Dreamy Media BD

কক্সবাজারের সেরা ১০ টি হোটেল এবং রিসোর্ট

কক্সবাজারের সেরা ১০ টি হোটেল এবং রিসোর্ট

বাংলাদেশে পর্যটন শিল্পের জন্য বিখ্যাত দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত আমাদের চট্টগ্রামের কক্সবাজার শিল্পশহর। কক্সবাজারকে মূলত বিশ্বের সকল মানুষ মৎস্য বন্দর এবং সমুদ্র সৈকতের জন্যই বেশিরভাগ চেনে। অপূর্ব সৌন্দর্যের অধিকারী কক্সবাজার চট্টগ্রাম বিভাগের জেলা সদর দপ্তর। উঁচু উঁচু পাহাড়, টিলা, চা বাগান, রাবার বাগান, সমুদ্র বন্দর কি নেই কক্সবাজারে? বাংলাদেশের কক্সবাজার বিলাশবহুল কিছু রিসোর্টের জন্যও বিখ্যাত হয়ে আছে।

বাংলাদেশে পর্যটন কেন্দ্রের কথা মনে হলে প্রথমেই কক্সবাজারের কথাই মনে আসে। কারণ বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র সৈকতটি চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলাতেই অবস্থিত। প্রাকৃতিক বালুময় এই দীর্ঘতম সমুদ্র সৈকত দেখতে বাংলাদেশ ছাড়াও বিশ্বের অনেক দেশ থেকে পর্যটকের আগমন ঘটে। আর এই কারণেই কক্সবাজারে সব সময় পর্যটকদের ভিড় লেগেই থাকে।

বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র সৈকত হওয়ার কারণে দেশ-বিদেশ থেকে বহু ভ্রমণ পিপাসু দর্শনার্থীর পদধুলিতে মুখরিত থাকে এই স্থানটি। দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থীদের অবকাশ যাপনের জন্য এই সমুদ্র সৈকতের আশেপাশের বহু রিসোর্ট ও হোটেল গড়ে উঠেছে। হ্যাঁ আপনি ঠিকই ধরেছেন আজকে কক্সবাজারের ঐতিহ্যবাহী ১০টি রিসোর্ট বা হোটেলের বিষয় বিস্তারিত আলোচনা করব। আলোচনাতে থাকবে হোটেল বুকিং করতে গেলে আপনাকে কত খরচ করতে হবে হোটেলের সুবিধা এবং কিভাবে যাবেন তার সম্পূর্ণ বর্ণনা। আসুন শুরু করা যাক।

আরো পড়ুন – বান্দরবান এর দর্শনীয় স্থান সমূহ

১.রয়েল টিউলিপ সী পার্ল বিচ রিসোর্ট এন্ড স্পা

কক্সবাজারে যতগুলো রিসোর্ট বা হোটেল আছে তার মধ্যে রয়েল টিউলিপ সী পার্ল বিচ এন্ড স্পা একটি পাঁচতারা হোটেল। ৪৯৩ কক্ষবিশিষ্ট আভিজাত্য এই পাঁচতারা হোটেলে অত্যন্ত আধুনিকতার সকল সুবিধা দিয়ে তৈরি করা হয়েছে। এই রিসোর্টটির বৈচিত্রতা ভেতরে বাহিরে এতটাই আভিজাত্য যে দর্শনার্থীদের মনে রাজকীয় অনুভূতির সৃষ্টি করে। স্পেনীয় স্থাপত্য রীতিতে তৈরী লাক্সারিয়াস এই রিসোর্টটিতে নিজস্ব সমুদ্র সৈকত আছে। ৪৯৩ কক্ষ বিশিষ্ট এ রিসোর্টটিতে এক এক রকমের রুমে এক এক সুযোগ সুবিধা নিতে পারবেন। সুপেরিয়র রুমে হিল পয়েন্ট এবং ভিউ পয়েন্ট দুই রকমের মিশ্রণে তৈরি করা হয়েছে।

রুমের ধরন:

