছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ গবেষণার জন্য সর্বোচ্চ ১২ লাখ টাকা অনুদান পাবেন। এর জন্য সময়কাল হবে এক থেকে দুই বছরের। প্রথমে ১৫ জন শিক্ষককে এই গবেষণা তহবিল থেকে অর্থ প্রদান করেছে।

আর্থিক সহায়তার নিয়মাবলি

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি যোগাযোগ

ইউমাইটেড সিটি, মাদানি এভিনিউ, বাড্ডা, ঢাকা-১২২২, বাংলাদেশ

মোবাইল নং: 09604 848848

Fax: 88-02-9118170

E-mail: info@uiu.ac.bd

Website: www.uiu.ac.bd 

Admission office: 01759 039498, 01759 039465, 01759 039451

 

উপসংহার

বিশ্ববিদ্যালয় টি ঢাকার বাড্ডায় ২৫ বিঘা জমির উপর নিজস্ব ক্যাম্পাস গড়ে তুলেছে। চারিদিকে সবুজ সমারোহ এবং দখিনা বাতাস প্রবাহমান। মুগ্ধকর প্রকৃতির সাথে বোনের সামনে রয়েছে 20 বিঘার বিশাল মাঠ। মাঠের পাশে রয়েছে লেক যা ক্যাম্পাসের সৌন্দর্য বৃদ্ধি করে তুলেছে। এই ক্যাম্পাসটি দৃষ্টিনন্দনীয় যা প্রকৃতির সাথে সামঞ্জস্য করে গড়ে উঠেছে।

Reference

ওয়েবসাইট: www.uiu.ac.bd

নয়া দিগন্ত পত্রিকা,২০১৯

Wikipedia

Page: Blogger

Also Read : AIUB

Related Post

মৃত্যু নিয়ে উক্তি

150+মৃত্যু নিয়ে উক্তি, বাণী, ক্যাপশন 2024

মৃত্যু নিয়ে উক্তি জন্মিলে মরিতে হবে আর এটাই সত্যি। মৃত্যু হচ্ছে সবচেয়ে চিরন্তন সত্যি। পৃথিবীতে প্রতিটি প্রাণীর মৃত্যুর স্বাদ অনুভব করতে হবে। সবসময় মৃত্যুর জন্য

Read More »
খুশির স্ট্যাটাস

200+ স্টাইলিশ খুশির স্ট্যাটাস | হাসি নিয়ে ক্যাপশন

খুশির স্ট্যাটাস | হাসি নিয়ে ক্যাপশন জীবনের সুন্দর খুশির মুহূর্ত আমরা সবাই বাঁধাই করে রাখতে চাই। আর এই খুশির মুহূর্তকে ধরে রাখার সবচেয়ে সহজ উপায়

Read More »

স্টাইলিশ ভালোবাসার ছন্দ | রোমান্টিক ছন্দ | Love Status Bangla

❤❤ভালোবাসার ছন্দ | ভালোবাসার ছন্দ রোমান্টিক | ভালোবাসার ছন্দ স্ট্যাটাস❤❤ ভালোবাসা হলো এক অন্যরকম অনুভূতির নাম, যা শুধুমাত্র কাউকে ভালবাসলেই অনুভব করা যায়। আমরা বিভিন্নভাবে

Read More »
মন খারাপের স্ট্যাটাস

মন খারাপের স্ট্যাটাস, উক্তি, ছন্দ, ক্যাপশন, কিছু কথা ও লেখা

মন খারাপের স্ট্যাটাস মন খারাপ – এই কষ্টের অনুভূতি কার না হয়? সবারই কখনো না কখনো সবারই মন খারাপ হয়। জীবনের ছোটোখাটো অঘটন থেকে শুরু

Read More »

Leave a Comment

Table of Contents