  • প্রিমিয়াম স্যুইটে-সি ভিউ, কিচেন, এবং লিভিং রুম
  • প্যানারমিক স্টুডিও স্যুইটে- সি ভিউ, কিচেন, ডাইনিং, লিভিং এরিয়া ও ব্যালকনি
  • ফ্যামিলি স্যুইটে-একটি মাস্টার বেডরুম, একটি চিলড্রেন্স রুম, তিনটি ওয়াশরুম, আলাদা লিভিং স্পেস এবং সৈকতমুখী বেলকনি
  • বিশিষ্ট ব্যক্তিদের জন্য রয়েছে প্রেসিডেন্সিয়াল স্যুইট- বিশাল আকৃতির রুমে উন্নত মানের ফার্নিচার দিয়ে রাজকীয় কায়দায় অন্দর সজ্জা এবং বড় একটি বারান্দা।
  • নব দম্পতিদের জন্য পাবেন লাক্সারি হানিমুন স্যুইট-জ্যাকুজি ও সুইমিংপুল সহ থাকবে একটি সংসারের প্রয়োজনীয় সকল কিছুর ব্যবস্থা।
  • সম্মেলন ও বড় বড় অনুষ্ঠান পালনের জন্য আছে বিস্তৃত জায়গার ব্যবস্থা এবং হল রুম।

আভিজাত্য এই রিসোর্টের ভেতরে এবং বাহিরে দর্শনার্থীদের জন্য রয়েছে নানা ধরনের সুবিধাভোগের আয়োজন। আসুন কি কি অপেক্ষা করছে আপনার জন্য কাক্ষিত এই রিসোর্টটিতে এক নজরে দেখে নেওয়া যাক ।

ইনডোর সুযোগ সুবিধা:

  • মিনি ফ্রিজ
  • টি/কফি মেকার
  • টিভি
  • পানীর বোতল
  • শাওয়ার কিউবিকল
  • ২৪ ঘন্টা রুম সার্ভিস
  • ফ্রি ওয়াইফাই

এছাড়াও আরো সুবিধা আছে:

  • কাসবাহ রেস্তোরাঁ
  • লেমনগ্রাস রেস্তোরাঁ
  • প্রানজি
  • কোকোলোকো
  • তরঙ্গ
  • ফিশ এন গ্রিল রেস্তোরাঁ
  • পাঞ্চবোল কফি শপ
  • স্কুপস আইস ক্রিম পার্লার
  • ব্লিস বার

আউটডোর সুবিধা:

  • সুইমিং পুল
  • আন্তর্জাতিক মানের বার
  • কিডস গ্রাউন্ড
  • ওয়াটার পার্ক
  • টেনেস, ব্যাডমিন্টন গ্রাউন্ড
  • থ্রিডি মুভি হল
  • বিলিয়ার্ড
  • প্যারাসাইলিং
  • স্লোরকেলিং
  • ডিপ সী ফিশিং
  • জিম এন্ড স্পা
  • স্পিডবোট রাইট

ভাড়া: এই রিসোর্টটিতে ১২ হাজার থেকে শুরু করে ১ লক্ষ ১৮ হাজার টাকা পর্যন্ত রুম বুকিং এর মাধ্যমে এখানে দর্শনার্থীরা অবস্থান করতে পারেন।

ঠিকানা:  কক্সবাজার থেকে ২৬ কিলোমিটার দূরে জালিয়াপালং, ইনানী বীচ,উখিয়া কক্সবাজার, চট্টগ্রাম।

যোগাযোগ:

+88034152666-80
+8801844016001

২.সিগাল হোটেল লিমিটেড

সিগাল হোটেল লিমিটেড
সিগাল হোটেল লিমিটেড

কক্সবাজারের সেরা হোলেটের মধ্যে সিগাল হোটেল লিস্টের এক নাম্বারে আছে। কারন কি জানেন? এই হোটেল থেকেই আপনি উপভোগ করতে পারবেন উত্তাল ঢেউয়ের সমুদ্র, পাহাড় কন্যা আর ঘন ঝাউ বনের অতুলনীয় মিশ্রণে একটি শ্রেষ্ঠ অনুভব‌। যা যে কারোর মনে গভীর ছাপ ফেলবে। প্রকৃতিকে ভালবাসে তারাই বুঝবে এর মর্মার্থ। এটা মূলত একটি পাঁচ তারকা বিশিষ্ট হোটেল। তাইতো অতিথিদের আপ্যায়নে কোন ত্রুটি রাখে না হোটেল কর্তৃপক্ষরা।

হোটেলের আনাচে কানাচে পরিকল্পিত ও আধুনিক সব আয়োজনে সুসজ্জিত। কক্সবাজারে গিয়ে আকর্ষণীয় হোটেলের সামনে গেলে আপনার আর বুঝতে বাকি রইবেনা এই সেই নজরকাড়া বিলাসবহুল হোটেল যার নাম সিগাল হোটেল লিমিটেড। কি নেই এই হোটেলে? অতিথি আপ্যায়নের জন্য রয়েছে ১৮২ টি কামরা যা খুবই উন্নত মানের ও সুসজ্জিত। নিশ্চয়ই এতক্ষণে মনটা ব্যাকুল হয়ে গেছে হোটেলের রুম ভাড়া সম্পর্কে জানার জন্য? তাহলে চলুন জেনে নেওয়া যাক হোটেলের রুম ভাড়া সম্পর্কে বিস্তারিত তথ্য-

রেগুলার হিল সাইড (সিঙ্গেল) রুম ফি- ৫,৮৫০ টাকা থেকে শুরু।
রেগুলার হিল সাইড (ডাবল) রুম ফি- ৬,৩২৪ টাকা থেকে শুরু।
রেগুলার সি সাইড (সিঙ্গেল) রুম ফি- ৬,২৪৫ টাকা থেকে শুরু।
রেগুলার সি সাইড (ডাবল) রুম ফি- ৬,৭১৯ টাকা থেকে শুরু।

যারা আরেকটু দামি রুমে থাকতে চান তাদের জন্য-

ডিলাক্স হিল সাইড (সিঙ্গেল) রুম ফি- ৭,০৩৬ টাকা থেকে শুরু।
ডিলাক্স হিল সাইড (ডাবল) রুম ফি- ৭,৫১০ টাকা থেকে শুরু।
ডিলাক্স সি সাইড (সিঙ্গেল) রুম ফি- ৭,৪৩১ টাকা থেকে শুরু।
ডিলাক্স সি সাইড (ডাবল) রুম ফি- ৭,৯০৫ টাকা থেকে শুরু।
কাপলদের জন্য সুইট রুমের মূল্য পড়বে- ১৫,০২০ টাকা থেকে শুরু।
নতুন দম্পতিদের জন্য রয়েছে মধুচন্দ্রিমা সুইট রুম যার মুল্য পড়বে- ৪৩,৪৭৮ টাকা থেকে শুরু।

চলুন এবার জেনে নেওয়া যাক হোটেলের সুযোগ সুবিধা সম্পর্কে-

  • ২৪ ঘন্টার রুম সার্ভিসিং।
  • ফ্রি ওয়াইফাই।
  • লাগেজ রুম।
  • পার্কিং এর সুবিধা।
  • প্রাইভেট বীচ।
  • লকার রুম।
  • প্রতিদিন সংবাদপত্রের ব্যবস্থা।
  • উন্নত মানের রেস্টুরেন্টের খাবার ইত্যাদি।

ঠিকানা- সুগন্ধা পয়েন্ট, হোটেল মোটেল জোন, কক্সবাজার, চট্টগ্রাম।

যোগাযোগ-
+৮৮ ০৩৪১ ৬২৪৮০,
+৮৮ ০১৭৬৬৬৬৬৫৩০.

৩.ওশান প্যারাডাইস হোটেল এন্ড রিসোর্ট

ওশান প্যারাডাইস হোটেল এন্ড রিসোর্ট
ওশান প্যারাডাইস হোটেল এন্ড রিসোর্ট

কক্সবাজারে সেরা হোটেলের মধ্যে ওশান প্যারাডাইস অন্যতম। নামকরা ও বিলাসবহুল হোটেলের সন্ধান করেন  ওশান প্যারাডাইস তার মাঝে একটা। এটিও একটি পাঁচ তারকা হোটেল যার প্রসাধন ও সজ্জিকরন বার বার দেখার মতো। এই হোটেলে অতিথিদের জন্য আছে ২৯৬ টি কক্ষ। যার প্রতিটি ঘর একটি অন্যটির থেকে সুন্দর এবং শীতাতপ নিয়ন্ত্রিত। অনেক কোয়ালিটির রুম সেখানে রয়েছে।

সিঙ্গেলদের জন্য, কাপলদের জন্য, নতুন দম্পতিদের জন্য, ফ্যামিলির জন্য ইত্যাদি।
রুম অনুযায়ী ভাড়া নির্ধারণ করা আছে। আসুন জেনে নেওয়া যাক কক্সবাজারের এই হোটেলে রাত্রি যাপনের জন্য কত টাকা গুনতে হবে। এই হোটেলে রাত্রি যাপনের জন্য প্রতি রাতের খরচ।

ভাড়া: সর্বনিম্ন ৯,০০০ থেকে সর্বোচ্চ ৯০,০০০ হাজার টাকা পর্যন্ত খরচ হবে আপনার।টাকা অনুযায়ী রুম পাবেন তবে প্রতিটা রুম অত্যাধুনিক প্রযুক্তি দ্বারা নিয়ন্ত্রিত।

হোটেলের সুযোগ-সুবিধার কোন কমতি নেই। এখানে আপনি পাবেন-

  • পার্কিং এর সুবিধা।
  • লকার রুমের ব্যবস্থা।
  • লাগেজ রুম।
  • ২৪ ঘন্টা রুম সার্ভিসিং।
  • প্রাইভেট বীচ।
  • ফ্রি ওয়াইফাই।
  • পাঁচটি উন্নত মানের রেস্টুরেন্টের খাবার।
  • ফিটনেস সেন্টার।
  • বিজনেস সেন্টার।
  • রুম সেফটি।
  • কনফারেন্স রুম।
  • জরুরি প্রয়োজনে ডাক্তার।
  • কিডস জোন।
  • প্রাইভেট বার।
  • টিভি।
  • ২৪ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ।
  • গরম ও ঠান্ডা পানির ব্যবস্থা।
  • হেয়ার ড্রেসার।
  • দৈনিক সংবাদপত্রের ব্যবস্থা।
  • কনফারেন্স রুম ইত্যাদি।

ঠিকানা – হোটেল মোটেল জোন, কলাতলী রোড, কক্সবাজার।

যোগাযোগ- +৮৮ ০৯৬১৯ ৬৭৫ ৬৭৫

 ৪.সায়মন বিচ এন্ড রিসোর্ট

সায়মন বিচ এন্ড রিসোর্ট
সায়মন বিচ এন্ড রিসোর্ট

কক্সবাজারের সায়মন বিচ বিলাসবহুল ফাইভ স্টার রিসোর্টটিতে আভিজাত্যের কোনো কমতি নেই। সমুদ্রমুখী এই  অত্যাধুনিক রিসোর্টটিতে দেশি-বিদেশি পর্যটকদের ভিড় লেগেই থাকে। ২২৮ কক্ষ বিশিষ্ট পাঁচতারা এই রিসোর্টটির একদম সামনে থেকে সমুদ্রের অপূর্ব সৌন্দর্য উপভোগ করা যায়। সো নিপুন পরিকল্পনায় রিসোর্ট এর ভেতর বাহির সাজানো হয়েছে। রুম অনুযায়ী ভাড়া নির্ধারণ করা হয়। পাঁচতারা এই রিসোর্টটির রুমগুলো রুম অনুযায়ী ভাড়া নির্ধারণ করা হয়েছে।

রুমের ধরন অনুযায়ী ভাড়া:

ওয়ান বেডরুম ভিলা ভাড়া -১২০০ (এক রাতের জন্য)
ওয়ার বেডরুম সুইট-১৬০০০( এক রাতের জন্য)
টু বেডরুম সুইট- ২৪০০০(এক রাতের জন্য)
ডিলাক্স ফ্যামিলি কটেজ-৩২০০( এক রাতের জন্য
প্রতিটা রুম শীতাতপ  নিয়ন্ত্রিত।

সুযোগ সুবিধা:

  • পার্টি জোন
  • বারবিকিউ পার্টি প্লট
  • মিউজিক জোন
  • ইনডোর স্টেডিয়াম
  • কিডস জোন
  • উন্নত রেস্টুরেন্ট সুবিধা
  • মিটিং, প্রশিক্ষণ, আলোচনা সভার স্থান
  • ফ্রী ওয়াইফাই
  • ফ্রী গাড়ী পার্কিং ব্যবস্থা
  • সকালের নাস্তার সুবিধা
  • ২৪ ঘন্টা সার্ভিস
  • সুইমিং পুল
  • হেল্প ডেক্স সুবিধা
  • সকলের খেলার ব্যবস্থা

ভাড়া: প্রতি রাতের রুমের ভাড়া ১২ হাজার থেকে শুরু করে ১ লক্ষ ১০ হাজার টাকা পর্যন্ত।

ঠিকানা: কলাতলী,মেরিন ড্রাইভ সড়ক, কক্সবাজার, চট্টগ্রাম

যোগাযোগ – 01755691917

৫. সি ওয়েলকাম রিসোর্ট

সি ওয়েলকাম রিসোর্ট
সি ওয়েলকাম রিসোর্ট

বাংলাদেশের কক্সবাজার সমুদ্রবন্দর পর্যটন শিল্পের জন্য বিশ্বের কাছে পরিচিত। শুধুমাত্র তাই নয় কক্সবাজারে রয়েছে নামিদামি বেশ কিছু হোটেল এবং রিসোর্ট যেগুলোর নাম না নিলেই নয়। তার মধ্যে সি ওয়েলকাম রিসোর্ট উল্লেখযোগ্য। চার তারকা বিশিষ্ট এই রিসোর্টটি আধুনিকতার ও আভিজাত্যের ছোঁয়া দিয়ে তৈরি করা।

দর্শনার্থীদের কথা চিন্তা করে এবং সম্মানীয় দর্শনার্থীর সুবিধা ভোগের সকল আয়োজন নিয়ে তৈরি এই রিসোর্টটি। সি ওয়েলকাম রিসোর্টের এক একটি রুম এক এক  সুবিধা দিয়ে তৈরি করা এই জন্য রুম অনুযায়ী ভাড়া নির্ধারণ করা রয়েছে।

রুমের ধরণ:

  • ডিলাক্স রুম
  • লার্জার রুম
  • রেসিডেন্সিয়াল স্যুইট
  • এক্সিকিউটিভ স্যুইট
  • ফোর পয়েন্ট স্যুইট

রুম ভাড়া: রিসোর্টটিতে সর্বনিম্ন রুম ভাড়া ৫০০০ থেকে শুরু করে ১৫০০০ টাকা পর্যন্ত বুকিং নেওয়া হয়।

ইনডোর সুযোগ সুবিধা:

  • রুচিশীল রুম সজ্জা
  • শীতাতপ নিয়ন্ত্রিত
  • প্রতি রুমে কাপড় লন্ড্রীর ব্যবস্থা
  • সুন্দর বাথটাব
  • কাপড় ধোয়ার জন্য ওয়াশিং মেশিন
  • সাউন্ড প্রুফ ঘর
  • শিশুদের জন্য বিশেষ ব্যবস্থা
  • প্রতি রুমে টিভির ব্যবস্থা
  • ল্যান্ডফোনের ব্যবস্থা
  • জিনিসপত্র রাখার ডেক্স
  • চা করার ব্যবস্থা
  • ২৪ ঘন্টা রুম সার্ভিস

আরো সুবিধা:

  • ধূমপানমুক্ত পরিবেশ
  • ফ্রি ওয়াইফাই
  • প্রতিবন্ধীদের জন্য বিশেষ ব্যবস্থা
  • লিস্ট সুবিধা
  • ফ্রী গাড়ি পার্কিং
  • মুদ্রা পরিবর্তনের সুবিধা
  • জিনিসপত্রের সার্বিক নিরাপত্তা
  • ২৪ ঘন্টায় রিসেপশন সুবিধা
  • লকারের সুবিধা
  • হুইল চেয়ারের ব্যবস্থা
  • বোতল জাত পানি
  • প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা
  • ফিটনেস সেন্টার
  • সুইমিং পুল
  • মিনিবার
  • উন্নত মানের খাবার রেস্টুরেন্ট

ঠিকানা: কলাতলী রোড, কক্সবাজার চট্টগ্রাম

যোগাযোগ:

+8801978569298
+8801312569298

৬.লং বিচ হোটেল

লং বিচ হোটেল
লং বিচ হোটেল

উঁচু উঁচু পাহাড় এবং সমুদ্র সৈকতের খুব কাছে দাঁড়িয়ে থাকা লং বিচ হোটেল কক্সবাজারের নামকরা হোটেল গুলোর মধ্যে একটি। হোটেলটি থেকে কক্সবাজারের সুন্দর মনোরম দৃশ্য খুব ভালোভাবে উপভোগ করা যায়। হোটেল লং বিচ হোটেলের রুমের ধরন অনুযায়ী ভাড়া নির্ধারণ করা হয়।

ভাড়া: রুমের ধরন অনুযায়ী এখানের রুম ভাড়া ৬৫০০ টাকা থেকে শুরু করে ৪০ হাজার টাকা পর্যন্ত রয়েছে।

সুযোগ সুবিধা:

  • শীতাতপ নিয়ন্ত্রিত
  • ফ্রি ওয়াইফাই এর ব্যবস্থা
  • স্যাটেলাইট টিভির ব্যবস্থা
  • বসার জন্য প্লেস
  • একটি ব্যালকনি
  • একটি মিনিবার
  • একটি ঝর্ণার সমন্বিত বাথরুমে গোসলের পোশাক ও প্রসাধন সামগ্রী থাকবে ফ্রীতে

ঠিকানা : কলাতলী রোড, কক্সবাজার, চট্টগ্রাম।

যোগাযোগ :

+8801755660051

৭.হোটেল সি ক্রাউন

হোটেল সি ক্রাউন
হোটেল সি ক্রাউন

কক্সবাজারে উন্নত মানের অনেক হোটেল এবং রিসোর্ট আছে, হোটেল সি ক্রাউন এই সকল হোটেল গুলোর মধ্যে অন্যতম। হোটেল সি ব্যালেন্স থেকে সমুদ্রের অসম্ভব সুন্দর মনোরম দৃশ্য, উঁচু উঁচু পাহাড়ের দৃষ্টিনন্দন ভিউ এবং সমুদ্রের আশেপাশের পটভূমি দারুন ভাবে উপভোগ করা যায়। হোটেলের আতিথেয়তা অসাধারণ।

হোটেলটি এমন একটি অবস্থানে তৈরি করা হয়েছে যেখানে শুয়ে শুয়ে বিশাল সমুদ্রের ভিউ,সমুদ্রের ঢেউ, সূর্যাস্তের দৃশ্য এবং সমুদ্র তরঙ্গ দেখতে পাওয়া যায়। অসাধারণ ডিজাইন এবং ফিটিংস দিয়ে তৈরি করা হয়েছে দর্শণার্থীদের আকর্ষণ বাড়ানোর জন্য। রুমের ধরন অনুযায়ী ভাড়া নির্ধারণ করা আছে।

ভাড়া: সর্বনিম্ন ৪০০০ থেকে শুরু করে ৪০ হাজার পর্যন্ত রুম বুকিং এর মাধ্যমে হোটেলটিতে অবস্থান করা যায়।

সুযোগ সুবিধা:

  • আই এস ডি ফোনের ব্যবস্থা
  • ২৪ ঘন্টা রুম সার্ভিস
  • স্প্লিট টাইপের এয়ার কন্ডিশনার
  • প্রাইম ফ্ল্যাট টিভির ব্যবস্থা
  • বাথটাব সহ সুসজ্জিত ওয়াশরুম
  • ঠান্ডা ও গরম পানির সরবরাহ

ঠিকানা: মেরিন ড্রাইভ রোড, কলাতলী নতুন সৈকত,কক্সবাজার, চট্টগ্রাম।

যোগাযোগ: 01833331703

৮.এক্সোটিকা সাম্পান হোটেল এন্ড রিসোর্ট

এক্সোটিকা সাম্পান হোটেল এন্ড রিসোর্ট
এক্সোটিকা সাম্পান হোটেল এন্ড রিসোর্ট

ভ্রমন প্রিয় মন টাকার জন্য থেমে থাকে না। তাই তো যা হবে দেখা যাবে ভেবে বেরিয়ে পড়ে অনেকে। অল্প খরচায় ভালো রিসোর্ট পাওয়া একটি দুর্বিসহ বিষয়। তাদের কথা মাথায় রেখেই কক্সবাজারে আছে এক্সোটিকা সাম্পান হোটেল এন্ড রিসোর্ট। আপনি যদি ভেবে থাকেন যেহেতু সস্তার তিন অবস্থা সেহেতু নিশ্চয়ই রিসোর্টটি ভালো সার্ভিস দেয় না তাহলে আপনি ভুল। অল্পের মধ্যে একটি উন্নত হোটেল বা রিসোর্ট এটি।

এটি একটি তিন তারকা বিশিষ্ট উন্নত মানের রিসোর্ট। স্বল্প বাজেটের মধ্যেই মুগ্ধ করা এই রিসোর্টটিতে অনেকেই যায় রাত্রি যাপনের জন্য। রিসোর্টটের রাত্রি যাপনের মূল্য জানলে অবাক হবেন আপনিও। আসুন জেনে নেওয়া যাক হোটেলের রুম ভাড়া সম্পর্কে-

ভাড়া- মাত্র ৫,০০০ থেকে ৮,০০০ টাকার মধ্যেই পাবেন রুম।

রিসোর্টটের সুযোগ সুবিধা-

  • ফ্রি ওয়াইফাই সেবা।
  • ২৪ ঘন্টার রুম সার্ভিসিং।
  • গাড়ি পার্কিং এর ব্যবস্থা।
  • লকার রুম।
  • লাগেজ রুম।
  • রেস্টুরেন্ট এর খাবার।
  • প্রতিদিন সংবাদপত্রের ব্যবস্থা ইত্যাদি।

ঠিকানা- মেরিন ড্রাইভ পয়েন্ট, কক্সবাজার।

যোগাযোগ- 01876-000011.

৯.সার্ফ ক্লাব রিসোর্ট

সার্ফ ক্লাব রিসোর্ট
সার্ফ ক্লাব রিসোর্ট

বাংলাদেশ হেরিটেজ বিশেষজ্ঞ ও ব্রিটিশ প্রবাসী দ্বারা ডিজাইন ও পরিচালিত সার্ফ ক্লাব রিসোর্ট। যা স্থানীয় মালিকানাধীন প্রতিষ্ঠান। বুটিক এই রিসোর্টটি চা বাগানের বাংলোর নকশায় নির্মিত। সমুদ্র তীরবর্তী সাত কক্ষ বিশিষ্ট এই রিসোর্টটির প্রতিটি রুমের সামনে একটি করে বারান্দা রয়েছে যেখান থেকে সমুদ্রের খুব সুন্দর দৃশ্য দেখা যায়।

ভাড়া: ৬০০০ টাকা ( এক রাতের জন্য)

যোগাযোগ –  01777786232

১০.হোটেল দ্যা কক্স টুডে

হোটেল দ্যা কক্স টুডে
হোটেল দ্যা কক্স টুডে

কক্সবাজার থেকে অদূরে হোটেল মডেল জোনে The cox today হোটেলটির সন্ধান পাবেন। ভ্রমণ পিপাসু বাঙালি ছুটি পেলেই মন চায় ছুটে যেতে কোন দর্শনীয় স্থানের খোঁজে। বাঙালি মানে সব সময় ভ্রমণ লিস্টে প্রথমেই থাকবেই কক্সবাজার সমুদ্র সৈকত। শুধু আমাদের দেশই কেনো বাইরের দেশ থেকেও হাজার হাজার দর্শনার্থী বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র সৈকতটি দেখতে একবার হলেও আসতে ভুল করেন না। The cox today এই সকল ভ্রমণ পিপাসু দর্শনার্থীদের জন্য বসবাসের উপযুক্ত হোটেল। রুম অনুযায়ী এখানে ভাড়া নির্ধারণ করা হয়।

ভাড়া: সর্বনিম্ন ৭৫০০ টাকা থেকে ৮০ হাজার টাকা পর্যন্ত বুকিং রেট রাখা হয়।

সুযোগ সুবিধা –

  • উন্নত আবাসন ব্যবস্থা
  • ফ্রি ওয়াইফাই এর ব্যবস্থা
  • সুইমিং পুল
  • গিফট শপ
  • উন্নত খাওয়া দাওয়া
  • চিত্ত বিনোদনের নানান রকম সুযোগ-সুবিধা
  • ফিটনেস সেন্টার
  • ২৪ ঘন্টার রুম সার্ভিস
  • কাপড়চোপড় লন্ড্রি করার ব্যবস্থা
  • মাল্টি কুইজিন রেস্টুরেন্ট
  • ইনডোর গেম সুবিধা
  • স্পা
  • জাকুজি
  • হট টাব
  • বারবিকিউ
  • আধুনিক যত সুযোগ-সুবিধা দরকার সবকিছুই এখানে পাওয়া যায়।

ঠিকানা: কলাতলী রোড হোটেল-মোটেল জোন , কক্সবাজার, চট্টগ্রাম।

যোগাযোগ: 01755598449

সবশেষে

পর্যটন শিল্প নগরী কক্সবাজার হোটেল ও রিসোর্ট এর জন্য বিখ্যাত সারা বিশ্বের কাছে। ঘুরতে আসা দর্শনার্থীদের থাকা-খাওয়ার সুব্যবস্থা করতেই এই হোটেল বা রিসোর্ট গুলোর একমাত্র লক্ষ্য। যে সকল দর্শনার্থীদের কক্সবাজার ঘুরতে আসার চিন্তাভাবনা আছে এবং কোথায় থাকবেন? কোথায় খাবেন? সেটা নিয়ে দ্বিধায় ভুগছেন তাদের জন্যই আজকের এই আয়োজন। কম খরচ অথবা বেশি খরচে কোন রিসোর্টে থাকলে কিরকম সুযোগ-সুবিধা পেতে পারেন সবই বিস্তারিত আলোচনা করেছি। সকলকে কক্সবাজার ট্যুরে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ।

 

Related Post

মৃত্যু নিয়ে উক্তি

150+মৃত্যু নিয়ে উক্তি, বাণী, ক্যাপশন 2024

মৃত্যু নিয়ে উক্তি জন্মিলে মরিতে হবে আর এটাই সত্যি। মৃত্যু হচ্ছে সবচেয়ে চিরন্তন সত্যি। পৃথিবীতে প্রতিটি প্রাণীর মৃত্যুর স্বাদ অনুভব করতে হবে। সবসময় মৃত্যুর জন্য

Read More »
খুশির স্ট্যাটাস

200+ স্টাইলিশ খুশির স্ট্যাটাস | হাসি নিয়ে ক্যাপশন

খুশির স্ট্যাটাস | হাসি নিয়ে ক্যাপশন জীবনের সুন্দর খুশির মুহূর্ত আমরা সবাই বাঁধাই করে রাখতে চাই। আর এই খুশির মুহূর্তকে ধরে রাখার সবচেয়ে সহজ উপায়

Read More »

স্টাইলিশ ভালোবাসার ছন্দ | রোমান্টিক ছন্দ | Love Status Bangla

❤❤ভালোবাসার ছন্দ | ভালোবাসার ছন্দ রোমান্টিক | ভালোবাসার ছন্দ স্ট্যাটাস❤❤ ভালোবাসা হলো এক অন্যরকম অনুভূতির নাম, যা শুধুমাত্র কাউকে ভালবাসলেই অনুভব করা যায়। আমরা বিভিন্নভাবে

Read More »
মন খারাপের স্ট্যাটাস

মন খারাপের স্ট্যাটাস, উক্তি, ছন্দ, ক্যাপশন, কিছু কথা ও লেখা

মন খারাপের স্ট্যাটাস মন খারাপ – এই কষ্টের অনুভূতি কার না হয়? সবারই কখনো না কখনো সবারই মন খারাপ হয়। জীবনের ছোটোখাটো অঘটন থেকে শুরু

Read More »

Leave a Comment

Table of Contents